
Anindita Roy Saha লেখকের গ্রাহক হোন
রুবি | 103.87.***.*** | ২০ আগস্ট ২০২০ ২২:৫৭96450চমৎকার। অত্যন্ত মর্মস্পর্শী লেখা।
পার্থ | 103.87.***.*** | ২১ আগস্ট ২০২০ ১৪:২৬96476অসাধারণ লেখা।কাঁটাতারের বেড়া পেরিয়ে না এলে এ লেখা কেউ বুঝতে পারবে না।
চোখে জল এসে গেল।
দেশ ভাগ নিয়ে পড়ি।বুঝতে চেষ্টা করি তখন কার মানুষের মনস্তত্ত্বকে। মেলাতে পারি না হিসাব।এলোমেলো হয়ে যায় সব।
ঋ | 103.87.***.*** | ২১ আগস্ট ২০২০ ১৮:৫২96485আত্রেয়ী নদীর পার ধরে উত্তর বঙ্গ থেকে বাংলাদেশ, সব জায়গাগুলো ঘুরে এলাম। লেখাটার মধ্যে হারিয়ে গেলাম, আমি উদ্বাস্তু।
aranya | 162.115.***.*** | ২১ আগস্ট ২০২০ ২২:৫৬96491
উজ্জয়িনী | 103.87.***.*** | ২১ আগস্ট ২০২০ ২৩:২৮96493আমিও গুগল ম্যাপ এ পুর্ব পুরুষের গ্রাম খুঁজি, পুরোনো ঢাকার গান্দরিয়া, যেখানে নাকি মামাবাড়ি ছিল, বাবা কলকাতার কলেজ থেকে ছুটিতে যে rail route এ দেশের বাড়ী ফিরত.... খুঁজি।
রোমি | 103.87.***.*** | ২২ আগস্ট ২০২০ ০৯:৫৭96505উদ্বাস্তু মানসিকতার মর্মস্পর্শী দলিল।
সংহিতা। | 110.227.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২১ ১২:২১103098'গৃহহীন মানুষের গৃহগত মন' বড়ই কষ্টের। সুন্দর লেখা।