
শীতের বাজারে পার্টি করবেন? আলুর চিপস আর নরম পানীয়? সাবধান। ওসব কিন্তু মোটা হবার মহৌষধ। বিষও বটে। নরম পানীয় এমন বস্তু, তা দিয়ে ঘষলে নোংরা টয়লেটও নাকি ঝকঝক করে। তবে কি কেবল ফাস্টফুড আর গরম পানীয়?নাঃ একদম না। অতিরিক্ত মদ্যপানে লিভারে সিরোসিস হবে। আর ফাস্টফুড যেমন অখাদ্য তেমনই অস্বাস্থ্যকর। দুমাসেই ফুলে ঢোল হবেন, শরীরে বাসা বাঁধবে হরেক রকম অসুখ-বিসুখ।
তবে কি অন্য কিছু খাবেন? অন্য হুজুগ? সকালে দুধ খেয়ে দলবেঁধে দৌড়তে যাবেন? শুধু কাঁচা শাকসব্জি খেয়ে গোরুর মতো নিরামিষাশী হয়ে যাবেন? রাতে অর্গ্যানিক দিশি মদ? নাঃ তাতেও ছাড় নেই। দূষণ সর্বত্র। দুধে বিজাতীয় হর্মোন আছে, বিষ মদে কীটনাশক। সবুজ শাকসব্জি? তাতে আছে তুঁতে। মিষ্টিতে ক্ষতিকর রঙ। সরষের তেলের ঝাঁজ আসলে রাসায়নিক। ওসব খাবার চেয়ে শান্তিতে গলায় ঢেলে দিন কেরোসিন। একই ফল পাবেন।
তাহলে কি খাবেন দাবেন না? মোচ্ছব করবেন না? নিশ্চয়ই করবেন। কীভাবে? জানতে হলে দেখুন নিচের ভিডিও।
আর আরও কিছু বিশদে জানতে চান? অবশ্যই এই পাতাটি দেখে নিন।
প্রতিভা | unkwn.***.*** | ২২ জানুয়ারি ২০১৮ ০৬:৫৫85279
pinaki | unkwn.***.*** | ২২ জানুয়ারি ২০১৮ ১০:১৪85280