"কিন্তু প্রতিভাই প্রধান হলে ঐ ইন্ডাস্ট্রি ভাঙিয়ে কুমার শানু অভিজিৎ ইত্যাদিরা কয়েক দশক ছড়ি ঘোরাতে পারতেন না, দক্ষিনে বা বাংলায় এঁদের থেকে অনেক দক্ষ কন্ঠশিল্পীরা ছিলেন"
সে তো বটেই। আসলে আমি বলতে চাইছি যে চল্লিশ থেকে ষাটের দশকে বম্বেতে যে মাপের প্রতিভারা এক জায়গায় হয়েছিলেন, তাতে সেই সময়ের গান বা সিনেমা পপুলার না হলেই বরং অবাক কান্ড হতো। আর প্রতিভা, পপুলারিটি, বাণিজ্যিক সাফল্য ইত্যাদির মধ্যেও সম্পর্ক থাকে, যদিও বেশীর ভাগ সময়েই এই সম্পর্ক হয়তো ননলিনিয়ার হয় (যেটা আপনিও বলেছেন)। অনেক প্রতিভাধারী ব্যক্তি বাণিজ্যিক সাফল্য পান না, অনেক কম প্রতিভাধারী ব্যক্তি বাণিজ্যিক সাফল্য পান। তবে এক জায়গায় নানান পেশার মানুষ যুক্ত হলে, তাদের মধ্যে কারুর কারুর ব্যাবসায়িক এক্সপিরিয়েন্স থাকলে, মনে হয় বাণিজ্যিক সাফল্য পেতে সুবিধা হয়।
এবার কথা হলো কুমার শানু এট আল। আমার ব্যক্তিগত মত হলো, আশির দশকের পর থেকে বলিউডে প্রতিভা ব্যাপারটা কমে যায়, ধীরে ধীরে বাণিজ্য বা মার্কেটিংই প্রধান হয়ে ওঠে। আমার মতে আরডিই শেষ জিনিয়াস লেভেলের সঙ্গীত পরিচালক, কিশোর-আশাই শেষ জিনিয়াস লেভেলের গায়ক গায়িকা যাঁরা অল ইন্ডিয়া লেভেলে প্রতিভার জোরে সাফল্য পেয়েছিলেন, শুধুমাত্র মার্কেটিং এর ওপর ভরসা করতে হয় নি। তবে এক্সেপশানও আছে, যেমন সাউথ ইন্ডিয়ায় ইলায়ারাজা, এ আর রহমান, এস পি বালাসুব্রমনিয়াম, চিত্রা ইত্যাদিদের ক্ষেত্রেও নব্বুই আর দু হাজারের দশকে প্রতিভা আর মার্কেটিং, দুয়েরই সংমিশ্রন ঘটেছিল। তাও ওভারল আমার মনে হয় সত্তর বা আশির দশক থেকে প্রতিভার গ্রাফটা নিম্নমুখী আর মার্কেটিং এর গ্রাফটা উর্দ্ধমুখী হয়েছে।
" এই হামলোগ বুনিয়াদ থেকে পেয়ার কা পেহলা নাম রাধামোহন, বা কিউকি সাস মা বহু বেটি হোতি হ্যায় - এই যাত্রাটা তো আকাশ থেকে পড়েনি, এর একটা চলন আছে, তো সেইটা যে এরকম হয়েছে, তাও কি ভালোই হয়েছে, লাগামহীন ব্যক্তিগত বাণিজ্য এতে প্রশ্রয় পেয়েছে যেহেতু?"
একেবারেই ভালো হয়নি :-( নব্বুই এর দশক থেকে মোটামুটিভাবে প্রতিভা শেষ (কিছু এক্সেপশান ছাড়া), মার্কেটিংই প্রধান হয়ে উঠেছিল। অথচ এর উল্টোটাই হওয়ার কথা ছিল, কারন নব্বুই এর দশক থেকে আমাদের ইকোনমির লিবারাইজেশান শুরু হয়েছিল, বহু আর্থ সামাজিক বাধানিষেধ ধীরে ধীরে উঠে যেতে শুরু হয়েছিল। কেন এরকম হয়েছিল জানিনা, নানান সোশ্যাল-ইকোনমিক-ডেমোগ্রাফিক কারন ছিল নিশ্চয়ই।
"কিন্তু বাণিজ্যিক সাফল্য আর শৈল্পিক উৎকর্ষ, এমনকি জনপ্রিয়তারও, মধ্যে সোজা হিসেবটা বিশ্বাসযোগ্য মনে করি না। আর পুঁজির স্বার্থে সংস্কৃতি নির্মান ব্যাপারটাকে ভয়ের মনে করি"
এই দুটো ব্যপারেই একমত।