এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • ফুচকা সন্দর্ভ

    সম্বিৎ বসু লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২৭ অক্টোবর ২০১৮ | ১৮০৫১ বার পঠিত
  • কলকাতার সবার একজন নিজস্ব ফুচকাওলা থাকে।

    কলকাতার বাঙালি পাকা ও সবজান্তা। চাট্টি বই পড়ে, ছটি ছবি দেখে, আট্টি গান শুনে সত্যজিতকে মানিকদা, সিনেমাকে পারাদিসো ও জনগণকে লেসার মর্টাল বলে ডেকে থাকি। এবং ওয়ান-আপম্যানশিপের চূড়ান্ত। কেউ যদি বলল, "ওহ, যা ফুচকা খেলাম না!" অমনি বাঙালি বলবে, "ফুচকা খেয়েছিলাম বটে - ওই ডোভার লেন আর গড়িয়াহাট রোডের মোড় থেকে দুশ গজ ঢুকে একটা ফুচকাওলা বসত। কী তার সাইজ আর কী তার স্বাদ।" অপিচ, কলকাতার সবার একজন নিজস্ব ফুচকাওলা থাকে।

    এবং থাকে নিজস্ব রোলওলা। রোলের ঠেলা বছর চল্লিশ আগে কলকাতায় আবির্ভূত হয়েছে। সে অবশ্য নামেই ঠেলা। আদতে অজর-অমর, নট-নড়নচড়ন-নট-কিচ্ছু স্থায়ী দোকান। আমি আজ অব্দি কোন রোলের দোকান স্থানচ্যুত হতে দেখিনি। রোলের নড়বড়ে গাড়ি দেখেছি কাঁচ দেওয়া, চকচকে শকটে উত্তীর্ণ হয়েছে। এমনকি সেখান থেকে ফুটপাতে ইঁটের গাঁথনি পড়ে স্থায়ী দোকানও - কিন্তু যে জায়গায় একবার রোলের ঠেলা বসেছে, প্রলয় আসা অব্দি সে স্থানে রোল বিক্রয় চলিবেই। এটি নিউটনের চতুর্থ স্থিতিসূত্র।

    শুধু রোলের রকমফেরেই সারা কলকাতার ভিন্নরুচির লোককে তোয়াজ করা সম্ভব। আলু-টিক্কি রোল দিয়ে কলকাতার ডেমোগ্রাফির পঞ্চাশ শতাংশ মানুষকে তাদের নিরামিষ ভাবাবেগে আঘাত না দিয়ে সন্তুষ্ট করে ফেলা যায়। তাছাড়াও আছে পনির রোল। তাও কাউকে ভেগান বলে সন্দেহ করে থাকলে, এসব ছেড়ে ভেজিটেবিল রোল - যার পুরে শুধু শশা, পেঁয়াজ, বিট (যা আদতে নাকি রং করা লালমোহন আলু), গাজর - চালিয়ে দিন। ধর্ম, স্বাস্থ্য, এথিক্স সব কভার করে যাবে।

    এগ রোল নিঃসন্দেহে রোল সাম্রাজ্যের চেতন ভগত। সারল্যের ধোঁকা দিয়ে জনপ্রিয়তার চূড়ান্তে। মাটন বা চিকেনের উৎস নিয়ে লোকের খুঁতখঁতানি চিরকালই ছিল। তাই এগ রোলের এত বিক্কিরি। আর ভাগাড় কাণ্ডের পর তো এগ রোলই অমিতাভ বচ্চন। এগের তারতম্য না থাকলেও এগ রোলের তারতম্য আছে।

