
না না ঝগড়াঝাঁটির কোনো দরকার নেই। একটু মন দিয়ে কথাক'টি শুনে, ভদ্রভাবে যা বলার বলে দিলেই হলো। তা নয়, ধুমকেতুর মতো ছুটে এসে ভাঁটার মতো চোখ ঘুরিয়ে, 'নিজের হয়নি তো, তাই এতো বড় বড় কথা', এসব বলার দরকার নেই। আমারও নিজের হয়নি, আপনারও না। নিজের হলে তখন যুক্তিবুদ্ধি খাটে না, মানুষ হয় পাগল নয় পাথর হয়ে যায়। সে অবস্থা কাটিয়ে উঠতে অনেক সময় লাগে। অনেকের আবার সময়ের সঙ্গে সঙ্গে আরো খুনের নেশা চড়ে ; তবে কেউ কেউ পারে অপরাধীকে ক্ষমা করে দিতে। আমাদের দেশেই আছে এমন উদাহরণ।
tester | 162.158.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫০91027
pi | 14.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০২91031
সুমনা সান্যাল | 162.158.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৪91037এই কথাগুলোই অনেকদিন ধরে বলতে চেয়েছি - বলেওছি বারবার। এই প্রসঙ্গে আমার ২০১৭ র একটা ব্লগের লিঙ্ক রইল। প্রতিভাদির প্রতিটা লাইনের সাথে সহমত।
নিঠারী, চিন্ময়ানন্দ, সেঙ্গারদের ফাঁসি দেবার মত ধক আমাদের রাষ্ট্রযন্ত্রের নেই - তাই সে দলিত, সংখ্যালঘু এবং দরিদ্র মানুষের ওপর নিজের ক্ষমতা দেখায়
"মৃত্যুদন্ড কী উদ্দেশ্য সাধন করে ? অপরাধ কমায় ? নাকি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করে ?"
প্রশ্নগুলো সহজ। আর উত্তরো তো জানা...
দ | 172.69.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৯91041
প্রতিভা | 162.158.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৮91043
প্রতিভা | 162.158.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১৯91044এনকাউন্টার ফাঁসির চেয়েও খারাপ। যারা এনকাউন্টার করে তারা আদৌ ধর্ষিতার প্রতি সহমর্মিতা থেকে করে না - ধর্ষকের প্রতি নির্মমতা থেকে করে। এবং তাদের চোখে ধর্ষক আর বিপ্লবী (যাদের ওরা "রাষ্ট্রদ্রোহী" বলে) একই। একই রকম নির্মমতা যার পোশাকী নাম "পেশাদারিত্ব"। একে একবার লেজিটিমেসি দিলে আমার তোমার যে কারো সঙ্গে যে কোন ছুঁতোয় ওরা এটা ব্যবহার করবেই
দ | 172.69.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৪91048
প্রতিভা | 162.158.***.*** | ২০ মার্চ ২০২০ ১২:২৪91605
LINK | 108.162.***.*** | ২১ মার্চ ২০২০ ০৫:৩৭91635