এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • খিক | 2405:8100:8000:5ca1::31b:***:*** | ০১ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৬537118
  • আদালত বা নির্যাতিতার পরিবারের মন্তব্য ফেক হিসেবে ধরাই সুবিধে। পুলিশ- কে না জানে- কোন অন্যায় করে না। ২০২৩এর ছবিকে ২০২৪এর বলে চালালেও সে আমার পুলিশ। কুচুমুনু।
  • NRO | 165.124.***.*** | ০১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫২537119
  • DNA match DNA profiling etc takes less than 24 hrs. Leaving everything aside, it should have been known very quickly how many person's DNA was found in the victim's body - either on her skin or inside her. This is very basic but we still do not know it. 
  • aranya | 2601:84:4600:5410:753d:d7ad:3424:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ০১:৫০537124
  • এটা ভাল উদ্যোগ -  সব তথ্য, অভিযোগ, গুজব এক জায়গায় রাখা। ধন্যবাদ, সৈকত 
  • aranya | 2601:84:4600:5410:753d:d7ad:3424:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৩537127
  • আরও কয়েকটা পয়েন্ট -
     
    ১।  সিভিক ভলান্টিয়ার , সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর মমতা তার ফাঁসীর দাবি করেন, অভিষেক তাকে এনকাউন্টার করে দিতে বলেন, কলকাতার পুলিশ কমিশনার বলেন সে এক ভয়ংকর অপরাধী। আদালতে সে অপরাধী প্রমাণিত হওয়ার আগে এই দাবী বা মন্তব্য গুলো কেন করা হল ? 
     
    ২। কিছু র‌্যাকেটের কথা মিডিয়ায় এসেছে - মৃতদেহ পাচার, হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ পাচার, ডাক্তারী ছাত্রদের ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা নেওয়া, ডাক্তার দের ভাল পোস্টিং এর জন্য টাকা নেওয়া, বেআইনী ওষুধ চক্র ইঃ প্রঃ .
    এগুলো ও লিস্টে থাক, অন্তত গুজব হিসাবে। অসত্য কিনা , এখনই বলা যাচ্ছে না। আর পঃ বঙ্গে যে কোন সিন্ডিকেটের অসাধু আমদানীর কাট মানি কতদূর পর্যন্ত যায়, তা আমরা জানি 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৩:০৫537128
  • এই প্রবল মিথ‍্যা আর ভুল খবরের সময়ে এ এক অত্যন্ত জরুরি উদ্যোগ। সৈকতের জন্য কোন ধন্যবাদই যথেষ্ট নয়। 
  • aranya | 2601:84:4600:5410:753d:d7ad:3424:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৩:১০537129
  • আর একটা জিনিস দেখে মজা লাগল, যদি মজা শব্দটা ব্যবহার করা যায়। আরজি কর -এর প্রাক্তন অধ্যক্ষ, সন্দীপ ঘোষ এতই গুরুত্বপূর্ণ লোক, যে তাকে অন্য কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হচ্ছিল, অন্য পদে বসান হচ্ছিল, কিছুতেই সাসপেন্ড করা যাচ্ছিল না । তখনই মনে হয়েছিল, যে একটা পর্যায়ে এর মাথা থেক তিনো হাই কমান্ড তাদের হাত সরিয়ে নেবে। 
    সেটাই হয়েছে। সম্প্রতি কাগজে দেখলাম, অভিষেক প্রশ্ন করেছেন, কেন সন্দীপ কে গ্রেপ্তার করা হচ্ছে না :-) 
  • aranya | 2601:84:4600:5410:fd55:db18:bcd8:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২৪537131
  • আর একটি তথ্য - 
    মেয়েটির ওপর, কর্মস্থলে, কয়েক মাস ধরে চাপ সৃষ্টি করা হচ্ছিল
    এটা মেয়েটির বাবা, মা-র বয়ান, মিডিয়া রিপোর্ট অনুযায়ী 
  • . | ০২ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৫537134
  • আজ লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের। দাবী পুলিশ কমিশনারের পদত্যাগ।
  • cb | 2a0b:f4c0:16c:13::***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩৬537210
  • ব্যোমকেশদা, ছেড়েই দিন। আন্দোলনকে ঠেকাতে পারবেন না এযাত্রা।
  • aranya | 2601:84:4600:5410:8d13:a635:bf40:***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০১:০০537211
  • '৪। তড়িঘড়ি করে দেহ পুড়িয়ে দেওয়া হয়। 
    অসত্য। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, নিয়মমাফিক, সাক্ষী এবং ভিডিওগ্রাফি সহ ময়নাতদন্ত করা হয়েছে, ফরেনসিক এভিডেন্সও নেওয়া হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত চলছে। এসবের পরেই দেহ পোড়ানো হয়। হয়তো আরও অপেক্ষা করা যেত, কিন্তু তাতে অতিরিক্ত কিছু হতনা। (যদি জানা যায় অতিরিক্ত কিছু হবার দাবী কেউ করেছেন, তাহলে বদলাতে হবে) '
     
    - একেবারেই একমত নই। 
    ১। ময়নাতদন্ত আরজিকরে করার কথা নয়, যেহেতু ওখানেই খুনটা হয়েছে। অন্য কোন হাসপাতালে করার কথা। সন্দীপ ঘোষ নিজের প্রভাব খাটিয়ে আরজি করে করান। এবং সেই ময়নাতদন্ত রিপোর্টে বহু অসঙ্গতি নজরে এসেছে। এগুলো আমার কথা নয়। সরকারী ডাক্তারদের একটি সর্ব ভারতীয় অর্গানাইজেশনের এক পদাধিকারীর কথা ( নাম বোধহয় সুবর্ণ )
    ২। 'হয়তো আরও অপেক্ষা করা যেত, কিন্তু তাতে অতিরিক্ত কিছু হতনা' - একেবারেই ভুল কথা। দেহ আরও কিছুদিন মর্গে রাখলে দ্বিতীয় পোস্টমর্টেম করার সুযোগ থাকত। আরও কিছু মৃতদেহ দাহের জন্য লাইনে ছিল। তাদের পাশ কাটিয়ে অস্বাভাবিক দ্রুততায় এই মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়া হয়। এই মন্তব্য গুলিও ঐ ডাক্তার ভদ্রলোক, সুবর্ণের, যার কথা আগের পয়েন্টে বললাম 
     
    সরকারী ডাক্তারদের এই অর্গানাইজেশন টি সুপ্রিম কোর্টে মামলায় নিজেদের পার্টি করেছে। অতএব তাদের কথার গুরুত্ব আছে 
  • aranya | 2601:84:4600:5410:8d13:a635:bf40:***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০১:১৭537212
  • '২০। পুলিশের উপস্থিতিতেই ঘটনাস্থলে প্রচুর লোক জমা হয়ে প্রমাণ নষ্ট করেন। 
    দুটো মতই আছে। এটার পক্ষের একট ভিডিও আছে, যার সত্যতা পুলিশ অস্বীকার করেনি। বলেছে ওটা ঘরের এক অংশের ভিডিও। ঢাকা দেওয়া অংশটা অন্য দিকে। তার পক্ষে ছবিও দেখিয়েছে। পুলিশের দাবী সত্যি হতেও পারে, অথবা, দুটোই সত্যি, আলাদা-আলাদা সময়ে, তাও হওয়া সম্ভব। ( আপডেট পেলে বদলাবে)'
     
    - এই পয়েন্টে একটা পর্যবেক্ষণ। পুলিশ বলেছে সেমিনার রুমের একটা অংশ (যেখানে মৃতদেহ ছিল ), তারা কর্ডন করেছিল। মৃতার বাবা মা বলেন, প্রায় সাড়ে তিন ঘন্টা অপেক্ষার পর তাদের যখন মৃতদেহ দেখতে দেওয়া হয়, তারা কোন কর্ডন দেখতে পান নি। 
    আমি মৃতার বাবা মার কথাকেই বিশ্বাস করছি, পুলিশকে নয়। আর কর্ডন করতে হলে পুরো ঘরই করার কথা, কারণ ঐ ঘরে একটাই দরজা।  অপরাধী বা অপরাধীরা সেই দরজা দিয়েই যাওয়া আসা করেছে। সেই দরজা সহ পুরো ঘরই ক্রাইম সিন, পুরো ঘরই কর্ডন করা উচিত, একটা অংশ নয়। এটা কমন সেন্স 
  • a | 14.2.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৩537213
  • "ময়নাতদন্ত আরজিকরে করার কথা নয়, যেহেতু ওখানেই খুনটা হয়েছে। অন্য কোন হাসপাতালে করার কথা।"
     
