এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কাইল ইক 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৫ ডিসেম্বর ২০২৫ | ৩৪ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • জিঙ্গল বেল ..... জিঙ্গল বেল ..... ঝিন ঝিন ঝিন ঝিন রঙ বেরঙের ক্যালিডোস্কোপ রশ্মি পাক  খাচ্ছে ঝলমলে খুশি ছড়িয়ে। কাল পঁচিশে ডিসেম্বর।
    সিমোন বলল , ' প্রত্যেক ইয়ারে কলকাতা রেভেলরি আর ভাল লাগে না । সো ব্যানাল ..... শিট .... এনাফ ইজ এনাফ । চল এবার অন্য কোথাও যাই।'
    ---' একজ্যাক্টলি .... কোথায় যাবি ? চল এবার সুন্দরবনে ঘুরে আসি । যাবি ? আমার কারে যাব ডায়রেক্ট... ওকে ? ' ইরাবান সিমোনের মুখের দিকে তাকিয়ে থাকে ।
    --- ' ইয়েস .... ফ্যানট্যাস্টিক .... এক্সেলেন্ট আইডিয়া । বাট ... শুধু তুই আর আমি । নোবডি এলস্ ।
    --- ' ওক্কে ওক্কে .... এগ্রি .... '
    ইরাবান এক কথায় রাজি‌।

    ' হ্যা ছ্যার .....  এই যে রাস্তাখানা দেখতিছেন , আর ওধারে ওই যে মাঠ .…... তারপরে ওই যে দূরে গেস্টহাউস , দোকানপাট, দেখতি পাস্যেন , ওই পয়ন্ত জঙ্গল ছিল আগে। এখন এদিকের জঙ্গল বড়ো ছোট হয়ে গেছে । তেনারা বনের ভেতর খাবার পান না। প্রায়ই আমাদের গেরামে এসে ঢোকেন গরু ছাগলের খোঁজে । কি বা করবে ..... পেটের জ্বালা বড় জ্বালা। '
    ষষ্ঠী মন্ডল পিছন দিকে হাত ঘুরিয়ে
    পিঠ চুলকোবার চেষ্টা করে। পিঠে একটা ফোড়া মতো হয়েছে । চারপাশটা চুলকোয় থেকে থেকে ।
    ' কি যে ওষুধ লাগাতি দিল ওই গগন ডাক্তার..... ফোড়া শুকুচ্চে না  মোটে ..….. সে যাক ..... যে কথা হসসিল ......  কালাচাঁদ পিয়ালির ঢালে নেমিসিল কাঁকড়া ধরার জন্যি । সেও তো ওই পেটের দায়ে .... নাকি ? আর কি উপায় ! ..... ওইখানেই ওৎ  পেতিসিল বাঘডা ..... ঝাঁপ মারল কিসু টের পাওয়ার আগেই । নৌকোয় আমরা আরো চারজন সিলাম ‌। লাঠি সোটা বাগিয়ে লাফিয়ে নামলাম হৈ হৈ করে ..... কিন্তু সে বড় ক্ষিপ্র প্রাণী । দক্ষিন রায়ের প্রজা। ততক্ষণে ঘাড় আর কানের কাছে দাঁত বসিয়েছে। আমরা কজনে মিলে দমাদ্দম পেটাই করতে থাকায় বাঘটা কালাচাঁদেরে সেড়ে পালাল ...... তারপর সেকি হটরা হটরি ..... যমে মানুষে টানাটানি ..... যে যাই বলুক গগন ডাক্তারই তো ঠ্যাকা দিল । তারপর অবিশ্যি সদরের হাসপাতালে থাকতে হইসিল ছ মাস। একপাশের মুখ .... কিসু নেই । এখন একেবারে খেজুরপাতার ছেঁড়া চ্যাটায় শোয়া । বাঘ দেখতে  এয়েসেন। বাঘে খাওয়া মানুষও দেখে যান। ঠকাব না .... একদম খাঁটি। খুশি হয়ে যা দেবেন তাই.... আমারে না ..... যা দেবার ওখানে  গিয়ে দেবেন । এতেই ওদের সংসার চলে ..... কালাচাঁদ তো একমাত্র রোজগেরে লোক সিল ওদের সংসারে। 
    ...... ঠকাব না ....সুন্দরবনের আসল
    বাঘে খাওয়া একটা আসল গেঁয়ো লোকের আর্ধেক গাল, আর্ধেক মাথা, গোটা একখানা কান আর একপাশের চোখ। টাটকা দেখবেন ঘোঘাডাঙায় ওদের কুড়েতে গিয়ে .... খুশি হয়ে যা দেবেন মাথা পেতে নেবে ওরা .....। অনেক ট্যুরিস্ট যায় ছ্যার .... আপনারাও চলেন না । ঠকবেন না ‌।'

      কুলতলির গরানকাঠি গাঁয়ে বেলা একটা বাজতে চললো। শীতের দুপুর । চারদিকে ঝলমলে রোদ ঢালছে আকাশ ঝুরঝুর করে । 
    সিমোন আর ইরাবান --- বাইশ বছরের একটা মেয়ে একটা ছেলে সুন্দরবনের ষষ্ঠী মন্ডলের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল।
    ইরাবান সিমোনকে নিয়ে টানা তার মারুতি জেন চালিয়ে এসেছে সুন্দরবনে এক্সমাস  'বানাতে' । মেরুন রঙা গাড়িটা রিসর্টের পার্কিং-এ উপুড় হয়ে চোখ  বুজে রোদ পোয়াচ্ছে গরান বনের  গুঁড়ি মারা বাঘের মতো।
    সিমোন আর ইরাবান দুজনেই কথা বলতে ভুলে গেল । দুজনেরই মনে হল , তারা এই প্রথম জানল যে এক্সমাস অনেক রকম হয় ।  

        একটু পরে দুজনে ষষ্ঠী মন্ডলের সঙ্গে  কালাচাঁদের মেটে ঘরের দিকে রওয়ানা দিল । ষষ্ঠী আবার বলল, ' চলেন বাবু ..... আপনাদের দয়া .... যা দেবেন তাই নেবে ছ্যার .... কেউ কিসু চাইবে না হলপ করে বলতি পারি .... কালাচাঁদেরে গরানহাটির লোক বলে কাইল .... কাইল ইক .... বুইলেন না ..... '
    ষষ্ঠী মন্ডল তার ডান হাতটা বেঁকিয়ে আবার তার পিঠের দিকে নিয়ে যেতে চেষ্টা করে। ফোঁড়ার ওখানটা বড্ড চুলকোচ্ছে ---- ' উঃ ..... উঃ .... '

       ইরাবান বলল,  ' আমাদের কিছু দেবার ক্ষমতা নেই দাদা। আমরা খুব সামান্য মানুষ। তবে .... '
    সিমোন অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিল । সে ষষ্ঠীর দিকে মুখ ঘুরিয়ে বলল , ' আমরা নিজেদেরকেই দেব।
    এখানেই থাকব আমরা কাইল ইকের পাশে .... যতদিন না সে উঠে দাঁড়াচ্ছে । '
    এবার ষষ্ঠীর বাক্যি হরে গেল। থতমত খেয়ে ভাবল এই মেরেসে..... বলে কি ! এমন 'ছ্যার' জীবনে এই   প্রথম দেখল সে । বড় আতান্তরে পড়া গেল তো ..... কোন খেতি হবে না তো কাইলের ?

        ষষ্ঠী মন্ডলদের বিশ্বাস আর ভরসার শিকড়টা যে বাবুদের তঞ্চকতার উইপোকা খুবলে খেয়েছে যুগযুগান্ত ধরে ।  তার আর কী দোষ !  
    ..........      ..........     .........   ........   ........ ....... 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anindya Rakshit | ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১০737176
  •  ভালো লাগলো। তবে শেষ প্যারাগ্রাফটা মনে হয় না লিখলেও চলত। "এমন 'ছ্যার' জীবনে এই প্রথম দেখল সে । বড় আতান্তরে পড়া গেল তো ..... কোন খেতি হবে না তো কাইলের ?" এটাই শেষ কথা। (একান্তই আমার মতামত) 
  • Anjan Banerjee | ২৫ ডিসেম্বর ২০২৫ ২৩:০০737188
  • ঠিকই  বলেছেন।  ওতে শিল্পের হানি হয়েছে।  ওটা মুছে দিচ্ছি।  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন