অরিনবাবু,
আপনার অবস্থানটা হয়ত বা খানিক আন্দাজ করতে পারছি, কিন্তু, তাতে করে মূল বিষয়টা পরিষ্কার বুঝতে পারলাম, খুব জোরের সঙ্গে এমন দাবি করা কঠিন।
নতুন জ্ঞান, নতুন উপলব্ধি, এসবের মধ্যে অনিশ্চয়তা তো কিছুই থাকবেই। কারণ, যা জানছি, বা অন্তত জানছি বলে ভাবছি, তার সঙ্গে মোলাকাত কখনও আগে হয়নি। যা দেখছি, তাতে ভুল হচ্ছে না তো? হিসেবনিকেশে ভুল হয়নি তো? যা দেখছি তাকে যেভাবে ব্যাখ্যা করছি, তাতে কোনও ভুল হচ্ছে না তো? কাকতালীয় ঘটনার ওপরে আমার নিজের প্রত্যাশাজাত কাল্পনিক কার্যকারণ চাপাচ্ছি না তো? যা জানলাম বলে মনে হচ্ছে, তার সঙ্গে ইতিমধ্যে খুব ভালভাবে জানা কোনও ব্যাপারের গুরুতর অসঙ্গতি থেকে যাচ্ছে না তো?
এখন, আমরা এই অনিশ্চয়তাটাকে স্বীকৃতি দিচ্ছি, তার গুরুত্বটা বুঝতে শিখেছি, এবং এমন কি, পারিসংখ্যায়নিক নানা হাতিয়ার দিয়ে আমরা এই অনিশ্চয়তাটাকে মাপতেও পারছি --- এইটা দারুণ ব্যাপার।
কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা এতসব জটিল ফর্মুলা দিয়ে ঠিক কীসের অনিশ্চয়তা মাপছি? দুটো ব্যাপারের মধ্যে যে সম্পর্কটা দেখতে পাচ্ছি সেটা কতদূর সত্যিকারের কার্যকারণ এবং কতদূর কাকতালীয় --- এটাই তো?
যদি তাই হয়, তাহলে তার আগে 'কার্যকারণ বলে একটা বাস্তব ব্যাপার আছে, এবং এই বিশেষ ক্ষেত্রে আমি ঠিক সেটাই খুঁজছি' --- এই পূর্বানুমানটা থাকতে হবে, তা না হলে আর অনুসন্ধানের কোনও মানেই থাকবে না। এ পূর্বানুমানকে মেটাফিজিক্যাল বলুন, অন্টোলজিক্যাল বলুন, একে থাকতে হবে।
সংখ্যাতত্ত্বের জটিল হিসেব নিকেশের ভিড়ের মধ্যে এই আসল কথাটাকে হারিয়ে যেতে দেওয়া চলে কি?