    এটার কোন ডকুমেন্টেড  গাইডলাইন আছে? বা প্রিসিডেন্স? 
    জেনেরালি হসপিটালে ইউডি রেয়ার কেস, তাই জানতে চাইছি। 
  • . | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩৬537214
  • ময়নাতদন্ত নিকটতম হাসপাতালে করার গাইডলাইন আছে। 
  • . | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪১537215
  • এক্ষেত্রে মত্যু এই হাসপাতালেই ঘটেছে। সেক্ষেত্রে আরজিকরেই করার কথা। কিন্তু ময়নাতদন্ত নিয়েই প্রশ্ন উঠছে। তড়িঘড়ি দেহ দাহ করে ফেলা নিয়ে প্রশ্ন উঠছে। সেকেন্ড ওপিনিয়ন অর্থাৎ দ্বিতীয়বার অন্য রোথাও ময়নাতদন্ত করবার অবকাশ না থাকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং খুনের ঘটনাস্থল ঐ আরজিকর হওয়ায় , ঐ হাসপাতালেই ময়নাতদন্ত কতটা ঠিকভাবে হয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।
  • aranya | 2601:84:4600:5410:e8c9:bffb:f233:***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৪:২৪537227
  • @a, গাইডলাইন জানি না, তবে প্রিসিডেন্স আছে। আরজিকর - এই বছর দুয়েক আগে একটি ছাত্র আত্মহত্যা করে (আত্মহত্যা বলছি, কারণ পুলিশ তাই বলেছে, সত্যি ই কি হয়েছিল জানি না ) , সেক্ষেত্রে অন্য একটি কলেজে, বোধহয় ন্যাশনালে ময়না তদন্ত হয়েছিল 
  • aranya | 2601:84:4600:5410:e8c9:bffb:f233:***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৪:২৯537229
  • ময়নাতদন্ত নিকটতম হাসপাতালে করার গাইডলাইন থাকতে পারে, সে যেমন বললেন। কিন্তু এক্ষেত্রে যেহেতু আরজিকরেই খুনটা হয়েছে, ঐ হাসপাতালের লোক জড়িত থাকতে পারে, তাই অন্য হাসপাতালে ময়নাতদন্ত করাই স্বাভাবিক, নিরপেক্ষতার জন্য। আর এটা তো কোন গ্রাম বা মফস্বল নয় যেখানে মাত্র একটিই হাসপাতাল। রাজ্যের রাজধানী শহর, হাতের কাছেই আরও হাসপাতাল রয়েছে 
  • a | 2a05:b0c7:6388::***:*** | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৩537258
  • পুলিশের মন্তব্য বা প্রেস কনফারেন্স ধর্তব্য নয়। এন্তার গুল ধরা পড়ে গেছে।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৬537260
  • অরণ্যদা, এই সুবর্ণবাবু এই সময়ের সবচেয়ে প্রভাবশালী ফেকটি ছড়িয়েছেন। ১৫০ গ্রাম বীর্য। যেটা উনি ময়নাতদন্ত দেখে বলেছেন বলে দাবী করেছিলেন। আগে ভিডিও দিয়েছি তার। ফেক প্রচার করেছেন এই ব্যাপারেই, তাই ওঁর বলা অসঙ্গতিগুলো ধরা হয়নি। 
    পুলিশের দুটো নতুন ফেক বেরিয়েছে। যোগ করতে হবে।
  • . | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩০537304
  • "কীকরে দেহ পোড়াতে বাধ্য হলেন, সেটাও বলেননি। "
     
    বলেছেন। এবিপি আনন্দেই দেখিয়েছে।
  • . | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০১:৪৭537306
  • দেহ দ্রুত দাহ করতে অতিসক্রিয় ছিল পুলিশ।
  • সিএস | 2405:201:802c:7858:e4e7:e976:763a:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৩537307
  • এইখানে একটা রিপোর্ট আছে, ক'দিনের পুরোন, সেদিনের টাইমলাইন, কপুর বানানো যা সিবিআই কোর্টে জমা দিয়েছিল। লোকে পড়বে কিনা জানা নেই, কিন্তু এই লেখাটায় লিখছে যে সিবিআইয়ের তদন্ত নাকি কপুর রিপোর্টের সাথেই যায়, এবং তারা নাকি মনে করে একজনই যুক্ত !

    https://www.newslaundry.com/2024/08/31/exclusive-from-finding-rape-victims-body-to-roys-arrest-a-detailed-timeline-of-kolkata-police-probe?fbclid=IwY2xjawFFoKNleHRuA2FlbQIxMQABHQSSHDO6MBmHlrUM5iYIgJQf0Gjg52dR2c7E80_PjqQBHYaay6seZcvOHw_aem_p7MHbjijvuQ8y_UD0hQN2g#container

    এত যখন গুজব পরিস্থিতি, তখন সিবিআইয়ের কী আগ বাড়িয়ে কিছু বলা উচিত নয় ?

    অপরাধের বা দায়িত্বের এতটুকু কম হয় না, কিন্তু শুধু কোর্টের কাছে বন্ধখাম দিলে কার সুবিধে হচ্ছে কে জানে ?

    খুবই কনফিউসিং, রাস্তায় এত লোকের দাবী, যারা দায়িত্বে তাদের ম্যানিপুলেশন।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০২:০৯537308
  • এবিপি আনন্দে যা দেখিয়েছে, সেটা তাদের চ্যানেলের বক্তব্য। দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের কোনো অভিযোগ পাইনি। আজও না। মিস করে থাকতে পারি। লিংক দেবেন, জুড়ে দেব। 
  • অভিজিৎ সাঁই | 2405:201:9009:b819:9122:6689:3a21:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৮537342
  • ২৩ নম্বর : ধৃতের নম সঞ্জয় রায় ,বলছেন।সঠিক নাম,পরিচয় জানতে চাই। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এ যা আছে। অনেক সংবাদপত্র, চ্যানেল,বাংলা পক্ষ সঞ্জয় রাই লিখছে। 
  • দীপ | 2402:3a80:196b:f130:678:5634:1232:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৩537346
  • " ৬:৩০টায় এফআইআর করেছিলাম, ১১:৩০টায় রেজিস্টার হয়েছে সেটা পরে জানতে পারছি। "
     
    " ১২টা ১০-এ এলাম। তিন ঘণ্টা বসিয়ে রাখা হল। পুলিশের হাতেপায়ে ধরেছিলাম। তা-ও আমরা মেয়েকে দেখতে পারিনি। কেন? "
     
    " শ্মশানের টাকাটা কে দিল, আমরা এখনও জানতে পারিনি। আমার মেয়েটা হয়তো ভাবলো বাপি আমার যাবার সময়েও এইটুকু টাকা দিতে পারলো না? কে, কেন তা ফ্রি করল? 
     
    " মেয়ের দেহ ঘরে শোয়ানো, সেখানে ডিসি নর্থ টাকা দিতে চায়। তার উত্তর দিই। ডিসি সেন্ট্রাল বার বার মিথ্যে কথা বলছেন কেন? "
     
    " মেয়ের দেহ রাখতে চেয়েছিলাম। কিন্তু আমাদের বিভিন্ন চাপে রাখা হয়েছিল। থানায় গিয়ে দেখলাম ৩০০-৪০০ পুলিশ। বাড়ি ফিরে দেখি ৪০০ পুলিশ। তখন কিছু করার ছিল না। "
     
    চিকিৎসকের বাবা-মা স্পষ্টভাবে কথাগুলো বললেন।
  • নাম প্রকাশে অনিচ্ছুক এক 70 ঊর্ধ মানুষ। | 2405:201:8011:186e:c1cd:c1d3:7a91:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৫537373
  • যিনি এটি লিখেছেন জানি না তিনি কোথায় ছিলেন বা তাহার পেশা কি? তিনি কার প্রতিনিধি ? লেখাটি বড্ড ঘামের গন্ধযুক্ত। 
  • aranya | 2601:84:4600:5410:f1e6:46e:d0f5:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৬537378
  • 'দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের কোনো অভিযোগ পাইনি'
     
    - সৈকত, নিচের লাইনগুলো মেয়েটির বাবা-র কথা, তোমার লেখা থেকে। উনি তো পরিস্কার ভাবেই বলেছেন, যে দেহ রেখে দিতে চেয়েছিলেন, চাপে পড়ে দাহ করতে বাধ্য হন। 
     
    'আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম। কিন্তু এত প্রেসার আমাদের তৈরি করা হয়েছিল ঐ সময়, আমরা টালা থানায় গিয়েছিলাম। টালা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম। ৩ থেকে ৪০০ পুলিশ আমাদের ঘিরে রেখে সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে, আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়ি গিয়ে দেখি ৩ থেকে ৪০০ পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এমত অবস্থায় আমাদের আর কিছু করার ছিলনা। বাধ্য হয়ে আমরা আমাদের মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

RGKar
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন