
সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
সৌম্যদীপ রায় | 223.233.***.*** | ২৮ জুন ২০২০ ১০:৫১94675গুরু। কি লিখেছেন। একেবারে সমর্থন।
dc | 103.195.***.*** | ২৮ জুন ২০২০ ১০:৫৪94677কুটেকুটে ভরে দেওয়া হয়েছে বাঙালিয়ানা, তবুও ভালো লাগাতে পারেনি।
এর চাইতে "চমন বাহার" ভালো লেগেছে।
র২হ | 49.37.***.*** | ২৮ জুন ২০২০ ১১:৩৩94679অখাদ্য জঘন্য ভয়াবহ সিনেমা, দুবারের চেষ্টায় দেখতে পারিনি, মনে হচ্ছিল সিনেমাটা তোষকের তলায় টাকা আর আমি পরমহংস। প্রথমেই ওই পোষাকের ব্যাপারটা। মনে হয় এসব ইচ্ছে করেই করে, না হলে এতটা না জানার কথা তো না।
কিন্তু হিন্দি নিয়ে সমস্যাটা বুঝলাম না। হিন্দি সিনেমায় তো হিন্দিই বলবে! তেলুগু হলে নিশ্চয় তেলুগু বলতো। এই যে বাংলা যাত্রাপালায় চেঙ্গিজ খান থেকে হিটলার সবাই বাংলা বলে।
S | 2a00:1298:8011:212::***:*** | ২৮ জুন ২০২০ ১২:৫১94681শুধু বাঙালি নারী ব্লাউজ পরেছে বললে পুরোটা বলা হবে না, বাঙালি বিধবা পর্যন্ত ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছিল সিনেমা জুড়ে!
এসডি | 182.65.***.*** | ২৮ জুন ২০২০ ১৬:২৬94683নায়ক কে দেখলাম দেওয়াল থেকে ধুলো পড়া একটা ফ্লিন্টলক মাস্কেট নামাল তার সাথে আবার কার্ডবোর্ডের বাক্স থেকে একমুঠো ফুল মেটাল জ্যাকেট ব্রাস কার্টিজ ও নিল। আমি ভাবলাম গুলি দেখেই হয়ত শাকচুন্নি মরে যাবে। বা হয়ত মাস্ক সিনেমার মতন মুখে গুলি ভরে দুম দুম করে ফায়ার করবে। ও হরি সে তো দেখলাম মাজল লোডিং গান এ ব্রিচ লোডিং কার্টিজ পুরে শাকচুন্নি এর কোমরের খাজে গুলি করল। মাইরি বলছি এরপর সত্যিই মনে হচ্ছে আমিও করোনা এর ওষুধ আবিষ্কার করত পারব।
Indrani Chattopadhyay | 122.17.***.*** | ২৮ জুন ২০২০ ১৬:২৯94684জঘন্য সিনেমা। জমিদার বাড়ির বৌ বিড়ি খায়? তাও কারোর এঁটো! এরকম আরো অনেক বলার আছে। কোনো রিসার্চ এর বালাই নেই। কাল কে ধরার কোনো প্রচেষ্টা নেই।
সৌরভ চক্রবর্তী | 116.206.***.*** | ২৮ জুন ২০২০ ১৬:৪৯94685একদম ঠিক বলেছেন। এদের রিসার্চের প্রয়োজন পড়েনা। মার্কেটিংটাই আসল এদের কাছে। কে কেমন গিলবে সে সবেই এদের মাথা ব্যাথা।
সিদ্ধার্থ চক্রবর্তী | 223.233.***.*** | ২৮ জুন ২০২০ ১৮:২১94686হিন্দি সিনেমার চরিত্ররা হিন্দিতে কথা বলবে সেটা স্বাভাবিক। বাকি যা কথা আপনি বলেছেন তা খুবই সত্যি। ভাবলে হতাশ লাগে। কিন্তু এই দায় মূলত বাঙালির। সে নিজে নিজের ক্ষমতায় নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারছেনা।
Minute 10 er por ar parlam na.. Puro movie ta dekhe ei review lekhata jothesto dhoirjer porichoy dey.. Bravo.
ঐশিক সেন | 42.***.*** | ২৮ জুন ২০২০ ২০:১১94691পোশাক বা গান যুগোপযোগী নয়, এটাই কি একটা সিনেমার অশ্ব ডিম্ব তকমা পাওয়ার criteria? তাহলে তো বহু হলিউড সিনেমাও একই দোষে বাজে সিনেমা, অস্কার পাওয়া সিনেমাও।
Great dictator হয়ে enemy at the gates, এমনকি হালের jojo rabbit এ ও জার্মান, রাশিয়ান রা স্বচ্ছন্দে ইংলিশ এ কথা বলেছেন। ওতে কি প্রমান হয়? সিনেমাগুলো বাজে?
সিনেমাটা আমারও ভালো লাগেনি খুব একটা। কিন্তু সেটা চিত্রনাট্যের গতি এবং অতিসরলিকরন এর জন্য, আপনার উল্লেখিত বিষয়গুলি বড়জোর টেকনিক্যাল ত্রুটি হিসেবে বিবেচিত হবে, সিনেমা ভালো না মন্দ সেটা দিয়ে বিবেচিত হয় না।
পারমিতা | 1.23.***.*** | ২৮ জুন ২০২০ ২৩:৩৭94693
সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৯ জুন ২০২০ ০০:৩৫94696
r2h | 2401:4900:314d:83dd:e441:ff10:1304:***:*** | ২৯ জুন ২০২০ ০০:৫৮94698
নামে কি আসে যায়। | 84.58.***.*** | ২৯ জুন ২০২০ ০৩:২১94699অনুরাগ কাশ্যপ এই শতকের সেরা সিনেমা বলেনি। বলেছে কোন পরিচালকের প্রথম বানানো সিনেমাগুলোর মধ্যে সেরাগুলোর একটা। টেলনিক্যাল ভুল। আমি সিনেমাটা দেখিনি। দেখবো।
নামে কি আসে যায়? | 84.58.***.*** | ২৯ জুন ২০২০ ০৩:২২94700*টেকনিক্যাল ভুল।
S | 69.146.***.*** | ২৯ জুন ২০২০ ০৩:৪৪94701
a | 59.102.***.*** | ২৯ জুন ২০২০ ০৪:৪৯94704
সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৯ জুন ২০২০ ০৪:৫৮94705
S | 2620:7:6001::***:*** | ২৯ জুন ২০২০ ০৫:৪৩94706
Atoz | 151.14.***.*** | ২৯ জুন ২০২০ ০৫:৫৮94707
rivu | 66.199.***.*** | ২৯ জুন ২০২০ ০৮:২৭94708আমি সিনেমাটা দেখেছি, খুব ভালো খারাপ কিছুই লাগেনি, প্রেডিক্টেবল এন্ড। কিছু কিছু সিন এর ট্রিটমেন্ট ভালো লেগেছে।
সৈকতদার সমস্যা বোধ হয় দুটো: টেকনিক্যাল ভুল আর ভাষাগত। সেদুটো দুতিন লাইনেই লিখে দেওয়া যেত, এক পাতা না হ্যাজালেও চলতো মনে হয়। গানের ব্যবহার এর যুক্তিটা অত্যন্ত খাজা: রবীন্দ্রসংগীত বা কলঙ্কিনী রাধা ব্যবহার করা হয়েছে তো কি এসে গেলো? মুঘল এ আজম সিনেমায় যে গান সেই সময়ে ওই হিন্দি প্রচলিত ছিল নাকি?
গুরুতেই সিনেমার রিভিউ পড়েছি সব চরিত্র কাল্পনিক, সিনেমার থেকে ভালো লেগেছিল। এই রিভিউটা খানিকটা উল্টো পথে গেলো: অনেস্টলি লেখাটায় আরেকটু ম্যাচিউরিটি আশা করেছিলাম। শট এর আলোচনা, রং এর ব্যবহার, মিউজিক (গান নয়) এর ঔচিত্য। মানে খাজা লাগলো তাই খাজা এতো যেকেউ বলতে পারে, সৈকত বন্দ্যো কে ব্লগ খুলে লিখতে হবে কেন।
dc | 64.62.***.*** | ২৯ জুন ২০২০ ০৮:৩৫94709
S | 2405:8100:8000:5ca1::58:***:*** | ২৯ জুন ২০২০ ০৯:২৬94710
dc | 103.195.***.*** | ২৯ জুন ২০২০ ০৯:৫৪94711
S | 2405:8100:8000:5ca1::86:***:*** | ২৯ জুন ২০২০ ১০:১৮94712
r2h | 49.37.***.*** | ২৯ জুন ২০২০ ১০:৩৭94713
r2h | 49.37.***.*** | ২৯ জুন ২০২০ ১০:৩৯94714
dc | 103.195.***.*** | ২৯ জুন ২০২০ ১০:৫৫94715