এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • তন্ত্রপুর ( ৮ম পর্ব )

    ARIJIT MUKHOPADHYAY লেখকের গ্রাহক হোন
    ১৫ জুলাই ২০২৫ | ১৯ বার পঠিত
  • | | | | | | |


    অষ্টম পর্ব:

    রেল গেট পেরিয়ে মাইল খানেক গেলেই জঙ্গলের মাঝে এক বহু পুরোনো গ্রাম বল্লভপুর। প্রাচীনকালে রাজা মহেন্দ্রবর্মন নাকি গ্রামটি যজ্ঞ, আহুতি এসবের জন্যই আলাদা করে আড়াল করে রেখেছিলেন। তাই গ্রামটি জঙ্গলঘেরা- একান্তে, একদিকে, অন্য সব পাশের গ্রামগুলো অবশ্য বেশ দূরে। সে আমলে পুজো হত এই প্রজ্ঞানন্দ আচার্য্য - এর কালীমন্দিরেই। ইনারই পূর্বপুরুষ সেসময় এই কালীমন্দিরের পুরোহিত ছিলেন। বংশপরম্পরায় এই পৌরহিত্য চলতে থাকায় বর্তমান সময়ে এই পুজোর গুরুভার এখন প্রজ্ঞানন্দ আচার্য্য এঁর কাঁধে। কালিমন্দিরটি বর্তমানে গণশার পিসেমশাই দুর্গামোহন বাবু দেখাশোনা করেন। পিসি মারা গেছেন অনেক বছর আগেই। সব মিলিয়ে বলতে গেলে এই বল্লভপুর গ্রামের আনাচে কানাচে ইতিহাসের রহস্য লুকিয়ে আছে!

    "আর কত দূর?", একটা আড়িমুড়ি ছেড়ে বিশু জিজ্ঞেস করল।

    "এই তো চলেই এসেছি, মিনিট চল্লিশ পঞ্চাশ ধরে রাখ।"

    "এত পুরোনো বাড়ি, মন্দির? অনেক পুরোনো গ্রাম মনে হচ্ছে?"

    "এ সব রাজার আমলের। বনেদী পরিবার সব। এ গ্রামে আগে যজ্ঞ হত, রাজা করতেন! রাজা মহেন্দ্রবর্মন! যে কালীমন্দিরে আমরা যাচ্ছি, ওখানেই হত পুজো। তখন বিরাট ব্যাপার স্যাপার ছিল এই গ্রামের। এখন রাজাও নেই, রাজত্বও শেষ!"

    "তা এই পুরোহিত - কী যেন নাম? উনি কী তান্ত্রিক?"

    "তান্ত্রিক ঠিক নন.....তবে উনি কিছু একটা নিশ্চয়ই উপায় বলে দিতে পারবেন।"

    "এতটা নিশ্চিত হচ্ছিস কীকরে?"

    "আমার পিসির মৃত্যুর কারণও অনেকটা প্রেতাত্মা!"

    "মানে? কী বলছিস?", আশ্চর্য হয়ে বিশু জিজ্ঞেস করল।

    "হুম। আমার পিসির শ্বাশুড়ি খুব দজ্জাল মহিলা ছিলেন। তিনি তাঁর ছেলের সাথে আমার পিসিকে কোনোদিন মেনে নিতে পারেননি। উনি তখন কোন এক তান্ত্রিকের সাহায্যে আমার পিসির ওপর চড়াও হন। পিসেমশাই এত শত বুঝতেন না। পিসিরও হঠাৎ পরিবর্তন প্রথম লক্ষ্য করেন এই প্রজ্ঞানন্দ দাদু, আমরা দাদু বলেই ডাকি। উনি অনেক চেষ্টা করেন, সফলও হন। শেষটায় আর পেরে ওঠেননি।"

    "কেন?"

    "যে তান্ত্রিক তুকতাক করেছিলেন, তিনি নাকি সাধারণ কোন তান্ত্রিক ছিলেননা। তিনি ছিলেন মহাশক্তিশালী। ক্ষমতায় পেরে ওঠেননি, কিন্তু উপায় বের করে চেষ্টা করেছিলেন অনেক। শেষে মন্দিরের দারোয়ান রতনের বিশ্বাসঘাতকতায় হেরে যান দাদু। অমাবস্যার রাতে দাদুর বিশেষ যজ্ঞের কথা ওই রতন নাকি পৌঁছে দিয়েছিল তান্ত্রিকের কাছে।"

    গাড়ি বল্লভপুর ঢুকল। সন্ধ্যে হয়ে এসেছে তখন। সূর্য লাল হয়ে গেছে আকাশের পশ্চিম প্রান্তে। জঙ্গলের ভিতরে যেন আরও অন্ধকার লাগছে চারিদিক। পাখির ডাকগুলো যেন আরও তীব্র শোনাচ্ছে। গাছগুলোর ঝুড়ি নেমেছে লম্বা লম্বা! উল্টো হয়ে সারি সারি বাদুড় ঝুলছে সেখানে! পিচের রাস্তা থেকে ওদের গাড়ি একটা মাটির এবড়োখেবড়ো রাস্তা ধরে নেমে গেল নীচে, জঙ্গলের মধ্যে। পুরোনো গাছে ভর্তি সে জায়গা! দেখলেই যেন গা ছমছম করে! মাকড়সার জাল ছড়িয়ে রয়েছে এখানে ওখানে! জায়গায় জায়গায় লাল সুতো দিয়ে ভক্তদের মানত করার নিদর্শন! এমনিতে জায়গাটা জনমানবহীন, কিন্তু পুজোর সময় প্রচণ্ড ভিড় হয়। আরও একটু ভিতরে এগোলেই বিরাট আটচালা, হাঁড়িকাঠ, আর তার সামনেই প্রকাণ্ড ও সুউচ্চ দেবীর মন্দির - বল্লভপুরের বিখ্যাত, মহাজাগ্রত রক্ষাকালী মা'র মন্দির!

    (চলবে....)
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন