এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • @All | 51.159.***.*** | ১২ অক্টোবর ২০২৪ ২৩:০৫538469
  • পোস্টমর্টেম রিপোর্টে কী লেখা ছিল? "As noted, White thick viscid ([viscous]) liquid present inside endocervical canal, which is collected as noted above. Wt-151 gm."
    সাধারণভাবে তাড়াতাড়ি পড়লে এটা পড়ে ওই থিক ভিসকাস ফ্লুইডের ওজনই দেড়শ গ্রাম মনে হতে পারে। আরো বেশি মনোযোগ দিয়ে পড়ে ও পোস্ট মর্টেম যাঁরা করেছেন, তাঁদের সঙ্গে কথা বলে অনেক পরে newslaundry-র তরফে এটা নিশ্চিত করা হয় যে ১৫০ গ্রামটা প্রত্যঙ্গের ওজন। বাক্যে ক্লাসিক ইংরেজি ব্যকরণ অনুযায়ী পড়লে, হুইচ শব্দটা এন্ডোসার্ভাইকাল ক্যানালের কোয়ালিফায়ার থিক ভিসকাস ফ্লুইডের নয়। এই ইংরেজি বাক্য পড়ার ভুলটা খুব স্বাভাবিক একটা ভুল, অনেকেই করেন, বা করতেই পারেন, স্পোকেন ইংলিশ তথা মুখের কথায় তো হামেশাই চলে।
     
    বিশেষত সেদিনের ওই টেনসড পরিস্থিতিতে এটা খুব অস্বাভাবিক কিছু ভুল নয়। তার চেয়ে অনেক বেশি বড় ভুল তথা ফেক বা গুজব ছড়ানোর কাজ ঠান্ডা মাথায় এই প্রতিবেদনের লেখক করেছেন। তিনি নিশ্চয়তা দিয়েছেন অভিযুক্তের বীর্যই মৃতার যোনিতে ছিল, যা এখনও কেউই বলেনি। তিনি লিখেছেন এবং প্রচার করেছেন, এই সাইটে এবং ফেসবুকে, সিবিয়াইয়ের চার্জশিট থেকে জানা যাচ্ছে "ক। যোনিপথে বীর্য আছে। সেটা অভিযুক্তের।" 
    চার্জশিটের ১৮ পাতায় 16.23-এর টেবিলে কী লেখা ছিল?
     
    "Urethral Swab (B5) (preserved during MLC of accused on 10.08.24) - Human Semen Present and belongs to accused Sanjoy Roy"
     
    চোখ বন্ধ করে পড়লেও এ থেকে ওই (ক) সিদ্ধান্ত আসে না। বিশেষত যিনি আগের দিনই গোটা চার্জশিট অনুবাদ করেছেন। ভিকটিমের কোনো urethral swab-এর উল্লেখই গোটা রিপোর্টে কোথাও নেই।
     
    তাছাড়াও এর আগেই ১২ পাতায় 16.13 তে পরিষ্কার লেখা ছিল "Thereafter, Medico Legal examination (MLC) of the accused Sanjay Roy was conducted by Dr. Biswanath Saren ... During his MLC, urethral swab & smear, nail clipping & scrapings were preserved and handed over to police.... "
     
    সুতরাং সুবর্ণ গোস্বামীকে গালি দেওয়া বা সৈকত বন্দ্যোপাধ্যায়কে তোল্লাই দেওয়া দুটোই পুরোপুরি রাজনৈতিক প্রতিক্রিয়া। 
     
    সাধারণ পাঠক এইদিকে খেয়াল রাখবেন আশা করি।
  • dc | 2402:e280:2141:1e8:a4f3:8d80:d966:***:*** | ১২ অক্টোবর ২০২৪ ২৩:২১538470
  • "এই ইংরেজি বাক্য পড়ার ভুলটা খুব স্বাভাবিক একটা ভুল, অনেকেই করেন, বা করতেই পারেন, স্পোকেন ইংলিশ তথা মুখের কথায় তো হামেশাই চলে"
     
    একজন ডাক্তারও কি এরকম ভুল করেন? 
     
    সৈকতবাবু ভুল স্বীকার করেছেন। যিনি গুজবটা ছড়িয়েছেন তিনি ভুল স্বীকার করেছেন কি? 
  • সাধারণ মানুষ | 2405:8100:8000:5ca1::20e:***:*** | ১২ অক্টোবর ২০২৪ ২৩:২৪538471
  • ভুল ধরিয়ে দেবার পরে সৈকত বন্দ্যোপাধ্যায় ভুল স্বীকার করেছেন। লেখা আপডেট করেছেন। আরো কিছু ভুল থাকলে সেটাও ধরিয়ে দিতে বলেছেন।
     
    সুবর্ণ গোস্বামী ভুল স্বীকার করেছেন বলে কোথাও দেখিনি। গণধর্ষণের মূল প্রমাণ ওই সিমেন পেলভিক বোন ভাঙা। সেগুলো যে ভুল সে স্বীকারোক্তিও কোথাও দেখি নি।
     
    তফাত স্পষ্ট
  • সিমেন গোস্বামীর ভুল | 2409:40e0:103c:e91d:c93:b8ff:fee8:***:*** | ১২ অক্টোবর ২০২৪ ২৩:৩২538472
  • এই ভুলটা একটা ডাক্তার করবেন?  যিনি করবেন, তিনি একজন ডাক্তার?  নিউজলন্ড্রির অনেক আগেই এটা ভুল সেই নিয়ে আলোচনা হয়েছে। ১৫০ গ্রাম সিমেনের জন্য ১০০ জন লোক লাগে, এর জন্য নিউজলন্ড্রি লাগেনা, মাথায় সাধারণ বুদ্ধি লাগে।  আর যিনি ডাক্তার, তিনি সেই ভুল করলে  সাধারণ কান্ডজ্ঞানহীন সাধারণ মানুষের থেকেও বাজে ব্যাপার হবে। এক্ষেত্রে হয়েছে। 
    আর একবারও উনি ভুল স্বীকার করেননি। তারপরেও এটা চালিয়ে গেছেন। এখনো তড়পে চলেছেন।
     
    @all. এর উদ্দেশ্যও গন্ডগোলের মনে হচ্ছে। 
     
    সিমেন গোস্বামী তো পাঁড় সিপিএম। কিঞ্জল এসব নিয়েই সিপিএম এর উপর তোপ দাগলেন না তো? 
     
     
  • মীনাক্ষীর ভুল | 2409:40e0:103c:e91d:c93:b8ff:fee8:***:*** | ১২ অক্টোবর ২০২৪ ২৩:৩৮538474
  • 'সেই বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়। তাঁদের প্রশ্ন, যে হাসপাতালে ঘটনা ঘটল, সেই হাসপাতালেই কেন ময়নাতদন্ত করা হল? পাশাপাশি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন মিনাক্ষীরা। '
     
     
    আরজিকরের জুনিয়র ডাক্তাররাই আরজিকরে ময়নাতদন্ত চেয়েছেন জানার পর মীনাক্ষি ভুল স্বীকার করেছেন?   সেদিন তিনি জানতেন না, এটা ধরেই বলছি। জানলে তো বলতে হয়, সেই আন্দোলন কেন করলেন, তাই নিয়েই তদন্ত করতে হয়।
  • সিবিআইয়ের ভুল? | 2409:40e0:103c:e91d:c93:b8ff:fee8:***:*** | ১৩ অক্টোবর ২০২৪ ০০:০৩538475
  • @all সেদিন মেয়েটির সঙ্গে থাকা যেসব জুনিয়র ডাক্তারদের দিকে আপনি তীর চালাচ্ছেন, তার জন্য আপি আপনার হাতে কী প্রমাণ আছে?  আপনি তো পুরো মনের মাধুরী মিশায়ে স্পেকুলেশনের চূড়ান্ত করে ওই ছেলেগুলিকে দোষী বলে গুজব রটাচ্ছেন।  প্রথম থেকেই রটেছিল অবশ্য। এদের পাঁচজনের নাম দিয়ে হোয়াপ ভাইরাল হচ্ছিল। তারপর সেই শুভদীপ ছেলেটির প্রোফাইল ছবি ভাইরাল করে,  তাকে তিনু নেতার ছেলে বানিয়ে, ফেরার বলে তাকে ধরা আর মারার জন্য সে কি মবজাস্টিসের গণহিস্টিরিয়া।  ভুল ধরা পড়ার পরে কেউ ভুল স্বীকার করেছে?   ওদিকে সিবিয়াই এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করেও ছেড়ে দিল কেন?  সিবিয়াই ভুল করেছে? তাহলে সেটা স্পষ্ট করে বলুন। 
    আর এদের জেরা করে ছেড়ে দিলে, এদের নামে কোন অভিযোগই চার্জশিটে না আনলে, আবার এদের নামে এই গুল্প বানাচ্ছেন কেন?  তথ্য প্রমাণ দিন। এত যদির কথা নদীতে না ফেলে।  
  • @All | 51.159.***.*** | ১৫ অক্টোবর ২০২৪ ১৬:৩৪538539
  • রাজ্যের সরকারী পুলিশ এবং তারপর পুলিশের স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে তারা ৯ তারিখে সংগৃহিত ভিকটিমের স্যাম্পেল এবং ১০ তারিখে সংগৃহিত অ্যাকিউজড-এর স্যাম্পেল ল্যাবে না পাঠিয়ে ৫ দিন ফেলে রেখেছিল যতদিন না হাইকোর্ট কেসটা সিবিয়াই-এর হাতে  তুলে দেয়। ৯ তারিখ সংগৃহিত রক্ত ভিসেরা ইত্যাদি আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস তারা ১৩ তারিখেও ল্যাবে পাঠিয়ে উঠতে পারেনি, যা সিবিয়াই ১৪ তারিখ ল্যাবে পাঠায়। অভিযুক্তকে ১০ তারিখ গ্রেপ্তার করলেও খুনের দিনে তার পরিহিত জামাকাপড় জুতো,যাতে ভিকটিমের রক্ত লেগে ছিল, তার বাসা থেকে উদ্ধার করতে পুলিশ দুদিন লাগায়, তারপরেও দুদিন সেসব ল্যাবে না পাঠিয়ে ফেলে রাখে। ক্রাইম সিন থেকে কোনো ফিঙ্গার প্রিন্ট পায়ের ছাপ না সংগ্রহ করে প্রচুর লোক ঢুকতে দিয়ে সেসব সংগ্রহের সম্ভাবনা নষ্ট করে। ইতিমধ্যে সরকারের স্বাস্থ্যসচিব সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেয়। সরকারী রাজনৈতিক দলের মাধ্যমে ও পুলিসের প্রশ্রয়ে ক্রাইম সিন ভ্যান্ডালাইজ করা হয়, সিসিটিভি হার্ডডিস্কের ঘরে ঢুকেও ভাঙচুর চালানো হয়।
     
    এরপরে যেটা করা হচ্ছে তা হল তদন্তের ভার সি বি আই কে দেওয়া হয়েছে বলে কটাক্ষ, তারা নাকি কলকাতা পুলিশের কাজ ক্রস চেক ছাড়া কিছুই করেনি এমত বিদ্রুপ, আর তাদের তদন্তের প্রোপাগেশন বোঝা যাচ্ছে না বলে ঘুরিয়ে সেসব জানতে চাওয়ার আর্জি।
     
    নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিই বটে, একেবারে নির্মোহ যাকে বলে।
     
     
  • @ @all | 2409:40e0:57:1f5f:1ca0:1bff:fe23:***:*** | ১৫ অক্টোবর ২০২৪ ১৭:৩৫538541
  • এইগুলি কীসের ভিত্তিতে লিখেছেন?  এসবের তথ্য প্রমাণ আছে?  
     
    "রাজ্যের সরকারী পুলিশ এবং তারপর পুলিশের স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করে তারা ৯ তারিখে সংগৃহিত ভিকটিমের স্যাম্পেল এবং ১০ তারিখে সংগৃহিত অ্যাকিউজড-এর স্যাম্পেল ল্যাবে না পাঠিয়ে ৫ দিন ফেলে রেখেছিল যতদিন না হাইকোর্ট কেসটা সিবিয়াই-এর হাতে  তুলে দেয়। ৯ তারিখ সংগৃহিত রক্ত ভিসেরা ইত্যাদি আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস তারা ১৩ তারিখেও ল্যাবে পাঠিয়ে উঠতে পারেনি, যা সিবিয়াই ১৪ তারিখ ল্যাবে পাঠায়। অভিযুক্তকে ১০ তারিখ গ্রেপ্তার করলেও খুনের দিনে তার পরিহিত জামাকাপড় জুতো,যাতে ভিকটিমের রক্ত লেগে ছিল, তার বাসা থেকে উদ্ধার করতে পুলিশ দুদিন লাগায়, তারপরেও দুদিন সেসব ল্যাবে না পাঠিয়ে ফেলে রাখে।"
  • dc | 2402:e280:2141:1e8:8868:407:391c:***:*** | ১৫ অক্টোবর ২০২৪ ১৮:৪৩538545
  • জুনিয়র ডাক্তাররা নাকি রাজ্যপালের কাছে গেছিলেন, যে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আছে? বেশ। 
  • সিএস | 2405:201:802c:7858:68c7:54b6:aaa8:***:*** | ১৫ অক্টোবর ২০২৪ ২৩:৫৮538549
  • গিয়ে কী লাভ হবে সে সন্দেহ ছিল, কিন্তু তারপরেও উনি গভঃ কে কথা শোনানোর এত বড় সুযোগ ছেড়ে দিলেন, সে দেখে অবাকই হলাম। হয়ত নিজের বিরুদ্ধে অভিযোগের কথা মনে করে অধোবদন অথবা বিজেপির কোন পরিচিত মুখ না দেখে রেগে গেছেন। অথবা, হয়ত, যা হওয়াই খুবই সম্ভব যে প্রবল লেভেলে সেটিং হয়ে গেছে যে এখনো কোন শব্দ করেননি।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৮ অক্টোবর ২০২৪ ০৯:০৯538624
  • অল তো এবার গল্প লিখছেন। পুলিশ দুদিন ফেলে রাখে তো কোথাও লেখা নেই। সিবিআই কবে ল্যাবে পাঠিয়েছে লেখা আছে। বাকিটা তো মনের মাধুরি। 
     
    জুতো টুতো যা উদ্ধার করেছে, সবই পুলিশ। তারিখ খেয়াল নেই। মনে হচ্ছে ১০ তারিখই। চেক করে দেখতে হবে। কিন্তু করেছে তো। সিবিআই কী করল?
  • :|: | 174.25.***.*** | ১৮ অক্টোবর ২০২৪ ১১:১৯538626
  • নটা নয় -- শেষ প্রশ্নের উত্তর : সিবিয়াই এদ্দিন ধরে এন্টারটেইনমেন্ট দিলো এবং এখনও ফিচিক ফিচিক করে লিক করে দিয়ে যাচ্ছে সেটি বুঝি কিছু নয়? 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন