এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ভ্রমণ  ঘুমক্কড়

  • একটু অন্যরকম ঘোরাঘুরির গল্প 

    Rumela Saha লেখকের গ্রাহক হোন
    ভ্রমণ | ঘুমক্কড় | ১৫ জানুয়ারি ২০২৩ | ১০২৬ বার পঠিত

  • আজ একটা বিচিত্র ভ্রমণের গল্প বলবো আপনাদের। প্ল্যান করে তো সবাই ঘুরতে যায়। দুপুরে খেতে বেরিয়ে কখন ঋষিকেশ চলে গেছেন‌? আজ্ঞে আমি গেছি। বলি তবে গল্পটা।
     আমার বৈবাহিক বন্ধুটি আর আমি কলকাতার বাসিন্দা হলেও আপাতত গাজিয়াবাদী। সেই সুযোগে উত্তর ভারত চুটিয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনারা যদি অনুমতি করেন তাহলে সেসব রোমহর্ষক গল্প পরে আপনাদের সঙ্গে ভাগ করে নেবো। 
     শুরু করি তবে, তখন ঘোরতর গ্রীষ্ম কাল, এপ্রিল ২০২২।  আমার বৈবাহিক বন্ধুটি বেশ হুজুগে। কতটা হুজুগে তার একটা ধারণা না দিলে আপনারা বুঝতে পারবেন না। সে বললো, এই গরমে আজ আর রান্না করতে হবে না চলো বাইরে থেকে দুপুর বেলা খেয়ে আসি। যাঁরা এসব জায়গার সাথে অবগত তাঁরা জানেন এখানে গরম কতটা তীব্র আর শীত কতটা মারাত্মক। যাগগে। সেতো আহ্লাদে আটখানা হয়ে দুপুরবেলা খেতে চলেছি। বাড়ি থেকে বেরিয়ে,  ন্যাশনাল হাইওয়ে 334 ধরে, পেরিফেরাল টপকে গাড়ি চলছে তো চলছেই। এদিকে পেটে ছুঁচো থেকে ইঁদুর সবাই খোলকরতাল নিয়ে কীর্তন করতে শুরু করে দিয়েছে। মনপসন্দ খাওয়ার মতন রেস্টুরেন্ট আর আসে না। ঘন্টা দুয়েক গাড়ি চালানোর পর পেটের ত্রাহি মধুসূদন অবস্থা। রাস্তার ধারে যেখানেই তাকাই ভেজ মানে ভেজাল নয়, শাকাহারী ধাবা। মনটা খুব দমে যাচ্ছে। শেষে পেটের কাছে হার মেনে নিরামিষ ধাবাতেই ঢুকলাম। এই ফাঁকে বলে রাখি যাঁরা নিরামিষ খান তাঁরা যেন আবার আমার উপর রাগ করবেন না। আসলে বুঝলেন না সবই অভ্যাস। মাছে ভাতে বাঙালি তো....। 
    ব্যাজার মনে খাচ্ছি হঠাৎ বৈবাহিক বন্ধুটি বললো, এখান থেকে হরিদ্বার আর দেড় ঘন্টা, যাবে? আমি তো শুনে 'থ'। ব্যাটা কয় কি ? তখন সদ্য বিয়ে করে এসব জায়গায় এসেছি কিছুই চিনি না জানি না। বললাম এত কাছে যখন, তখন যাই। হরিদ্বার পৌঁছলাম বিকেল পাঁচটা। রাস্তার উপর থেকে গঙ্গা দর্শন হল। এদিক ওদিক তাকাতেই দেখি দূরে, মেঘের ওপারে বেশ কিছু পাহাড় দেখা যাচ্ছে। জিজ্ঞেস করলাম এগুলো কি পাহাড়? সে বললো ওটা ঋষিকেশ, যাবে? এত কাছে ঋষিকেশ!! সঙ্গে সঙ্গে মাথা দুলিয়ে দিলাম। রাজাজি ন্যাশনাল ফরেস্ট থেকে গাড়ি ছুটলো ঋষিকেশের দিকে। তখন পড়ন্ত বিকেল। কনে দেখা আলোয় সম্পূর্ণ জঙ্গলের রূপ, নতুন বউয়ের মতন। আর রাস্তা !!....  বহু বছর আগে কোন নেতা বিতর্কের সৃষ্টি করেছিলেন  রাস্তার সঙ্গে অমুক অভিনেত্রীর গালের উপমা দিয়ে। আমি সে ধৃষ্টতা না করলেও রাস্তা কিন্তু চমৎকার মসৃণ এবং সুন্দর। আমরা যারা আজন্মকাল কলকাতার বাসিন্দা তাঁদের কাছে এমন রাস্তা... শিরশিরানি জাগায়। গাড়ির গতি ১০০/১২০. চাইলে এর থেকেও বেশি ছোটানো যায়, কিন্তু সেটা গাড়ি ওড়ানো হয়ে যাবে। আধঘন্টার মধ্যেই ঋষিকেশ পৌঁছানো গেল। দুচোখ ভরে দেখলাম কিশোরী গঙ্গাকে। তার গাঢ় সবুজ রঙ থেকে এক অপার্থিব বিভা ছড়াচ্ছে। আমরা প্রিন্সেপ ঘাটে যে শান্ত, পরিণত, দূষণে ভারাক্রান্ত গঙ্গাকে দেখি এটি তাঁর কৈশরের রূপ। ছটফটে, চঞ্চল, স্রোতস্বিনী। সাধে কি আর পুণ্যতোয়া নাম হয়েছে। সেই রাতটা ঋষিকেশে থেকে পরের দিন 'নিলকণ্ঠ' মন্দিরের পূজো দিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা বেজে গেল। সকালে অবশ্য স্পিডবোটে করে গঙ্গা বক্ষে কিছুটা এপার ওপার করে নিয়েছি। 
    দিল্লি বা গাজিয়াবাদ থেকে গাড়ি করে হরিদ্বার যেতে মোটামুটি সাড়ে 3 ঘন্টা লাগে। আর ঋষিকেশ যেতে 4 থেকে সাড়ে 4 ঘন্টা। 
    তা এই হল আমার প্রথম ঋষিকেশ যাত্রা। পরনের পোশাক ছাড়া আর কোন পোশাক নেই। মোবাইল চার্জার নেই। টুথব্রাশ-পেস্ট নেই। কি আর করা লাঞ্চ করতে গেলে এসব আর কে নিয়ে যায় ?
    অবশ্য তখন গিয়ে ভালই করেছিলাম কারণ এর কয়েক মাসের মধ্যেই #Lakshmanjhula  লক্ষণ ঝুলা‌‌ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আপাততো দু বছরের জন্য সেটা বন্ধ। ভাগ্যিস গেছিলাম।
     আমার ঝুলিতে এমন বিড়াল থুরি গল্প আরো আছে। পরের বার অন্য কোনো জায়গায় গল্প শোনাবো।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ভ্রমণ | ১৫ জানুয়ারি ২০২৩ | ১০২৬ বার পঠিত
  • আরও পড়ুন
    রুটি - Rumela Saha
    আরও পড়ুন
    কাঠাম - Rumela Saha
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সন্তোষ বন্দোপাধ্যায় | 2401:4900:707f:82af:cab3:493:fa49:***:*** | ১৬ জানুয়ারি ২০২৩ ১৩:৫৭515378
  • ঋষিকেশ আর হরিদ্বার দু জায়গায় গিয়ে ছিলাম গত অক্টোবরে ! এক কথায় অপূর্ব লেগেছে ঋষিকেশ কে। হরিদ্বার কিছুটা করপোরেটাইজ হয়ে গেছে যদিও, নৈসর্গিক দৃশ্য দু জায়গায় অপূর্ব! ঋষিকেশ এ নীলকন্ঠ মন্দিরে যাবার পথ এতো সুন্দর যে বলার নয়। আবার যাবার জন্য মনস্থির করছি। ও, হ্যা, যেটা বলা হয়নি। ওখানকার মানুষ জন অতি ভদ্র, বিনীত। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন