একঝলকে ঝালিয়ে নেওয়া যাক পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোড়ন ফেলা দুর্নীতিগুলোর ইডি ও সিবিআই তদন্তের পর বর্তমান অবস্থা:
১) গোরু পাচার - এনামুল, সায়গল, অনুব্রত মণ্ডল, কন্যা সুকন্যা মণ্ডল সবাই জামিন পেয়েছেন দায়ের হওয়া সমস্ত মামলায় ও জেলমুক্তিও পেয়েছে সকলে ।
২) শিক্ষা, চাকরি ও নিয়োগ দুর্নীতি - বিধায়ক মানিক ভট্টাচার্যের ও তার পরিবারের জামিন ও জেলমুক্তি, বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (যিনি পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন) জামিন ও জেলমুক্তি, কল্যাণময় গাঙ্গুলীর জামিন, কুন্তল ঘোষের জামিন ও জেলমুক্তি, বাকি সমস্ত অভিযুক্ত আধিকারিকদের জামিন ও জেলমুক্তি, অর্পিতার জামিন ও জেলমুক্তি। শুধুমাত্র পার্থ চ্যাটার্জী, শান্তি প্রাসাদ সিনহা আর সুবীরেশ ভট্টাচার্যের ED মামলায় জামিন হলেও সিবিআই মামলিয় জামিন হয়নি, সেই জামিনের শুনানিও সামনে।
৩) রেশন দুর্নীতি - শঙ্কর আঢ্য, বাকিবুরের জামিন ও জেলমুক্তি এবং বিদেশে যাওয়ার সমস্ত নির্দেশিকা বহাল। শুধুমাত্র জেলে রয়েছেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তারও শীঘ্রই জামিন হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা (কেসের গতিপ্রকৃতি অনুযায়ী, ২১শে ডিসেম্বর শুনানি)।
৪) সন্দেশখালি ঘটনায় - শুধুমাত্র শাজাহান জেলে, বাকি সবাই জামিন পেয়ে গেছে এমনকি শিবু হাজরারও জেলমুক্তি হয়েছে। শাজাহানও অধিকাংশ কিছু মামলায় জামিন পেয়েছে তবে তার জেলমুক্তি হয়নি।
৫) কয়লা পাচার - অনুপ মাঝি ওরফে লালার জামিন ও জেলমুক্তি। আর সেভাবে কাউকে ডাকাডাকিই করা হয়নি, ডাকলেও এখন মুক্ত
৬) লিপস অ্যান্ড বাউন্ডস - "কাকু"র ভয়েস স্যাম্পল সিবিআই দীর্ঘ আট মাসেও মিলিয়ে উঠতে পারেনি এবং কাকুও অধিকাংশ কিছু মামলায় জামিন পেয়েছে তবে তার জেলমুক্তি এখনো হয়নি...
-ফেসবুক
কী চমৎকার সেটিং!