পোস্টমর্টেম রিপোর্টে কী লেখা ছিল? "As noted, White thick viscid ([viscous]) liquid present inside endocervical canal, which is collected as noted above. Wt-151 gm."
সাধারণভাবে তাড়াতাড়ি পড়লে এটা পড়ে ওই থিক ভিসকাস ফ্লুইডের ওজনই দেড়শ গ্রাম মনে হতে পারে। আরো বেশি মনোযোগ দিয়ে পড়ে ও পোস্ট মর্টেম যাঁরা করেছেন, তাঁদের সঙ্গে কথা বলে অনেক পরে newslaundry-র তরফে এটা নিশ্চিত করা হয় যে ১৫০ গ্রামটা প্রত্যঙ্গের ওজন। বাক্যে ক্লাসিক ইংরেজি ব্যকরণ অনুযায়ী পড়লে, হুইচ শব্দটা এন্ডোসার্ভাইকাল ক্যানালের কোয়ালিফায়ার থিক ভিসকাস ফ্লুইডের নয়। এই ইংরেজি বাক্য পড়ার ভুলটা খুব স্বাভাবিক একটা ভুল, অনেকেই করেন, বা করতেই পারেন, স্পোকেন ইংলিশ তথা মুখের কথায় তো হামেশাই চলে।
বিশেষত সেদিনের ওই টেনসড পরিস্থিতিতে এটা খুব অস্বাভাবিক কিছু ভুল নয়। তার চেয়ে অনেক বেশি বড় ভুল তথা ফেক বা গুজব ছড়ানোর কাজ ঠান্ডা মাথায় এই প্রতিবেদনের লেখক করেছেন। তিনি নিশ্চয়তা দিয়েছেন অভিযুক্তের বীর্যই মৃতার যোনিতে ছিল, যা এখনও কেউই বলেনি। তিনি লিখেছেন এবং প্রচার করেছেন, এই সাইটে এবং ফেসবুকে, সিবিয়াইয়ের চার্জশিট থেকে জানা যাচ্ছে "ক। যোনিপথে বীর্য আছে। সেটা অভিযুক্তের।"
চার্জশিটের ১৮ পাতায় 16.23-এর টেবিলে কী লেখা ছিল?
"Urethral Swab (B5) (preserved during MLC of accused on 10.08.24) - Human Semen Present and belongs to accused Sanjoy Roy"
চোখ বন্ধ করে পড়লেও এ থেকে ওই (ক) সিদ্ধান্ত আসে না। বিশেষত যিনি আগের দিনই গোটা চার্জশিট অনুবাদ করেছেন। ভিকটিমের কোনো urethral swab-এর উল্লেখই গোটা রিপোর্টে কোথাও নেই।
তাছাড়াও এর আগেই ১২ পাতায় 16.13 তে পরিষ্কার লেখা ছিল "Thereafter, Medico Legal examination (MLC) of the accused Sanjay Roy was conducted by Dr. Biswanath Saren ... During his MLC, urethral swab & smear, nail clipping & scrapings were preserved and handed over to police.... "
সুতরাং সুবর্ণ গোস্বামীকে গালি দেওয়া বা সৈকত বন্দ্যোপাধ্যায়কে তোল্লাই দেওয়া দুটোই পুরোপুরি রাজনৈতিক প্রতিক্রিয়া।
সাধারণ পাঠক এইদিকে খেয়াল রাখবেন আশা করি।