
ন্যাড়া লেখকের গ্রাহক হোন
তারপর যাদপ্পুর। সেখানে থার্ড ইয়ারে ফোরট্র্যান প্রোগ্র্যামিং আর ফাইনাল ইয়ারে এসি ঘরে অটোক্যাডে ইঞ্জিনিয়ারিং ড্রইং। কেউ কেউ আবার ফাইনাল ইয়ার প্রজেক্ট করেছিল এমন যাতে খুব কম্পিউটার ব্যবহার করতে হয়। যেমন মন্টি। ভোরবেলা সিঁথি থেকে সোনারপুর লোকাল ধরে কলেজে এসে গাছের ডালে বসে থাকত। ডিপার্টমেন্টের তালা খুললে সেই যে কম্পিউটার রুমে সেঁধোত, আবার বিকেলের পাঁচটা ছত্তিরিশের সোনারপুর লোকাল ধরে বাড়ি।
এসবই হল গিয়ে উইন্ডোজ সিস্টেম। প্রথম ইউনিক্স দেখলাম অ্যামেরিকায় এসে। সব ছাত্রই ইউনিক্সে একটি করে অ্যাকাউন্ট পায়। গলদঘর্ম হয়ে তো কাজ চালানোর মতন গুটিকয়েক কম্যান্ড শিখে নিয়েছিলাম। সেখানে একটা মজার জিনিস লক্ষ্য করলাম। লগ আউট করলে একটি করে বাণী স্ক্রিনে ফুটে ওঠে। যেমন কোনবার এল -
"The difference between a misfortune and a calamity? If Gladstone fell
into the Thames, it would be a misfortune. But if someone dragged him
out again, it would be a calamity."
― Benjamin Disraeli
আবার কোনবার এল হয়ত -
"Nondeterminism means never having to say you are wrong."
বাণীগুলোর অধিকাংশই মজার। এখানেই আবিষ্কার করি অ্যামব্রোজ বিয়ার্সের ডেভিল'স ডিকশনারি। আমি বাংলা করলাম শয়তানের অভিধান।
অ্যামব্রোজ বিয়ার্স অ্যামেরিকার সিভিল ওয়ারে লড়াই করেছিলেন। তারপরে সাংবাদিক, কবি তথা লেখক হয়ে যান। ১৮৮৮ থে ১৯০৬ অব্দি নানান পত্র-পত্রিকায় বিভিন্ন শব্দের সিনিকাল সংজ্ঞা লিখে প্রকাশ করতেন। সেইসব সংজ্ঞা ১৯০৬ সালে "দ্য সিনিক'স ওয়ার্ড বুক" নাম নিয়ে বেরোয়। ১৯১১ সালে সেই বইই বেরোল "দ্য ডেভিল'স ডিকশনারি' নাম নিয়ে। প্রথম-প্রথম সেরকম সাড়া না পেলেও, পরের একশো বছরে এই বই অ্যামেরিকার পপুলার কালচারের অন্যতম আইকন হয়ে উঠেছে। কেউ কেউ একে অ্যামেরিকার ১০০টা সাহিত্যিক মাস্টারপিসের মধ্যে রেখেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল একে বলেছিল, "শুধু অ্যামেরিকা কেন, খুব সম্ভবত" বিশ্বের শ্রেষ্ঠ ব্যঙ্গরচনা।" আমার কাছে এর পূর্ণাঙ্গ কপি নেই। যেটা আছে সেটা সস্তার "বেস্ট অফ"। তার থেকে কয়েকটা আমার অক্ষম হাতের অনুবাদ দিলাম, চাখার জন্যে।
Faith, ভক্তি - জ্ঞানহীন লোকের বলা কোন অতুলনীয় বিষয়ে প্রমাণ ছাড়া বিশ্বাস।
Fork, কাঁটা - মূলতঃ মৃত জন্তু-জানোয়ারের দেহাবশেষ মুখে তোলার যন্ত্র।
Crank, ছিটেল - নিজের মতবিরুদ্ধ কোন ব্যক্তি।
Infinity, অসীম - ১৮ বছর বয়েসে জীবনের দৈর্ঘ্য সম্বন্ধে যা মনে হয়।
Integrity, সততা - নির্বাচনে দাঁড়াবার প্রধান অন্তরায়।
Senator, এমপি - কোটিপতি, অথবা যদি সদ্য নির্বাচিত হন, হতে-চলা কোটিপতি।
Poet, কবি - যিনি গদ্য লিখতে পারেন না।
Masturbation, হস্তমৈথুন - অসম্ভব জঘন্য কাজ যা অন্য সবাই নিয়মিত করে থাকে।
Novel, উপন্যাস - ফোলানো-ফাঁপানো ছোটগল্প ...
Longevity, দীর্ঘজীবন - মৃত্যুভয়ের অস্বাভাবিক বৃদ্ধি।
Happiness, সুখ - অন্যের দুঃখ স্মরণ করে যে আনন্দদায়ক অনুভূতি হয়।
Egotist, অহমসর্বস্ব - নিম্নরুচির যেসব লোক আমার থেকে নিজের সম্বন্ধে বেশি উৎসাহী।
Resident, অধিবাসী - যিনি চলে যেতে পারেননি।
ন্যাড়া | ০২ মার্চ ২০২০ ১০:২৭91182ধর্মাবতার - ছবিটা যে এলনা!
tester | 172.68.***.*** | ০২ মার্চ ২০২০ ১০:২৯91184
ন্যাড়া | ০২ মার্চ ২০২০ ১০:৩০91185তাও তো আসেনা, জাঁহাপনা!
ধর্মাবতার | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১০:৩৮91186
যাহ কী হলো | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১০:৩৯91187
tester | 172.68.***.*** | ০২ মার্চ ২০২০ ১০:৪৫91190
:/ | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১০:৪৯91191
tester | 172.68.***.*** | ০২ মার্চ ২০২০ ১০:৫৪91192
ন্যাড়া | ০২ মার্চ ২০২০ ১০:৫৮91193তা তো দেখাচ্ছে ধর্মাবতার, কিন্তু ভুল ছবি।
tester | 172.68.***.*** | ০২ মার্চ ২০২০ ১১:০২91194
tester | 172.68.***.*** | ০২ মার্চ ২০২০ ১১:০৪91195
ন্যাড়া | ০২ মার্চ ২০২০ ১১:০৫91196খাপে-খাপ মামা!
PM | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ১১:১৮91198