
১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা। ইংরেজদের সঙ্গে সহযোগিতা করা। এর ঠিক ছ’বছর পরে এক হিন্দুত্ববাদীর গুলিতে গান্ধীর মৃত্যু। গান্ধীহত্যা নিয়ে গঠিত কাপুর কমিশনের রিপোর্টে হত্যার জন্য হিন্দুত্বাদীদের দায়ী করা, সে কারণেই, ভারতীয় রাজনীতিতে দীর্ঘ দিন ধরে এই সব ইংরেজ বন্ধু, স্বাধীনতা আন্দোলন বিরোধী হিন্দুত্ববাদীরা কলকে পেতেন না। পরে ১৯৭৪-৭৫-এ জয়প্রকাশকে সামনে রেখে ইন্দিরার বিরুদ্ধে আন্দোলন এবং রাম মন্দির আন্দোলন মধ্যে দিয়ে হিন্দুত্বাদীরা ভারতের রাজনীতিতে গুরুত্ব পেতে শুরু করে। প্রথমে নরসীমা রাওয়ের আমলে সুপ্রিম কোর্টে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রাচীন পুরাতাত্ত্বিক সৌধ বাবরি মসজিদ ভাঙা হয়। এখনও তার জন্য কাউকে শাস্তি পেতে হয়নি। উল্টে উল্লাস প্রকাশ করে বিজেপি নেতা, সেই সময়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং বলেছিলেন, কোনও ঠিকাদারকে দিলে তিন মাস লাগত, করসেবকেরা একদিনে ভেঙে দিয়েছে। আজ, ৫ অগস্ট সেখানেই রাম মন্দিরের ভূমি পুজো হচ্ছে।
রাজর্ষি রায়চৌধুরী | 80.194.***.*** | ০৫ আগস্ট ২০২০ ২০:৩০95935মতামত দিতে আশঙ্কা হয়, কারণ বিভিন্ন সামাজিক মাধ্যম ও মুখোমুখি আলোচনায় নিজের মতপ্রকাশ করতে গিয়ে অনেকের কাছেই শুনেছি যে আমার কথাগুলো নাকি হিন্দুধর্ম এবং ভারতবর্ষের মূল ধারার পরিপন্থী।
অনেকে এমনও বলেন যে আমার মতো চিন্তা ভাবনা যাদের তারা দেশদ্রোহী!
তবু, ভয়ে-নির্ভয়ে, বলেই ফেলি!
Post coronavirus বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা যে ঠিক কতটা সঙ্গীন হবে, বিশেষত ভারতবর্ষের ক্ষেত্রে, তা বড় বড় অর্থনীতিবিদদের বিচার্য। একটাই ব্যাপার, সারা বিশ্বে নতুন করে বাণিজ্য শুরু না হলে খুবই মুস্কিল। আমাদের দেশের বর্তমান সরকারের এই জাতীবিরোধী (xenophobic) আচরণের ফলে অন্য অনেক দেশ আমাদের সঙ্গে ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক না রাখতে চাইতেই পারে।
আর রাখতে চাইবেই বা কেন? দেশের সরকারের মূল স্টান্স যদি ইসলামোফোবিয়া দিয়ে guided হয়, তাহলে সেটা ব্যবসার পক্ষে সুবিধাজনক এমন কখনোই বলা চলে না!
শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:898b:c03d:4f2c:***:*** | ০৬ আগস্ট ২০২০ ২০:১১95971আমি সুভাশিষ বাবুর লেখাটা পড়লাম। আমি ঔঁ এর পূজারী এবং শ্রীরামকৃষ্ণ এর সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসি এবং আশাবাদী। আমি সেইদিনটার জন্য অপেক্ষা করছি য
যেদিন সব ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে
য়ে এক ঈশ্বরের পূজা করবে। সবাই সবাইকে সম্মান আর শ্রদ্ধা করবে। আজ সারা পৃথীবেতে ইসলামের লৃশংস অত্যাচার এবং জীহাদি নিতী প্রচার করার কথা তো একবারও উল্লেখ করলেন না। সৌদির কোটি কোটি টাকা দিয়ে মসজিদ আর মাদ্রাসা বানিয়ে সন্ত্রাসবাদের সৃষ্টি করা
কি খুব বান্ছনীয় ? ভারতবর্ষ তো ভাগ করা
করা হয়েছিল ধর্মের ভিত্তিতে। তাই ধর্মনিরপেক্ষতা বজায় রেখে অর্থাৎ উগ্রপন্থী
না হয়ে নিজের ধর্ম ও সংস্কৃতি কে বাঁচিয়ে রাখা উচিত। নিজের ধর্ম আর সংস্কৃতিকে অবহেলা করলে জাতির মেরুদন্ড ভেঙে যায়।
শ্যামল ঘোষ
জার্মানী
dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ০০:০৬95972
Shyamal Ghosh | 49.37.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৫:৫৭95979ছি:,ছি: আপনার যে শিক্ষার অভাব আর দেশের উপর কোন সহানুভূতি নেই তা ওই Slogan শুনেই বোঝা যায়। আমি বিদেশে থেকে মাতৃভূমির জন্য যা করি তার এক আনাও আপনি করেন না, তা আমি হলফ করে বলতে পারি। আপনার কাজ মুসলিম ক্ষেপিয়ে দেশে অশান্তি আনা। আমি রাম মন্দির স্খাপনের বিরুদ্ধে লিখেছি আর আপনি ওই Slogan ছড়িয়ে সন্ত্রাসবাদ কে সমর্থন করছেন। সর্বধর্ম সমন্বয়ের প্রচেষ্টা করার জন্য উৎসাহ দেখান এবং সক্রিয় হোন- এতে শান্তি আসবে ওইসব Slogan এ নয়। তা আপনার নামটা জানাতে লজ্জ্বা পেলেন কেন ? Slogan টা মুখে নেওয়ার জন্য ? Rightist সন্ত্রাস বাদের সমর্থক ভাবতে পারি বলে ? ভয় করবেন না-
ঘৃনা করা আমার স্বভাব নয়। ঠাকুরের
আদর্শ মেনে চলার চেষ্টা করি।
শ্যামল ঘোষ
dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৬:৩০95982
শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:752c:3084:380a:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৬:৩৭95983আর একটা কথা কাশ্মির্ ৩৭০ ধারা কেন ফিরিয়ে দেওয়া হবে ? কাশ্মির ভারতের অন্তর্ভুক্ত নয় ? Germany র পাশের দেশ Switzerland, Austria. Germany তে বহু Swiss and Austrian people থাকে. তাহলে এবার ওরাও বলুক German Constitution পাল্টে Swiss আর Austrian দের জন্য কাল থেকে নতূন Constitution হোক। আমরা বহু Indian
আছি- আমাদের জন্য হিন্দু Constitution চালু হোক। সেটা গহ্রনযোগ্য ? CAA টাই বা কি nothing but a national identity- সব দেশে আছে- এমন কি Pakistan, Afganisthan সব দেশে আছে- আর আমাদের দেশে হলেই সেটা সাম্প্রদায়িক রাজনীতি। আমরা কি দিনদিন বুদ্ধি হারিয়ে ফেলছি ? একটু ভাবুন না। এটাতো দেশপ্রেম নয়। একে বলে দেশদ্রোহীতা।
শ্যামল ঘোষ
S | 2405:8100:8000:5ca1::4d8:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৬:৫০95984
শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:752c:3084:380a:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৬:৫১95985By the by যারা ওই Slogan দেয় তাদেরই rightist extremist বলে। আশাকরি আপনি অন্তত সেই Group এর নন। কোন extremist কেই আমি support করিনি । দেখছেন না China r expansionism - proper imperialism.
শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:752c:3084:380a:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৬:৫৯95987ও বুঝলাম কাশ্মিরি দের ভারতবাসী হয়ে পরিচয় দিতে হলে Special Status দিতে হবে , অন্য State এর জন্য নয়। বা: অপূর্ব হাততালি দেওয়ার মত যুক্তি।
S | 2405:8100:8000:5ca1::61f:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:০২95988
শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:752c:3084:380a:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:০৪95989আবার অসভ্যতা করলেন Hitler Gruß পাঠিয়ে । আপনার মত অভদ্রলোকের sathe discuss করা below my dignity.
Shyamal Ghosh | 49.37.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১০95990That was a temporary status in Kashmir. I know lot of things which you do not know and you are totally ignorent about. That is evident from your slogans and uploaded images . Shame on such people.
সিএস | 103.99.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১১95991
dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১২95992
S | 2405:8100:8000:5ca1::528:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১৩95993
dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১৫95994
সিএস | 103.99.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১৯95995
উজ্জ্বল | ০৭ আগস্ট ২০২০ ১৭:২১95996ধর্ম ও সংস্কৃতি কি সমার্থক?
বিল্টু | 201.15.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:২৭95997শ্যামলবাবু, জার্মানিতে গোমূত্র পাচ্ছেন ঠিকঠাক? লাগলে বলবেন।
সিএস | 103.99.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:৩৫95998
শ্যামল ঘোষ | 49.37.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:৪৫96000নিশ্চয় আছে। AFD বলে নতূন এক Party হয়েছে যারা Neo Nazis । তবে এবার একটু প্রভাব কমবে। নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। তবে জিনি আমায় Indian politics বোঝাতে চাইছিলেন তাঁকে বলতে চাই আমি WhatsApp প্রোম অজিরই করিনি। CAA r সঙ্গে যে Kashmirer 370 ধারার কোন সম্পর্ক নেই সেটা আমি খুবি জানি। আমি শুধু ভিত্তিহীন political demos and agitation on baseless issues র কথা উল্লেখ করেছি । আনি দেশবাসীর দিনদিন বুদ্ধিহীন হয়ে যাওয়াটা বড় দু:খের মনে করি। আর আমি BJP r supporter নই। আমি সেই politician কে চাই যিনি ধর্মনিরপেক্ষতা কে সম্মান করে দেশের কাজ
উন্নতিকে সাহায্য করবেন। ধর্ম আর politics নিয়ে গুন্ডাবাজী আমি সমর্থন করি না। চেষ্টা করি যথেষ্ট আর্থিক সাহায্য দেবার Education and other philanthropic কাজের জন্য।
শ্যামল ঘোষ | 49.37.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:৪৫95999নিশ্চয় আছে। AFD বলে নতূন এক Party হয়েছে যারা Neo Nazis । তবে এবার একটু প্রভাব কমবে। নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। তবে জিনি আমায় Indian politics বোঝাতে চাইছিলেন তাঁকে বলতে চাই আমি WhatsApp প্রোম অজিরই করিনি। CAA r সঙ্গে যে Kashmirer 370 ধারার কোন সম্পর্ক নেই সেটা আমি খুবি জানি। আমি শুধু ভিত্তিহীন political demos and agitation on baseless issues র কথা উল্লেখ করেছি । আনি দেশবাসীর দিনদিন বুদ্ধিহীন হয়ে যাওয়াটা বড় দু:খের মনে করি। আর আমি BJP r supporter নই। আমি সেই politician কে চাই যিনি ধর্মনিরপেক্ষতা কে সম্মান করে দেশের কাজ
উন্নতিকে সাহায্য করবেন। ধর্ম আর politics নিয়ে গুন্ডাবাজী আমি সমর্থন করি না। চেষ্টা করি যথেষ্ট আর্থিক সাহায্য দেবার Education and other philanthropic কাজের জন্য।
সিএস | 103.99.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:৫৭96001
dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৮:০৩96002
সিএস | 103.99.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৮:০৬96003
বিল্টু | 201.15.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৮:১৪96004শ্যামল বাবু, প্রকৃত হিন্দু হিসাবে দুবেলা দুগ্লাস খাওয়া চাই। জয় হিন্দ!
dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৮:১৬96005
শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:752c:3084:380a:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৮:৩০96006কি শিক্ষা আমাদের দেশের ? গোমুত্র এইসব আলোচনা এইসব ফালতু জিনিস নিয়ে আলোচনা ভাললাগে । Just idiots. কোন ভদ্র সমাজে পাতে দেওয়া যায় না।
dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৯:২৩96007