দেবাশিসবাবু, একটু আউট অফ ট্র্যাক প্রশ্ন করছি, মার্জনা করবেন।বাংলায় বামপন্থী দল বা মূলধারার বামপন্থী লাইন যারা যারা আছে, তাঁদের প্রত্যেকেরই একটা করে বিজ্ঞান সংগঠন আছে। সিপিএমের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, এস ইউ সি আই য়ের ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, নকশালপন্থীদের গণবিজ্ঞান সমন্বয় কেন্দ্র, সিপিয়াইয়ের যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চ। এবার এঁদের কার্যপদ্ধতি, সাফল্য, ব্যর্থতা ইত্যাদি নিয়ে সমালোচনা বা ব্যবচ্ছেদ হতেই পারে, হওয়া উচিতও, কিন্তু বিজ্ঞান আন্দোলনে এঁদের পারটিসেপেশনটা কিন্তু ঘটনা।
কিন্তু আমার একটা প্রশ্ন, দক্ষিণপন্থী যে যে দল বাংলায় রুল করেছে এবং করছে, তাঁদের কোন বিজ্ঞান সংগঠন আছে কি?? কংগ্রেস তো বাংলায় ১৯৭৭ এর আগে রুল করেছে, তারপরও দীর্ঘদিন প্রধান বিরোধী দল ছিল। তৃণমূল তো ২০১১ থেকে প্রায় একচ্ছত্র রাজত্ব করছে, তাঁর আগে বিরোধী রাজনীতিতে প্রাসঙ্গিক ছিল। কিন্তু কংগ্রেস বা তৃণমূলের কোন বিজ্ঞান সংগঠন আছে কি?
বিজেপিরটা আপাতত জিজ্ঞেস করে লজ্জা দিলাম না।
ব্যাপারটা কী? দক্ষিণপন্থী দলগুলো কোন বিজ্ঞান সংগঠন করেনি কেন বাংলায়? তাঁদের লোকবল নেই বা অর্থবল নেই, এটা নিশ্চয়ই চরম অর্বাচীনও বলবে না।
তাহলে?
প্রশ্নটা আপনাকেই করলাম দুটো কারণে । এক, আপনি দীর্ঘদিন যুক্তিবাদী আন্দোলনের সাথে যুক্ত, দুই, আপনি কমিউনিস্ট বা মার্ক্সবাদী নন, তাই কোন কনফরমেশন বায়াস কাজ করবে না।
ব্যাপারটা কী, আপনি বা অন্য কেউ, একটু বললে ভাল হয়।