    রোল নিয়ে অনেক কাহন হয়েছে। আজ হাল্কা করে ফুচকাবন্দনা করি। ফুচকা শুনে হতচ্ছেদ্দা করবেন না। ফুচকার ইতিহাস রোলের ইতিহাসের থেকে আরও দীর্ঘ তো বটেই, তাৎপর্যপূর্ণ ও রহস্যময়ও বটে। রহস্য নিয়েই আগে বলি - ফুচকার জন্মরহস্য কেউ জানে না। এমনকি তা জানতে কারুর সেরকম আগ্রহও দেখিনা। সাবেকি ফুচকার তিনটি বাসস্থান। বম্বে, থুড়ি মুম্বাইতে তার নাম পানিপুরি, দিল্লিতে গোলগাপ্পা আর কলকাতায় ফুচকা। পানিপুরি নামটি সমগ্রতই ব্যাকরণসম্মত। যে পুরির ভেতর পানি থাকে - এরকম ব্যাসবাক্য করলে স্বয়ং পাণিনিও বোধহয় রুষ্ট হতেন না। গোলগাপ্পা অন্ততঃ আধা ব্যাকরণসম্মত। আকারে এটি গোলই বটে। গাপ্পার ব্যাকরণগত ব্যুৎপত্তির হদিশ আমার কাছে নেই। কিন্তু ফুচকা? কোন মানেই হয়না। ব্যাকরণ পরীক্ষায় ফুচকা ডাহা ফেল। এমনকি মার্কেটিঙেও। গুগুল বাজার গরম করার আগে জ্ঞানসমুদ্রে যার কদর ছিল রাশভারি জ্যাঠামশাইয়ে, সেই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার অনলাইনে চাটের এন্ট্রিতে গোলগাপ্পা ও পানিপুরির উল্লখ থাকলেও ফুচকার নেই। এই গুরুত্বপূর্ণ ব্যাপারে মমতা ব্যানার্জি থেকে আমরা বাঙালি - সবাইকার যে গর্জে ওঠা উচিত, সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করি।

    ব্যকরণে ও মার্কেটিঙে ফুচকাবাবু ফেল্টু হলেও স্বাদের দিক দিয়ে ফাস্ট ক্লাস ফাস্ট। বাঙালি বলে আমার মুখের কথায় প্রত্যয় হচ্ছে না তো? ওই ভীর সিংভি মশাইকে জিগেস করুন। উনি ভি, বম্বেতে বড় হয়ে পানিপুরির প্রতি নস্ট্যালজিক আসক্তি দেখিয়ে শেষ পর্যন্ত ফুচকাকে জিতিয়ে দিতে বাধ্য হয়েছেন। দিল্লির গোলগাপ্পা যাকে বলে ডিস্ট্যান্ট থার্ড।

    ফুচকা একটি পরিপূর্ণ সৃষ্টি, যদিও ফুচকার বাড়ির তেমন বাহার নেই। যেখানেই যান সেই ছোট পুরি, মানে আটার লুচি। মাইক্রো সাইজ। ফুচকার সব কারসাজি ঘর সাজানোয়। বাড়ির ভেতরে কী পড়ছে। সাবেক বাঙালি ফুচকায় আলুসেদ্ধ, অল্প ছোলাসেদ্ধ, ধনেপাতা, বিটনুন আর সিক্রেট মশলা। অল্প লেবুর রস পড়তে দেখেছি। কাঁচালংকা কুচো, অবস্থাভেদে কাঁচালংকা-বাটাও সব ফুচকাওলাই তূণে গোপন রাখে। সবাই বলে এই মশলাতেই ফুচকাওলার হাতযশ। আমি বলি আরেকটু খেয়াল করে দেখুন। মশলার কেরদানি যদি সাতান্ন হয় তো বাকি তিন-চল্লিশ কেরদানি তেঁতুল জলে। যত ডাকসাইটে ফুচকাওলা দেখবেন, তাদের তেঁতুলজল শুধু তেঁতুলজল নয়। সে যে মিশ্রণ - তার কাছে ব্লু লেবেল ব্লেন্ডেড হুইসকি থেকে ফাসক্লাস সরবত-এ-আজম - সব শালা হারে। আলুর পুরে যে মশলা পড়ে সে তো পড়েই তেঁতুলজলে, সেই সঙ্গে নুন আর ঝালের কন্ট্রোলেও তেঁতুল জলের ভূমিকা ম্যাচ-রেফারি-সদৃশ। আলুর পুর আর তেঁতুলজলের স্বাদের ব্যালেন্সের ওপর নির্ভর করে ফুচকার ফাইনাল কোয়ালিটি। শুধু অফেন্স দিয়ে যেমন ডিফেন্সের দোষ ঢাকা যায়না, তেমনি নিরেস ও বোদা পুরে চড়া তেঁতুলজল দিয়ে ফুচকাকে জাতে তোলা যায়না। একইরকমভাবে ট্যালট্যালে টোকো তেঁতুলজল দিয়ে চড়া স্বাদের পুরওলা ফুচকাকে ফার্স্ট ডিভিশনে তোলা মুশকিল।

    এর পরে পানিপুরি আর গোলগাপ্পার কীই বা বর্ণনা দেব। চন্ডীপাঠের পরে কি ওলাইচন্ডির গুণকীর্তন কেউ শোনে? তবে, একটি কথাই বলি। ব্রুহত বেঙ্গালুরু মহানিগম পালিকায় একদা ক্ষুধার্ত অবস্থায় ঘুগনির পুর দেওয়া ফুচকা খাবার দুর্ভাগ্য হয়েছিল। এ কথা শোনার পরে আশা করি কেউই আমার ফুচকা নিয়ে প্রবন্ধ লেখার পেডিগ্রিকে সন্দেহ করবেন না।

    "অমর প্রেম" দেখেছেন? সেখানে ওমপ্রকাশের চরিত্রটি, যতদূর স্মরণে পড়ে কেননা বায়াস্কোপটি দেখার পরে প্রায় পঁয়ত্রিশ বছর ঘুরে গেছে, ফুচকা খাওয়ার নতুন কায়দা শিখিয়েছিলেন তাবত মাতালকুলকে। সেই কায়দা হল ফুচকায় তেঁতুলজলের পরিবর্তে মদ ঢেলে খাওয়া। শুনতে পাই কোন অকুতোভয় ভারতীয় শেফ কোন হাইএন্ড রেস্তোরাঁয় ফুচকা-উইথ-ভোদকা চালু করেছিলেন। কেমন চলেছিল সে খবর আমার কাছে আসেনি। তবে মার্কিনমুলুকের নব্বই শতাংশ ভারতীয় রেস্তোরাঁ যে দুপুরবেলার বাফে চালায়, তার বহুতেই, বিশেষতঃ একটু উঁচুমানের যারা, তারা তাদের অডর্ভে ফুচকা-সদৃশ পানিপুরির বন্দোবস্ত রাখে। সেই জিনিসের কাটতি খুব।

    ফুচকার কথা বলে চুরমুরের কথা না বললে আলোচনা শেষ হয়না। চুরমুরকে বলা যেতে পারে যে সম্পূর্ণ ফুচকা হয়ে উঠতে পারেনি। যদি মনে হয় রবিঠাকুরের একটি যথার্থ কোটেশন ছাড়া (একটি অযথার্থ কোটেশন কিন্তু আগে দিয়েছি ধর্মাবতার) প্রবন্ধ অসম্পূর্ণ, তাহলে চুরমুরকে "যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে" বলা যায়। আলুর পুরে ফুচকার খোলা ভেঙে তার সঙ্গে অল্প তেঁতুলজল দিয়ে ভেজা ভেজা যে বস্তুটি পরিবেশিত হয় তাহাকে চুরমুর বলে। একই র' মেটিরিয়াল পরিমাণ আর আকারের তারতম্যে ফুচকা আর চুরমুরের সৃষ্টি করে। যথা হীরে ও গ্র্যাফাইট। এখানে নাদানদের উদ্দেশে একটি বিধিসম্মত সতর্কবার্তা দেওয়া বাঞ্ছনীয় - দেখ বাছাসকল, অধিকাংশ ফুচকাওলাই ফুচকার সঙ্গে আলুকাবলি এবং চুরমুর বেচে। অনুপানের দিক থেকে আলুকাবলির সঙ্গে চুরমুরের যথেষ্ট মিল থাকলেও উহারা সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি ও ব্যক্তিত্ব।

    এখানে আর একটা খাবারের উল্লেখ করে ফুচকা প্রসঙ্গে ইতি টানব। একটা খাবার ঠিক নয়, এক টাইপের খাবার।

    আচ্ছা, কখনও ভেবে দেখেছেন যে যে ফুচকার খোল ভাজার সময়ে একেবারেই ফোলে না, সেগুলোর কী গতি হয়? এরকম তো কখনই হতে পারে না সব ফুচকার ব্যাচই ফোলার ব্যাপারে একশোয় একশো। কিছু জনতা নিশ্চয়ই ফেলও করে। সেই ফেল্টু ফুচকার খোলেরা কোথায় যায়? তারা যায় বিভিন্ন রকমের চাট হতে। দহি-চাট থেকে পাপড়ি-চাট। চাট সাম্রাজ্যে দই ও তেঁতুলের চাটনি যদি সম্রাট ও সাম্রাজ্ঞী হয়, চ্যাপ্টা ফুচকার খোল অন্তত প্রধান মহামাত্যর গুরুত্ব পেতে পারে।

    ফুচকা সন্দর্ভ একটি ব্যক্তিগত আখ্যান দিয়ে শেষ করি। আমি সল্ট লেকের বিডি স্কুলে ৮১ সালে ভর্তি হয়ে দেখেছি কালো, সুঠাম চেহারার মিলনদা স্কুলের বাঁধা ফুচকাওলা। আজ সাঁইতিরিশ বছর পরে মিলনদা এখনও প্রতিদিন সিএ মার্কেটে বসে। মে মাসে গিয়ে বন্ধুর প্ররোচনায় ফুচকা খেতে গিয়ে দেখলাম, পঁচিশ বছরের প্রবাস জীবনে হাইজিন-সংক্রান্ত খুঁতখুঁতুনি এতটাই বেড়েছে যে দিনের আলোয় আলু চটকানো দেখে আর খেতে পারলাম না। স্থির করেছি পরেরবার গিয়ে সন্ধ্যের আঁধারের সুযোগ নিয়ে হাইজিন গুলি মেরে মিলনদাকে প্যাট্রনাইজ করে আসব।

    ও হ্যাঁ, আমার ইশকুলের বান্ধবীদের নিজস্ব ফুচকাওলা এখনও মিলনদা।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৭ অক্টোবর ২০১৮ | ১৮০৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ***:*** | ২৭ অক্টোবর ২০১৮ ০২:০৮85987
  • এহে নিতান্ত প্রিলিম লেভেলের ফুচকা খাইয়ে! দই ফুচকা, ডিম ফুচকা ইত্যাদির উল্লেখ নেই। ফুচকাওলার হাতে ঘায়ের পরিমাণের সাথে ফুচকার স্বাদের সমানুপাতিক বৃদ্ধির উল্লেখ নেই। এমনকি টাইমস অব ইন্ডিয়ার সেই ভাইরাল ভিডিও, যেখানে মুম্বাইতে পানিপুরিওলার সহকারি নিজের হিসি দিয়ে দিয়ে ফুচকামাখার বাসন ধুচ্ছিল - সেটাও নেই।
  • ন্যাড়া | ***:*** | ২৭ অক্টোবর ২০১৮ ০৭:৪৬85988
  • জানতাম কেউ না কেউ আমার ফুচকা-টেস্টার পেডিগ্রি নিয়ে প্রশ্ন তুলবেনই।
  • ঋত্বিক | ***:*** | ২৮ অক্টোবর ২০১৮ ০২:০৯85989
  • শুধু হাতে ঘা? আর বাঁ হাতের বুড়ো আঙুল (যেটা দিয়ে ফুটো করা হয়) ? প্রত্যেক বাঙালি মা ঠাকুমাই কিন্তু প্রত্যেক ফুচকাওয়ালার "ছুঁচিয়ে হাত না ধোয়ার" কথা পই পই করে বলে থাকে।
    আরে বাবা স্বাদের সিক্রেট কি শুধু মশলা আর টক জলেই শেষ নাকি.. এর সঙ্গে আছে উক্ত বুড়ো আঙুলের নখের সাইজ এবং সেই নখের ভেতর জমে থাকা ময়লার আনুপাতিক হিসেব।

    আর, কে না জানে যে - কলকাতার সব ফুচকাওয়ালাই ফুচকায় "ড্রাগ মেশায়" - এতবড় পয়েন্ট টাও মিস! ইশশ!!
  • | ***:*** | ২৮ অক্টোবর ২০১৮ ০২:৩৩85990
  • ইয়েস ইয়েস ফুচকায় ড্রাগ মেশায় মিসিঙ।

    হে হে ন্যাড়াদার বাকী জীবনে আর ফুচকা খাওয়া হবে না। রাতের অন্ধকারেও হবে না, যা যা সব ফুচকাওলার সিক্রেট বলে দিলাম আমরা।
  • সিকি | ***:*** | ২৮ অক্টোবর ২০১৮ ০২:৫৬85991
  • 'কলকাতার' ফুচকা। 'কলকাতায়' সবার একজন নিজস্ব ফুচকাওলা থাকে।

    সবই কলকাতায় ঘটে। কলকাতার বাইরে তো পৃথিবী এক্সিস্টই করে না। :)
  • dd | ***:*** | ২৮ অক্টোবর ২০১৮ ০৩:০৭85992
  • স্লাইট চেঞ্জ করে দিলেই এটি বিশ্বসাহিত্যের অমোঘ লাইন হয়ে যাবে ,যেমতি -- "প্রতিটি মানুষেরই এক নিজস্ব ফুচকাওয়ালা থাকে"।

    ওঃ, আমি মুগ্ধ হয়ে গেলাম।
  • ন্যাড়া | ***:*** | ২৮ অক্টোবর ২০১৮ ০৩:১৫85993
  • বন্ডেলে সবার একটি আখাম্বা অভিমান থাকে। চলবে?
  • সৌমিত্র | ***:*** | ২৮ অক্টোবর ২০১৮ ০৩:১৯85994
  • দিল্লীতে সুজির ফুচকাও চলে।
  • Tim | ***:*** | ২৯ অক্টোবর ২০১৮ ০৬:৪২85995
  • দিব্যি হয়েছে লেখাটা, ন্যাড়াদা লিখলেই যেরম হয়। আমার যদিও ফুচকা বিষয়ে খুব বেশি ব্যুৎপত্তি নেই, তবু মোটের ওপর ফুচকা ১০১ এর অনেকটাই কভার্ড।
  • অভিলাষ দত্ত | ***:*** | ৩০ অক্টোবর ২০১৮ ০৬:৩৪85997
  • ভাষার মারপ্যাঁচে আসল আলোচনা খুবই কম হল। ফুচকার জন্মবৃত্তান্ত, ভ্যারাইটি, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের ফুচকা, ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি জানালাম।
  • ফুচকা | ***:*** | ৩০ অক্টোবর ২০১৮ ০৬:৫৮85998
  • হ্যাঁ ফুচকার জন্মবৃত্তান্ত অথবা ফুচকা কিকরে বাঙলায় এল!
  • I | ***:*** | ৩০ অক্টোবর ২০১৮ ০৭:৩৫85999
  • হ্যাদে,ফুচকা নাকি দ্রৌপদী আবিষ্কার করেছিলেন?
  • অভি | ***:*** | ৩০ অক্টোবর ২০১৮ ০৭:৪৩86000
  • লেখাটার থেকে কমেন্ট থ্রেডটা বেশী ইন্টারেস্টিং
  • Atoz | ***:*** | ৩০ অক্টোবর ২০১৮ ০৭:৪৫86001
  • আমাদের এক স্যর বলতেন, "এই বিশ্বে বিহারের দুটি অনবদ্য অবদান। একটি ফুচকা আর অন্যটি রাজেন্দ্রপ্রসাদ। " ঃ-)
  • অভি | ***:*** | ৩০ অক্টোবর ২০১৮ ০৮:৩৮86002
  • ফুচকা বিহারের?
  • ষষ্ঠ পাণ্ডব | ***:*** | ৩০ অক্টোবর ২০১৮ ১০:৫৭85996
  • যদি এভাবে বলি, প্রতিটি শহুরে বাঙালীর একজন নিজস্ব ফুচকাওয়ালা থাকে। তাহলে কেমন হয়? পশ্চিমবঙ্গের কথা জানি না, বাংলাদেশের গাঁয়ে ফুচকা এখনো খুব জাঁকিয়ে বসতে পারেনি। তবে শহরাঞ্চলে রোদ একটু মরে আসতে শুরু করলে এই বিক্রিবাটা চড়চড় করে বাড়তে থাকে। সুপার মার্কেটগুলোতে অবশ্য পার্মানেন্ট ফুচকার দোকান থাকে যারা সকাল দশটা থেকে ফুচকা বিক্রি শুরু করে।

    বাংলাদেশে অবশ্য ফুচকা'র চেয়ে চটপটি'র বাজার বড়। আর চটপটি'র দোকানে ফুচকা অবধারিত। আর হবেই বা না কেন! দুটোর ইনগ্রেডিয়েন্ট তো একই, শুধু বহিরঙ্গে আর পরিবেশনায় পার্থক্য - কে যে কার অবতার বলা কঠিন।

    বড় বড় শপিং মলগুলোর ফুড কোর্টে দই-ফুচকা বেচে, রাজকচৌরি বেচে কিন্তু চটপটি বা ট্রাডিশনাল ফুচকা বেচে না। কি জানি অমন টিঁশট্যাঁশ মার্কেটে গেলে লোকের মুখে বুঝি ট্রাডিশনাল ফুচকা-চটপটি রোচে না।

    অনেকে বিকেলের নাস্তায় চটপটি/ফুচকা বানান। ঈদ-শবে বরাতের মতো উৎসব যেখানে বিপুল পরিমাণে মিষ্টি খাবার তৈরি করা হয় সেখানে প্রায় সব বাড়িতে স্বাদ ফেরানোর জন্য চটপটি/ফুচকার আয়োজন রাখা হয়।

    একটু চেষ্টাচরিত্র করলে একটু রূপ বদলে চটপটি/ফুচকাকে বোধকরি লাঞ্চে ঢোকানো যেতে পারে। আপাতত বাঙালী শহরগুলোর তারকাখচিত হোটেল/রেস্তোরাঁর buffet-এ চটপটি, ফুচকার অন্তর্ভুক্তির দাবি জানিয়ে গেলাম।
  • Kaju | ***:*** | ০১ নভেম্বর ২০১৮ ০৭:২৮86003
  • এবার টালাপার্কের মেলায় দেখি মেদনীপুরের আচারের স্টলে ছোট সাইজের গোল গোল চাকতির মত কী একটা বিক্রি হচ্ছে। জিগেস করায় বলল এটা ভেজে নিলে একেবারে হুবহু ফুচকার গোলক হয়ে যাবে। বাড়িতে করে দেখা গেল একেবারে তাই ! মুচমুচে নধর ফুচকার ঠোল রেডি। এবার আলুমাখা-টা বানিয়ে তেঁতুল জল কি লেবুর জলে ডুবিয়ে বাড়িতে তৈরি ফুচকা যা অপূর্ব লাগল না কী বলব ! কে বলেছে রাস্তার ওইসব নোংরা হাতের আলুমাখা ছাড়া সোয়াদ হয় না? যত ছিল সব কিনে এনেছি, এবার থেকে বাড়িতে বানানো আর খাওয়া। নো আনহাইজিনিক কারবার এর পর থেকে, আমার এমনিতেই পোষায় না কোনোদিনই। ওসব সেকেলে ব্যাপার নিয়ে বাঙালি যতই নাল ফেলুক আর আড়ালে লোকের মনে ঘেন্না ধরাক। এর চেয়ে ভালো জিনিস আর দেখিনি। এর আগে দেখতাম ফুচকার তৈরি ঠোলটাই বিক্রি হত, সে কিনে আনার সময় ভেঙে যাবার সম্ভাবনা ছিল, এতে তুমি ১০০০ খানা চাকতি কিনে এনে রেখে দাও না যদ্দিন খুশি, নো প্রবলেম। সত্যি কত নতুন নতুন জিনিস বার হচ্ছে ! আপনারা এখনো সেই রাস্তার ফুচকা নিয়ে ফ্যান্টাসাইজ করে চলেছেন।
  • দিলীপ ঘোষ | 1.39.***.*** | ০১ সেপ্টেম্বর ২০২০ ০৬:০৫96834
  • চমৎকার লেখা।
  • | 2601:247:4280:d10:c915:6907:bfb1:***:*** | ০১ সেপ্টেম্বর ২০২০ ০৮:৫৯96837
  • ওমা! মূল উপাদানটার কথাই কেউ লেখেনি! ড্রেনের জল! নইলে ঐ চমৎকার স্বাদ হতেই পারে না।তাছাড়া ঐ পাত্রের জলে শৌচকর্ম, ধৌতকর্ম সবই হয়...

  • সম্বিৎ | ০১ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৭96839
  • মফস্বলি-বৃত্তান্ত

  • সম্বিৎ | ০১ নভেম্বর ২০২০ ১২:৫৯99506
  • "কিন্তু ফুচকা? কোন মানেই হয়না। ব্যাকরণ পরীক্ষায় ফুচকা ডাহা ফেল।"


    আমার মাথায় পুলক ঘোষাল বর্ণিত হাই-ভোল্টেজ স্পার্ক হয়েছে। ফুচকা শব্দটা এসেছে ফোস্কা থেকে। ফোস্কা > ফোসকা > ফোচকা > ফুচকা।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন