এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ইস্পেশাল  পুজো ২০১০

  • একটা 'গরু' রচনা

    ইমরুল হাসান
    ইস্পেশাল | পুজো ২০১০ | ০১ অক্টোবর ২০১০ | ৬৩৫ বার পঠিত
  • আজ ঈদ। হত্যামুখর দিন। - এই রকমটা কবিতাতে লিখছিলেন মাহবুব কবির। সামনে রোজার ঈদ, কোরবানির না। কিন্তু কি এক কারণে আমারে এখন কোরবানি দেয়া হইতেছে, আমি নিজেও কিয়ার না।

    তার উপর অ্যানথ্যাস্ক বলে একটা রোগের প্রার্দুভাব লক্ষ্য করতেছি বাংলাদেশের কয়েকটা পত্র-পত্রিকায়; যেহেতু অজানা রোগ, তাই ভয়টাও বেশি। যা-ই হোক, এইসবকিছুই কি আমার গরু-খাওয়া কমাইতে পারবে? আর বিভিন্ন পত্রিকায়, "উদ্ধৃতি' হিসাবে যেইসব বাণী দেওয়া হয় (আমি নিয়মিত পড়তে গিয়া দেখছি, এইরকম "বাণী'র কালেকশন আসলেই বেশ কম, সেইজন্য একই "বাণী' বারবার ফিরে-ফিরে আসে), তার মধ্যে একটা বাণী থাকে যে, মানুষ যে জিনিস খায়, সে আসলে সেইটাই - এই টাইপ। এইটা পড়ার পরই মনে হইতো, যদিও খুববেশি খাওয়া হয় না, কিন্তু গরুর মাংস তো আমার পছন্দ, তাইলে কি শালা আমি গরু!

    যা-ই হোক, এইরকম উপলদ্ধি নিয়া বেশি কথা না বলাই মনে হয় ভালো। চেষ্টা করলে মিল ও অ-মিল অনেককিছুই পাওয়া যাইবো।

    ফুড নিয়া আমার ডাইবারসিটি কখনৈ খুব বেশি কিছু ছিলো না। ইদানিং য্‌ৎ-সামান্য যা-ও বাড়ছে, সেইটার পর গরু-মাংস প্রীতি আরো বাড়ছে; অনান্য জিনিসের চাইতে এর টেস্টটা যে এতোটা ভালো সেইটা দিন দিন আরো স্ট্রং হইছে।
    কিন্তু এখন তো খাইতেই পারি না, প্রচন্ড শরীর-ব্যথা করে। ডাক্তার দেখাইতে হবে!

    সারাবছর গরুর মাংস যে খুব খাই, তাও কিন্তু না। ঐ এক কোরবানির ঈদেই গরু জবাই। এছাড়া খুব কম সময়ই গরুর মাংস কেনা হয়। গরুর প্রকৃত স্মৃতি বলতে আসলে সেইটাই, তার মাংস। এইটা ছাড়া মনে আছে, তার বোকা বোকা বড় বড় চোখ। প্রতিবারই যখন কোরবানির জন্য গরু কিনা হয়, ঈদের দিন সকালে তার বোকা বোকা চোখগুলির দিকে দেখি। সে তো বুঝতে পারে! সে তো অভিব্যক্তিহীন না। এইটা বেশ অস্বস্তি¡কর।

    প্রাণী-হত্যা বিষয়ে ভালো একটা ভালো লেসন পাইছিলাম ক্রিয়েশন নামে একটা সিনেমাতে। ডারউইন এর বইটা লেখার সময়, তার পরিবারের কাহিনি। তার একটা মেয়ে মারা যায়, সেই মারা-য়াওয়া মেয়েটার সাথে সে প্রায়ই কথা বলে। মেয়েটা যখন বাঁইচা ছিলো, তখন ডারউইন তার আরো ২জন ছেলে-মেয়েরে নিয়া বনের ভিতর দিয়া হাঁইটা যাচ্ছিলো; তখন একটা বাঘ আইসা একটা হরিণের ঘাড় মটকাইলো - সেইটা দেখার পর, তার ছোট ছেলে তো কাঁদতে শুরু করলো যে, বাঘটা হরিণটারে কেন মারলো? তখন ডারউইন এর মেয়ে তার ছোট ভাইরে বলে; দেখো, বাঘটা যদি হরিণরে না মারে তাইলে তো বাঘের বাচ্চাগুলা না-খাইতে পাইরা মারা যাবে। এইটাতে দু:খিত হওয়ার কিছু নাই। ডারউইন তার "প্রকৃতির নিয়ম' এর পক্ষে তার জোরালো যুক্তিটা তখন পাইয়া যান।

    আসলে যুক্তি-টুক্তি এইসবও একধরণের ভান। আমরা যেইটা করতে চাই, সেইটার পে অনেক যুক্তিই বাইর কইরা ফেলবো। আমরা মানুষ, ভীষণ এগ্রেসিভ প্রাণী। যুক্তিও একটা হাতিয়ার মাত্র।

    গরু প্রসঙ্গ আপাতত শেষ করি। এইবার "রচনা' নিয়া বলি।

    এই রচনা লিখতে গিয়া মনে হইলো; ক্লাশ নাইনে পড়ার সময়, বাংলা ২য়পত্র পরীক্ষায় প্রাণী-বিষয়ক/ভ্রমণ-বিষয়ক/ জীবনের লক্ষ্য-কর্তব্য বিষয়ক "রচনা' আসার সম্ভাবনা ছিলো ব্যাপক আর "রচনা' তে মার্কস থাকতো অনেক: ২০/২৫। বেশিরভাগ বইয়েই "আমার জীবনের লক্ষ্য' হিসাবে ডাক্তার/আদর্শ কৃষক ছিলো কমন। তখন একটা ব্যাকরণ বই পড়তাম; মুনীর চৌধুরী ছিলেন সেইটার একজন সম্পাদক। সেইখানে জীবনের লক্ষ্য ছিলো, কবি হওয়া! (১৩/১৪ বছরের একটা ছেলে "কবি' হইবো বইলা জীবনের প্রস্তুতি নিতেছে, মুনীর চৌধুরী অ্যাম্বিশনটা একটু খেয়াল করেন!) একটু আনকমন ছিলো বলে পড়তে ভালো লাগতো; (এইটা লিইখা ভাইয়া হয়তো হায়েস্ট মার্কসও পাইছিল পরীক্ষায়) কিন্তু আমার কোনদিন পরীক্ষর খাতায় এই "রচনা' লেখা হয় নাই। আর আজ সু.মু."র পাল্লায় পইড়া কবি হিসাবে "রচনা' লিখতে হইলো!

    পাঠক/পরীক্ষক, নম্বর কোন বিষয় না... কিন্তু যে কোন ক্রিয়েটিভ রাইটিং নিয়া পরীক্ষায় বসার ইচ্ছা আমার কখনৈ নাই। তারপরও আমি খেয়াল করছি; কি লিখছি সেইটা খুব সময়ই মুখ্য হয়ে উঠতে পারে; পাঠকের বিবেচনা/অভি'তা-ই "রচনা' রে একটা অর্থের দিকে নিয়া যায়।

    সবশেষে এই "রচনা'র অর্থহীনতার জন্য মাফ চাই।

    -

    বি.দ্র.: আমি এইটা লিখতে চাই নাই; জোর কইরা লিখানো হইছে। আমারে যত গালি দিবেন, তার অর্ধেক পাওনাদার সুমেরু মুখোপাধ্যায়।

    ছবি- সুমেরু মুখোপাধ্যায়
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ইস্পেশাল | ০১ অক্টোবর ২০১০ | ৬৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন