
নভেম্বরের শেষাশেষি। সেখানকার ইউনিভার্সিটির আমন্ত্রণে গিয়ে হাজির হলাম ইন্সব্রুক। ছোট্ট সুন্দর সাজানো পশ্চিম অস্ট্রিয়ার একটি শহর। ইউরোপীয় শহর বলতে যে ছবিটি আমাদের মনের মধ্যে ভেসে ওঠে। সেই তেকোনা ঢালু ছাদের পরপর উঁচু বাড়ি রাস্তার দুপাশে, আর চওড়া রাস্তায় গাড়িঘোড়া চলছে কয়েকটা। অবশ্য সাইজে ছোটো হলে কী হবে, এর বয়সের কথা শুনলে হোঁচট খেতে হয়। অন্তত আটশো বছরের পুরোনো এর ইতিহাস। তেরো শতকে এই শহরের প্রথম উল্লেখ পাওয়া যায় আল্পসের গোড়ায় একটি বেড়ে উঠতে থাকা বাণিজ্যকেন্দ্র হিসেবে।

Sq | 176.***.*** | ২৩ জুলাই ২০২০ ০৭:৩৫95436"অস্ট্রিয়া বেশ একখানি বেশ ছোট্টোখাট্টো দেশ। অন্তত উত্তরে জার্মানি, আর পশ্চিমের ইতালির তুলনায়। এমনকি আকারের দিক থেকে উত্তর-পশ্চিমের সুইজারল্যান্ডও বেশ বড়ো। তবে পূর্বে বা দক্ষিণ-পূর্বে হাঙ্গেরি বা অন্য স্লোভাক দেশগুলো সেই তুলনায় প্রায় সমান মাপের। অন্তত দু-দশকের জায়মান রাজনীতির পরে আজ যে স্থিতাবস্থা হয়েছে, সব নতুন করে সাজিয়ে-গুছিয়ে নেবার পর।"
Austria: 83,879 km2 (32,386 sq mi)
Switzerland: 41,285 km2 (15,940 sq mi)
Slovak Republic: 49,035 km2 (18,933 sq mi)
অংশু | 2401:4900:1044:d8a3:ddde:b341:a455:***:*** | ০১ আগস্ট ২০২০ ১৩:২৮95797Sq আপনিই ঠিক। আমি অন্য কিছু লিখতে গিয়ে গুলিয়ে ফেলেছি। অনেক ধন্যবাদ শুধরে দেওয়ার জন্য।