
ব্যক্তিগত আক্রমণ আপনিই করেছেন আমার কান্নাকাটি দেখিয়ে। আমি কেবল আমার অভিজ্ঞতা ব্যক্ত করেছি এইটা বলবার জন্য যে আপনার স্বাধীনতাকে সম্মান দেব বলে চুপ করে থাকি। তাই বলে কিছু দেখি না, বুঝি না এতটা বোকা ভাবার কোন কারণ নেই। এখানে ব্যক্তিগত আক্রমণ, খিল্লি ( কান্নাকাটি) আপনিই করেছেন। এখন ভালোমানুষি করতে থাকুন যত পারেন। যেহেতু এটা ব্লগ, আপনার সব কথার উত্তর দেওয়া বাড়াবাড়ি হয়ে যাবে। এখানেই ইতি টানছি।
dc | 103.195.***.*** | ১১ জুলাই ২০২০ ২০:৫৮95127
কমরেড বুধো মায়াকভস্কি | 80.2.***.*** | ১২ জুলাই ২০২০ ০০:৩৮95142আচ্ছা আমি কি আমার সেই ডায়লগ টা একবার ঝালিয়ে নিতে পারি এই সুযোগে ?
Bikash has been paid by his own coin
কেমন দিলাম ?
অরণ্যর সাথে একমত, হয়তো নেপথ্য নায়কদের বাঁচাতেই এইসব এনকাউন্টার।
চরমতম অপরাধীরও একটা বিচার পাওয়ার সুযোগ থাকা উচিৎ, এ জন্য কথিত এনকাউন্টার বা বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ার ইত্যাদি বিনা বিচারে হত্যাকাণ্ড সমর্থন করি না।
তাছাড়া হাততালি দিয়ে যেমন মশা নিকেশ করা যায় না, তেমনি এইসব এনকাউন্টার ইত্যাদিতে শেষ পর্যন্ত অপরাধ দমন করা যায় না, নির্মূল করতে হয় উৎসমুখ।
আরও লেখ, প্রতিভা দি
b | 14.139.***.*** | ১৮ জানুয়ারি ২০২৫ ১৪:৩৪540719