
সম্বিৎ | ৩১ মার্চ ২০২০ ১২:৪৫91904বাহ, সম্বিৎ বাবুর ঝুলিতে আরেক শৈশব কথনের আভাস পাচ্ছি যেন, এটি কোথাকার ঘটনা? নতুন করে বিস্তারিত লিখবেন? অনুরোধ রইলো।
সম্বিৎ | ৩১ মার্চ ২০২০ ১২:৫৯91907
শক্তি | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:৪৫91912
শক্তি | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:৪৫91911"সদ্য শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকেই খুশি করতে চাই, একদিন নেপথ্যে শুনলাম শ্বশুর মশাই মাকে বলছেন আমাকে ঘোল খাওয়াও, কেন কখন না বুঝেই একগ্লাস দইএর শরবত হাতে হাজির হয়ে কি কেলেঙ্কারি ।"
শক্তি দিদি,
কি কাণ্ড! শেষে নতুন বউ সবার সামনে ঘোল খেয়ে গেল! হা হা হা....
আর ঠিকই বলেছো, কাউকে মাঠা খাওয়ানো যায় না, ঘোলই খাওয়াতে হয়। স্পেশাল মাঠার নানান নামের আড়ালে আদি করপোরেট বুদ্ধি আছে বোধহয়।
প্রতিভা দি,
না না, এই আদি রেসিপিতে চিনি একদম চলবে না, শুধু লবন, বিট বা খনিজ লবন হলে আরো ভাল। আর দই হবে কম, পানির পরিমান বেশি।
লবনের বদলে চিনি দিয়ে দই বেশি করে সরবত করলে এপারে তাকে লাস্সি বলে। ইউটিউবের শেষাংশেও তাই বলা আছে।
পাঠের জন্য ধন্যবাদ। মাঠা কিন্তু খাওয়ানো যায় না, ঘোলই খাওয়াতে হয়, শক্তি দি মনে করালেন। :)