এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আমি যদি মুখ্যমন্ত্রী হতাম

    Argha Bagchi লেখকের গ্রাহক হোন
    ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ৪০৯ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • আমি যদি মুখ্যমন্ত্রী হতাম তাহলে প্রথমেই আমার নাম রাখতাম বমতা মন্দোপাধ্যায়। তার আগে আমি টা-টা না বলে বাই-বাই বলা রপ্ত করতাম। অনেক দাম দিয়ে সাধারণ জামাকাপড় কিনতাম, যাতে আমি জনসাধারণের একজন হয়ে সততার সাথে কাজ করতে পারি। আমার হাসিমুখটা ভেঙচি কাটার মত দেখতে হলেও পরোয়া না করে হাসি হাসি মুখেই ছবি তুলতাম। আর অবশ্যই গুগল অনুবাদকের সাহায্যে বিভিন্ন ভাষায় কবিতা লিখতাম, লোকে সেটাকে ছড়া বললেও আমার কানে ঢুকত না। কেননা আমার জন্য আমিই পুরস্কার ঘোষণা করিয়ে আমিই স্টেজে গিয়ে তা গ্রহণ করে পুরস্কার দাতাদের ধন্যবাদ জানিয়ে বলতাম, এবার আমার গান পেয়েছে, এবার আমার ছবিও পেয়েছে। আপনারা তৈরি থাকুন। খালি বাজনা পেয়েছে বলতাম না, কেননা নিজের ঢাক অন্যদের দিয়ে বাজানোর ক্ষমতা আছে বলেই তো আমি নাম নিতাম বমতা।

    ওহো, ওই শব্দটা ডিকশনারিতে নেই বুঝি? আমি সংসদকে বলে দেব, ওরা ঢুকিয়ে নেবে। পুরনো পুরনো শব্দ দিয়ে আর কতদিন চলবে? বাংলা নিজের বদল চায়। আমি হাকিমের নাম বদলে করতাম ববি আর হুকুমের নাম বদলে করতাম অনুপ্রেরণা। আমি সবাইকে বলতাম আমার অনুপ্রেরণায় সব কাজ করতে। আমি যা করি সেটা নিয়ে না ভেবে আমি যা বলি সেটা নিয়ে সকলে ভাবত। আমি সকলকে বিনাপয়সায় বিরিয়ানি খাওয়াতাম, শিল্পপতিদেরকে তেলেভাজা আর শিল্পীদেরকে ঘোল। এর জন্য কাউকে আলাদা করে টাকা দিতে হত না, বাংলার ফ্ল্যাটে ফ্ল্যাটে খাটের তলায় টাকার পাহাড় বানিয়ে রাখতাম।

    একদিন নিজের গদি বাঁচাতে নিজেই নিজের বিরুদ্ধে ধর্নায় বসতাম। আমি বোকা নই, আমি সব বুঝি। সব খবর আমার কানে আসে। আমি থ্রেট আর সিন্ডিকেট শব্দের মানে না জানলে সাংবাদিকদের জিজ্ঞাসা করে নিতাম, তাতে আমার সঙ্কোচ নেই, সবাইকে সব জানতেই হবে এমন কোনো কথা নেই। যারা মনে করে তারা সব বোঝে, তারা চৌত্রিশ বছরের কিছু বুঝতে পারেনি, চোদ্দতলার কি বুঝবে। ওসব কথা আমায় বলে লাভ নেই।

    আমি যদি মুখ্যমন্ত্রী হতাম, তাহলে কালীঘাটের বানান কালিঘাট করে দিতাম। সরণী সরিয়ে সেরেছে করে দিতাম। যেসব জায়গায় ধর্ষণের মত ঘৃণ্য কাজ হত, সেগুলো সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে দিতাম। দুর্ঘটনা স্থলই যদি না থাকত, দুর্ঘটনা ঘটারও সুযোগ থাকত না। এই যে শহরের বুকে এত বড় বড় জঙ্গলে ভরা অন্ধকার ট্রাম গুমটি, এগুলো সব সম্ভাব্য দুর্ঘটনাস্থল। আমি সেগুলোকে উড়িয়ে দিয়ে ঝলমল করে দিতাম। গাছের আড়ালে কি কি অসামাজিক কাজ হয় আপনারা জানেন না? আমি সব গাছ রাতারাতি কাটিয়ে বেচে দিতাম। না রহেতা বাঁশ, না বাজেগা বাঁশি, ওইরকম কি একটা কথা আছে না। আমি আবার হিন্দিটা জানলেও পাবলিকলি বলতাম না, ওটার একটা আলাদা সেন্টিমেন্ট আছে। সাউথে আছে, ওয়েস্ট বেঙ্গলেও আছে। আমাদের এখানেও আছে।

    আমি সরাসরি সম্প্রচারে স্বচ্ছতা বজায় রেখে মন্ত্রিসভাকে অনুপ্রেরণা দিতাম। কিন্তু যারা আন্দোলন করে, তারা আমার ভাইবোনের মত। তাদের সাথে ঘরোয়া কথা আলোচনার জন্য কক্ষনো সরাসরি ক্যামেরার ব্যবস্থা করতাম না। আইন আইনের জায়গায়, প্রোটোকল প্রোটোকলের জায়গায়। আর ভালবাসা ভালবাসার জায়গায়। আমরা একসাথে চা খেতাম, আর সবাই পটাপট ছবি তুলে আমাদের প্রাইভেসি নষ্ট করত, এসব আমি এক্কেবারে সহ্য করতাম না।

    পুজোর সময় কোন আন্দোলনকে আমি মানতাম না। জনগণকে উৎসব করতে কেউ বাধা দিলে আমি দলদাসদের বলতাম অবিলম্বে সবাইকে মিষ্টি কথায় বুঝিয়ে দিতে, যে আমার রাজ্য থ্রেট কালচারের জায়গা নয়। আমায় বললে আমি তাদের হয়ে আন্দোলনে বসে যেতাম, কিন্তু তাদের উৎসব মাটি হতে দিতাম না। কেউ যদি সরকারের অনুদান না চাইত, সেটা পুলিশের ব্যাপার, পুলিশ দেখে নিত।

    সকলের মত আমিও চাইতাম, আমার রাজ্যে শিক্ষা ব্যবস্থা যেন অবিলম্বে শিক্ষিত হয়, স্বাস্থ্য ব্যবস্থা যেন অবিলম্বে সুস্থ হয়, সুরক্ষা ব্যবস্থা যেন অবিলম্বে সুরক্ষিত হয়ে ওঠে। কিন্তু এই সবই আমি করতে পারতাম,  যদি আমি মুখ্যমন্ত্রী হতাম। অথচ আমি মুখ্যমন্ত্রী হতে পারব না, কেননা আমি আমার নাম এখনো বমতা মন্দোপাধ্যায় রাখিনি। এবং, আমার একজোড়া সাদা হাওয়াই কেনার সামর্থ্যও নেই।

    [বি: দ্র: যিনি লিখেছেন তিনি দীপ্তেন্দ্র কুমার সান্যাল বলে কাউকে চেনেন না]
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:75b0:69fa:a1d3:***:*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:০১538080
  • ইশ আমি যদি মুখ্যমন্ত্রী হতাম তাহলে প্রথম দিনেই আমার ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার কোটি টাকা ট্রান্সফার করে নিতাম। কিকরে করতাম? সেসব কায়দা সব রাজ্যের মুখ্যমন্ত্রীরই জানা আছে, কাজেই কোন একজন মুখ্যমন্ত্রীকে ফোন করে জেনে নিতাম। দ্বিতীয়দিন রিজাইন করতাম। তৃতীয়দিন পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়তাম। হায়, কবে যে মুখ্যমন্ত্রী হবো! 
  • কালনিমে | 103.244.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৬538083
  • দীপ্তেন স‍্যান‍্যাল মানে অচলপত্রের? দুঃখিত - এই লেখা কোনভাবেই সেই পর্যায়ে যেতে পারেনি - সত‍্যি বলতে it's not even funny.
  • Argha Bagchi | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৪538093
  • @dc - ধন্যবাদ। আশা করি আপনার পৃথিবী ঘোরার স্বপ্ন সত্যি হোক, মুখ্যমন্ত্রী না হয়েই।
     
    @কালনিমে - ধন্যবাদ। আহা, আমি যদি অচলপত্রের দীপ্তেন সান্যাল হতাম, তাহলে আমাকে ফানি বলার জন্য আপনার বুদ্ধিশুদ্ধি নিয়ে সংশয় প্রকাশ করতাম। দী কু সা ফানি হলে চার্লি চ্যাপলিনকেও কমেডিয়ান বলতে হয়। এবং জি বি এস কে ভাঁড়। যাই হোক, বর্তমান লেখাটি যে ফানি নয়, সেটা বুঝতে পেরেছেন দেখে ভাল লাগল।
  • Sanjib | 2405:201:8024:7856:ec11:3f38:9bf9:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১০538127
  • আমি মুখ্যমন্ত্রী হলে আর কোনো মন্ত্রীই রাখতাম না। সব মন্ত্রক আমার হাতে। তাতে সরকারের খরচ বাঁচতো! আর আমার পকেট ..ও হ্যাঁ, তখন চাইলেই আমি আমাকে পদত্যাগ করার আদেশ দিতাম আর ওই মন্ত্রক মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কাছে নিয়ে নিতাম। 
    আমি মুখ্যমন্ত্রী হলে সব ঝামেলা কমিয়ে দিতাম, বালি, পাথর, ইঁট সব কিছুর মন্ত্রক থাকতো। ঘুরিয়ে ফিরিয়ে নয়, ওখানে সোজাসুজি ফেলো..মাখো তেলের ব্যবস্থা থাকতো। 
    আমি আমার রাজ্যে আলাদা একটা CBI গঠন করতাম। তারা বছরের পর বছর শুধু তদন্ত করে যেতো।.. 
  • :|: | 174.25.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৯538128
  • এরম একটি দুটি লেখা জ্যোতি বুদ্ধ যোগী এদের নিয়েও লিখতে পারেন অথবা আমি যদি পোধানমন্তিরি হতাম তেমন কিছুও চলবে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন