অরণ্য এবং অমিত, ১
সমস্ত ধর্মের মেয়েদের বিবাহযোগ্য বয়েস কেন এক (১৮) হবে না-- এই মর্মে একটি অত্যন্ত যুক্তিপূর্ণ পিটিশন (শুধু মুসলিমদের ১৫) সুপ্রীম কোর্ট শুনানির জন্যে গ্রহণ করেছে এবং পরের পদক্ষেপ হিসেবে ভারত সরকারকে মতামত চেয়ে নোটিশ জারি করেছে-- যেহেতু কেন্দ্রীয় সরকার এতে অন্যতম রেস্পন্ডেন্ট।
এটি এখন মাত্র প্রসিডিউরাল ব্যাপার। সব পক্ষের এফিডেভিট এবং তার পালটা শোনার পর হবে আর্গুমেন্ট, তারপর আদালতের রায়।
আর এক দিকে গুগল করে এটাও দেখুনঃ ১০ই ডিসেম্বরে চিফ জাস্টিস চন্দ্রচূড় পস্কো আইনের সংশোধনের এক বৈঠকে পার্লিয়ামেন্টের কাছে আবেদন করেন--আইন পাশ করে সেক্সুয়াল কন্সেন্টের বয়েস কমাতে।
স্পষ্ট বলছেন-- ১৫ -১৬ বছরের ছেলেমেয়ে যদি প্রেমে পড়ে স্বেচ্ছায় যৌনসম্পর্ক স্থাপন করে তাহলে সেটা যেন শাস্তিযোগ্য অপরাধ না হয়!
এতো একেবারে উলটো গঙ্গা বইছে!
ধরুন তার পরেও যদি সুপ্রীম কোর্টের রায় পিটিশনারের পক্ষে যায় তাহলে কী হবে?
খুব ভাল হবে নিঃসন্দেহে।
ইউসিসি না এনেও যদি হিন্দু বা মুসলিম পার্সোনাল ল' তে সংবিধানের মূল ভাবনার পরিপন্থী বলে অ্যামেন্ড করা যায় তাতে কার আপত্তি থাকতে পারে?
২ কিন্তু এটা নিয়ে গেল গেল রব তোলার কী হয়েছে? আইন করলেই সব ঠিক হয়ে যাবে?
হিন্দুদের মেয়ের বিয়ের বয়েস ১৯২৯ সালে ছিল ১৪ বছর, স্বাধীনতার পর ১৯৪৯ সালে হল ১৫ বছর। ২৯ বছর পরে ১৯৭৮ সালে গিয়ে হল ১৮ বছর। মুসলিম মেয়েদের সেই ১৫ রয়ে গেছে।
এই বার সমাজের ভেতর থেকে পরিবর্তন বলতে কী বোঝাতে চাইছিলাম সেটা বলিঃ
২.১
ঘটনা হল চাইল্ড ম্যারেজ রিস্ট্রেইন অ্যাক্ট ১৯২৯ অনুযায়ী বিবাহযোগ্য মেয়ের বয়েস হবে ১৪; এই আইন সংশোধিত হয়ে ১৯৭৮ সালে বয়েস হল ১৮। আর ২০০৬ সালে একটি নতুন আইন হয়ে কম বয়েসে বিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হয়ে গেল। আমার অধিকাংশ বন্ধুদের বিয়ে ১৯৭৭ এর মধ্যে হয়ে গেছল। তো ১৯৭৮ এর আগে অব্দি ১৫ই ছিল। কিন্তু আমার বন্ধুদের মধ্যে কেউ বাইশ বছরের কম বয়সের মেয়েকে বিয়ে করে নি, ১৫ বছর তো দূর কী বাত?
২.২
এতসব আইনকানুনের পর ভারতে বাল্যবিবাহের কী অবস্থা?
ইউনিসেফের রিপোর্ট থেকে বলছি, ভেরিফাই করে নেবেন।
ইন্ডিয়া ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ২০১৫-১৬ র ডেটা বলছে "India is home to the largest number of child brides -- a third of the global total. While it is illegal for girls under the age of 18 to marry in India, estimates suggest that at least 1.5 million girls under age 18 get married in India each year. Nearly 16% of all adolescent girls aged 15-19 are currently married."
আগে আমাদের নিজেদের সামাজিক চেতনা বৃদ্ধি করা দরকার নয়?
২.৩ বহুবিবাহ শুধু মুসলিমদের মধ্যে? শরিয়ত আইন?
--লেটেস্ট ডেটা (ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ২০১৯-২০) বলছে ঃ
ধার্মিক সম্প্রদায় পলিগেমি (%) নিজেদের জনসংখ্যার মধ্যে কতজন
হিন্দু ১.৩
মুসলিম ১.৯
অন্যরা ১.৬
সূত্রঃ টাইমস অফ ইণ্ডিয়া, ২৮ জুলাই, ২০২২।
এবং হিন্দু ৮০%, মুসলিম ২০%। তাহলে মোট পলিগেমাস ফ্যামিলি কার বেশি?
আর সবারই পলিগেমি দ্রুত কমছে।
এটাই সামাজিক চেতনা এবং পারিপার্শ্বিক পরিবর্তনের ফল।