@দেবাশিসবাবু, আবারও আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রতিটি প্রশ্নই আলোচনাগুলোকে একটি সদর্থক দিকে গিয়ে নিয়ে যায়, এই ব্যাপারটি সবিশেষ প্রশংসনীয় ।@যদুবাবু, আশ্বস্ত হওয়া গেলো যে আপনি "আহত" হন নি। হলে আমি সবচেয়ে বেশি দুঃখ পেতাম। আলোচনাটা চলুক, আমারও ভালো লাগছে।
@cognition এর ২২:২২ থেকে ০০:৫১ পর্যন্ত যা লিখেছেন, খুব ইন্টারেষ্টিং, এইগুলো নিয়ে পরে কখনো হয়তো আলোচনা করা যাবে, তবে দু- একটা কথা এখানে আমার তরফে লিখে রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করি ।
চেতনা -- আমি কিছুটা "সচেতন" ভাবেই চেতনার ব্যাপারটি এখানে আলোচনা করতে চাই নি, তার সংজ্ঞা (সংজ্ঞার সংজ্ঞা ;-) ) , পরিমাপ, বিশেষ করে perception ব্যাপারটি নিয়ে অন্যত্র একটু আলোচনা শুরু করেছিলাম (বাদ দিন, আমিও আর লিংক শেযার করছি না), তবে কারো যদি উৎসাহ থাকে, তো তাঁরা ইয়াকুব হোহি র এই প্রেজেন্টেশনটি দেখতে পারেন, বইগুলোও ভারী চমৎকার পাঠ্য (বিশেষ করে অনিল শেঠ মশাইয়ের "Being You " বইটি), আর কার্লের বইটি (Active Inference) পড়ে দেখতে পারেন (চাইলে)
তবে @cognition এর ১:৫১ র কমেন্টটি পড়ার পর আমার মনে হয়েছে (এখন আমার ভুল হতে পারে, আপনি হয়তো বলতে চান নি, আমি ভাবছি), যে আপনি যাকে "definition" বলছেন, সে এক ধরণের "reification"। কেন বলছি? যেমন ধরুন, এই যে আপনি লিখেছেন,
> "A এবং B কোনোটাই রিগোরাসলি ডিফাইন্ড নয়। বিজ্ঞানীরা প্রথমে প্রশ্নটা এমনভাবে ডিফাইন করবেন যা থেকে একটা টেস্টেবল প্রপোজিশন পাওয়া যায়। ধরুন সেই প্রশ্নটা হল A1 ঘটলে কি B1 ঘটে? এইবার ওনারা পরীক্ষানিরীক্ষা চালিয়ে এর উত্তর দেবেন। ধরা যাক, প্রমান হলো A1 ঘটলে B1 ঘটে (প্রমান কিছু হয়না, অনেক পরীক্ষানিরীক্ষা করেও ফলসিফাই করা গেল না আরকি)। তখন আপনি বলবেন আমি তো এই প্রশ্নের জবাব চাইনি। A,B সংজ্ঞায়িত নয় বলে A এর সংগে A1 ও B1 এর সংগে B এর সম্পর্ক আমাদের জানা নেই। পরিস্থিতিটা দাঁড়ালো-
A->X->A1->B1->X->B"
এই A --> X --> A1 ব্যাপারটা খাড়া করার জন্য আপনাকে A কি, সম্পূর্ণ না জানলেও চলবে, কারণ, A1 A'র পরিমাপক, A এক্ষেত্রে একটি অদৃশ্য ভ্যারিয়েবল (latent variable), এবং A কে আপনি A1, A2, ..., An এইরকম নানাবিধ "দৃশ্যমান" ভ্যারিয়েবল দিয়ে "reify" করতে পারেন, একই রকম ভাবে B এর ক্ষেত্রেও তাই, ফলে যে কারণে A বা B র একটি working definition হলেই কাজ চলে যায়, অন্তত, খুব রিগোরাসলি ডিফাইন্ড না হলেও পারস্পরিক সম্পর্ক বিধৃত করতে অসুবিধে হবার কথা নয়, এবং এইভাবেই নানান reification এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ definition গড়ে ওঠে বা সে পথ পাওয়া যায় । এর একটা উদাহরণ ব্যক্তিত্ব মাপার সূচক Big Five, যার কথা দিন দুয়েক আগে ধ্যানের সূত্রে দেবাশিস বাবু জিজ্ঞাসা করছিলেন ( যাঁরা জানতে চান, তাঁদের জন্য এই পাঁচটি হল
- openness to experience (inventive/curious vs. consistent/cautious)
- conscientiousness (efficient/organized vs. extravagant/careless)
- extraversion (outgoing/energetic vs. solitary/reserved)
- agreeableness (friendly/compassionate vs. critical/judgmental)
- neuroticism (sensitive/nervous vs. resilient/confident)
)
এবার এগুলোকে নানান ভাবে মাপা যায় । এবং এদের মাপবার পর, এদের Factor Structure থেকে ব্যক্তিত্বের ম্যাপ নির্ণীত হয় । এর জন্য কিন্তু ব্যক্তিত্ব কি জিনিস তার পূর্ণাঙ্গ সংযজ্ঞাপনের প্রয়োজন পড়ে না।
ধ্যানের ক্ষেত্রেও তাই। ধ্যান ব্যাপারটি একটি প্রক্রিয়া, যার সংজ্ঞা "মন দিয়ে পর্যবেক্ষণ করা" এইটুকুই। সেটা তো ব্যাপার নয়, মন দিয়ে আপনি "কি" বা "কাকে" পর্যবেক্ষণ করবেন? এই জায়গাটাতে একটা ব্যাপার আছে, মন দিয়ে "মন" পর্যবেক্ষণ করার ব্যাপারটা হচ্ছে Mindfulness, কিন্তু এই ব্যাপারটার কোন সহজ সংজ্ঞা নিরূপিত করা সহজ নয়, তবে মোটামুটি দুটো ব্যাপার লোকে (লোকে বলতে যারা এই নিয়ে কাজকর্ম করেন) আজকাল মেনে নেন,
(1) self regulated attention ("স্বনিয়ন্ত্রিত", নিজের কন্ট্রোলে কোন ব্যাপারটির বা কোন জিনিষটির প্রতি মন দেবেন সেই ক্ষমতা)
(2) orientation to experience (প্রতিমুহূর্তে বা এক মুহূর্ত থেকে আরেক মুহূর্তে এই যে মনে "অভিজ্ঞতা" সঞ্চারিত হচ্ছে, তাকে মানুষ কিভাবে গ্রহণ করবে)
দুটো মিলিয়ে এক ধরণের "non judgmental awareness" (সমস্ত রকমের ধারণার প্রতি সজাগ অথচ কোন রকম জাজমেন্ট দিচ্ছেন না, যেটা যা সেটাকে তাই রূপে "দেখছেন'" বা উপলব্ধি করছেন)
এখন এ জিনিস সংজ্ঞায়িত করা মহা সমস্যার।
দেবাশিসবাবু যেমন লিখেছেন,
> "জানবার যোগ্য একটা বাস্তব জগৎ আছে, সে সম্পর্কে জানাবার জন্য বিজ্ঞান আছে, এবং তার সাহায্যে আমরা জগৎকে ক্রমশ একটু একটু করে জেনেও ফেলছি"
এই অজানাকে জানার কাজটাই চলতে থাকে।
এখানে চ্যালেঞ্জ হচ্ছে, জানবার যোগ্য বাস্তব জগতের মধ্যে একটা অন্তর্জগৎ, "আত্মানং বিদ্ধি " এ যাত্রা তার সন্ধানে।