তাহলে কি শুক্কুরবারের সুখ দু:খের কথা এখন থেকে এই বিভাগের লেখার নিচে আলোচনা করব?
ডিডিদা কো বুলাও। হাম প্রয়োজন হলে চাঁদা তুলকে ডিডিদাকো মাল খাওয়ায়েঙ্গে।
আপনার পোস্টটি পড়ে আবেক কে ধরে রাখতে পারলাম না,আজ তার কথা খুব মনে পরতাছে ব্র,,,!!
হোক! হোক !
শুক্রাচার্য্য
=======
কানা শুক্কুর ! কানা শুক্কুর! কেন সবাই বলে?
'দৈত্যগুরু শুক্রাচার্য্য' বলতে পেছন জ্বলে?
দেবযানী যে হামার বেটি, বলছি তোদের সচ,
কচের কথা ভাবলে আজও মন করে খচ খচ'।।
হোক হোক।
এটা ভালো হয়েছে। 'পর্বে পর্বে কবিতা'-য় 'শ্ব' নামে একজনের লেখা পড়ে খুব ইউনিক লেগেছিলো। এঁর আরো কিছু কবিতা পড়তে পারলে ভালো লাগবে।
প্রকাশিত হলো আজকের কবিতা, বিষয়ক। লিখেছেন সাঁঝবাতি, ফরিদা, সোমনাথ রায় এবং ফয়েজ আহমেদ ফয়েজ।
হায় !
উপরের উদ্ধৃত ("শুক্রবার, কি অসব্য কথা দেখুন") কবিতাটি আমি লিখি নি। যদ্দুর মনে পড়ছে উটি প্রবীন কবি ভিক্রম পাকড়াশি (ভিকিদা) 'র মাউস থেকে উৎসারিত হয়েছিলো ।
অ্যাতোদিন আমার চোখে পড়ে নি। তাইলে আগিয়ে জানিয়ে দিতেম।
ওহো তাই তো, খুব বাজে ভুল হলো এটা, ডিডি এবং বিক্রম দুজনের কাছেই মার্জনা চাই - ঠিক করে দিচ্ছি এখনি।
ওঃ। মার্জনা'র আবার কী আছে?
তাও ও করে দিলাম, নিজের দিকে থেকেও আর মহর্ষি ভিকিদার হয়েও। আমার এমনই উদার মন।