এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  কূটকচালি

  • মানুষের বাঁদরামি

    পার্থ চক্রবর্তী লেখকের গ্রাহক হোন
    কূটকচালি | ১৩ ফেব্রুয়ারি ২০১১ | ৯১৪ বার পঠিত
  • আমাদের বাঁদরদের প্রতি কেমন একটা আকর্ষণ আছে- কথাবার্তায় অন্যকে বাঁদরের সাথে তুলনাও করি আবার সাত্ত্বিক হিন্দুমতে বজরঙবলীর বিদঘুটে মুর্তিতে গেরুয়া সিঁদুরও লেপি। অবশ্য ব্যাপারটা শুধুমাত্র বাঁদরকেন্দ্রিক নয়, গৃহপালিত প্রায় সব পশুকেই হ্যাটা করতে ভালবাসি আমরা- গাধা, ছাগল, ভেড়া, বলদ যেমন বোকা; শিশু শুয়োর আর কুকুর যেমন গালাগালি আবার কাউকে বোকা বানাতে হলে তাকে মুরগি করতে হয়। কিন্তু অপরদিকে যে পশুরা পোষ মানে না, তাদের আবার একটু সম্ভ্রম করে চলি- যেমন পুরুষ সিংহ, বাংলার বাঘ ইত্যাদি। যাই হোক, বাঁদরচর্চায় ফেরা যাক আবার। কিন্তু বাঁদর নিয়ে আমাদের কেন এত উৎসাহ? শুনে হাসবেন হয়তো, কারণটা ভীষণভাবেই রাজনৈতিক। রাজনীতি বলতে অবশ্য অযোধ্যার হনুমানদের কথা এখানে হচ্ছে না। আমরা জ্ঞানের রাজনীতির কথা বলতে চাইছি। যাঁরা তত্ত্ব ভালবাসেন, তাদের জন্য ক্যাটেগরিটা হল politics of epistemology।

    বাঁদর নিয়ে উৎসাহটা কিন্তু শুধু আমাদের মত মুখপোড়াদের একচেটিয়া নয়, বরং পশ্চিমি সাহেব-মেমদের এদের নিয়ে অনুরাগ, অনুকম্পা আর জ্ঞানের ঘনঘটা অনেক বেশি। অবশ্য বাঁদরেরা পশ্চিমের জলহাওয়া একেবারেই পছন্দ করে না, পৃথিবীতে সব বাঁদরই ভারতের মত গরমদেশের নাগরিক। কিন্তু সাহেবদের ভিনদেশি বাঁদর নিয়ে উৎসাহ কেন? একটা গোদা কারণ হল যে সাহেবদের কলোনি সবই তো আবার গরম দেশগুলো। সেই সব এক্সোটিক দেশগুলোর মানুষ, পশু-পাখি, গাছপালা (ছোটবেলায় সাহেবদের প্রেতাত্মা আমাদের দিয়ে আমপাতা, বেলপাতার হারবেরিয়াম বানিয়ে নেয় এখনো) ইত্যাদির খবরাখবর কলোনির প্রভুদের রাখতে হয়েছে। তাই এলিফ্যান্ট গডের দেশের বাঁদরের খবরও রাখতে হয়েছে। অন্যদিকে ক্যারোলাস লিনিয়াস নামের এক সুইডিস বিজ্ঞানী তাঁর "সিস্টেমা ন্যাচুরা' বইটিতে জীবজগতের একটা হায়ারার্কিকাল তালিকা বানিয়েছিলেন এবং সেখানে "সবার উপরে মানুষ (সত্য), তাহার উপরে নাই'। কিন্তু মানুষের ঠিক নিচেই ছিল বিভিন্নরকম বাঁদরেরা। ফলে বৈজ্ঞানিক থিয়োরি অনুযায়ী বাঁদরেরা হল পশুজগতে মানুষের নিকটতম আত্মীয়। তারপর ডারউয়িন দিলেন বিবর্তনের তত্ত্ব, বললেন এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে পরিবর্তন হওয়া সম্ভব। নববর্ষার লাউ পল্লবের মতন বেড়ে চলা পল্লবগ্রাহীর দল মিলিয়ে দিলেন লিনিয়াস আর ডারউইনকে। তৃতীয় ছাগশিশুর মত আমরাও নেচে উঠলাম এই জেনে যে মানুষ একদিন বাঁদর ছিল, বাঁদর আমাদের পূর্বপুরুষ (পূর্বনারী ছাড়া এত মানুষ জন্মালো কি করে, কে জানে) ইত্যাদি প্রভৃতি। এবার বলিউডি সিনেমার স্টাইলে জারজ সন্তানের পিতৃপরিচয় সন্ধানের অসীম তাড়নায় পশ্চিম কোমর বেঁধে নেমে পড়ল বাঁদরামির জ্ঞানতাত্ত্বিক নির্মাণে। ডোনা হারাওয়ে তাঁর Primate Visions বইটিতে এই নির্মাণের অনেক গল্প আমাদের শুনিয়েছেন। আফ্রিকার কালো মানুষ আর বাঁদরের তাত্ত্বিক সমাপতন এই নির্মাণেরই এক প্রকল্প - Primatology is simian orientalism।

    বাঁদরামির জ্ঞানের নির্মাণে আর একটি জায়গা ছিল মানুষের সত্তা বা এসেন্স বা লোগোসের খোঁজ। প্রশ্নটা পুরোনো - "মানুষ' বলতে আমরা কি বুঝি? মানুষের শাঁসটা কি আর খোসাটাই বা কি (এখানে অবশ্য ধরে নেওয়া হচ্ছে যে শাঁস আর খোসা আলাদা বিষয়)? এই প্রশ্নের জবাবে পশ্চিম একটা ভাবনার স্ট্রাকচার বানায় যার নাম ডুয়ালিজম বা দ্বিত্ত্ববাদ। অনেক ডুয়ালিস্ট মডেলের সাথে আমরা পরিচিত, যেমন পুরুষ/নারী, প্রকৃতি/সংস্কৃতি, পূর্ব/পশ্চিম, মন/শরীর, আমি/তুমি, সুস্থ/পাগল, শাঁস/খোসা ইত্যাদি। এবার "মানুষ' নামের তাত্ত্বিক সমস্যাতে ফেরা যাক। মানুষ একদিকে যেমন জৈবিক, প্রাকৃতিক আবার সে একইসাথে সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিও বটে। এখন প্রশ্ন হল এই ডুয়ালিটিতে কোনটা শাঁস, কোনটা খোসা? পশ্চিম বাছাই করে আমাদের বলে দিয়েছে যে দুর্গামূর্তির খড়ের গোঁজের মত জৈবিক সত্তাটাই মানুষের এসেন্স আর মূর্তির ওপরের রংচং আসলে সংস্কৃতি। মানুষের প্রকৃতি আসলে জৈবিক, বায়লজিকাল। এই স্বত:সিদ্ধ থেকে তাই বলা যেতেই পারে যে যেহেতু বাঁদর মানুষের পূর্বপুরুষ, তার মধ্যেও সেই একই জৈবিক বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ মানুষ আর বাঁদরের হার্ডওয়্যারটা একই, পার্থক্য শুধু সফটওয়্যারে। তাই বাঁদরামির গবেষণা পশ্চিমি সাহেব-মেমদের আত্মানুসন্ধানের চেষ্টা (গবেষণা করা ব্যাপারটা প্রাকৃতিক না সাংস্কৃতিক?)।

    তা হলে এর মধ্যে রাজনীতিটা কোথায়? গোদা করে বলা যায়, বাঁদরের তত্ত্ব নির্মাণের মধ্যে দিয়ে তৃতীয় বিশ্বের মানুষদের এক হোমিনিড পশু হিসেবে ভাবা হয়েছে। কিন্তু উত্তর ঔপনিবেশিক পৃথিবীতে বাঁদরামির আরো একটি গুরুত্বপূর্ণ অবস্থান আছে। বাঁদরামির গল্পটি বৈজ্ঞানিক ডিসকোর্সের অংশ। তাই তা বৈধ এবং সর্বজনগ্রাহ্য। কেউ যদি এখন বাঁদুরে গবেষণা করে "দেখান' কোন মানবিক বিষয়, যেমন প্রেম, ঘৃণা, ভয়, লোভ, ধর্ষণ, শোষণ ইত্যাদি আদতে জৈবিক এবং প্রাকৃতিক, সেই মুহূর্তে সকল রাজনীতির সম্ভাবনা নি:শেষ হয়ে যায় (লোক-"দেখানো' কি প্রাকৃতিক?)। কারণ, যা জৈবিক এবং প্রাকৃতিক তা অপরিবর্তনীয়, অপৌরুষেয়, সংজ্ঞানুসারেই তা সকল মানবিক কর্মকান্ডের বাইরে। অপরদিকে রাজনীতি সম্পূর্ণভাবেই একটি মানবিক সংস্কৃতি। তাই "পালটে যায় মাও সে তুঙের চীন' কিন্তু চীনাদের বাঁদরামি পালটাতে পারে না। একইভাবে "অস্তিত্ত্বের জন্য সংগ্রাম' যদি প্রাকৃতিক হয়, মানুষের হিংস্রতাও প্রাকৃতিক (ডারউইনের তত্ত্বের আর এক পল্লবগ্রাহী নমুনা)। ফলে পশ্চিমিদের তৃতীয় বিশ্বের ওপর কলোনি স্থাপনও প্রাকৃতিক এবং তা অপরিবর্তনশীল।

    মানুষের কর্মকান্ডের অনেকটাই যদি প্রাকৃতিক হয়, তা হলে স্বাভাবিকভাবেই রাজনীতির পরিসরটা অনেক ছোট হয়ে যায়। আমরা আপাতত ছোট্ট করে বাঁদরামির একটি ক্রিটিক রাখছি রবীন্দ্রনাথকে ধরে। আইনস্টাইনের সাথে আলোচনায় ডুয়ালিজমকে তিনি একহাত নেন। রবীন্দ্রনাথের মতে মহাবিশ্বের সমস্ত জ্ঞানের (এর মধ্যে বাঁদুরে জ্ঞানও এসে যাচ্ছে) উৎস হল মানুষ স্বয়ং - The infinite personality of man comprehends the universe. There cannot be anything that cannot be subsumed by the human personality, and this proves that the truth of the universe is human truth। দার্শনিক পরিভাষায় রবীন্দ্রনাথ এখানে এক রিলেটিভিজমের কথা বলছেন। আমাদের চেতনার রঙেই পান্না সবুজ আর চুনী লাল রঙ নেয়। অপরদিকে আমরা বলতে পারি যে বাঁদুরে গবেষণার প্রতিটি প্রাকৃতিক ব্যাখ্যা পূর্বনির্ধারিত থিয়োরির অনুপস্থিতিতে হওয়া অসম্ভব। যে কোন বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট আগে থেকে ঠিক করা কিছু থিয়োরি আর স্বত:সিদ্ধের ওপরে দাঁড়িয়েই করতে হয়। বিজ্ঞানের ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যে থিয়োরি পালটে দিলে এক্সপেরিমেন্টের ব্যাখ্যাও পালটে যায়। এর দার্শনিক পরিভাষাটি হল theory ladenness of observation বা অবনির্ধারণ (underdetermination)। তা হলে ব্যাপারটা কি দাঁড়ালো? বাঁদুরে গবেষণা করে যাই ফলাফল বিজ্ঞানীরা পেয়েছেন তার মধ্যেই কোন না কোন থিয়োরির ভূত always already রয়ে গেছে। কোন বিশুদ্ধ অবজেকটিভ বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে আদতে কিছুই হয় না। কোন মানবিক বিষয়কে প্রাকৃতিক বলার মুহূর্তটিতেই সেই প্রাকৃতিক ক্যাটিগরিটি মানবিকতা দিয়ে "দূষিত' হয়ে যায়।

    পুনশ্চ: পুরো লেখাটাতেই আমরা আবার ডুয়ালিজমের মধ্যে ঢুকেই যুক্তি সাজাবার চেষ্টা করেছি। আমরা যেমন বলার চেষ্টা করেছি বাঁদরামি শুধুমাত্র প্রাকৃতিক নয়, সাংস্কৃতিকও। সবসময় পূর্ব/পশ্চিমের ভাগ করেছি। ডুয়ালিজমের ভূত এই লেখার ছত্রে ছত্রে। ডুয়ালিজমের "মানবিক' নির্মাণটির ধ্বংসসাধনের ওপর ভবিষ্যতের "মানবিক' রাজনীতি নির্ভর করছে।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • কূটকচালি | ১৩ ফেব্রুয়ারি ২০১১ | ৯১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন