এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৩ জুন ২০২০ ১৩:১৮93920
  • বিবিসি বা এরকমই কোথাও একটা দেখলাম নিউজিল্যান্ডে ব্ল্যাক লাইভ ম্যাটারসের জন্য সলিডারিটি মিছিল।
    এর আগে কখনো নিউজিল্যান্ডের এরকম কোন মিছিল দেখেছি বলে মনে পড়ছে না। লন্ডনে এরকম হয়, দেখায়ও খবরে। নিউজিল্যান্ড একেবারে অন্যপ্রান্তে, সেখানেও হচ্ছে এটা বেশ উল্লেখযোগ্য খবর মনে হল। নিউজিল্যান্ডে কি সাধারণভাবেই হয়? অরিন এই পোস্টটা দেখলে একটু জানাবেন।
    (হতে পারে হয়ত নিয়মিতই হয় কিন্তু আমাদের দৃশ্যমান মিডিয়ায় দেখায় না।)
  • S | 69.146.***.*** | ০৩ জুন ২০২০ ১৩:৩৩93921
  • S | 69.146.***.*** | ০৩ জুন ২০২০ ১৩:৩৫93922
  • S | 69.146.***.*** | ০৩ জুন ২০২০ ১৩:৩৬93923
  • S | 69.146.***.*** | ০৩ জুন ২০২০ ১৩:৩৭93924
  • BLM | 144.217.***.*** | ০৩ জুন ২০২০ ১৩:৫৭93925
  • কাল প্রতিবাদ মিছিলে হাঁটলাম এখানে, ঘন্টা দুয়েক ছিলাম, সাদা বেশি, মোটামুটি ৬০-৭০% সাদা, ৩০-৪০% কালো, কিছু হিসপ্যানিক।
    কিন্তু, ভারতীয় বা চাইনিজ, ইস্ট এশিয়ান ও ব্রাউন - প্রায় নেই বলা যায়।
    এশিয়ান-রা প্রটেস্টে নেই কেন জানি না, অথচ এখানে কিন্তু এশিয়ান আছে।
  • ~ | 2405:201:8805:37c0:b8a0:72e2:cda8:***:*** | ০৩ জুন ২০২০ ১৪:০৯93926
  • সলিডারিটি যদি থেকেও থাকে, ভারতীয়রা অথরিটির বিরুদ্ধে যেতে মনে হয় বেশী দ্বিধাগ্রস্ত। নইলে আমাদের দেশে এত এত মানুষ অথরিটির অবহেলায় টুপটাপ মরে যায় কী করে। রাহুল দুবে ব্যতিক্রম, এমনিতে প্রথম প্রজন্মের অভিবাসীরা আমেরিকার চাকচিক্য নিয়ে বেশি ব্যস্ত থাকে। তাছাড়া ভারতীয় অভিবাসীদের বড় অংশ প্রিভিলেজড, উচ্চবিত্ত, এইটা এসব ক্ষেত্রে, অন্তত ভারতীয়দের মধ্যে ম্যাটার করে।
    আর যারা এখনো নাগরিকত্ব পায়নি, তারা সঙ্গত কারনেই দূরে থাকবে।
    দমদি আলাদা করে বাঙালীদের গাল দিয়ে দিল বটে, কিন্তু অবাঙালী ভারতীয়রাও খুব ইনক্লুসিভ কি? আবারও, রাহুল দুবে উজ্জ্বল ব্যতিক্রম।

    এবং BLMও ব্যাতিক্রম, নিজেই বললেন এশিয়ান প্রায় নেই।
  • ~ | 2405:201:8805:37c0:b8a0:72e2:cda8:***:*** | ০৩ জুন ২০২০ ১৪:২৭93927
  • তবে ফেসবুকে দেখলাম ট্রাম্প নাকি টুইট করেছে ওবামা বাঙ্কারটা নোংরা করে গেছে, খাদ্য পানীয়র ব্যাবস্থা নেই। এটা কিন্তু ঠিক হয় নি যাই বলুন, ভারী অবিবেচনার কাজ।
  • সৈকত সেন | 144.202.***.*** | ০৩ জুন ২০২০ ১৪:৩৭93928
  • তবে বাঙালিও পিছিয়ে নেই , হাজার হাজার মাইল দূরে বসে গুচ তে জ্বালাময়ী লিখে দেশোদ্ধার করছে আর খেউর এর এক্সহিবিট জমা করছে 

    প্রবাসী দের বিভিন্ন চাপ থাকে বিশেষত ট্রাম্প এর জমানায় সেটা আরো বেড়েছে প্রকাশ্যে প্রতিবাদ না জানালেও (যেমন রাহুল) অনেকেই পরোক্ষ ভাবে সমর্থন করেন , অবশ্যই অন্য বাঙালিদের ধুতি ধরে টেনে নীরোদ চৌধুরী হবার কার্টুন সদৃশ প্রচেষ্টা তার মধ্যে পড়েনা 

    রাহুল চৌবে সিটিজেন, নিজে সুরক্ষিত , বক্তব্য প্রশংসনীয় , গ্রীন কার্ড ডিউ থাকলে কি বলতেন কোনোদিন শোনা হবেনা 

    কয়েক লাখ বাঙালি গ্রীন কার্ড এর অপেক্ষায় আর কয়েক লাখ PR পেলেও পূর্ণ নাগরিক নয় , ফ্যামিলি নিয়ে ফিরে এলে চাকরি র ব্যবস্থা সরকার কি করবে সেকথা .........

    সবাই সব বুঝবেনা এটা স্বাভাবিক , তা বলে বাঙালির ধুতি ধরে টানার দরকার ও সবসময় পড়েনা 

    কারোর খারাপ লাগলে দুঃখিত 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a26:d9f5:626:86a8:8f4d:***:*** | ০৩ জুন ২০২০ ১৫:০৫93931
  • মূল প্রবন্ধ টা আমি খুব ভালো বুঝিনি, সিচুয়েশন ইভলভ করছে স্বাভাবিক ভাবেই খুব আ্যনালিটিকাল কিছু লেখা প্রায় অসম্ভব। কিন্তু তার পরেও লেখাটা , মুহুর্ত টার সিম্বলিক এবং রাস্তার গুরুত্ব র বিচারে নন কমিটাল লাগছে, যেটা এই লেখকের বেলায় আমরা অভ্যস্ত নই। পুলিশি অত্যাচার এর শিকার যারা বা ব্ল্যাক লাইভস ম্যাটার বা আ্যন্টিফা রা ইলেক্টোরাল ইন্ফ্লুয়েন্স এর হিসেবে র বাইরে , তাই তাদের উপর অত্যাচার টা বেশি হবে এবার এর ব্যাপকতা বাড়লে এটাকে সকলে কিছু একটা ম্যানেজড আউটকামে নিয়ে যাবে। সিভিল রাইটস আন্দোলনের পুরোনো লিডারশিপ, আল শার্পটন , লিউইস বা তাদের পরের জেনারেশন এতটাই ডেমোক্রাট দের সঙ্গে জড়িত যে ব্ল্যাক লাইভস ম্যাটার ডিস আফেকটেড জনতার প্রতি নিধি অলরেডি হয়তো। ভয়ানক রিপ্রেসন আসতেই পারে কিন্তু তার আগে বিএল এম এর লোকদের আইসোলেট করতে হবে, সেটা হচ্ছে কিনা দেখতে হবে।
  • বিপ্লব রহমান | ০৩ জুন ২০২০ ১৭:২৭93935
  • BLM, 

    প্রতিবাদে এশিয়ান,  ভারতীয় ও অন্যান্যরা  নেই কেন?  

  • Ramit Chatterjee | ০৩ জুন ২০২০ ১৯:২৪93938
  • আমেরিকার ভারতীয়রা অনেক ক্ষেত্রেই সম্ভবত ট্রাম্প সমর্থক। তারা অনেক ক্ষেত্রে কৃষাঙ্গ আমেরিকানদের ঘৃণাও করে থাকে, মনে মনে। আর অনেকেরই গ্রীন কার্ড ডিউ আছে, pr পেয়েছে, নাগরিক হয়নি। এসবে জড়িয়ে যে কোম্পানির হাত ধরে গেছে, তারা পট করে লাথি মারলে তখন তাদের আবার এই গরীব দেশে ফিরে আসতে হবে। এসব ভয় থেকে আর প্রতিবাদ জানিয়ে উঠতে পারেনি। 

  • sm | 2402:3a80:a4b:b8ec:0:66:897e:***:*** | ০৩ জুন ২০২০ ২০:০৫93941
  • এতো জমায়েত আর মিছিল দেখলাম, আশ্চর্য্য লাগছে। হাজারে,হাজারে,কাতারে, কাতারে শুধুই মানুষ।পুরো দেশ জুড়ে!কিন্তু ফিজিক্যাল ডিষ্ট্যানস কি মেনটেইন হচ্ছে?

  • Ramit Chatterjee | ০৩ জুন ২০২০ ২১:০৪93944
  • যাক, ভুল প্রমাণিত হয়ে ভালো লাগছে, কিছু সংখ্যক ভারতীয় অন্তত সামিল হয়েছেন প্রতিবাদে। ar dhonnobad

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a6b:709e:ddb3:affc:1cff:***:*** | ০৩ জুন ২০২০ ২১:২৮93945
  • এগুলো জেনেরালি আজে বাজে লাইনের আলোচনা। প্রতিটা বড় আন্দোলনে যে নানা মানুষ আসে, ভারতীয় কয়ডা গেলো, তার মাঝে কয়্ডা হিন্দু কয়ডা মুসলমান, বাংলাদেশী গুলা কি করতাছে, তারা তো বোরখা পড়ে তাদের আবার বর্ণবিদ্বেশ বিরোধিতা কি, ও আমেরিকান হিন্দু মানেই তো ট্রাম্প এর লোক, ও বাবা ঐ বেটা বেশি লিবেরালিজম দেখাচ্ছে, করেছিশ তো ফস্সা মেয়ে দেখে বিয়ে , অই মেয়ে বেশি চিকুর পাড়ে , কটাকে লেংগি মেরে ডলারের খোজে পালিয়েছিল, এই গুলো কোনো সুস্থ আলোচনা র লাইন হওয়া মুশকিল। অবজেক্টিভ আলোচনা হলে সুবিধে হয়।

    কাছা কাছি যদি থাকেন, আন্দোলনের স্বপক্ষে বা বিপক্ষে বা সিটিং অন দ্য ওয়াল কিসু অবজেক্টিভ বক্তব্য পারলে দ্যান। তা না হলে কোন মানে হয় না, আর আরেকটা কথা , যারা লৌহ কঠিন রাষ্ট্রের পক্ষে, তারাও এই ইসু কেনো অনেক ইসুতেই কমপ্যাসন বোধ করতে পারেন, ব্যক্তি মানুষের ট্রান্সফর্মেশন এ ভরসা না রাখলে রাজনীতি তে এনগেজ করা খুব মুশকিল।
    ওমা দেখোচো ইলহান ওমর আর এ ও সি সেরকম জ্বালাময়ী কিছু বলছে না, বা একবার বল্লেও ৩১ বার বলে নি, এই গুলো কোনো কথা না।

    প্রত্যেকটা আন্দোলনের স্পেসিফিসিটি থাকে, এই আন্দোলনের সংগে লেজিসলেটিভ পলিটিক্স আপাতত সম্পর্কহীন, শুধু সকলের ই নার্ভাস হওয়া ছাড়া।

    আমার মেনলি মনে হয়, ওবামার ঐ অডাসিটি অফ হোপ বলে গ্যাস দিয়ে নিওলিবেরালিজম করা, বা শুধুই সিটি লিডারশিপ এ পাওয়ার শেয়ারিং করে, পোলিটিকাল বিষয় ফেডেরাল বিষয় , অর্থনীতি টা স্পেকুলেটর আর সোল্ড আউট দের হাতে, ট্র‌্যাডিশনাল রুলিং ক্লাস এর হাতে ছেড়ে দেওয়ার এই মডে ইজ ওভার। মানে ওভার হলে ভালো হয় ঃ-)))

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • সৈকত | 13.25.***.*** | ০৩ জুন ২০২০ ২২:২৭93951
  • দাসগুপ্ত স্যার একটু সহজ বাংলা করে বলুন না ঠিক কি বলতে চাইছেন 
    একটু শশী সুলভ (কাপুর নয় থারুর ) হয়ে গ্যালো 
    আমি অবশ্য যাকে বলে গোলা লোক 

  • Somnath Roy | ০৩ জুন ২০২০ ২৩:২৫93955
  • ফ্লয়েডের চাকরি গেছিল লকডাউনে। যাঁরা রাস্তা কাঁপাচ্ছেন তাঁদেরও কি লকডাউনে চাকরি যাওয়া কেস? আই ওয়ান্ট টু ব্রিদ কি আসলে লকডাউনের ফাঁসে আটকে পড়া মানুষের কথা?

  • S | 2405:8100:8000:5ca1::5c8:***:*** | ০৩ জুন ২০২০ ২৩:২৬93957
  • আমেরিকাতে যেসব ভারতীয়রা রয়েছে, তারা বেশিরভাগই ভিসা-গ্রীনকার্ডে থাকে। তাদের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া প্রায় অসম্ভব। যারা সিটিজেন হয়েছে, তারাও সবাই অ্যাসিমিলেট হতে পারেনা। সেটা কিছুটা তাদের নিজস্ব সমস্যাও বটে। আবার অনেকের রাজনীতি নিয়ে উৎসাহই নেই। এক্সচেন্জ রেট আর ডিজনি ওয়ার্ল্ড ছাড়া আমেরিকার কোনও ব্যাপারেই তেমন উৎসাহ নেই। আমি খুবেকটা দোষও দেখিনা। এছাড়াও অনেকে আড়াল থেকে সমর্থন দিয়ে যায়। ইন্টেলেকচুয়াল লেভেলে, নিজেদের কাজের মাধ্যমে, ঠিক জায়্গায় ডোনেশান দিয়ে।

    তবে এটাও ঠিক যে ভারতীয়দের একাংশ এখন ট্রাম্পের সমর্থক। মোদিবাবু হাউডিতে সেইরকম আদেশই দিয়ে গেছিল। তারউপর বর্ণবৈষম্যের একটা ছোঁয়া তো আছেই। জাতপাত নিয়ে বড় হওয়া ভারতীয় ছেলেপিলে আইটি-আইআইটির পরেও সে জিনিস সযত্নে পালন করে এবং বিদেশে নিয়ে যায়। সেখানে স্বাভাবিক ভাবেই তাদের হিসাব অনুযায়ী কালোরা নিম্নবর্ণ। বহু ভারতীয়রাই আমেরিকাতে অশ্বেতাঙ্গদের মধ্যে নিজেদের কুলীন ভাবে।

    তবে ভারতীয়দের অ্যাকটিভ পার্টিসিপেশান ছাড়াও এদেশে বদল সম্ভব। এবং সেটা হচ্ছে, হবে।
  • lcm | 2607:f140:800:1::***:*** | ০৩ জুন ২০২০ ২৩:২৭93958
  • এমনকি জর্জ বুশ-ও

    "Laura and I are anguished by the brutal suffocation of George Floyd and disturbed by the injustice and fear that suffocate our country. Yet we have resisted the urge to speak out, because this is not the time for us to lecture. It is time for us to listen. It is time for America to examine our tragic failures..
    ...
    This tragedy — in a long series of similar tragedies — raises a long overdue question: How do we end systemic racism in our society?
    ...
    America’s greatest challenge has long been to unite people of very different backgrounds into a single nation of justice and opportunity. The doctrine and habits of racial superiority, which once nearly split our country, still threaten our Union... ..."

    https://www.cnn.com/us/live-news/george-floyd-protests-06-02-20/h_0bf9875d7fd36ee312e29e33e5a73be8
  • S | 2405:8100:8000:5ca1::4b6:***:*** | ০৩ জুন ২০২০ ২৩:৩৪93959
  • বুশ দম্পতির বক্তব্যটা একটু আগেই পড়লাম। জর্জ বুশের প্রেসিডেন্সিয়াল সেন্টার টুইট করেছে, লরা বুশ রিটুইট করেছেন। বক্তব্যটা ভালো - দারুন বলা যেতে পারে। কিন্তু তারপর প্রশ্ন ওঠে যে ৮ বছর তো প্রেসিডেন্ট ছিলেন, তখন কি করিলেন? বা হারিকেন ক্যাট্রিনার সময় ঠিক কি হয়েছিল? ইত্যাদি।
  • lcm | 2607:f140:800:1::***:*** | ০৩ জুন ২০২০ ২৩:৩৫93960
  • ইউএসএ-তে ভারতীয় অভিবাসীদের নিয়ে বড়েস এর বক্তব্য ঠিক।
    শুধু একটা পয়েন্ট অ্যাড করব, ইউএসএ-তে ভারতীয় সংখ্যায় তত বেশি নয় যতটা মনে হয় - ১% এর কম।
  • S | 2405:8100:8000:5ca1::1b:***:*** | ০৪ জুন ২০২০ ০১:৫৮93967
  • Defense Secretary Mark Esper said Wednesday he does not support invoking a law that would allow President Trump to use the U.S. military for domestic law enforcement amid nationwide protests surrounding the death of George Floyd.
  • anandaB | 50.35.***.*** | ০৪ জুন ২০২০ ০২:১২93969
  • এই যে, আজকের আমেরিকা র খন্ড চিত্র, মনে রাখতে হবে এই মহিলা একজন স্টেট রিপ্রেসেন্টেটিভ

    https://www.npr.org/2020/06/03/868173915/how-a-mother-protects-her-black-teenage-son-from-the-world

    এই শেষ কয়েকটা উদ্ধৃতি খুব সত্যি

    "You can change legislation, but you can't change hearts and minds," Richardson says.

    "The systems that we have built within this country have been built with racism at the core," she says. "People will talk about our systems being broken. Our systems are working just the way that they were designed to work."
  • S | 2405:8100:8000:5ca1::679:***:*** | ০৬ জুন ২০২০ ১০:৫০94036
  • এইমুহুর্তে আমেরিকাতে পুলিশ ও প্রশাসন ঠিক কি করছে তার একটা ভালো সামারি দিয়েছে নীচের ভিডিওতে।



    এসব অন্য দেশে হলে আমেরিকা-ইউএন এতক্ষণে কতকিছু বক্তব্য রেখে ফেলত।
  • সব গুলিয়ে যাচ্ছে | 80.2.***.*** | ০৬ জুন ২০২০ ১৩:৫৮94039
  • তিব্বত থেকে তিয়েন আনমেন স্কোয়ার, হংকং থেকে তাইওয়ান—এগুলো সব হল "আমেরিকার চক্রান্ত। কমিউনিস্ট চীন এগুলোর সাথে যা করেছে, একদম ঠিক করেছে"। দালাই লামা হলেন "সিআইএ-র এজেন্ট"। কিন্তু আমেরিকায় "ব্ল্যাক লাইফ ম্যাটার্স" আন্দোলন হল মার্ক্সের ফেল করা প্রফেসি, অবশেষে আবার পাস করার প্রতিধ্বনি, "একদিন সূর্যের ভোর" ইত্যাদি। এই হিপোক্রিসি না হলে আর কমিউনিস্ট! তবে বামেরা যতই ভাবুন, এতে ৪ঠা জুলাইয়ের আগেই আমেরিকাতে সমাজতন্ত্র ফিরে আসবে, তাঁদের আশায় আবার জল পড়তে চলছে। কারণ, আমেরিকাতে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে মানুষের রাস্তায় নেমে আন্দোলন, বিক্ষোভ, রায়ট এই প্রথম না। এসব আগেও অনেকবার হয়েছে। কিন্তু কোনবারেই আমেরিকায় মার্ক্সবাদ বা কোন বামবাদ মাথা তুলতে পারিনি। এবারও পারবে না। এইটবি থেকে গোলপার্ক পর্যন্ত রেঞ্জের অভিজ্ঞতায় চারটে গ্রাফিটি দেখে মনে হতে পারে, এটাই সারা পৃথিবীতে বামবিপ্লবের লক্ষণ, কিন্তু বাস্তবে তো আর তা হয়না। এবারও হবেনা। শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গের গলায় পা দিয়ে মেরে ফেলা অবশ্যই রেসিজম। এর তীব্র প্রতিবাদ অবশ্য কাম্য। এই বর্ণবিদ্বেষ একবিংশ শতাব্দীতে অন্তত চিরতরে মুছে যাক। কিন্তু এর সাথেই আরও কয়েকটা প্রশ্ন। অকমিউনিস্ট, কমিউনিস্ট বিরোধীদের অকথ্য অত্যাচার করে মারাটা শ্রেণীসংগ্রাম কেন? সেটা রেসিজম নয় কেন? তার বিরুদ্ধে গণমানুষের আন্দোলন হলে, সেটাকে আমেরিকার চক্রান্ত বলা হবে কেন? তাহলে কি ধরে নিতে হবে, এই বাম বিপ্লবী, বুদ্ধিজীবী, সবজান্তাদের কাছে নন-কমিউনিস্ট লাইফ, অ্যান্টি কমিউনিস্ট লাইফ ডাজ নট ম্যাটার? সেক্ষেত্রে আমেরিকার বর্ণবিদ্বেষী আন্দোলনকে সমর্থন করার এঁদের নৈতিক অধিকার আছে কি?

  • S | 69.146.***.*** | ০৭ জুন ২০২০ ০৫:৫৬94066
  • ওদিকে ফক্স নিউজ কালো লোকেদের হত্যার সঙ্গে শেয়ার মার্কেটের পারফর্মেন্সের গ্রাফ দেখাচ্ছে নিজেদের ভিউয়ারদের।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন