এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  রাজনীতি

  • হিন্দুত্ববাদীদের রামমন্দিরের জয়গানে শুধু বিদ্বেষ, কোনও রামায়ণ নেই

    শুভাশিস মৈত্র
    আলোচনা | রাজনীতি | ০৫ আগস্ট ২০২০ | ৭৬৮৪ বার পঠিত
  • ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা। ইংরেজদের সঙ্গে সহযোগিতা করা। এর ঠিক ছ’বছর পরে এক হিন্দুত্ববাদীর গুলিতে গান্ধীর মৃত্যু। গান্ধীহত্যা নিয়ে গঠিত কাপুর কমিশনের রিপোর্টে হত্যার জন্য হিন্দুত্বাদীদের দায়ী করা, সে কারণেই, ভারতীয় রাজনীতিতে দীর্ঘ দিন ধরে এই সব ইংরেজ বন্ধু, স্বাধীনতা আন্দোলন বিরোধী হিন্দুত্ববাদীরা কলকে পেতেন না। পরে ১৯৭৪-৭৫-এ জয়প্রকাশকে সামনে রেখে ইন্দিরার বিরুদ্ধে আন্দোলন এবং রাম মন্দির আন্দোলন মধ্যে দিয়ে হিন্দুত্বাদীরা ভারতের রাজনীতিতে গুরুত্ব পেতে শুরু করে। প্রথমে নরসীমা রাওয়ের আমলে সুপ্রিম কোর্টে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রাচীন পুরাতাত্ত্বিক সৌধ বাবরি মসজিদ ভাঙা হয়। এখনও তার জন্য কাউকে শাস্তি পেতে হয়নি। উল্টে উল্লাস প্রকাশ করে বিজেপি নেতা, সেই সময়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং বলেছিলেন, কোনও ঠিকাদারকে দিলে তিন মাস লাগত, করসেবকেরা একদিনে ভেঙে দিয়েছে। আজ, ৫ অগস্ট সেখানেই রাম মন্দিরের ভূমি পুজো হচ্ছে।

    বাবরি মসজিদ ধ্বংস করা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছিল। লিবেরহান কমিশন। তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল। রিপোর্ট জমা পড়েছিল ১৭ বছর পর। ২০০৯ সালে সেই রিপোর্ট খবরের কাগজেও ফাঁস হয়ে গিয়ে্ছিল। সংবাদপত্রে প্রকাশিত সেই রিপোর্ট অনুসারে লিবেরহান লিখেছিলেন ‘মসজিদে হামলা ছিল পূর্ব পরিকল্পিত। আরএসএস ক্যাডারদের বিশেষ দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কাজ সম্পন্ন করার জন্য। ঘটনাস্থলে সর্বক্ষণ নেতারা ছিলেন পরিচালনার দায়িত্বে।’ ২০১৯-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যায় রামমন্দিরের পক্ষে রায় দেয়। সেখানেও কিন্তু বাবরি মসজিদে হামলাকে বিচারপতি লিবেরহানের মতোই ‘পরিকল্পিত’ বলা হয়। এবং আদালত আরও বলে, মন্দির ভেঙে যে মসজিদ তৈরি করা হয়েছিল, এই দাবির পক্ষে কোনও প্রমাণ মেলেনি। এটা একটা মনে রাখবার মতো কথা।

    রাম মন্দির আন্দোলন হল বিজেপির লক্ষ্মী। ১৯৮৪ তে মাত্র দু’টি লোকসভা আসন থেকে ১৯৯৬-এ একক সংখ্যা গরিষ্ঠ দলে পৌঁছতে এই আন্দোলনই বিজেপিকে সব থেকে বেশি সাহায্য করেছে। যদিও এই আন্দোলনকে ঘিরে বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু দাঙ্গা হয়েছে। আর এই নিহতদের ৯৯ শতাংশই সংখ্যালঘু মুসলিম। মসজিদ ভেঙে দেওয়ার পর, আদবানি বলেছিলেন (মাই কান্ট্রি মাই লাইফ) আজ আর ভারতে এমন কোনও রাজনৈতিক দল বা বা এমন কোনও শক্তি নেই, যারা প্রকাশ্যে ঘোষণা করতে পারে যে তারা ক্ষমতায় এলে নতুন করে ওখানে বাবরি মসজিদ তৈরি করে দেবে। বোঝা যাচ্ছে ভুল বলেননি। ভূমি পূজনের ঠিক আগে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা গান্ধী টুইট করে বলছেন, এই অনুষ্ঠান জাতীয় ঐক্য এবং সম্প্রীতির প্রতীক। ধর্মনিরপেক্ষ বলে যে সব রাজনৈতিক দল নিজেদের দাবি করে, তাদের ধর্মনিরপেক্ষতার চর্চায় এমন কিছু গুরুতর গলদ আছে যে, ২০০৮ সালে নিজের আত্মজীবনীতে আদবানির লেখা ওই কথাগুলো ১২ বছর পরেও নির্মম ভাবে সত্যি প্রমাণিত হল। ওই একই কারণে শত সমালোচনা করেও কংগ্রেস বা অন্য কোনও মেইন স্ট্রিম রাজনৈতিক দল বলতে পারে না, তারা ক্ষমতায় ফিরলে কাশ্মীরে ৩৭০ ফিরিয়ে দেবেন। গণতান্ত্রিক দলগুলির এই দুর্বলতাই হিন্দু মৌলবাদের রাস্তা প্রসারিত করছে।

    একটু পিছিয়ে যাওয়া যাক। ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ দিনের আলোয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। সাংবাদিক হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম। বিরাট এলাকা জুড়ে জমায়েত। মঞ্চে এল কে আদবানি সহ বিজেপি নেতারা। বক্তৃতা চলছে। অনেকটা দূরে পুজোর আয়োজন চলছে। আমি বক্তৃতার এলাকা ছেড়ে এসে পুজোর জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি। আদবানির বক্তৃতা চলছে। এমন সময় এক দল যুবক পাথর ছুড়তে শুরু করল বাবরি মসজিদ ঘিরে রাখা কাঁটা তারের বেড়ার সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে। তাঁরা বাধা না দিয়ে সরে গেলেন। যুবকরা প্লায়ার্স দিয়ে তার কেটে ছুটতে ছুটতে গিয়ে বাবরি মসজিদের মাথায় উঠে গেরুয়া পতাকা তুলে দিল। শত শত যুবক গিয়ে বাবরি ঘিরে ফেলল। শুরু হল শাবল, গাঁইতি দিয়ে মসজিদ ভাঙা। তখন আদবানিরর মঞ্চ থেকে মাইকে বলা হচ্ছে, আপনারা পতাকা তুলেছেন, এবারে নেমে আসুন, ফিরে আসুন। সে কথায় অবশ্য কেউ কান দেননি। কিছুক্ষণ বাদে ঘটনাস্থল থেকে বাইরে এসে দেখলাম, বিভিন্ন গলিতে দাঁড়িয়ে কিছু যুবক বাঁশি বাজাচ্ছে। সেই ডাক শুনে ছুটে ছুটে আরও যুবকরা আসছে। তাঁদের সবাইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে মসজিদ ভাঙার কাজে।

    আদবাণী যখন দেখলেন, মঞ্চ থেকে বলা সত্ত্বেও মসজিদ ভাঙা আটকানো গেল না, তিনি মঞ্চ ছেড়ে চলে গেলেন। তার পর আমরা সাংবাদিকরা সেদিন আর তাঁকে পাইনি। উমা ভারতী-সহ অন্য বিজেপি নেতা-নেত্রীরা অবশ্য থেকে গেলেন। আমরা দেখলাম, মসজিদের একটা একটা করে ডোম ভেঙে পড়ছে, আর বিজেপির নেতা নেত্রীরা পরস্পরকে আনন্দে জড়িয়ে ধরছেন।

    আমার পরে অনেক বার একটা কথা মনে হয়েছে, আদবাণীর মতো অত বড় মাপেরএকজন নেতা, যাঁর ডাকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়, তিনি নিজে হেঁটে মসজিদের কাছে গিয়ে ওই যুবকদের নিরস্ত করলেন না কেন? তাঁর যে ধরনের ব্যক্তিত্ব, তিনি এক বার চেষ্টা তো করে দেখতে পারতেন! তিনি কিন্তু তা করেননি। তিনি শেষ চেষ্টা না করে ঘটনাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন। এর একটাই উত্তর হয়, তিনি চাইছিলেন এমনটাই ঘটুক। এর ফলে দেশে যে দাঙ্গা হয়েছিল, তাতে বহু মানুষের মৃত্যু হয়। যদিও লালকৃষ্ণ আদবাণী গোটা বিষয়টা থেকে হাত ধুয়ে ফেলে, তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ওই দিনটি তাঁর জীবনের সব থেকে দুঃখের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এটা আসলে কৌশল। আদবাণীর রেকর্ড তাই বলে। ১৯৯০ সালের ২৫ সেপ্টেম্বর শুরু করে আদবাণী প্রায় দশ হাজার কিলোমিটার রথযাত্রা করেছিলেন। সেই যাত্রায় ধর্মীয় বিভেদ সৃষ্টি হয়। সেই যাত্রাপথে দাঙ্গাও হয়। ধর্মীয় উসকানি দিতে ওই যাত্রাপথে আদবাণীর কপালে কখনও কর্মীরা পরিয়ে দিয়েছেন (আমেদাবাদ) নিজেদের হাত কেটে রক্তের তিলক। কখনও বা আদবাণীকে উপহার দেওয়া হয়েছে বয়ম ভরতি কর্মীদের রক্ত (১০১ যুবকের রক্ত উপহার দেওয়া হয় গুজরাটের জেটপুরে)। আদবাণী এসব গ্রহণ করেছেন এবং উৎসাহ দিয়েছেন। ঠিক যেমন গুজরাট গণহত্যার পর অটলবিহারী বাজপেয়ী, হালকা ভাবে হলেও প্রকাশ্যে নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছিলেন রাজধর্ম পালন করতে, আর ওই বছরই ১৭ ডিসেম্বর, ২০০২, বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠকে বললেন, ‘আমাদের প্রশ্ন করা হচ্ছে আমরা গুজরাট ফর্মুলা এবার অন্যান্য জায়গাতেও প্রয়োগ করব কি না! আমি তাদের পাল্টা প্রশ্ন করি, ওরা কি ফের গোধরা রিপিট করবে (পলিটিসাইজেশন অফ হিন্দু রিলিজিয়ন ইন পোস্ট মর্ডান ইন্ডিয়া, জে কুরুভাচিরা)?’

    কোভিড-১৯-এ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশে, কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, পরীক্ষা নেওয়া যাচ্ছে না, ভিন্ন মত প্রকাশের জন্য লেখক, অধ্যাপক, কবি, আইনজীবী, আন্দোলনকারীরা জেলের ভিতরে, অর্থনীতি তলানিতে, কিন্তু এই অবস্থাতেও সবার আগে বিজেপি সরকারের মাথাব্যথা রাম মন্দির নিয়ে। কারণ সামনে বিহারের নির্বাচন। তার পর পশ্চিমবঙ্গের নির্বাচন। উন্নয়ন নয়, করোনা নিয়ন্ত্রণে সাফল্য নয়, কয়েক কোটি পরিযায়ী শ্রমিক এবং তাঁদের পরিবারের লোকজনকে ঘোর বিপদে ফেলে দেওয়ার ঘটনা নয়, নির্বাচনে আসলে ইস্যু করা হবে রাম মন্দিরকে।

    ভিন্ন মতের অধ্যাপক, কবি, লেখক, আইনজীবীরা যখন জেলে, তখন এই রাম মন্দিরের ভূমি পূজন। ফলে রামায়ণের প্রসঙ্গ এসেই পড়ে। রাম মন্দিরের ভূমি পূজনেও আনা হচ্ছে ভারতের বিভিন্ন নদীর জল। সেই প্রসঙ্গেও এসে পড়ে বাল্মিকী রামায়ণের প্রসঙ্গ। কী ভাবে?

    সারা দেশ জুড়ে ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতার পরিবেশ তৈরির অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে নতুন নয়। এই রাজনৈতিক দলটি এবং এদের শাখা প্রশাখা নানা সংগঠন একই সঙ্গে অসহিষ্ণুতার জয়গান করে এবং নিজেদের রাম ভক্ত বলে দাবি করে। অনেকেই মেনে নিয়েছেন, রামায়ণের ইজারা এখন এদেরই হাতে। কিন্তু সত্যিই কি রামায়ণ এমনই অসহিষ্ণুতার কথা বলে!

    একটু অতীত ঘুরে আসা যাক। রামায়ণে চূড়ান্ত অবিশ্বাসী ভিন্ন মতের ঋষি প্রবল নাস্তিক জাবালিও পুজো পান। জাবালি ছিলেন এক জন ব্রহ্মর্ষি। ইনি মহর্ষি বিশ্বামিত্রের পুত্র। দশরথ যখন পুত্রকামনায় অশ্বমেধ যজ্ঞ করছেন, তখন অন্যান্য পুরোহিতদের সঙ্গে তিনি নাস্তিক জাবালিকেও অযোধ্যায় ডেকে এনেছিলেন। দশরথ যখন জনকের সঙ্গে দেখা করতে মিথিলা যাচ্ছেন তখনও অনেক মুনির সঙ্গে নাস্তিক জাবালিও সঙ্গী। দশরথের মৃত্যুর পরদিন সব মুনি-ঋষিরা যখন বশিষ্ঠের কাছে যাচ্ছেন তখন সঙ্গে নাস্তিক জাবালি। ভরতের শত অনুরোধেও রাম অযোধ্যায় ফিরে যেতে রাজি না হলে জাবালি রামকে ‘ধর্মবিরুদ্ধ’ উপদেশ দিয়ে বলেছিলেন, বাবাকে শ্রদ্ধা করা ভালো, কিন্তু বাবা যদি ভুল বলেন, সেসব শোনার দরকার কী? পরলোক বলে কিছু নেই। ফলে পিতার মৃত্যুর পর পিতৃসত্য-টত্য বলেও কিছু হয় না। জাবালি রামকে বললেন, এই পৃথিবীতে জীব একা জন্মায়, একাই বিনষ্ট হয়। মাতা পিতা ভ্রাতা বন্ধু সব সম্পর্ক অস্থায়ী। একে সত্য ভেবে যারা তাতে আসক্ত হয়, তারা নির্বোধ। কারণ কেউ কারও নয়। মৃত্যুতেই সব কিছুর পরিসমাপ্তি। দশরথও রামচন্দ্রের পিতা নন। রামচন্দ্রও দশরথের পুত্র নন। প্রত্যেকেই স্বতন্ত্র ব্যক্তি। পিতা জীবনের বীজ মাত্র, ঋতুমতি মাতার গর্ভে একত্রে মিলিত শুক্র ও শোণিতই জন্মের মূল কারণ। মা বাবা সম্পর্কে এমন আবেগবিহীন মতও প্রকৃত হিন্দুত্বে সমাদরে গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য কারণ জাবালি ছিলেন জ্ঞানী। মহাতপস্বী এই জাবালিকে আমরা আবার পাই, রাবণ বধের পর রামের অভিষেকে। দেখা যাচ্ছে এই পরম নাস্তিকও সেখানে আমন্ত্রিত। বিবরণ এই রকম। সুগ্রীবের আজ্ঞায় হনুমান জাম্ববান বেগদর্শী ও ঋষভ রত্নভূষিত স্বর্ণকলস নিয়ে মহাবেগে যাত্রা করলেন এবং শীঘ্র চতুঃসাগরের জল নিয়ে ফিরে এলেন। পাঁচশো নদীর জলও আনা হল। ঠিক যেমন ভারতের বিভিন্ন নদীর জল আনা হয়েছে ৫ অগস্ট রাম মন্দিরের ভূমি পূজনের জন্য। অভিষেকের জন্য রাম সীতার সঙ্গে রত্নময় পীঠে উপবিষ্ঠ হলে বৃদ্ধ বশিষ্ঠ, বিজয়, জাবালি, হ্যাঁ, ভিন্ন মতের নাস্তিক জাবালি সহ পুরোহিতগণ যথাবিধি অভিষেক সম্পন্ন করলেন। জাবালি ভিন্ন মতের এক জন গুণী ঋষি। রামায়ণে তার প্রতি যে বিপুল সম্মান এবং সহিষ্ণুতা দেখা যায় তা অবাক করে দেয়। এমনই বৃহৎ পরিসর হিন্দু ধর্মের। অথচ এই সহিষ্ণুতার কোনও ছাপই নেই রাজনৈতিক আঙিনায় ক্ষমতা দখলে ব্যস্ত তথাকথিত হিন্দুত্ববাদী রাম মন্দিরের ঠিকাদার সংগঠনগুলির আচরণে।



    থাম্বনেল গ্রাফিক্স: স্মিতা দাশগুপ্ত
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ০৫ আগস্ট ২০২০ | ৭৬৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • রাজর্ষি রায়চৌধুরী | 80.194.***.*** | ০৫ আগস্ট ২০২০ ২০:৩০95935
  • মতামত দিতে আশঙ্কা হয়, কারণ বিভিন্ন সামাজিক মাধ্যম ও মুখোমুখি আলোচনায় নিজের মতপ্রকাশ করতে গিয়ে অনেকের কাছেই শুনেছি যে আমার কথাগুলো নাকি হিন্দুধর্ম এবং ভারতবর্ষের মূল ধারার পরিপন্থী।

    অনেকে এমনও বলেন যে আমার মতো চিন্তা ভাবনা যাদের তারা দেশদ্রোহী!

    তবু, ভয়ে-নির্ভয়ে, বলেই ফেলি!

    Post coronavirus  বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা যে ঠিক কতটা সঙ্গীন হবে, বিশেষত ভারতবর্ষের ক্ষেত্রে, তা বড় বড় অর্থনীতিবিদদের বিচার্য। একটাই ব্যাপার, সারা বিশ্বে নতুন করে বাণিজ্য শুরু না হলে খুবই মুস্কিল। আমাদের দেশের বর্তমান সরকারের এই জাতীবিরোধী (xenophobic) আচরণের ফলে অন্য অনেক দেশ আমাদের সঙ্গে ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক না রাখতে চাইতেই পারে। 

    আর রাখতে চাইবেই বা কেন? দেশের সরকারের মূল স্টান্স যদি ইসলামোফোবিয়া দিয়ে  guided হয়, তাহলে সেটা ব্যবসার পক্ষে সুবিধাজনক এমন কখনোই বলা চলে না! 

  • শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:898b:c03d:4f2c:***:*** | ০৬ আগস্ট ২০২০ ২০:১১95971
  • আমি সুভাশিষ বাবুর লেখাটা পড়লাম। আমি ঔঁ এর পূজারী এবং শ্রীরামকৃষ্ণ এর সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসি এবং আশাবাদী। আমি সেইদিনটার জন্য অপেক্ষা করছি য

    যেদিন সব ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে

    য়ে এক ঈশ্বরের পূজা করবে। সবাই সবাইকে সম্মান আর শ্রদ্ধা করবে। আজ সারা পৃথীবেতে ইসলামের লৃশংস অত্যাচার এবং জীহাদি নিতী প্রচার করার কথা তো একবারও উল্লেখ করলেন না। সৌদির কোটি কোটি টাকা দিয়ে মসজিদ আর মাদ্রাসা বানিয়ে সন্ত্রাসবাদের সৃষ্টি করা

    কি খুব বান্ছনীয় ? ভারতবর্ষ তো ভাগ করা

    করা হয়েছিল ধর্মের ভিত্তিতে। তাই ধর্মনিরপেক্ষতা বজায় রেখে অর্থাৎ উগ্রপন্থী

    না হয়ে নিজের ধর্ম ও সংস্কৃতি কে বাঁচিয়ে রাখা উচিত। নিজের ধর্ম আর সংস্কৃতিকে অবহেলা করলে জাতির মেরুদন্ড ভেঙে যায়। 

    শ্যামল ঘোষ

    জার্মানী

  • dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ০০:০৬95972
  • অ্যাঁ শ্যামলবাবু খোদ জার্মানি থেকে? হাইল হিটলার!
  • Shyamal Ghosh | 49.37.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৫:৫৭95979
  • ছি:,ছি: আপনার যে শিক্ষার অভাব আর দেশের উপর কোন সহানুভূতি নেই তা ওই Slogan শুনেই বোঝা যায়। আমি বিদেশে থেকে মাতৃভূমির জন্য যা করি তার এক আনাও আপনি করেন না, তা আমি হলফ করে বলতে পারি। আপনার কাজ মুসলিম ক্ষেপিয়ে দেশে অশান্তি আনা। আমি রাম মন্দির স্খাপনের বিরুদ্ধে লিখেছি আর আপনি ওই Slogan ছড়িয়ে সন্ত্রাসবাদ কে সমর্থন করছেন। সর্বধর্ম সমন্বয়ের প্রচেষ্টা করার জন্য উৎসাহ দেখান এবং সক্রিয় হোন- এতে শান্তি আসবে ওইসব Slogan এ নয়। তা আপনার নামটা জানাতে লজ্জ্বা পেলেন কেন ? Slogan টা মুখে নেওয়ার জন্য ? Rightist সন্ত্রাস বাদের সমর্থক ভাবতে পারি বলে ?  ভয় করবেন না- 

    ঘৃনা করা আমার স্বভাব নয়। ঠাকুরের

    আদর্শ মেনে চলার চেষ্টা করি। 

    শ্যামল ঘোষ

  • dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৬:৩০95982
  • আরে না না রাইটিস্ট সন্ত্রাসবাদের সমর্থকরাই তো গর্বে বুক ফুলিয়ে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, তাদের আবার কিসের ভয়? আসলে আমাদের সবার প্রিয় প্রধানসেবক বলেছেন কিনা, নামদার না, কামদার চাই, তাই আমি নিজের নাম জানাতে লজ্জা পাই।
  • শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:752c:3084:380a:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৬:৩৭95983
  • আর একটা কথা কাশ্মির্ ৩৭০ ধারা কেন ফিরিয়ে দেওয়া হবে ? কাশ্মির ভারতের অন্তর্ভুক্ত নয় ? Germany র পাশের দেশ Switzerland, Austria. Germany তে বহু Swiss and Austrian people থাকে. তাহলে এবার ওরাও বলুক German Constitution পাল্টে Swiss আর Austrian দের জন্য কাল থেকে নতূন Constitution হোক। আমরা বহু Indian 

    আছি- আমাদের জন্য হিন্দু Constitution চালু হোক। সেটা গহ্রনযোগ্য ? CAA  টাই বা কি nothing but a national identity- সব দেশে আছে- এমন কি Pakistan, Afganisthan সব দেশে আছে- আর আমাদের দেশে হলেই সেটা সাম্প্রদায়িক রাজনীতি। আমরা কি দিনদিন বুদ্ধি হারিয়ে ফেলছি ? একটু ভাবুন না। এটাতো দেশপ্রেম নয়। একে বলে দেশদ্রোহীতা।

    শ্যামল ঘোষ

  • S | 2405:8100:8000:5ca1::4d8:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৬:৫০95984
  • @ডিসি, অক্ষয় কুমারকে দেখুন। দেশকে এত ভালোবাসে যে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছে। বিদেশে না গেলে দেশকে যে সঠিক ভাবে ভালোবাসা যায় না, সেটা যে আপনারা কবে বুঝবেন।

    তাহলে কাশ্মীর ভারতের অংশ, কিন্তু কাশ্মীরিরা নয়। তাইতো? যেমন সুইস আর অস্ট্রিয়ান পিপলরা জার্মানীতে থাকে। অনেকটা সেরকম।
  • শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:752c:3084:380a:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৬:৫১95985
  • By the by যারা ওই Slogan দেয় তাদেরই rightist extremist বলে। আশাকরি আপনি অন্তত  সেই Group এর নন। কোন extremist কেই আমি support করিনি । দেখছেন না China r expansionism - proper imperialism.

  • S | 2a0b:f4c2::***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৬:৫৬95986
  • শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:752c:3084:380a:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৬:৫৯95987
  • ও বুঝলাম কাশ্মিরি দের ভারতবাসী হয়ে পরিচয় দিতে হলে Special Status দিতে হবে , অন্য State এর জন্য নয়। বা: অপূর্ব হাততালি দেওয়ার মত যুক্তি।

  • S | 2405:8100:8000:5ca1::61f:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:০২95988
  • অন্য অনেক স্টেটেরই বিভিন্ন স্পেশাল স্টেটাস আছে। ইউনিয়ন তৈরীর সময় এইধরনের স্টেটাস দিয়ে তবেই তৈরী হয়েছিল। আর সিএএর সাথে ন্যাশনাল আইডেন্টিটির কোনও সম্পর্ক নেই। হোয়াটসাপের বাইরেও কিছু জানতে হবে তো।
  • শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:752c:3084:380a:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:০৪95989
  • আবার অসভ্যতা করলেন Hitler Gruß পাঠিয়ে । আপনার মত অভদ্রলোকের  sathe discuss করা below my dignity.

  • Shyamal Ghosh | 49.37.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১০95990
  • That was a temporary status in Kashmir. I know lot of things which you do not know and you are totally ignorent about. That is evident from your slogans and uploaded images . Shame on such people.

  • সিএস | 103.99.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১১95991
  • আপনারা না এইসব এবিসিডি দিয়ে নাম লিখে বড় খারাপ করেন। লোকের কী অক্ষর পরিচয় নেই ভাবেন ? অনর্থক আপনাদের নাম খারাপ হয়।

    কিন্তু ঠাকুর মানে কোন ঠাকুর ? রবে, রামু, শর্মু, জ্যোতে, দ্বিজু, দীনু, সুভো, কে ?
  • dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১২95992
  • সত্যি, খোদ জার্মানিতে বসে শ্যামল বাবু যে এতোসব ভেবে ফেলেছেন, এ সত্যিই প্রশংসার যোগ্য ঃ-)

    আমি কিন্তু খাকি হাপ প্যান্ট পরে ওই স্লোগান দিই! তবে জর্মন ভাষায় দিই না, হিন্দিতে দিইঃ গর্ব সে কহো হাম হিন্দু হ্যয়।
  • S | 2405:8100:8000:5ca1::528:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১৩95993
  • ignorant
  • dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১৫95994
  • আর যে ঠাকুরই হোক, রবি হতে পারে না। লোকটা গোলেমেলে ছিলো, দেশপ্রেম নিয়ে কিসব যেন লিখেছিল।
  • সিএস | 103.99.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:১৯95995
  • কিন্তু শ্যামলবাবু বলতে পারবেন, নাজীরা কি জার্মানীতে আর আছে? নাকি সব এখন এ দেশে ?
  • উজ্জ্বল | ০৭ আগস্ট ২০২০ ১৭:২১95996
  • ধর্ম ও সংস্কৃতি কি সমার্থক?

  • বিল্টু | 201.15.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:২৭95997
  • শ্যামলবাবু, জার্মানিতে গোমূত্র পাচ্ছেন ঠিকঠাক? লাগলে বলবেন।

  • সিএস | 103.99.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:৩৫95998
  • এই যে সবাই বলে below my dignity, কেন বলে ? dignity টা থাকে কোথায়, মাথায় না হাঁটুতে নাকি মাঝামাঝি কোথাও ?
  • শ্যামল ঘোষ | 49.37.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:৪৫96000
  • নিশ্চয় আছে। AFD বলে নতূন এক Party হয়েছে যারা Neo Nazis । তবে এবার একটু প্রভাব কমবে। নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। তবে জিনি আমায় Indian politics বোঝাতে চাইছিলেন তাঁকে বলতে চাই আমি WhatsApp প্রোম অজিরই করিনি। CAA r সঙ্গে যে Kashmirer  370 ধারার কোন সম্পর্ক নেই সেটা আমি খুবি জানি। আমি শুধু ভিত্তিহীন political demos and agitation on baseless issues র কথা উল্লেখ করেছি । আনি দেশবাসীর দিনদিন বুদ্ধিহীন হয়ে যাওয়াটা বড় দু:খের মনে করি। আর আমি BJP r supporter নই। আমি সেই politician কে চাই যিনি ধর্মনিরপেক্ষতা কে সম্মান করে দেশের কাজ 

    উন্নতিকে সাহায্য করবেন। ধর্ম আর politics নিয়ে গুন্ডাবাজী আমি সমর্থন করি না। চেষ্টা করি যথেষ্ট আর্থিক সাহায্য দেবার Education and other philanthropic কাজের জন্য।

  • শ্যামল ঘোষ | 49.37.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:৪৫95999
  • নিশ্চয় আছে। AFD বলে নতূন এক Party হয়েছে যারা Neo Nazis । তবে এবার একটু প্রভাব কমবে। নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। তবে জিনি আমায় Indian politics বোঝাতে চাইছিলেন তাঁকে বলতে চাই আমি WhatsApp প্রোম অজিরই করিনি। CAA r সঙ্গে যে Kashmirer  370 ধারার কোন সম্পর্ক নেই সেটা আমি খুবি জানি। আমি শুধু ভিত্তিহীন political demos and agitation on baseless issues র কথা উল্লেখ করেছি । আনি দেশবাসীর দিনদিন বুদ্ধিহীন হয়ে যাওয়াটা বড় দু:খের মনে করি। আর আমি BJP r supporter নই। আমি সেই politician কে চাই যিনি ধর্মনিরপেক্ষতা কে সম্মান করে দেশের কাজ 

    উন্নতিকে সাহায্য করবেন। ধর্ম আর politics নিয়ে গুন্ডাবাজী আমি সমর্থন করি না। চেষ্টা করি যথেষ্ট আর্থিক সাহায্য দেবার Education and other philanthropic কাজের জন্য।

  • সিএস | 103.99.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৭:৫৭96001
  • কিন্তু CAA আর আর্টিকল ৩৭০-এর মধ্যে সম্পর্ক নেই বলছেন ? ক্রোনোলজি আছে তো আর কুড়ি কোটি মুসলমান আছে তো। তাদের জন্যই তো এত প্যাঁচ কষা।
  • dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৮:০৩96002
  • "আমি শুধু ভিত্তিহীন political demos and agitation on baseless issues র কথা উল্লেখ করেছি"

    আমি একদম আপনার পাশে আছি শ্যামলবাবু। কিসব কৃষক টিষক হ্যান ত্যান নিয়ে কথা বলে কারা যেন বাজে সময় নষ্ট করে। আমরা ওসবের মধ্যে নেইকো, আমরা আছি CAA তে আর রাম মন্দিরে। আর আছি গৌমাতার ন্যাজে। জয় শ্রীরাম!
  • সিএস | 103.99.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৮:০৬96003
  • ডিসি কি গৌমাতার ন্যাজে ঝুলে পড়ে ভাবছেন আপনার ডিগনিটি বাড়বে ?
  • বিল্টু | 201.15.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৮:১৪96004
  • শ্যামল বাবু, প্রকৃত হিন্দু হিসাবে দুবেলা দুগ্লাস খাওয়া চাই। জয় হিন্দ!

  • dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৮:১৬96005
  • সি এস, গৌমাতার ন্যাজই এখন ভরসা
  • শ্যামল ঘোষ | 2405:201:8803:7fd3:752c:3084:380a:***:*** | ০৭ আগস্ট ২০২০ ১৮:৩০96006
  • কি শিক্ষা আমাদের দেশের ? গোমুত্র এইসব আলোচনা এইসব ফালতু জিনিস নিয়ে আলোচনা ভাললাগে । Just  idiots.  কোন ভদ্র সমাজে পাতে দেওয়া যায় না। 

  • dc | 103.195.***.*** | ০৭ আগস্ট ২০২০ ১৯:২৩96007
  • আরে রাম রাম শ্যামলবাবু এতো কিছু জেনে গেলেন আর গোমূত্রর উপকারিতা বোঝেন নি? গোমূত্রে সোনা পাওয়া যায় জানেন না? আর কোভিডাও সেরে যায় তো! এমনকি গায়ে এমনি যোশ আসে যে ঐ যাদের নাম করতে নেই, সন্ত্রাসবাদী টন্ত্রাসবাদী নাম দিয়ে পিটিয়ে খুন করে ফেলতে হয়, তাদেরও অনায়াসে লিঞ্চিং করা যায়। এসব না জানলে যোগী বাবা রাগ করবে তো!
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন