(প্রথম সংখ্যার পর)
পরিবারমনস্ক, আধুনিকমনা, বর্ধিষ্ণু বাঙালি পরিবারের জন্য বইমেলা গাইড লিখলেন ঈপ্সিতা পালভৌমিক। পুরোনো বিজ্ঞাপনের পাতা ঘেঁটে। বই, প্রকাশনী ও স্টলগুলি একেবারে অথেন্টিক। তবে স্টলনম্বর মিলবেনা। কারণ, বইমেলাটি পুরোনো। এ সেবারের কথা যখন বইমেলা ছিল পার্কসার্কাসে।
আজ শেষ পর্ব
খ। পরবর্তী গন্তব্য
না , কামিনী প্রকাশালয় নয়। অলরেডি আপনারা ঘণ্টা দেড় পার করে দিয়েছেন। বাড়ি থেকে বেরিয়ে বাস , ট্রেন ঠেঙিয়ে আসা তো আরো ঘণ্টা দুয়েকের পর্ব। ছেলেমেয়ের যে খিদে পেয়ে যাবে, সেতো স্বাভাবিক। তাছাড়া, একটু বসাও প্রয়োজন তাদের। আপনার স্ত্রীরও। তাই এবার আপনি যাবেন বেনফিশের স্টলে। অর্ডার দিয়ে আপনি কিন্তু আর অপেক্ষা করবেন না। কারণ এখনো বেশ কিছু বই কেনা বাকি। স্ত্রীকে কথা দিয়েছেন আয়ুর্বেদ ও ভ্রমণের বই কিনে দেবেন। এই সময়টাতে আপনি সেই কাজটা এগিয়ে রাখতে পারেন। আর আপনার জন্য তো, এরপর কোন স্টল, সে কাজ আমরাই এগিয়ে রেখেছি। তাই হাঁটা লাগান ৬২৭ নং স্টলের দিকে।
গ। কামিনী প্রকাশালয়:
ঢুকেই রবীন্দ্র রচনাবলী দেখে ভাব®বেন না যেন এটি কিনতে এখানে আসতে বললাম এখানে। এখান থেকে আপনি মোটেও এটা কিনবেন না, "মজবুত বোর্ড বাঁধাই বড় টাইপে,ভালো কাগজে, ঝকঝকে ছাপা, সংগ্রহ করার যোগ্য প্রকাশন' হলেও । পরের স্টলে এই একই মাল যখন ৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে, তখন কি আপনারে পাগলা কুত্তায় কামড়াইসে যে এখান থেকে ১৬০০ টাকা দিয়ে সে বই কিনবেন ?
তাহলে এখানে কেন ? ঐ দেখুন,কালীকৃষ্ণ চক্রবর্তীর 'আয়ুর্বেদিক চিকিৎসা ', চটপট কিনে নিন। কেন আগের বইটি না নিয়ে এইটি, তার কারণ বইটিতেই পষ্ট লেখা। ঘরে বসে কবিরাজী শিক্ষার এমন দুর্লভ বই ইতিপূর্বে প্রকাশিত হয়নি ।
পাশের টেবিলেই পাবেন 'ট্যুরিÙট গাইড ( ভারত,বাংলাদেশ নেপাল , ভূটান) ',যেখানে পাচ্ছেন প্রতিটা জায়গার সঠিক বিবরণ, থাকা খাওয়ার সর্বশেষ দাম ও প্রাকৃতিক দৃশ্যাবলী সমৃদ্ধ, পাচ্ছেন অসংখ্য রঙীন ছবি।
বাংলাদেশ,মাঠভরা পাটওয়ালা,গোলাভরা ধানওয়ালা, গোয়ালভরা ধবলী শ্যামলী ওয়ালা, পুকুরভরা রুই-কাতলাওয়ালা যে দ্যাশের স্মৃতিচারণ অহর্নিশ আপনার এক কানের মধ্যে দিয়ে অন্য কানে পশিতে থাকে, আপনার স্ত্রীর পূর্বজগণের স্মৃতি বিজড়িত বাংলাদেশের সেই বিশেষ জায়গাগুলিতে জীবনে কোনো এক সময়ে নিয়ে যাবেন বলেই আগের স্টলের ভারত ভ্রমণ বাদ দিয়ে এই বইটি কিনলেন আপনি, তাও কি আর বলে দিতে হবে? আপনার এই বিচক্ষণতায় গিন্নি নতুন করে আপনার প্রেমে পড়বেন, গ্রাণ্টি।
এই বইগুলো খুব তাড়াতাড়ি নিয়ে নিন এবং চোখ ফেরান পিছনের টেবিলের দিকে। এক এক করে খুলে যেতে থাকবে রত্নগুহার এক এক খানি দ্বার।
দেবাশিস সরকার অনূদিত সচিত্র 'সহস্র এক আরব্য রজনী' র তপ্ত যৌবন ও পরিতৃপ্ত জীবনের চিরন্তন রস মধুর কাহিনী, আকর্ষণীয় ছবি। অফসেটে ছাপা। এবং কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য।
"মাত্র একশত টাকায় 'শতরজনীর বারবণিতা', একশোজন মোহিনী রঙ্গিনীর অন্তরঙ্গ অভিসার ও শরীর প্রেমের আলেখ্য'।
"হারানো বাবুগৌরবের উদ্ভাস রোমন্থন', রাধারমণ রায়ের 'বাঈজী এলো কলকাতায়' , মাত্র ৫০ টাকায় বাঈজীদের "দুর্বার দুরন্ত শরীর-তৃষার অন্তরঙ্গ কাহিনী'।
রহস্য, ক্রাইম আর সেক্সের স্বাদ নিয়ে এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় লেখকের আঠারোটি বিশ্বকাঁপানো উপন্যাসের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ, "সিডনি সেলডন রচনাসমগ্র'।
দুর্বার প্রেম অশান্ত লোভ, দুর্বার বাসনা আর লালসার দুর্ধর্ষ সাহসে ভরা আশিটি উপন্যাসের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ, "জেমস হেডলী চেজ সমগ্র' সারা বিশ্বের যৌন জিজ্ঞাসার শিহরিত অনুসন্ধানের মনোলোভা সংকলন' সঙ্গম তৃ প্ত অলংকরণে সমৃদ্ধ ' বিশ্বের কামসূত্র সমগ্র ' মাত্র একশো টাকার বিনিময়ে যা কিনা নববিবাহিত ও প্রাপ্তবয়স্কদের অন্তরঙ্গ জীবনের গোপন সাথী হবার স্পর্ধা রাখে। আমাদের পূর্বপরিচিত পৃথ্বীরাজ সেন মহাশয়ের সংকলন।
খুলে যাচ্ছে রত্নগুহার এক এক খানি দ্বার। নয় কি ?
হ্যাঁ, আগের স্টলে ক্যাশের লাইনে আপনার সেই চাতক চাহনির কথা আমরা ভুলিনি। কেউ কথা না রাখলেও আমরা রাখি। তবে, আশা কর®বো, আপনিও একথা ভুলবেন না, মৌসুমী প্রকাশনীর সামনে ধরা পড়া চোরের মত মুখ করে ঘণ্টা আড়ায় এর লাইন না দিয়েও এই যে আপনি পেয়ে গেলেন লুক্কায়িত গুহার সন্ধান, যার ভিতরে ধন রতন অলমোস্ট একই কোয়ালিটির, এর জন্য আমাদের অন্তত একটু সাবাশি প্রাপ্য।
কোনটা নেবেন ?
না: এটা নিতান্ত আপনার পার্সোনাল ব্যাপার। লোকজনের প্রাইভেট স্পেসে অনুপ্রবেশ আমরা পছন্দ করি না ঠিক। আপনাকে ফিল্ডে নামিয়ে দিয়েছি। এবার খুঁটে খান। তবে রেস্ত বুঝে। বেশি ভারীও করতে পারবেন না, পরিবারের নজরে পড়ে যাবে, এ ফ্যাক্টরগুলো জাস্ট মাথায় রাখবেন। আর আরেকটা জিনিসও যদি খেয়াল না করে থাকেন, তো বলে দিই, এতক্ষণ সময় কাটালেন ,শুধু আয়ুর্বেদ আর ভ্রমণ গাইড কিনতে, এ বাত হজম করানো একটু চাপের। দেখুন, আরব্য রজনীর পাশের টেবিলেই আছে, সুবোধচন্দ্র চক্রবর্তীর 'ভারতের সাধক সাধিকা, অধ্যাত্মভারতের ঋষিপ্রতিম সাধক ও সাধিকাদের জীবন অনুধ্যান'। দুটো খন্ড ই নিয়ে নিন, একটা আপনার মায়ের জন্য, অন্যটি শাশুড়ির।
কেনাকাটা খতম। পা চালিয়ে পরিবারকে পিক আপ করে আবার চালান পান্সি ।
ঘ। লাস্ট স্টপ: রিফ্লেক্ট পাবলিকেশন
এটা একটু আপনাকে খুঁজে নিতে হবে। তবে এখানের কাজ খুব ই ছোট্ট। ঐ যে, রবীন্দ্র রচনাবলী ( এর থেকে কম দামে যদি কোথাও পান তো এই গুরুচন্ডালির পয়সা ফেরত, এই রচনাবলী কসম ) ,আর তার সাথে "গৃহস্থালির টুকিটাকি ' , যেখানে মাত্র কুড়ি টাকার বিনিময়ে ছয় শতাধিক গৃহস্থালির টিপ্স দেওয়া হয়েছে, এখন বাকি শুধু প্রয়োগ করা।
হ্যাঁ, আমাদের টিপ্স ও শেষ।
এখন বাকি শুধু প্রয়োগ করা।
হ্যাপ্পি বইমেলা ।
আর হ্যাঁ, দোকানে গেলে একটা রিকোয়েস্ট করবেন দাদা, আমরা এত পাবলিসিটি করলুম, বিনিময়ে একটা হাফ পেজ, নিদেনপক্ষে কোয়ার্টার পেজ অ্যাড যদি দ্যান। নতুন পত্রিকা তো, বুঝতেই পারছেন চাপটা।
(সমাপ্ত)
৭ ফেব্রুয়ারি, ২০১০