ধার্মিকঃ এই সিদ্ধান্তের সাথে সাথে শ্রী মোদী ভারতবর্ষের অর্থনীতিকে এক হ্যাঁচকা টানে ২১ শতকে নিয়ে আসলেন। ভারত মাতার জয়!
কর্মযোগীঃ ভবিষ্যতের প্রতি আস্থা রাখুন, আমাদের প্রধান মন্ত্রীর প্রতি আস্থা রাখুন, ভালো সময় আসতে চলেছে।
জেএনইউ ছাপঃ ভাই, দশ টাকা ধার হবে? চা খাবো।
মারী আঁতোয়ানেতঃ ওরা যদি ক্যাশ তুলতে না পারে তাহলে কার্ড ব্যবহার করেনা কেন?
যুক্তিবাদীঃ যে কোনো প্রকারের উন্নয়ন হলেই একটু আধটু অসুবিধা হবে। আমাদের বৃহত্তর চিত্রটা দেখতে হবে।
ন্যাকাঃ আমি তো এটিএম কার্ডও ইউজ করতে পারিনা, তা বলে কি আমার অসুবিধা হচ্ছে?
মারী আঁতোয়ানেত ২ঃ ওদের কাছে ক্যাশ না থাকলে ওরা পেটিএম করছেনা কেন?
ফেবু সমাজবিজ্ঞানীঃ আমি কারো অসুবিধা হতে দেখিনি, অতএব কারো অসুবিধা হতেই পারেনা, কিউইডি।
সমাজ সংস্কারকঃ ওরা জন ধন যোজনা অ্যাকাউন্ট খোলেনি কেন? কেওয়াইসিতে অসুবিধা হচ্ছে মানে?
কেসচাঃ* যা বোঝো না, তাই নিয়ে কথা বোলো না তো বাপু। মোদী যা-ই করবে, তাই নিয়েই ক্রিটিসাইজ করা তোমাদের ফেবারিট টাইমপাস। এবার তো একটু ম্যাচিওর্ড হও।
দক্ষিণপন্থী ঐতিহাসিকঃ মহম্মদ বিন তুঘলকের পর প্রথম কোনো নেতা এত সাহস দেখালেন। দিল্লীর বদলে নাগপুর রাজধানী হোক।
বামপন্থী ঐতিহাসিকঃ ইয়ে, মহম্মদ বিন তুঘলক, মানে...
নিষ্পাপঃ ৫০০ আর ১০০০ টাকার নোট আছে, এ কেমন গরীব লোক?
দেশপ্রেমীঃ সীমান্তে সেনারা মারা যাচ্ছে আর তুমি দেশের জন্য একটু লাইনে দাঁড়াতে পারবেনা? নির্লজ্জ! জেএনইউ! দেশদ্রোহী!
জেএনইউ ছাপ ২ঃ ভাই, দশ টাকা ধার হবে? চা খাবো।
যাদবপুর ছাপঃ ভাই, দশ টাকা ধার হবে? চা খাবো। পোতিবাদ করে গলা শুকিয়ে গেছে।
এনআরআইঃ দেখো, ভারতের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটা নগদবিহীন অর্থনীতির প্রয়োজন, এটা বুঝতে হবে। আমাদের আমেরিকায় যেমন আমরা বহুবছর নগদ ছাড়াই — এ কি, ডোনাল্ড ট্রাম্পকে কে ভোট দিলো? হা ঈশ্বর!
অথরিটি/ট্রলঃ হেহেহেহেহেহে
*কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সৌজন্যে অচল সিকি
** সব চরিত্র কাল্পনিক