এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  গপ্পো

  • বনতল ভুলে ভুলে ঢাকা

    Subhecchha Baidya লেখকের গ্রাহক হোন
    গপ্পো | ১৮ এপ্রিল ২০২১ | ২৯৩৮ বার পঠিত
  • হস্টেলে একটা ছেলে আছে, বয়সে আমাদের থেকে অনেকটাই বড়। এই সর্বগ্রাসী লকডাউনের অস্থিরতা কাটাতে ফ্লোরে ও রটিয়ে দিয়েছে যে ও নাকি চরম মোটিভেশনাল একটা বইতে পড়েছিল- নিজেকে সবসময় ভাবাতে হবে। একটা কিছু আবিষ্কার করার এটাই নাকি প্রকৃষ্ট সময়। ফ্লোরে আটকে থাকার খারাপ সময়কে ভালো করার নানারকম টোটকা দিচ্ছে সবার রুমে ঘুরে ঘুরে। আমার ঘরে এসে বলছে 'এই তোমার গিটারের যে তারগুলো, সেগুলোকে খুলে এদিক ওদিক করে সাজিয়ে সাজিয়ে দেখো তো কী হয়। চমৎকার আওয়াজ বেরনোর একটা সম্ভাবনাও তো নাকোচ করা যায় না। আমি লাফিয়ে উঠে বললাম- আচ্ছা সে দেখা যাবে। দেখি ও করিয়েই ছাড়বে। ওই কাজে প্রবল বাধা পেয়ে তারপর বলল- কিটক্যাটের উপর একটু লবণ ছড়িয়ে দিয়ে খেলেই তো হয়, খাবে? সেদিনের মত চলে গেল। পরেরদিন দুপুরে ঘুমাচ্ছি, হঠাৎ দেখি দরজায় নক করে বলছে- তুমি তো মিউজিশিয়ান তুমি একটা অদ্ভুত গিটার দেখো। তারপর ট্যাবে একটা ম্যান্ডোলিনের ছবি দেখিয়ে বলল- একটা জিনিস দেখো, সবকটায় দুটো দুটো করে তার। তুমি তোমার গিটারে করবে এরকম? নতুনমত কিছু হয় তাহলে। যেমন কনভিন্সিং তার গলার স্বর, তেমন দৃষ্টি। সুপরিকল্পিত সেসব বাক্যবন্ধ শুনে ঘুমচোখে মনে হয়- আদিম কালের চাঁদিম হিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। কালের নিয়মে হস্টেল ভরা সমস্ত পাবজি বিজ্ঞানী, যাদের অনেকেই ওর কথা মেনে নিয়ে নিজ নিজ প্রকল্পের বাস্তবায়নে মন দিয়েছে যার কিছু অভুতপূর্ব ফল পাচ্ছি আমরা। যেমন-


    ১. একটা ছেলে একটা রোবোট আবিষ্কার করেছে। সেটা দেখার জন্য গেলাম। দেখি একটা বোতলের তলায় চাকা লাগিয়ে ঠেলে দিচ্ছে চপ্পল দিয়ে। তারপর ব্রহ্মার মত মুখ করে বলছে 'এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢোকাবো, দাঁড়াও'।


    ২. একটা ছেলে একটা কাঁচির শেষ প্রান্তদুটো ভোঁতা করেছে ঘষে ঘষে। বলছে যে এটা নাকি আগের চেয়ে অনেক সেফ।


    ৩. একজন আলফ্রেড নোবেলের পেটেন্টের লিস্ট দেখছিল যাতে একই জিনিস দুবার আবিষ্কার না হয়ে যায়।


    ৪. আরেকটা ছেলে কী আবিষ্কার করবে বলে দুটো ডাস্টবিনকে ঠেলে করিডোরের শেষপ্রান্তে নিয়ে গেছে ফলে কেউ আর ময়লা ফেলতে পারছে না। 


    ৫. আরেকজন পাইথন ডেভেলপ করছে কার যেন সিগনাল জ্যাম করবে বলে। কার সিগনাল জ্যাম করবে সেটা অবশ্য বলছে না। দাঁতে করে টুথপিক চিবোচ্ছে সারাদিন।


    ৬. এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। একটা এক্সটেনশন কর্ড। খুবই লম্বা যেন ট্রান্স অতলান্তিক কেবল্। গুরু কৃপাহি কেবলম। সম্পূর্ণ রিমোট কন্ট্রোলড একটা ব্যাপার হবে যেখানে রোধ হবে মিনিমাম। কিন্তু ভেতরে ফেজ, নিউট্রাল, আর্থিং সংক্রান্ত ভুলভালে যেই প্লাগে গুঁজছে আর হস্টেলসুদ্ধ লোকের MCB যাচ্ছে নেমে। আর এইজন্য বাকি সবার আবিষ্কার যাচ্ছে থেমে। একটু আগে সমস্ত উদ্ভাবকদের কাছে উদোম খিস্তি খেয়ে আপাতত MCB কেন নেমে যায় এই নিয়ে ইউটিউবে ভিডিও দেখছে আর স্যুইচ দিচ্ছে, আবার MCB নেমে যাচ্ছে।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • গপ্পো | ১৮ এপ্রিল ২০২১ | ২৯৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৮ এপ্রিল ২০২১ ১৯:০৮104884
  • যাতা!  ঃD

  • Subhecchha Baidya | ১৮ এপ্রিল ২০২১ ২০:০৫104889
  • ধন্যবাদ

  • Ranjan Roy | ১৮ এপ্রিল ২০২১ ২৩:৫৪104899
  • এই জঁরের আরেকটা হোক, বেশ মুচমুচে হচ্ছে।

  • Subhecchha Baidya | ২০ এপ্রিল ২০২১ ১১:০০104944
  • ধন্যবাদ। বেশ,দেখি এরকম ঘটনা ঘটলেই লিখব। 

  • Prativa Sarker | ২০ এপ্রিল ২০২১ ১১:১৯104947
  • আরো চাই।


     এরকম ঘটনা তো ঘটে না, ঘটাতে হয়। তাইই হোক না। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন