এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  রাজনীতি

  • বিচারপতিরা কি বেসরকারি নিরাপত্তা রক্ষীদের উপর বড্ড নির্ভরশীল? 

    Barnali Mukherji লেখকের গ্রাহক হোন
    আলোচনা | রাজনীতি | ১৯ অক্টোবর ২০২৪ | ৪০৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • এক অভূতপূর্ব অসাম্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ভারত। আয়কর দাতা এখনও 7% এর কোঠায়। অর্থাৎ 140 কোটির এই দেশে বছরে তিন লাখ টাকার উপরে রোজগার করে মাত্র 10 কোটি মানুষ। 15 কোটি টাকার সম্পদশালী মানুষের সংখ্যা পৌনে দুই কোটি আর 30 কোটি টাকার সম্পদশালী মানুষের সংখ্যা 25 হাজার। পাঠক ভুলেও ভাববেন না এই লেখা অর্থনীতি নিয়ে। এই লেখা rgkar নিয়ে, সর্বোচ্চ আদালত এবং তার নির্দেশ নিয়ে। আদালত সঞ্জয় রাই-এর অপরাধ সনাক্ত করে জানিয়েছে যে সিভিক ভলান্টিয়ারদের আর ইস্কুল, হাসপতালে নিয়োগ করা যাবে না। আসলে এই নির্দেশের সাথেই সরাসরি যুক্ত ভারতের উপরোক্ত অসাম্যের চিত্রটি।

    এই বেকারত্বের আর অসাম্যের দেশে, যুবক যুবতীদের বড় কাজের জায়গা হল বেসরকারি নিরাপত্তা ক্ষেত্র। প্রাইভেট এজেন্সির মাধ্যমে এরা নিরাপত্তা রক্ষী হিসেবে নিযুক্ত হয় এবং যে বিশেষ পরিবেশে তারা কাজ পাবে তার চরিত্র অনুযায়ী তাদের নাম ভিন্ন হয়। রেস্তোরাঁ বা বারে তাদের একাংশের নাম হয় বাউন্সার। এটিএম কাউন্টারে তারা দারোয়ান বা টাকা বহন করা সশস্ত্র রক্ষী। বেসরকারি কর্পোরেট হাসপাতালে তাদের একই অঙ্গে বহু রূপ। একদিকে তারা দারোয়ান, অন্যদিকে তাদের একাংশ অপারেশন থিয়েটারে রুগী ডাক্তারদের মধ্যেকার সেতু অথবা কেউ কেউ ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম বহন করা কর্মী। আবার এরাই কখনও দীপিকা পাড়ুকোনের ব্যক্তিগত বডি গার্ড। এটিএমের বাইরে বসে থাকলে মাস গেলে বড় জোর রোজগার হয় 7/8 হাজার টাকা, আবার দীপিকা পাড়ুকোনের বডি গার্ড হলে সে মাস গেলে 10 লাখ পায়। তবে নিরাপত্তা এজেন্সি গুলো হাজার কোটি টাকার ব্যবসা করে। বহুজাতিক সিকিউরিটি কোম্পানিও এদেশে ব্যবসা করে। 

    আমেরিকাতে বহুদিন ধরেই, সরকারি খরচ কমানোর উদ্দেশ্যে প্রাইভেট নিরাপত্তা রক্ষী বাহিনী জনজীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থিত । স্কুল, হাসপাতাল, গণপরিবহন সংস্থা, ধর্মীয় ভবন সর্বত্র। সেদেশে সরকারি পুলিশ কর্মীর সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। প্রাইভেট রক্ষী আর পুলিশ দেখে তফাৎ করতে পারেনা মার্কিন আম জনতা। কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বেগের সাথে চর্চা চলছে সেদেশে। কারণ দেখা যাচ্ছে যে এর ফলে সুরক্ষার বদলে যেন সুরক্ষার অভাব ঘটে যাচ্ছে জনতার। গবেষণায় জানা যাচ্ছে যে আমেরিকাতে সাবেক পুলিশ কর্মী, যাদের নামে ফৌজদারি মামলা আছে বা নির্যাতনের ইতিহাসে যারা জড়িত, তারা সহজেই বেসরকারি নিরাপত্তা ক্ষেত্রে দ্বিতীয় কর্মজীবন শুরু করছেন । বেসরকারি নিরাপত্তা প্রহরীরা পুলিশের তুলনায় অনেক কম তত্ত্বাবধানে থাকে এবং তাদের লাইসেন্সিং ও প্রশিক্ষণের মান কম। ফ্লোরিডায় বেসরকারি নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করা প্রায় ৩০% সাবেক পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছিল বা তারা গুরুতর "নৈতিক চরিত্র লঙ্ঘনের" অপরাধে অভিযুক্ত। অপরাধগুলোর মধ্যে ছিল ফৌজদারি অপরাধ, যৌন হেনস্থা, খুন,  ডাকাতি, চুরি, ছিনতাই, আদালতে মিথ্যা বিবৃতি দেওয়া। অনেক পুলিশ অফিসার, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আইনগত শাস্তি দেওয়া হয়নি, সহজেই বেসরকারি নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ শুরু করতে পারেন।

    কিন্তু এদেশে দুর্ভাগ্যজনক ভাবে সেটুকু চর্চাও হচ্ছে না। এরাজ্যে বাইপাস সংলগ্ন যে কোনো প্রাইভেট হাসপাতালে গেলেই প্রাইভেট নিরাপত্তা কর্মীদের হরদম দেখা যায়। তারা ভয়ানক কাজের চাপে থাকে, অত্যন্ত কম বেতন তাদের, আর তাদের এমনভাবেই তৈরি করা হয়েছে যেন তারা হাসপাতালের কর্মী নয়, তারা মদের ঠেকের বাউন্সার। অথচ হাসপতালে যে কোনো কর্মীকে সংবেদনশীল হতেই হবে। দোষ তাদের নয়। এগুলোই নির্দেশ। সংবেদনশীলতার তোয়াক্কা না করে এই বেসরকারি নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ এমনই হয় যেন রুগীর পরিবার পরিজন তাদের ভয়ে তটস্থ থাকে। আহা, ঠিক এমনই স্বর্গীয় সুরক্ষা সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তার চাইছে না কি? কাদের থেকে সুরক্ষা? বলাই বাহুল্য, রোগী পরিজনদের থেকে সুরক্ষা । সরকারি হাসপতালে যেমন রুগী পরিজন এখনও ডাক্তার নার্সদের কাছে যেতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে, সেই সুযোগ বেসরকারি হাসপাতালগুলোতে প্রায় নেই। গরিব বেকার ছেলে মেয়ে গুলোকে শাসিয়ে রাখা আছে, রুগী পার্টিকে বেশি মাথায় যেন তোলা না হয়।
    এহেন স্বর্গীয় সুরক্ষা না পেয়ে সরকারি জুনিয়র সিনিয়র ডাক্তার আজ খুবই হতাশ এবং মরীয়া। সরকারি সিভিক ভলেন্টিয়ার তাদের এমন সুরক্ষা দিতে পারে না।  সিভিকদের সেই প্রশিক্ষণ বা নির্দেশ দেওয়া সরকারের পক্ষে অসম্ভব। আর তাই সিভিক ভলানটিয়ারদের নাক কুঁচকে দেখাই এদেশের ডাক্তার সহ অন্যান্য সম্পদশালীদের স্বাভাবিক প্রবৃত্তি। 

    সরকারি ডাক্তারদের বেতন আর সরকারি হাসপাতালের রুগীদের রোজগারে আজ এমন এক তফাৎ হয়ে গেছে যে সরকারি রক্ষী বাহিনী তে ডাক্তারদের মন আর ভরছে না। সিভিকরা কথায় কথায় সেলাম ঠুকতে অভ্যস্ত নয়। তারা নিজেরা রাজনীতি করে, দল করে। ফলে তাদের প্রভাব প্রতিপত্তি যত না রোগীদের উপর তার চেয়ে বেশি যেন ডাক্তার নার্সদের উপর। কিন্তু পনেরো লাখী ডাক্তারদের সাথে মুখ তুলে কথা বলবে মাসে ১৫ হাজারী রুগীর পরিবার, এটা মেনে নেওয়া মুশকিল নয় কি? 

    সুরক্ষা এখন এক সামাজিক স্ট্যাটাস এবং অতি ধনীদের প্রয়োজনীয়তাও বটে। এত অসাম্য হলে ধন সম্পত্তি নিয়ে আতঙ্কে থাকাই স্বাভাবিক হয়ে যায়। শাহরুখ খান যদি তার দেহ রক্ষী কে মাসে ১৫ লাখ টাকা দিতে পারেন তবে একজন সিনিয়র সার্জন অন্তত এক লাখ তো দিতেই পারেন। অতি ধনীরা সদাই ভয়ে সিঁটিয়ে থাকে যে কখন সাধারণ লোক, যারা তাদের ভাষায় দুষ্কৃতি (অথবা চটি চাটা দুষ্কৃতি) তাদের সম্পদ ছিনতাই করবে। তাদের পরিবারের মেয়েরা আম জনতার টিটকারী নিয়ে চিন্তিত থাকেন। এই অসাম্য যে কোনো সময় সাধারণ মানুষকে  প্রতিহিংসাপরায়ন করে তুলতে পারে, এই ভয় তারা দিন রাত কাটায় বৈকি। 

    সর্বোচ্চ আদালতের বিচারপতিরা এই কদর্য অসাম্যের পিরামিডের উপরের স্তরে বসবাস করেন। তাই তাদেরও প্রাইভেট রক্ষী লাগে। তাই ধনঞ্জয় নামক এক প্রাইভেট নিরাপত্তা কর্মীকে খুন এবং ধর্ষণের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে দিলেও প্রাইভেট নিরাপত্তা রক্ষীদের বহাল করাতে কোনো আপত্তি তোলেন না তারা। আজকেই দিল্লির এইমস হাসপতালে একজন নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এসেছে। কিন্তু কখনোই বিচারপতিরা রায় দেন না যে প্রাইভেট রক্ষীদের ইস্কুল আর হাসপাতাল আর এলিট হাউজিং এ নিয়োগ করা চলবে না। এমন নির্দেশ দিলে যে জজ দের জীবন যাপন অসম্ভব হয়ে উঠবে!!! তাহলে সিভিক পুলিশ কি দোষ করলো? ধর্ষণের জন্য যদি কোনো প্রফেশন নিষিদ্ধ করতে হয় তবে দুনিয়ায় কোনো প্রফেশন আর থাকবে না বোধহয়। 
    সিভিক দেখলেই নাক কুঁচকে যায়  তথাকথিত বামপন্থীদের। স্পষ্ট হয় যে তারাও নিজেদের ধন সম্পত্তি আগলাতে ব্যস্ত। যে দেশে যত বেশি অসাম্য সেই দেশে এই নিরাপত্তা বাহিনী কদর ততই বেশি। মার্কিন সমাজের উপরের ১% দেশের 37% সম্পদের মালিক আর ভারতে 1% ‌জনসংখ্যা দেশের ৫৮% সম্পদের মালিক। যত সমাজে সম্পদের তফাৎ বৃদ্ধি পাবে, ততই ছোটলোকদের থেকে বাঁচতে অতি ধনীদের সুরক্ষার অভাব ঘটবে, বাস্তবে কতটা আর কতটা তাদের কল্পনায় সেটা যদিও আলোচ্য নয়।।
    (লেখাটি সহমন পত্রিকায় প্রকাশিত)

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ১৯ অক্টোবর ২০২৪ | ৪০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একটু ঘেঁটে গেলাম | 2409:40e6:8:5561:e0dd:e3ff:fe1e:***:*** | ১৯ অক্টোবর ২০২৪ ১৭:৫৮538669
  • এটা কি বেসরকারি নিরাপত্তা রক্ষী বনাম সরকারি সিভিক?  তাহলে বনামে সরকারি নিরাপত্তা রক্ষী মানে হোমগার্ড ইত্যাদিও আনা উচিত নয়? 
    এছাড়াও সরকারি সিভিক আর বেসরকারি নিয়োগে কী কী ব্যাকগ্রাউন্ড চেক করা হয়,  তাঁদের যোগ্যতা,অভিজ্ঞতা,  বেতন, নিয়োগ প্রক্রিয়া - সব কিছুর তুল্যমূল্য করলে ঠিকঠাক বোঝা যাবে।
    সরকারি ডাক্তারদের ১৫ লাখ বনাম ১৫ হাজারি রুগীর পরিবার ব্যাপারাটাও ভাল পরিষ্কার নয়। ডাক্তাররা রুগীদের পরিবারের হাত থেকে বাঁচতে চাইছেন, এটা বোধগম্য কিন্তু সেখানে তো তাঁরা সরকারি স্থায়ী কর্মী চাইছেন, অস্থায়ী সিভিক নয়।  বেসরকারি নিরাপত্তা চাইছেন কি?  না মনে হয়। তাহলে সিভিককে যে নির্দেশ দেওয়া যায়না, বেসরকারি হাসপাতালগুলির মত,  রুগীদের পরিবারকে সেভাবে আকসেস না দেওয়া সংক্রান্ত, সেটা সরকারি স্থায়ী কর্মীদেরই বা সরকার কিভাবে দেবে? 
     
    এছাড়াও সরকারি ডাক্তারদের মাস মাইনে ১৫ লাখ!!  মনে হয় একটা শূন্য বেশি বসিয়েছেন। দেখে নেবেন একটু।
  • Barnali Mukherjee | ১৯ অক্টোবর ২০২৪ ১৮:৫৩538670
  • বেসরকারি হাসপাতালের ডাক্তার পাবেন অমন  'সুরক্ষা ' আর সরকারি বাবুরা পাবে কি না সিভিক? এটা মেনে নেওয়া যায় না, তাই না? সরকারি বাবুরাও পনেরো লাখি ডাক্তার, সাধ আর সাধ্য দুটোই তাঁদেরও আছে বৈকি। অথচ তারা কেউ সেলাম পাবে না? 
    মহামান্য আদালত বোঝেন তাদের দুঃখ। আদালত তাই কোনো চেকিং এর ধার ধরেনি। ইস্কুল, হাসপাতালে সিভিক নিষিদ্ধ করেছেন।
  • dc | 2402:e280:2141:1e8:7198:97b4:d4c5:***:*** | ১৯ অক্টোবর ২০২৪ ১৯:৩১538672
  • আমিও কিছুটা ঘেঁটে গেলাম। সিভিক ভলান্টিয়ারের বদলে ডিউ প্রসেস ফলো করে পুলিশকর্মী রিক্রুট করা, তাদের উপযুক্ত ট্রেনিং দেওয়া, তারপর বিভিন্ন সরকারি জায়গায়, যার মধ্যে একটা হলো সরকারি হাসপাতাল, ডিউটি করতে পাঠনো, এই দাবী তো সঠিক মনে হচ্ছে! সরকার ঠিকমতো সরকারি কর্মচারী নিয়োগ না করে "সিভিক ভলান্টিয়ার" নামে একটা আধাখ্যাঁচড়া ব্যাবস্থা চালাবে, যারা পার্মানেন্ট স্টাফ নন বলে তাদের ঠিকমতো মাইনে দেওয়া হবে না, যাদের কোন অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, এটাই তো বরং অস্বাভাবিক! সরকার সঠিক পদ্ধতি ফলো করে সরকারী কর্মচারী নিয়োগ করবে, এই দাবী তো যে কেউ তুলতে পারে। এর সাথে ডাক্তারবাবুরা কতো মাইনে পান তার কি সম্পর্ক? 
  • dc | 2402:e280:2141:1e8:7198:97b4:d4c5:***:*** | ১৯ অক্টোবর ২০২৪ ১৯:৩৪538673
  • আর খবরে বোধায় বেরিয়েছে, সুপ্রিম কোর্টও বোধায় বলেছে যে হাসপাতালে ফুল টাইম পুলিশ নিয়োগ করতে হবে। এটা তো আমার সঠিক পদক্ষেপ মনে হয়েছে। এমনিতেই তো সবাই মিলে চাপ সৃষ্টি করা উচিত যাতে সরকারি চাকরি তৈরি হয়, কনট্র‌্যাক্ট বেসিসে কাউকেই যেন নিয়োগ না করা হয়। 
  • রঞ্জন | 103.59.***.*** | ১৯ অক্টোবর ২০২৪ ১৯:৪৬538676
  • এই লেখাটা কিঞ্চিৎ দিশাহীন লাগছে। 
    1
     জুনিয়র ডাক্তাররা তো প্রাইভেট হাসপাতালের মত ভাড়া করা সিকিউরিটি চাইছেন না। আদালতও পুলিশ নিয়োগ করার জন্য বলেছেন। 
    2
       কোন সরকারি হাসপাতালে ডাক্তারদের মাইনে 15 লাখ,  যদি বলেন। 
    আমি জানি না, জানতে চাই। 
    3
      শাহরুখ খানের উল্লেখ অপ্রাসঙ্গিক মনে হল।
  • | ১৯ অক্টোবর ২০২৪ ১৯:৫০538677
  • সরকারি হাসপাতালে বেসরকারি রক্ষী নিয়োগের দাবী তো দেখি নি। সিভিকের বদলে পার্মানেন্ট কর্মী নিয়োগের দাবী তো অত্যন্ত উচিত একটা দাবী।  কোন ব্যাকগ্রাউন্ড চেকিং হয় না, প্রপার ট্রেনিং হয় না, চাকরির কোন সুরক্ষা নেই সেই সিভিকদের  দিয়ে সুরক্ষাকর্মীর দায়িত্ব পালন করানোটাই বরং অদ্ভুত।  
  • Barnali Mukherjee | ১৯ অক্টোবর ২০২৪ ২২:৫৭538681
  • আমারই অক্ষমতা নিশ্চয়ই। তবু আর একবার বলি
    ১) সরকারি ডাক্তার পনেরো লাখ পায়, বলিনি।
    ২) আদালতও বলেছে সুরক্ষা দাও পুলিশ (বেসরকারি নিরাপত্তা রক্ষী নয়) নিয়োগ কর --- সেটাকেই প্রশ্ন করেছি। 
    ৩) এই লেখা জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দাবিকে তেমন সমর্থন করেনি। বলা ভাল, একদমই করেনি।
    ৪) ডাক্তার সুরক্ষা চাইছেন আসলে রুগী পরিবারের থেকে সেটাই বলতে চেয়েছে
    ৫) আর সুরক্ষার দাবির পেছনে সমাজতাত্ত্বিক প্রেক্ষাপট টি একটু ছুঁতে চেয়েছে। 
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:2940:c7e8:95f8:***:*** | ২১ অক্টোবর ২০২৪ ২২:০৬538746
  • @বর্ণালী ম্যাম,
    একবার নিজের লেখা চেক করুন, অনুরোধ। 
     
    একটি প্যারা শুরু করেছেন 'সরকারী হাসপাতালের ডাক্তারদের আর  সেই হাসপাতালের রোগীদের আয়ের বিরাট ফারাক নিয়ে।
    উদাহরণ দিয়েছেন 'পনের লাখী ডাক্তার'  আর 'মাসিক পনের হাজারী রুগীর পরিবার' নিয়ে।
     
    তাহলে আমরা কী বুঝব?
    আপনার 'পনের লাখী ডাক্তার' কারা?
     
     
  • Barnali Mukherjee | ২২ অক্টোবর ২০২৪ ০০:০০538747
  • আমি দেখেছি ভাই। না, বলিনি। বলেছি পনেরো লাখী ডাক্তারদের সাধের কথা। পনেরো লাখ তারা পায় না, তবু তারা পনেরো লাখি। সেই সাধ এবং সাধ্য তাদের আছে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন