এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  রাজনীতি

  • এবারের বাজেটে শিল্পপতিদের কত লক্ষ কোটি টাকা দেনা মকুব হবে?

    Debasis Sarkar লেখকের গ্রাহক হোন
    আলোচনা | রাজনীতি | ২৮ জানুয়ারি ২০২৫ | ৩০৪ বার পঠিত
  • একথা বোঝার জন্য বিএ, এমএ পাস করতে হয় না যে এবারের বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে কি বাড়বে সেটা নির্ভর করে সরকারের সদিচ্ছার ওপরে।

    সাধারণত দেখা যায় প্রতিটি কর্মচারী তার মালিকের প্রতি কৃতজ্ঞ থাকেন তাই মালিকের উন্নতিসাধন তাঁর পবিত্র কর্তব্য বলে মনে করেন। মাসে চার লক্ষ টাকারও বেশি বেতন,সরকারি বাংলো, যেখানে খুশি যাওয়ার জন্য প্লেন ভাড়া, দেশের সর্বোচ্চ হাসপাতালে সপরিবারে চিকিৎসার সুবন্দোবস্ত, রোজ বিনামূল্যে দুপুরের এলাহি খাবার, অপরিমিত তেল সহ অত্যন্ত দামি চার চাকার গাড়ি, কেউ যাতে টিকিটিও ছুঁতে না পারে সেজন্যে পাশে সর্বক্ষণের সজাগ প্রহরী, মাত্র পাঁচ বছরের কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও মাসে মাসে মোটা টাকা পেনশন, ইত্যাদি প্রভৃতি যে কর্মচারীদের জন্য বরাদ্দ থাকে তিনি তো তার নিয়োগকর্তা/দের জন্যে জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি থাকেন।

    আমরা তো আশা করতেই পারি আমাদের এমএলএ, এমপিরা এত কিছু প্রাপ্য সুযোগ-সুবিধার কৃতজ্ঞতা হিসেবে তাদেরকে যাঁরা নিয়োগ করেছেন অর্থাৎ সাধারণ ভোটদাতাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন সারা জীবন ধরে।

    বাস্তব চিত্রটি দেখুন -- কেন্দ্রীয় সরকার মাত্র কয়েকজন হাতে গোণা শিল্পপতির জন্য রাজকোষ খুলে রেখেছেন। হ্যাঁ! 'চুঁইয়ে পড়া অর্থনীতি'র (trickle down economics) সূত্র অনুযায়ী একেবারে নিচের তলায় কিছুই কি আসেনি! এসেছে। মিড ডে মিলে তাই সমস্ত অনাহারক্লিষ্ট ছেলেমেয়েগুলির জন্য প্রতি দিনের খাবারের বরাদ্দ ১৫ পয়সা করে বাড়ানো হয়েছে! সরকারের কৃতজ্ঞতা সেই সমস্ত শিল্প-গোষ্ঠীগুলির প্রতি যারা পার্টি ফান্ডে বড় রকমের অনুদান দিয়েছেন। কেন জানি আমাদের মনে হয়, ধনী আর গরিবের মধ্যে ফারাক বাড়ুক এটাই এই সরকারের চাহিদা। প্রাপ্ত পরিসংখ্যানগুলি দেখুন --

    (১) গত এক দশকে ভারতে একশ কোটি টাকার বেশি সম্পত্তির মালিকের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে -- ১০৩ জন
    (২) ভারতে এখন ২২১ জন বিলিয়নেয়ার আছেন। (মনে করিয়ে দিই -- ১০০ কোটিতে ১ বিলিয়ন )
    (৩) নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি হিসেবে পরিচিত একজনের সম্পত্তি বেড়েছে ১৪৪%

    ২১.১১.২২ তারিখে এই হিসাব জানিয়ে দিয়ে The Economic Times জানাচ্ছে গত এক বছরে তার সম্পদ বেড়েছে ১৬১২ কোটি টাকা! পণ্য, ভেষজ তেল, আটা বেচতে বেচতে তিনি এখন কয়লাখনি, বন্দর এবং বিদ্যুৎকেন্দ্র তৈরি ও পরিচালনা করছেন। দৈবভাবে যার জন্ম এরকম ঈশ্বরপুত্র একজন মানুষের হাত যদি পিঠে থাকে তাহলে আটা সয়াবিন বেচতে বেচতে দেশের কয়লাখনি কেনা ও বেচা যায়! এক দশকে তার চুয়াত্তর হাজার কোটি টাকা ব্যাঙ্ক ঋণ সরকার মকুব করে দিয়েছে। কিন্তু দেশের ১১ কোটি ৮০ লাখ স্কুল ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের জন্য টাকা নেই সরকারের! তাই চাল ডালের দাম বাড়লেও অনেক টালবাহানার পরে সরকার মিড ডে মিলের জন্য ৬৬০ কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে। হঠাৎ প্রতিটি ছাত্র-ছাত্রীর পিছনে বছরে ৫৫ টাকা, হিসাব করলে দেখা যায় মিল পিছু মাত্র ১৫ পয়সা করে বাড়িয়েছে সরকার। চুঁইয়ে পড়া অর্থনীতির তত্ত্ব কি এইরকম কথাই বলে! এই সরকারের কাছ থেকে আপনি আর কি আশা করতে পারেন!

    অন্ন্নোদয় যোজনার চালা আটা পান ৮০ কোটি মানুষ। এ ছাড়া অনেক স্কিমে সরকারকে সামাজিক কল্যাণের জন্য কয়েক লাখ কোটি টাকা খরচ করতে হয়। সরকারের বক্তব্য এর চাইতে আর বেশি কিছু করা সম্ভব নয়। তাদের লক্ষ উচ্চ আয়ের ৩০ কোটি ভারতীয় যাদের ক্রয়ক্ষমতা ইউরোপীয়দের সমান। বাকি ১১০ কোটি ভারতীয় তাদের কাছে শ্রেফ ভোটার মাত্র!

    তথ্য বলছে
    (১) দৈনিক ৩০ জন কৃষক এই দেশে আত্মহত্যা করতে বাধ্য হয়!
    (২) মাঝারি ও ক্ষুদ্র শিল্পের ৬৫ শতাংশ বন্ধ হতে চলেছে শুধুমাত্র ঋণ সহজলভ্য নয় বলে।
    (৩) ব্যাংকের থেকে নেওয়া কয়েক লক্ষ কোটি টাকা ঋণ শোধ না করে ২৯ জন গুজরাটি শিল্পপতি দেশ ছেড়ে চলে গেছেন। সেই ঋণ আর শোধ হওয়ার কোন উপায় নেই কারণ উপযুক্ত মর্টগেজ না রেখেই সেই ঋণ দেওয়া হয়েছিল। লোন দেবার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলির চেয়ারম্যানের কাছে কার ফোন এসেছিল সে অনুমান করা যেতেই পারে।
    (৪) এরকম পঞ্চাশজন ঋণ খেলাপির পায় ৬৮ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকের খাতা থেকে মুছে দেওয়া হয়েছে। ( written off ) এই তথ্য আর বি আই এর।
    (৫) Oxfam জানাচ্ছে সরকারি মদতে কর্পোরেট বান্ধব শিল্পনীতির সুযোগের ২০১৮ থেকে ২০২২ এর মধ্যে প্রতিদিন এদেশে ৭০ জন শিল্পপতি মিলিয়নেয়ার হয়ে উঠছেন। তাদের আয় বেড়েছে ৩৯% অন্যদিকে দরিদ্রদের আয় কমে গেছে আরো ২০%।
    (৬) চিকিৎসার খরচ মেটাতে গিয়ে সর্বহারা হয়ে গেছে এক বছরে সাড়ে পাঁচ কোটি পরিবার!
    (৭) ৯৭ কোটি মানুষ দু বেলা পেট পুরে খেতে পাচ্ছেন না!
    (৮) দশ শতাংশ উচ্চবিত্ত মানুষের হাতে দেশের ৭৭ শতাংশ সম্পদ!
    বাজেটে চাপানো হচ্ছে আমজনতার ওপর নানা রকম করের বোঝা আর নানা ছাড়, নানা প্রকল্প ও স্কিমের মাধ্যমে চলছে ধনকুবেরদের যে বিলিয়নেয়ার কর্পোরেট করে তোলার প্রক্রিয়া।
    (৯) গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৪ বলছে আফগানিস্তান এবং পাকিস্তানের চাইতে কিছুটা ভালো জায়গায় থাকলেও ভারতে খাদ্যের অভাব বাংলাদেশ নেপাল এবং শ্রীলংকার চাইতে অনেক বেশি।

    কদিন পরে অর্থমন্ত্রী নির্মলা শীতলারামন যে বাজেট পেশ করবেন তাতে ঋণ খেলাপিদের কত হাজার কোটি টাকা ব্যাংক ঋণ মুকুব হবে?

    কোটি টাকার প্রশ্ন এটাই।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ২৮ জানুয়ারি ২০২৫ | ৩০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন