এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • পুঁটিরানীর জন্য নয়

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
    আলোচনা | বিবিধ | ১৫ আগস্ট ২০০৮ | ১২৬৯ বার পঠিত
  • ডোব্যারমান দাদু, স্প্যানিয়েল মাসি, কালীতলা ব্যায়াম সংঘের কাকু পিসিরা সকলেই দেখেছো সকাল সকাল কিচিমিচি করে মুখ ধুয়ে নিয়ে, কিরকম কেলগ দুধ খেয়ে কিরকম মাম্মার কাছে সুন্দ করে ঝুপু ঝুপু করে নিয়ে চুল আঁচড়ে দামুদাদার মাদিদুনের দেওয়া জামা পরে কিরকম সেজ্জে গুজ্জে নক্কি হয়ে পতাকা দিয়ে ইনজিপেনজি স্পাইদার খেলছে। খেলছে না? ঐ দ্যাকো টিভিতে মনমোহনদাদু কেল্লায় দাঁড়িয়ে নিজে নিজে পড়াশুনো কত্তে কত্তে মাইকে গান গাইছে, দেকেছো? কিসানো কি রুআফজা কে লিয়ে বলছে দেখেচো? তুমি পলাসুনো কব্বে মাগো, ঐ দ্যাকো মা। ঐ দেখো ওটা কে বলতো, নেতাজি দাদুর ছবি, এখন চ্যানেল বদলে দেয় না লক্ষ্মী মা আমার, নেজাতি দাদু না, নেতাজি দাদু বল নেতাজি দাদু হ্যাঁ এইত্তো ভালো মেয়ে দেখেছো নেতাজি দাদু তোমায় তুতু-ভুতুর গল্প বলে দেবে , দেবে না? ভয় পায় না মা গো, মাইকে কদম কদম বঢ়ায়ে যা হচ্ছে, সবাই বঢ়ায়ে যাচ্ছে দেখচো না মাগো, তালে তালে মাথা নাড়ি চলো, ওয়ান টু ওয়ান টু, ক্কদম ক্কদম ব্বঢ়ায়ে জ্জা, খ্‌খুশি ক্কে গ্গীত গ্গায়ে জ্জা, ক্কদম ক্কদম, গ্গুড়ুম গ্গুড়ুম, গাও সোনা, মাথা নাড়াও, দজ্জা খুলে বেরিয়ে যায় না মা, এদিকে আয় উফ্‌ফ শোন যাসনা, বড্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে তো, আয় মা আয়, আমরা বালান্দায় বাদল-বাউল করতে করতে স্বাধীনতা দিবস দেখব, আয় আয় শিগ্গির শিগ্গির।শিগ্গির শিগ্গির। শিগ্গির শিগ্গির। ওহ আবার চ্যানেল বদলে দেয় না মাগো, এইসব দেখতে হবে না তোমায়, সকাল বেলায় যত যত অসভ্য অসভ্য গান, সত্যি এদের একটা ইয়ে নেই, আরে আমার কপাল, মল্লিকা মাসির সংগে নাচতে হবে না, হ্যাঁ ঐদিকে ঐদিকে ও: মা তুমি না একটা চ্যানেল ও বদলাতে পারো না,একটু জোরে টেপো, এইবার হয়েছে, এইতো দেকেচো আমীর কাকুর সিনেমা হচ্ছে, আমীর কাকু শাঁখ বাজাচ্চে, দেকেছো কিরকম লম্বা লম্বা চুল কিরকম গোঁফ, কিরকম লাল জামা পরেছে দেকেছো, তোমার গোঁফ চাই, ছোনা মনা তোমাকে গোঁফ এনে দেবো, লক্ষণকাকুর দোকান থেকে, বিকেল হোক মাগো ঠিক এনে দেবো, একটা গোঁফ, একটা স্প্রাইট আর একটা কুরকুরে, ঐ দ্যাকো দেকেছো বন্দুক, বন্দুক চাইতে হয় না মাগো, বন্দুক তো বড় দের, আব্বাসদাদার বন্দুক নেই মা, আব্বাসদাদাও তো তোমার মত ছোট্ট। কথায় কথায় বায়না করে না । ও মা বন্দুক দিয়ে তাক করছে দেখেছো, ঐ সাহেবকাকু টা দুষ্টু তো, নানা সোনা অ্যান্ডিকাকু দুষ্টু নয়, অ্যান্ডি কাকু কত্ত ভালো না, তোমায় একটা বিয়াট বড় ভাক্কুস পাঠিয়েছে না, তুমি অ্যান্ডিকাকু কে চুনু কনে দিও ক্যামন মাগো? ঐ দ্যাকো ঐ দ্যাকো ঘোড়া টগবগ টগবগ ঐ দ্যাকো কিরকম তলোয়ার নিয়ে আসছে, বগবগ নয় ধুর পাগলি টগবগ টগবগ, তোমায় ঘোড়ার ছবি এঁকে দেবো? আমি তো পারি না মা সোনা, তোমায় মাম্মা এঁকে দেবে, 'সিভকা বুরকা জাদু কা লেড়কা চিকনাই ঘোড়া সামনে এসে দাঁড়া তার খুরের দাপে মাটি কাঁপে তার নাক দিয়ে আগুন আর কান দিয়ে ধোঁয়া', এঁকে দেবে সোনা মাগো, তোমার মাম্মা এঁকে দেবে। আবার চ্যানেল বদলায়, ওহ রিমোটটা দে, ওহ আবার মারামারি দেখাচ্চে, ঢিল ছুঁড়ছে কেন, মাগো ওর কষ্ট হয়েছে তাই ঢিল ছুঁড়ছে সোনা, কিন্তু তোমার কষ্ট হলে ঢিল ছুঁড়ো না কেমন, কি বলেছি তোমায় রবি দাদু কি বলেছেন, কষ্ট হলে মাগো বাবার বুকে চলে আসবি বলেছেন না, ও দাদাটার মুখটা কোলে নিয়ে থাম্মা টা রাস্তায় বসে কাঁদছে কেন, মাগো সকলের খুব কষ্ট হয়েছে, ও:হ কেউ একটা রিমোট ওর হাত থেকে নাও তো, মা সোনা ঐ পুলিশকাকুটা দুষ্টু করেছে তো, পুলিশ কাকুটা লাঠিগুলো দিয়ে মাচ্ছে তো তাই এই থাম্মাটার কষ্ট হয়েছে মাগো। কাউকে গুলি মারে না মা, কাউকে লাঠি মারে না, রেখে দাও রেখে দাও লাঠিটা রেখে দাও, ও কাজের জিনিস, কাউকে মারতে নেই,ওহ এইবারে বকবো কিন্তু, খুব বকবো আমি, একটা পিট্টি দেবো ধরে, বলেছি না কাউকে গুলি লাঠি মারবে না, মুখ ভ্যাংচাবে না। ও ও না না কাঁদে না, তুমি বড় হয়ে গেছ না, মাগো কাঁদে না মা, তোমায় বকিনি আমি সোনা। দিদুন বড় হয়ে গেছে কিন্তু কাল দিদুন কাঁদছিল, মাগো দিদুনের কষ্ট হয়েছে তো, দিদুনের বন্ধুর খুব কষ্ট হয়েছে তো তাই, তুমি ঢিল মেরে দেবে? পুলিশকাকু কে? এরকম বলে না মা, দিদুনের পুলিশ কাকুর উপরে রাগ হয় নি, এমনি কষ্ট হয়েছে মাগো, বলেছি না রমাদিদুনের অসুখ করেছে, সেই জন্য দিদুন কেঁদেছে মাগো। অসুখকে লাথি মারবে? এই রকম বলতে নেই, ঠিকাছে আমরা সবাই মিলে অসুখকে বকে দেবো, একটা পিট্টি দিয়ে দেবো অসুখকে , ঠিকাছে পুলিশকাকুটাকেও খুব বকে দেবো। আর কেউ কাউকে মারবে না।

    আচ্ছা চলোতো আমরা বাইরে গিয়ে একটা জিনিস দেখে আসি, দেখবি মাগো, চল আমরা পতাকা দেখে আসি, মা আজ ইক্কুলে গেছে না? পতাকা দেখতে? চল আমরাও পতাকা দেখি, ঐ দ্যাখো ডোবারম্যানদাদু পতাকার কাছে দাঁড়িয়ে আছে, দেখেছো, তুমি পতাকা নেবে, ঐটা নেওয়া যায় না মা, বলেছি না মা ঐ পতাকাটা শুধু দেখতে হয় সবাই নিতে পারে না। নিতে গেলে দাদু বকবে, বকবে না? হ্যাঁ সোনা মনমোহনদাদুও বকবে , ডোবারম্যানদাদুও বকবে, আচ্ছা আচ্ছা কাঁদে না, চলো আমরা ইক্সা কয়ে ঘুয়ে আসি, যাবে, ডাকো ডাকো ও ইক্সাকাকু ও ইক্সাকাকু ডাকো, জোরে ডাক ধুর বোকা, দাদা যাবেন? কোথায়? এই একটু বাজার যাব আসব? ওঠো মা, একটু উঠে বোসো, নইলে আমি উঠবো কি করে, আচ্ছা আচ্ছা ঠিকাছে, কোলে কোলে উঠব আচ্ছা ঠিকাছে। বলোতো সোনা ডান দিকে, যাবে, না বাঁ দিকে যাবে? কিন্তু এদিকে তো লক্ষণকাকুর দোকান নেই, আচ্ছা ঠিকাছে বাঁ দিকে, ওফ কঠিন জেদী হয়েছে। চলুন তো একটা দোকান দেখে দাঁড়াবেন একটু দাদা, কি দাঁড়াতে পারবেন না, এই আপনাদের মুশকিল, সব কিছুতেই আপনাদের অসুবিধে, আমি তাহলে এইবার বাচ্চা নিয়ে ফিরব কি করে বলুন তো, কোনো ইয়ে নেই, ফালতু একদম, না সোনা ইক্সাকাকুকে বকিনি সোনা, ইক্সাকাকুর কাজ আছে তো, রাগ করে না, ইক্সাকাকু বাড়ি চলে যাচ্ছে।টাটা করে দাও, টাটা টাটা ইক্সাকাকু টাটা, টাটা পুঁক পুঁক , টাটা নীল রংএর সিট টাটা, একটু নামো মা, দাদা একটু একটা কুরকুরে দেবেন তো, "দাদা একটা ফ্ল্যাগ দেবো? একটা ক্যাপ ছিল স্যার দেবো? একটা ফ্ল্যাগ কালারের বেলুন ছিল দাদা নেবেন?' দিন একটা বেলুন দিন, কত সব মিলিয়ে? পঁচিশ পঁচিশ? উফফ আপনারা যা খুশি শুরু করেছেন, আবার কোথায় গেলি মা, ওদিকে যায় না, কাদার মধ্যে, ঐ দাদা তো বড় হয়ে গেছে মা , দাদা খেলছে কাদার মধ্যে , ঐরকম একটা টুপি লাগবে, ওটা তো প্লাস্টিক প্যাকেট, ঐটাই চাই? আচ্ছা কোত্থেকে পাবো বল দিকি, অ্যাই বাচ্চা ওটা কোথায় পেলি, যায় না, যায় না কাদার দাদার কাছে যায় না, মা দিচ্ছি তো, এই যে টুপি, না ঐ টুপিটাই চাই, আচ্ছা এই বাচ্চা এই নে খুচরো নে তো দৌড়ে যা একটু একটা প্যাকেট নিয়ে আয় না বাবা এই ফ্ল্যাগ রংএর, আর পারি না, আবার বৃষ্টিও আসবে, আচ্ছা আচ্ছা অত জোরে কাঁদে না উফ্‌ফ, এই তো এসে গেছে, দে বাবা প্যাকেট দে, কি যে শিখছে, মাথায় প্যাকেট দেবে, মানে কোনো একটা ইয়ে নেই, ঠিক মায়ের মত হয়েছে।

    চল মা এই বার বাড়ি যাই, এইবার আমরা বাড়ি গিয়ে কুক্কুয়ে খাবো মা চল, চলো চলো দৌড়ে দৌড়ে দৌড়ে, ঐ যে দেখো দিদুন দাঁড়িয়ে আছেন। চল চল চল চল, দাদা কাদায় খেলছে ভৌ ভৌ এর সংগে ওদিকটায় যায় না মা, চল চল চল। দেখি দেখি একটু মাথাটা মুছে দি, চল এইবার সিঁড়ি দিয়ে যাবো। সিঁড়ি নিজে নিজে পারবি যেতে , কোলে আয় বাবা কোলে আয়, নিজেই যাবি, উফ্‌ফ বড্ড জেদী, ঠিক মায়ের মত হয়েছো, ঠিকাছে, ঠিকাছে, হেঁটে হেঁটে ওঠো, লাগবে গায়ে ধুলো, পিপি কাম্মাবে, তখন কাঁদলে দেবো একটা পিট্টি। জুতো খোলো। জুতো খোলো। কি বলেছি পামুছে ঢুকতে হয়। পামোছো। উফ এই রিমোটটা আবার কোথায় গেল। একটু বদলে দাও তো, উফ্‌ফ এখনি সারাদিন কাশ্মীর দেখাতে হবে, চাদ্দিকে খালি গন্ডগোল কোন ভাল খবর নেই, তোমাদের এই খবর শোনার বাতিকটা কাটাও তো, সারাদিন মেয়েটা যত ভুলভাল গিলছে। চল মা আমরা রাজকন্যা এলেনার গল্প শুনবো, জিন হুয়া দিদি র গল্প শুনব। চল চল। কি হল আবার নাচ্ছিস কেন? ও আচ্ছা চ্যানেল বদলে দিয়েছ থ্যাংকু, নাচ তো দেখি মা কিরকম পারিস, সিং ইজ কিং, সিং ইজ কিং, হাহাহাহা, তালের সেন্স আছে মেয়ের। ঐ দেখ মা লতাদিদুন আর আশাদিদুন গাইছেন, গা মা জনগণমন। সব্বাই আজ গাইছে জনগণমন। ডোব্যারমানদাদু, স্প্যানিয়েলমাসি, কালীতলা ব্যায়াম সংঘের কাকু পিসি। ভয় পায় না মা , ওটা বলেছি না অ্যাম্বুলেন্সের আওয়াজ, ঐ আওয়াজটা রমাদিদুনের অসুখকে পিট্টি করে দেবে। সবাই কত্ত ভালো না। যায় না মা আবার দৌড় দেয় না বাইরে। দাদার স্‌ঙ্গে কাদায় খেলতে হবে না, দাদা তো বাড়ি চলে গেছে, কাদা টাদা মেখে। চলেই গেছে, উই দ্যাকো উই নালার পাড়ে বাড়ি। টাটা টাটা, দাদা টাটা, টাটা টাটা কাদা টাটা। বারণ করেছি না, কাঁদে না মা, এই তো সব্বাই এইখানে।

    ১৫ আগস্ট, ২০০৮।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ১৫ আগস্ট ২০০৮ | ১২৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন