ডক্টর পার্থ উবাচ ---
"হিন্দু, মুসলমান সব ধর্মের শ্রমিকরাই উত্তরকাশীর সুড়ঙ্গ খোঁড়ার সময়ে আটকে পড়েছেন, এবং তাঁদের জীবন বিপন্ন। কেন এভাবে তাঁদের বিপদে পড়তে হলো? কারণ, মোদী ও আরএসএস-বিজেপির মগজধোলাই চারধাম তীর্থস্থান নির্মাণ করার প্রকল্পে এখানে এমার্জেন্সি এক্সিট, অর্থাৎ আপৎকালীন বহির্গমনের ব্যবস্থা রাখা হয়নি। রাখা হলে এভাবে তাঁরা দীর্ঘদিন ধরে আটকে থাকতেন না।"
এবার একেবাড়ে ওপরের লেখা দেখুন আপনি কিন্তু কোথাও "মুসলমান " শব্দটি পাবেননা। কি পাবেন "হিন্দু অশিক্ষিত ও ধর্মান্ধ" এরপর
"ধর্মান্ধতা ও বিজ্ঞানবিরোধিতায় ইসলামী ও অন্য ধর্মের ইডিয়েটরাও পিছিয়ে নেই। না না, তাদের সম্পর্কে বিন্দুমাত্র সফ্ট কর্নার আমার নেই" -- যদিও এদের বিরুদ্ধে শুধু ওয়ান লাইনার ছাড়া ওনার প্রোফাইল ঘেঁটে খুব বেশী কিছু আপনি পাবেননা, পেলেও সেখানে লাইকের সংখ্যা খুব কম। ওনার কাস্টমাররা ইসলামের সমালোচনা যে নেবেননা এইটা ডক্টর পার্থ কিন্তু জানেন।
এরপর প্রসঙ্গে ফিরি, শ্রমিকরা উদ্ধারের পরে পার্থ দা তার লাইন আস্তে আস্তে পরিবর্তন করছেন "হিন্দু, মুসলমান সব ধর্মের" কথা তাই এসেছে, শুধু মোদী আর আরএসএস সব সময়ই ধ্রুবক।
আরো পার্থ উবাচ
"সবাই শান্তিতে বাঁচতে চায়। কেউ ঝগড়াঝাঁটি, মারামারি, ঘৃণা, অসভ্যতা, বর্বরতা এসব চায়না। সর্বক্ষণ উত্তেজনা নিয়ে কেউ বাঁচতে চায়না। সে আমেরিকাতেও নয়, ভারতেও নয়, বাংলাদেশেও নয়।"
কিন্তু ইজারইলে হামাস যা করলো তখন কিন্তু এই শান্তির কথা আসেনি। এসেছিল ওরানাকি নিপীড়িত তাও বেশি কদিন চেপে থাকারা পর। পৃথিবীটা তো শুধু আম্রিগা আর ভারত নয়, মধ্য প্ৰাচ্যের দিকে তাকান "মারামারি, ঘৃণা, অসভ্যতা, বর্বরতা" কিছু কি আপনার চোখে পড়ে ? আসলে বুঝলেন পয়সা এমন জিনিস কোন কিছুকেই চোখে পড়তে দেয়না ;-)
পার্থ বাবু আপনি যা লিখছেন এ সব কিন্তু একটা বিশেষ প্রোপাগান্ডারই অংশ, যতই চিৎকার করুন ধরা আপনি খাবেনই :-)