
প্রেমিক
রাজীব দে রায় | 2401:4900:3a0a:a7d9:8056:26dc:d79e:***:*** | ১৫ মে ২০২১ ০৯:৪৩105993অপূর্ব লেখাগুলো...
কুণাল বিশ্বাস | 2402:3a80:1162:45e9::865:***:*** | ১৫ মে ২০২১ ১০:৪৫105996অদ্ভুত শান্ততায় নেমে এল কবিতাপাঠক, তার আত্মা। শিল্পের আসল দৌরাত্ম্য বুঝি এমনই হয়। অপূূর্ব!
স্বাগতা সিংহরায় | 2402:3a80:1963:d36c:278:5634:1232:***:*** | ১৫ মে ২০২১ ১১:০৪105998স্বচ্ছ অথচ বাষ্প, মণিদার লেখা স্পষ্টত কবির নাম না থাকলেও অদৃশ্য রাবারব্যন্ড দিয়ে যেন জোড়া থাকে৷ বহুকালের পাঠক যারা,চিনতে অসুবিধা হয়না
গণিকা কবিতাটিই যদি ধরি। বাইরেটা কী মায়াবী, মসৃণ ! ভেতরে অপেক্ষা করছে একটি চাবুকের চুমা, পিঠ জ্বালিয়ে দেবে বলে।
প্রত্যেকটি কবিতাই এইরকম। সুগন্ধি কারখানায় কাজ করলেও তলপেটের ব্যথা থেকে রেহাই নেই।
আহা মণিশংকর ! কবির কবি !
SOUMANA DASGUPTA | 223.223.***.*** | ১৫ মে ২০২১ ১২:৩৫106007প্রতিটি কবিতাই অসম্ভব ভালো।
খুব সুন্দর কবিতাগুলো।
Pankaj Chakraborty | 2409:4060:97:ee13:1d97:6187:e2d7:***:*** | ১৬ মে ২০২১ ১২:০৪106077অসামান্য। অসামান্য।
রঞ্জনা ভট্টাচার্য্য | 2405:201:8000:a00d:d94a:7b23:61ac:***:*** | ১৭ মে ২০২১ ০০:০২106113অসাধারণ
কুন্তল মুখোপাধ্যায় | 2409:4061:708:7f6e:a183:5d9:96a2:***:*** | ১৭ মে ২০২১ ০৮:৩৮106130মুগধ হলাম । কবিতাগুলি খুব সুন্দর ।
সৌভিক গুহসরকার | 42.***.*** | ১৯ মে ২০২১ ১০:১০106180অপূর্ব কবিতাগুলি! ভাষাকে দিয়ে কত অল্পে কতকিছু করিয়ে নেওয়া যায়!
সৌরভ মজুমদার | 136.232.***.*** | ২১ মে ২০২১ ১৭:১৯106231অসামান্য আখর - অভিযাত্রা। এই যে ...যেতে পারা... কিছুটা ... কবির ছায়ায় ...কিছুটা কবির সাথে ...এ বড় আনন্দ । সাধুবাদ জানাই কবিকে । প্রণামও ।
অরুণাভ সরকার। | 42.***.*** | ০৪ জুলাই ২০২১ ০৯:০৮495593খুব ভালো লাগল.
শতানীক রায় | 202.88.***.*** | ০৬ জুলাই ২০২১ ১৭:১৮495638অসাধারণ বললেও কম বলা হবে আপনার এই কবিতাগুলি। আশ্চর্য রশ্মি যেন অন্ধকারে!