অন্তরঙ্গ পিতৃস্মৃতি শুধু নয় সংগ্রামী সাহিত্যিক শিল্পী আজিজ মেহের (পৈতৃক নাম এস এম মসিউর রহমান ) মা রেডিও অফিসের আপার ক্লার্ক মধুমালাকে আমাদের মুগ্ধ শ্রদ্ধালু দৃষ্টিপথে তুলে ধরার জন্য লেখককে ধন্যবাদ ।বড় কাজ করলেন
স্মৃতি।
শক্তি দি, পারমিতা দি,
পাঠ ও সহমর্মিতার জন্য ধন্যবাদ।
আসলে মৃত্যুর পরে কোনো জীবন নাই। আবার দেহজ মৃত্যু মানেই মরণ নয়। মৃতরা বাঁচেন জীবতদের ভালবাসায় ।
সে অর্থে আজিজ মেহেরদের মরণ নাই।
ঠিক কথা বিপ্লব। এঁদের মরণ নাই। প্রতুলের গানটার কথা মনে পড়ছে, সব মরণ নয় সমান।
আরও আগে না পড়তে দুঃখ হচ্ছে। অনেক বিষয়ে আমার জানা ছিলোনা। উনি বুঝতে দিতেন না।
খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে। তাঁর আত্মা যেন শান্তিতে থাকে।
প্রতিভা দি, মুজতবা,
অনেক দেরীতে বলছি, পাঠ ও সহমর্মিতার জন্য ধন্যবাদ। আগামীতেও সাথে থাকার বিনীত অনুরোধ
অরণ্য,
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।
কিছু বইপত্র লেখা হয়েছে, কিন্তু খুব উল্লেখযোগ্য কিছু নয়। আমার বাবার একটি আত্মজীবনী কিছুদিন আগে মুক্তমনায় ই-বুক আকারে প্রকাশ করেছি। সেটা দেখতে পারেন
বিপ্লব, সমবেদনা
যদি সত্যিই বিশ্বাস করতে পারতাম যে নেই সে আসলে আছে, বড় ভালো হত...
ম,
তিনি তো আছেনই। শুভ
কষ্ট হলো,গর্বও হলো আপোষহীন সংগ্রামী মানুষটির জন্য। শ্রদ্ধা জানাই
কষ্ট হলো।গর্ব হচ্ছে আপোষহীন বিপ্লবীর জন্য।শ্রদ্ধা জানাই
তখন কেন পড়িনি, জানিনা। বিপ্লব ঠিকই বলেছেন, এ যাওয়া তো নয় যাওয়া।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বিশ্বাস করি মনে প্রাণে যে যাওয়া মানেই প্রস্থাণ নয়। আমাদের ভালবাসায়তাঁরা বেঁচে থাকেন আরো বেশী করে। মুক্তমনা আদর্শবাদী আজিজ মেহেরের জন্য আমার শ্রদ্ধা রইল ।
শক্তি দি, সম্বিৎ, স্বস্তি,
আজ বাবার চতুর্থ প্রয়াণ দিবস।
করোনার ভয়াবহ ঊর্ধ্বমুখী পরিস্থতিতে এই প্রথম গ্রামের বাড়ি যাওয়া হলো না, মা ও বোনদের সাথে দেখা হলো না!
স্বীকার করি, আমার বাবা আজিজ মেহেরের মতো এত আধুনিক, এতো জ্ঞানী মানুষ আর একজন দেখি না!
মাথার ভেতরে বৃষ্টির মতো অবিরাম ঝমোঝম করে বব ডিলান বাজছে, "পিপলস ডোন্ট লিভ অর ডাই, দে জাস্ট ফ্লোট"...
বিপ্লব বাবু এ শোকের সান্ত্বনা হয় না। শক্ত থাকুন। ভগবানের কাছে প্রার্থনা করি এ শোক অতিক্রম করার শক্তি যেন উনি আপনাকে দেন।
বিপ্লবদা, এক পৃথিবীর স্বপ্ন দেখা মানুষদের চেতনায় তিনি মিশে থাকবেন তাদের জান্তে অথবা অজান্তে।
যেমন আপনি বলেছেন - একটা গোটা জীবন যাপন করেছেন তিনি তাঁর হিসাব মত; যা দাম দিতে হয় দিয়ে। খুব কম জন-ই করে উঠতে পারেন। তাঁর উত্তরাধিকার আপনাকে শক্তি দিক, সামর্থ্য জুগিয়ে চলুক।
অপু, অমিতাভ বাবু,
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এখন হাতেনাতে বুঝি, কাকে বলে "মৃত্যু", "চলে যাওয়া", "চির বিদায়"! সত্যিই বাবা আর নেই? ❤️