
কমিশন গেছে কই, নেই কারো জানা
হরিপুর খালে কাঁদে কুমিরের ছানা
হয়ে গেছে সরকার
আর নেই দরকার
তাই ওসব ফাইল আজ ঘাঁটাঘাঁটি মানা
PT | 45.64.***.*** | ০৯ মার্চ ২০২১ ১৯:১৫103352লেখককে অনুরোধ যে সমস্ত তথ্য সংগ্রহ করে ২০২১-এ "নন্দীগ্রামের সেই রাত" আরেকবার লিখুন।
অন্ততঃ সততার জয় হোক।
হাহা | 2402:3a80:a5e:7697:0:3e:b07c:***:*** | ১০ মার্চ ২০২১ ০২:১৫103402সিপিএম নিজের জোটসঙ্গী লিবারেশনের রাজ্য কমিটির সদস্যর নন্দীগ্রামের লেখা নিয়ে কেমন নতুন উদ্যমে ঝাঁপিয়েছে দেখ সিপিম।
!
এই লেখাটা এক অসাধারণ পদক্ষেপ ছিল। নন্দীগ্রাম অবরুদ্ধ করে রেখেছিল পার্টি-প্রশাসন সাংবাদিকদের ঢোকার উপায় ছিল না। সোশাল মিডিয়া সেভাবে গড়ে ওঠে নি তখন। অত্যাচারিতের খবর বাইরের লোককে জানানোর জন্য মহীয়সী ভূমিকা ছিল এই লেখার এবং তাকে জনসমক্ষে আনবার জন্য গুরুচণ্ডালির।
ইতিহাসে সব সময়েই বীভৎসতা অতিকথনের জন্ম দেয়, তার দায় অত্যাচারিতের নয়, প্রিপারেটরের। সিপিআইএম এল লিবারেশনের কর্মী সৌমিত্র বসু তাঁর ইতিহাস নির্ধারিত দায়িত্ব পালন করেছিলেন।
বাসেল মহঃ | 109.42.***.*** | ২১ মার্চ ২০২১ ০৪:৪১103921ফালতু লোক হাসিয়েন না।"তিঁয়োউল কংয়েসের"দালালি করে আর কতদিন চলবে?? চটি চেটে জিভ তো ক্ষয়ে গেল।
PT | 203.***.*** | ২১ মার্চ ২০২১ ০৯:০০103926"ইতিহাসে সব সময়েই বীভৎসতা অতিকথনের জন্ম দেয়, তার দায় অত্যাচারিতের নয়, প্রিপারেটরের।"
হয়্ত!
কিন্তু সেই "অত্যাচারিত"- দের নেতারা ক্ষমতায় এসে যখন সমস্ত কমিশনের তদন্ত রদ করে দেয় আর ইতিহাসের "দায়" নেওয়া অতিকথনের লেখক ঘটনার প্রায় দেড় দশক বাদেও নতুন তথ্যের ভিত্তিতে সেই ঘটনার পুনর্নির্মাণ করার চেষ্টাও করেন না তখন সন্দেহ হয় যে সে অতিকথনটা ইচ্ছাকৃত ভাবেই করা হয়েছিল।
অনশন মঞ্চে বিজেপি নেতাদের উপস্থিতি প্রসঙ্গে লিবারেশনের কি অবস্থান ছিল কিংবা জমি আন্দোলনের নেত্রী কথিত "গুন্ডা, মির্জাফর" শুভেন্দুর সঙ্গে হাত মিলিয়ে লিবারেশনের সদস্যরা নন্দীগ্রামে কি করছিল সে প্রসঙ্গে এই ইতিহাসবিদ দু এক পহা দেবেন নাকি?
এই লেখক কি এখন সাত হাত গর্তের নীচে লুকিয়ে অছেন? কে জানে, সকলেরই তো কিষেণজী হয়ে যাওয়ার ভয় থাকে।
যারা নিজের নামে লিখতে পারে না বছরের পর বছর, লগ ইন করতে পারে না, তারাও কোন লেখক কত হাত গর্তের নিচে তার হিসেব নিচ্ছে। হইত্য হেলুকাস! বিসিত্র।
PT | 203.***.*** | ২১ মার্চ ২০২১ ১৫:১৩103938কোন উত্তর নেই, যুক্তিও নেই। নেহাৎই আমড়াগাছী।
গাছি।
প্রশ্ন ফর্মুলেট করতে শিখতে হবে। আদোর বাদোর বলে শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলেই প্রশ্ন হয় না রে বাবা।
PT | 203.***.*** | ২১ মার্চ ২০২১ ১৬:০৮103940ধন্যবাদ। আমি নাহয় আপাততঃ বাংলা বানান শিখি। আপনি বরং সে সুযোগে রাজনৈতিক বোধ তৈরি করে তারপরে রাজনীতির আলোচনায় আসুন।
রাজনৈতিক বোধ? ও আপনার নেই। আপনি ট্রোল। আমি নই।
PT | 203.***.*** | ২১ মার্চ ২০২১ ১৯:৪৯103950নন্দীগ্রামের গুলীর আলোচনাতে যিনি প্রমোদ দাশগুপ্তকে টেনে এনে খিল্লি করেন তাঁর রাজনৈতিক সচেতনতা ও বোধের সঙ্গে পাল্লা দেওয়ার মত ধৃষ্টতা আমার নেই।
নমস্কার।
dc | 122.164.***.*** | ২১ মার্চ ২০২১ ২১:৪১103951আমার একটু সন্দেহ হচ্ছে, পিটিদা সত্যি সত্যি একটু মেনটালি ডিসব্যালেন্সড না তো? মানে এরকম নির্লজ্জ কাউকে তো সচরাচর দেখা যায় না, তাই আর কি। বাট এনিওয়ে, পসন্দ আপনা আপনা।
PT | 203.***.*** | ২৩ মার্চ ২০২১ ০৯:৩২103975গ্রাউন্ড জিরো থেকে এমন খবরও এসেছিল। এর সত্যতার দায় কে নেয়?
A month ago two groups from the Jomi Bachao Committee surrounded our house. They started abusing us, saying, "These are cpi-m people, break their houses." They set our house on fire and and beat my husband so badly that he can't get up. We have been living at the cpi-m camp in Khejuri since then. We don't want to give our land either. We should be fighting as one, but now they are destroying our homes. They told us we had to put up black flags. We didn't. We have voted cpi-m for generations. They take care of us. Now we live in fear. In the past month, committee men have raped six women, four have died."
https://www.downtoearth.org.in/news/testimonies-from-nandigram-5769
L. Basu | 139.99.***.*** | ২৯ মার্চ ২০২১ ০৭:৪৬104181কি দাদা ? কুমীরগুলো কেমন আছে?
PT | 203.***.*** | ২৯ মার্চ ২০২১ ০৯:৪৭104183হইত্য সেলুকাস। কি বিসিত্র এই সব ধান্ধাবাজ বুদ্ধিgbরা!!
কি দাঁড়াল | 165.225.***.*** | ২৯ মার্চ ২০২১ ১৯:৪৭104254তাহলে কি দাঁড়াল? সৌমিত্র বসু প্লান্টেড ছিলেন না উনাকে যারা গপ্পোগুলান বলল তারা অধিকারিদের প্লান্টেড ছিল, নিউজে খবর খাওয়ানোর জন্য?
রামো বামো! | 2402:3a80:a24:6744:0:46:3b38:***:*** | ২৯ মার্চ ২০২১ ১৯:৫১104255এহেহেহে, রাম রাম, থুড়ি রাম বাম! আবার প্রমাণিত হল, এরা কতবড় মিথ্যাবাদী!! না জেনে ভুল বা ভুয়ো তথ্য ছড়ানো একরকম, জেনেশুনে ছড়ালে? যাঁরা সেটা করলেন, তাঁরা কী?
মমতা তো শুনি বারবার বলছেন, সিপিএম এর সঙ্গে যোগসাজোশের কথা। যারা গুলি মেরেছিল, সিপিএম এর লোকজন, হার্মাদ লোকজন, সিপিএম এর ক্যাডাররা পুলিশের ড্রেস পরে, হাওয়াই চটি পরে গুলি চালিয়েছিল, সেই কথা বলেছেন। সে কথা তো অনেকদিন ধরেই বলে আসছেন হার্মাদবাহিনী মেরেছে। আর জুড়েছেন, সেই লোকজনকে অধিকারীরা ঢুকতে দিয়েছিল। সিপিএম কে শুভেন্দু অধিকারী ডেকে এনেছিল। পুলিশকে ডেকে এনেছিল। সাজানো পুলিশদের ঢুকতে দিয়েছিল। শুভেন্দু কোন আন্দোলনই তখন করেনি, সেটা বলেছেন। সেইজন্য সিপিএম আর সবার বিরুদ্ধে কেস দিয়েছিল, শুভেন্দুদের বিরুদ্ধে একটিও কেস দেয়নি।
সেটা বুদ্ধবাবু জানতেন, সেকথাও বলেছেন। উনি এখন রাজ্যের সিএম, কোথায় কী হচ্ছে জানেন, সিএম কি জানতে পারেন সেটা বলেছেন।
আরো নানা জায়গায় অধিকারীর সঙ্গে সিপিএম সেটিং এর কথা বলছেন।
কেন কেস করা যায়নি, সিবিয়াই আসায়, তাও বলছেন।
আনন্দবাজারের রিপোর্টিং ও ঠিক নেই।
নিন, যাঁরাই এখানে আসবেন, ভাল করে শুনে নিন নিজেদের কানে। সিপিএম এর এইসব লোকজনের মিথ্যাচার আরেকবার নিজের কানে শুনুন, নিজের চোখে দেখুন!
https://www.facebook.com/watch/?v=558809755038084
এখানেও শুনুন,
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/472297554182832/
S | 2405:8100:8000:5ca1::1b:***:*** | ২৯ মার্চ ২০২১ ২৩:০৮104263দিদি এতকথা জেনে শুনেও অধিকারীদের এমপি এমেলে বানালো। উল্টে তদন্ত বন্ধ করে দিলো।
S | 2405:8100:8000:5ca1::10a:***:*** | ২৯ মার্চ ২০২১ ২৩:২৩104267অজীব জানোয়ার হ্যায়। কিতনা ভি খায়ে, ভুখা হি রহতা হ্যায়।
আজীব চিজ হ্যয় ইয়ে মগরমছ ...
S | 2405:8100:8000:5ca1::24:***:*** | ৩০ মার্চ ২০২১ ০১:৪৪104277
নন্দীগ্রাম | 188.148.***.*** | ৩০ মার্চ ২০২১ ০২:৫৫104280আসলে কিছুই হয়নি নন্দীগ্রামে।
Rajib sarkar | 115.187.***.*** | ৩০ মার্চ ২০২১ ০৯:০১104294গুলবাজির আরজায়গা পায়না l
শুভ দেবরায় | 223.223.***.*** | ৩০ মার্চ ২০২১ ১৬:২৮104301
এগুলো এখানে আসবেনা?
<a href="https://postimages.org/" target="_blank"><img src="
alt="received-716765702355485"/></a><br/><br/>
<a href="https://postimages.org/" target="_blank"><img src="
alt="received-738676337019933"/></a><br/><br/>
Kamal Chakrabarty | ০২ এপ্রিল ২০২১ ১০:০৩104397নন্দীগ্রাম নিয়ে বিকল্প ইতিহাস তৈরী করা অত্যন্ত জরুরি। রানা আইয়ুবের গুজরাট ফাইলসের আদলে। তা নাহলে বর্তমান/ প্রাক্তন শাসকগোষ্ঠী তাদের মতো করেই ইতিহাস রচনা করবে।
দু | 47.184.***.*** | ০৩ এপ্রিল ২০২১ ০৩:৪০104421
Binamra | 2405:201:9007:c0cd:e195:2a18:ba6:***:*** | ১৪ মার্চ ২০২৩ ১৫:৫৮517385
সৌরভ | 2409:40e0:1001:455a:8000::***:*** | ১৪ মার্চ ২০২৩ ১৬:০৩517386