আইন করে প্লাস্টিক ব্যাগ আপসারণ করা অনেকটাই সম্ভব হয়েছে, বিশেষ করে বড়ো দোকান গুলোতে বাংলাদেশে। কিন্তু মাছ আর মাংসের ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যেহেতু সুপার শপগুলোতে মাছ-মাংসও কাগজের ঠোঙায় দিয়ে সেটা আবার কাপড়ের থলেতে ভরা হচ্ছে, সেহেতু কাঁচাবাজারেও এটা সম্ভব। প্রয়োজন সদিচ্ছা আর আইনের কড়াকড়ি।
চটের উপরে polyethylene প্রলেপ দিয়ে জল নিরোধক কাপড় তৈরী করা যায় যা দিরে বাজারের থলে বানানো হচ্ছে। দাম কিছু বেশিই। নিচে নমুনা দেওয়া গেলো
https://www.amazon.com/dp/B07PZCCG8M/ref=olp_product_details?_encoding=UTF8&me=
মাঝারি আকারের থলের দাম প্রায় US$ 20 অর্থাৎ ভারতীয় ১,৪০০-১৫০০ টাকা।
বাংলাদেশের বিজ্ঞানী ড: মুবারক আহমেদ খান চট তন্তু থেকে jute polymer প্রস্তুত করার পদ্ধতি আবিষ্কার করেছেন। এই polymer দ্বারা তৈরী ব্যাগকে "সোনালী ব্যাগ" বাণিজ্যিক নাম দেওয়া হয়েছে এবং এখন এটি Bangladesh Jute Mills Corporation এ পরীক্ষাধীন। এই polymer এর ভাঁড় বহন ক্ষমতা ভালো এবং ৩-৪ মাসের মধ্যে গলে গিয়ে পরিবেশে মিশে যায়। নীচের URLএ বিস্তারিত খবর পাওয়া যাবে।
https://www.textiletoday.com.bd/will-jute-polymer-production-project-sealed-1-7-billion-taka/