এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • তন্ত্রপুর ( ৫ম পর্ব )

    ARIJIT MUKHOPADHYAY লেখকের গ্রাহক হোন
    ০৪ জুলাই ২০২৫ | ১৯ বার পঠিত
  • | | | |
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    পঞ্চম পর্ব:
     
     
     
    পরের দিন বিশু কাজে বেরিয়ে গেলে রূপা স্নান করে পুজো সেরে তান্ত্রিক বাবার দেওয়া মালাটা তুলসী মঞ্চে একবার ছুঁইয়ে প্রণাম করে পরে ফেলল। বেশ অদ্ভুত দেখতে মালাটা! একটা বড় লকেট ঝুলছে নিচের দিকে। লকেটটা বেশ ভারী, একটা বড় মত চকচকে পাথর দিয়ে তৈরি। পাথরের ওপর কীসব জ্যামিতিক ছবি আঁকা রয়েছে, লেখা রয়েছে মন্ত্র। মালাটা পরতেই হঠাৎ একটা ঝটকা পেয়ে দু'পা পিছিয়ে গেল রূপা। কানের পাশে ফিসফিস করে কেও যেন অদ্ভুত একটা চেনা গলায় কী একটা বলে গেল! ঠিক গতকাল ঝড়ের সময় যে কর্কশ, অদ্ভুতুড়ে গলার আওয়াজ শুনতে পেয়েছিল, অনেকটা ওরকম! একটু হলেও ভীত, সন্ত্রস্ত হয়ে একবার চারিদিক তাকিয়ে ভিতরে ঢুকে গেল রূপা।
     
    বিশু সন্ধ্যেয় ফিরেছে। রাতে খাওয়া দাওয়া সেরে বাবার দেওয়া বোতলের জলটা খেয়ে শুয়ে পড়ল রূপা। সারাদিনের ক্লান্তির পর বিশুও গভীর ঘুমে মগ্ন হল। 
     
    রাত তখন প্রায় তিনটে বাজে! একটা খট খট শব্দে বিশুর ঘুম ভেঙে গেল! টর্চ লাইটটা নিয়ে বিছানা থেকে নামতেই বিশুর চোখ বড় বড় হয়ে গেল! ভয়ে ঢোঁক গিলতেও পারছেনা সে। এক জায়গাতে দাঁড়িয়েই থর থর করে কাঁপছে সে! দরজায় দাঁড়িয়ে ও কে? চুলগুলো উস্কো খুস্কো! মাথাটা একদিকে কাত করা! হাতগুলো শক্ত হয়ে দুপাশে ঝোলানো! অন্ধকারে দেখা না গেলেও বিশু বেশ বুঝতে পারছে যে ওটা তার সহধর্মিনী রূপা ছাড়া আর কেও নয়! বন্ধ দরজার ওপর নিজের মাথাটা সজোরে ঠুঁকছে সে, দরজার কাঠে মাথাটা লেগে খট খট শব্দ হচ্ছে! মাঝে মাঝে রূপার পুরো শরীরটা মৃগী রোগীর মত কেঁপে কেঁপে উঠছে! এরকম আচরণ করছে কেন রূপা?
     
    টর্চ টা জ্বালিয়ে সন্তর্পনে পা ফেলতে ফেলতে বিশু এগিয়ে গেল রূপার দিকে। উল্টোদিকে মুখ করে থাকায় মুখটা ঠাহর হলনা! কাঁপা কাঁপা গলায় বিশু ডাকল,"রূ..রূ..রূপা?" কোন সাড়া নেই, দরজায় মাথা ঠুঁকেই যাচ্ছে রূপা! বিশু আবার ডাকল,"রূপা? ওখানে কী করছ? শোবে এসো?" এবারও কোন সাড়া নেই! একেবারে কাছে গিয়ে বিশু রূপার কাঁধে হাত রাখতেই বন্ধ হয়ে গেল মাথা ঠোঁকা! শান্ত ভাবে পিছনের দিকে ঘুরে বিশুকে দেখে অবাক হয়ে রূপার হুঁশ ফিরল! সাধারণ অবস্থায় ফিরেই রূপা খানিকটা অবাক হল! সে কী করছিল নিজেই জানে না! কেন করছিল তাও বুঝতে পারছে না!
     
    "এ কী? তুমি এখনও ঘুমাও নি? আমি এখানে কী করছিলাম?", রূপা জিজ্ঞেস করল।
     
    "হ্যাঁ, এই উঠলাম। এসো আমার সাথে এসো। শোবে এসো।"
     
    বিশু রূপাকে ধরে বিছানায় নিয়ে এল! টর্চের আলো ফেলতেই চমকে উঠল বিশু,"একি! এতো রক্ত!"
     
    "রক্ত? কিন্তু রক্ত এল কোথা থেকে?", রূপার একটুও নিজের কৃতকর্মের খেয়াল নেই। সে নিজের ইচ্ছেয় নয়, বরং অন্য কারোর ইচ্ছেতেই ঘুমের মাঝে উঠে দরজার কাছে এসে নিজের মাথা ঠুঁকছিল! তার কিছুই মনে নেই! কেও যেন জোর করে ওকে তুলে এখানে নিয়ে এসেছে!
     
    বিশু সঙ্গে সঙ্গে মাথার ফাটা জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। রূপা বিশুর কোলে মাথা রেখে আস্তে আস্তে চোখ বন্ধ করল। ঘুমিয়ে গেল রূপা কিন্তু সেই রাতে বিশুর ঘুম হল না। কেন এরকম হচ্ছে? তাহলে কী তান্ত্রিক বাবার দেওয়া ওষুধে কাজ হচ্ছে? হলে এরকম আশ্চর্য আচরণ করছে কেন সে? তবে কী কোন অশরীরী আত্মা এ কাজ করাচ্ছে? কিন্তু কেন?
     
     
     
    (চলবে....)
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন