এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ধারাবাহিক  রাজনীতি

  • কিষেণজি মৃত্যু রহস্য - পর্ব ১৪ 

    বিতনু চট্টোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ধারাবাহিক | রাজনীতি | ২১ জুন ২০২৪ | ৪৩৮ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • এনকাউণ্টার সিদু সোরেনঃ আইপিএস সুনীল কুমার 

    কীভাবে মাওবাদীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পিসিপিএ’র সদস্যরা, তার কয়েকটি ঘটনা আমাকে বলেন আইপিএস সুনীল কুমার। তার মধ্যে অন্যতম সিদু সোরেনের এনকাউণ্টার।
    ‘সিদু সোরেন তখন গোয়ালতোড়ের চার্জে। পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়া জেলার সীমানায় গোয়ালতোড়, সারেঙ্গা এবং আশপাশের জঙ্গলে সিদু সোরেনের নেতৃত্বে মাওবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে। ২০০৯ সালের লোকসভা ভোটের পর থেকেই লালগড়, গোয়ালতোড়, বিনপুরসহ আশপাশের পুরো এলাকা প্রায় মুক্তাঞ্চল হয়ে উঠেছিল মাওবাদীদের। ২০০৯ সালের জুন মাসে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় যৌথ অপারেশন হয়েছিল ঠিকই, কিন্তু তাতে জঙ্গলে ওদের প্রভাব কমানো যায়নি। বরং, বহু গ্রামে ওদের প্রভাব বাড়ছিল। ২০১০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত জেলা পুলিশ, সিআরপিএফ এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বহু জায়গায় অপারেশন করেছে। কিষেণজিসহ মাওয়িস্টদের অনেক প্রথম সারির নেতাকে নাগালের মধ্যে পাওয়াও গেছিল কয়েকবার, কিন্তু কিছুতেই সাকসেস আসছিল না। একদিক থেকে এটা ফ্রাসটেটিং। কিন্তু আমরা বুঝতে পারছিলাম, এই যে কাছাকাছি পৌঁছেও তেমন কাউকে ধরতে পারছি না, এতে ওদের কনফিডেন্স বেড়ে যাচ্ছে। ওরা আরও রেকলেস হচ্ছে। আরও বেশি করে আমাদের রেঞ্জের মধ্যে চলে আসছে। জানতাম, ধৈর্য ধরে পড়ে থাকলে যে কোনও দিন বড় সাকসেস পেয়ে যাব। সেই সময় আমরা স্ট্র্যাটেজিতেও কয়েকটা ইমপরটেন্ট বদল আনলাম।
     
    ২০০৮ সালের নভেম্বরে চিফ মিনিস্টার এবং সেন্ট্রাল মিনিস্টারের কনভয় অ্যাটাকের পর ডিস্ট্রিক্ট পুলিশ প্রথমেই অনেক লোককে অ্যারেস্ট করেছিল। যে কোনও বড় ঘটানাতেই প্রাথমিকভাবে এটা হয়। গভর্নমেন্ট প্রেশার থাকে, মিডিয়া প্রেশার থাকে। এই ক্ষেত্রেও ইনিশিয়ালি তখন যাদের অ্যারেস্ট করা হয়েছিল তাদের কারোরই কোনও ইনভলভমেন্ট ছিল না ওই ব্লাস্টের সঙ্গে। যারা শালবনি ব্লাস্ট প্যান করেছিল বা এক্সিকিউট করেছিল তারা কোনও সাধারণ গ্রামবাসী ছিল না। কিন্তু আসল লোককে না পেয়ে পুলিশ তখন সাধারণ কিছু লোককে, স্পেশালই যাদের অ্যান্টি সিপিআইএম ব্যাকগ্রাউন্ড আছে তেমন কিছু লোককে অ্যারেস্ট করে। অত্যাচারও করে তাদের বাড়ির লোককে বেছে বেছে। এতে পুলিশের সম্পর্কে মানুষের ধারণা খুব খারাপ হয়ে যায়। তারপর প্রায় পাঁচ-ছ’মাস পুলিশ ঢুকতে পারেনি লালগড়ে। তাই গ্রামের লোকের সঙ্গে পুলিশের যোগাযোগটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছিল। সেন্ট্রাল ফোর্স আসার পর জঙ্গলমহলে অপারেশন শুরু হল। তারপর থেকে আবার পুলিশ লালগড়ে ঢুকতে শুরু করেছিল ঠিকই, কিন্তু গ্রামের সাধারণ মানুষের সঙ্গে আমাদের যোগাযোগটা আর তৈরি করা যাচ্ছিল না। তাছাড়া মাওয়িস্ট প্রবলেম সলভ করার জন্য সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ থাকা খুব ইমপরটেন্ট। মাওয়িস্টরা গ্রামবাসীদের মধ্যে মিশে থাকে। যে হাতে প্ল্যাকার্ড নিয়ে দিনের বেলা সাধারণ মানুষের সঙ্গে মিছিল করছে, সেই হয়তো রাতে অস্ত্র নিয়ে পুলিশ ক্যাম্প অ্যাটাক করছে। সাধারণ মানুষের থেকে হার্ডকোর মাওয়িস্টকে আলাদা করে তাদের আইডন্টিফাই করতে গেলে গ্রামবাসীদের কনফিডেন্সে নিতে হবেই। ২০০৯ এর মাঝামাঝি থেকে আমরা বুঝতে পারছিলাম, লালগড় এবং আশপাশের এলাকায় ওপর থেকে দেখে মনে হচ্ছে, সাধারণ মানুষের ওপর মাওয়িস্টদের হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল আছে। মিডিয়াও একটা জেনারেল পারসেপশন তৈরি করেছিল গ্রামবাসীদের ওপর মাওয়িস্টদের প্রভাব নিয়ে। একটা ধারণা তৈরি হয়ে গেছিল, বিভিন্ন গ্রামের সমস্ত মানুষ মাওয়িস্টদের অ্যাক্টিভিটিকে পুরোপুরি সাপোর্ট করছে। কিন্তু রিয়েলিটি তা ছিল না। আন্দোলনের একদম শুরুতে লালগড়ে অনেক মানুষই পুলিশ এবং সরকার বিরোধী বিভিন্ন ডিমান্ড নিয়ে মাওয়িস্টদের পাশে এসে দাঁড়িয়েছিল, এটা ঠিক। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পলিটিকাল পোলারাইজেশন এত বেশি, প্রতি গ্রামেই যথেষ্ট পরিমাণে সিপিআইএম কর্মী-সমর্থক ছিল। তারা ভয়ে এই আন্দোলনকে প্রকাশ্যে সাপোর্ট করলেও, কখনও তা মন থেকে পুরো মেনে নিতে পারেনি। আর ২০০৯ এর মাঝামাঝি থেকে, বিশেষ করে লোকসভা ভোটের সময় থেকে মাওয়িস্টরা যেভাবে ইনডিসক্রিমিনেট কিলিং শুরু করল, তা সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করে। যারা ওদের আন্দোলনকে প্রথমে সাপোর্ট করেছিল, এই অপ্রয়োজনীয় ব্যক্তি হত্যার জন্য তারাও মাওয়িস্টদের বিরোধী হয়ে যায়। এসব আমরা বুঝতে পারছিলাম, কিন্তু কিছুতেই গ্রামে বিশ্বাসযোগ্য সোর্স নেটওয়ার্ক তৈরি করতে পারছিলাম না।
    আর পুলিশের একটা ন্যাচারাল ইন্সটিঙ্কট হচ্ছে, কিছু একটা ঘটলেই যত বেশি সংখ্যক লোককে গ্রেফতার করা। এটা সেই সময় লালগড়ে বেশি করে হচ্ছিল। কেউ হয়তো সক্রিয়ভাবে পিসিপিএ করছে, তাকে কখনও শহরে একা পেয়ে কিংবা টেলিফোন ইন্টারসেপ্ট করে তাকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ ভেবেছে, তাকে ইন্টেরোগেট করে হার্ডকোর মাওয়িস্টদের হদিশ পাবে। কিন্তু পরে আমরা দেখেছি, সে মাওয়িস্ট লিডারদের মুভমেন্টের কোনও খবরই রাখে না। অধিকাংশ সময় দেখেছি, জেনুইন মাওয়িস্ট লিডাররা বেশিরভাগ পিসিপিএ নেতা বা সদস্যকে হয়তো সেভাবে চিনতোও না। এমনও হয়েছে, জেনুইন মাওয়িস্ট অভিযোগে কাউকে অ্যারেস্ট করা হয়েছে, মিডিয়াও তাকে নিয়ে বড় নিউজ করেছে। পরে জেরা করে দেখা গেছে সে গান পয়েন্টে মুভমেন্ট করছে। 
     
    একটা সময়ের পর আমরা বুঝতে পারলাম, যারাই পিসিপিএ করছে বা যারই মুভমেন্ট কিছুটা সন্দেহজনক লাগছে, এমন লোককে হুটহাট অ্যারেস্ট করে কোনও লাভ নেই। প্রথমত, বেশিরভাগ ক্ষেত্রেই এরা ইমপরটেন্ট কোনও ইনফর্মেশন দিতে পারে না। দ্বিতীয়ত, এদের অ্যারেস্ট করে দুমদাম কোনও কেস দিয়ে দিলে গ্রামে পুলিশ এবং গভর্নমেন্ট সম্পর্কে ধারণা আরও খারাপ হয়। গ্রামের লোক হয়তো জানে সেই লোকের কোনও খুন বা নাশকতার সঙ্গে ডিরেক্ট লিঙ্ক নেই, কিন্তু পুলিশ সিরিয়াস কেস দিয়ে তাকে অনেক দিন আটকে রাখছে। অনেক সময় সব কিছু বোঝা সত্ত্বেও সিরিয়াস কেস দেওয়া ছাড়া পুলিশের কোনও উপায়ও থাকে না। কারণ, কয়েক দিনের মধ্যে তার জামিন হয়ে গেলে আবার মিডিয়া উলটো খবর করে। 
    এই দুই কারণেই তখন আমরা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন নিলাম। ঠিক করা হল, অ্যারেস্ট একেবারে কমিয়ে দিতে হবে। যাকে তাকে ধরে কোনও লাভ হবে না। শুধু তাই নয়, আরও এক ধাপ এগিয়ে আমরা একটা রিভার্স প্ল্যানিং করলাম। ঠিক করলাম, মোটামুটি ঠিকঠাক কাউকে যদি ধরা যায়, যে অল্প-সল্প কিছু ইনফর্মেশন রাখেও, এমন কাউকে পেয়ে গেলেও তাকে অ্যারেস্ট না করে ছেড়ে দেওয়া হবে। ইন্টেরোগেট করে তাকে বুঝিয়ে দিতে হবে, তার মুভমেন্ট কিংবা তার অ্যাক্টিভিটি সম্পর্ক আমরা সব খবর রাখি। কিন্তু তাও তাকে আমরা অ্যারেস্ট করছি না। একটা ইমপ্রেশন তৈরি করতে হবে, যারা জেনুইন মাওয়িস্ট একমাত্র সেরকম লোককেই আমরা ধরব। যারা এই আন্দোলন শুরু করেনি, কাউকে খুন করেনি কিংবা যারা বাধ্য হয়ে আন্দোলনটা করছে তাদের গভর্নমেন্ট কিছু বলবে না। এরপর এমনও হয়েছে, হয়তো ইমপরটেন্ট কাউকে আমরা পেয়ে গেছি, যে মাওয়িস্টদের শেল্টার দিয়েছে কিংবা অনেক কিছু জানে কিংবা কাউকে খুনের সময় সেই দলে ছিল, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে দু’চারদিন বাদে ছেড়ে দিয়েছি। শুধু তাই নয়, সে যে আমাদের হাতে ধরা পড়ে গেছিল, তা যেন কেউ জানতে না পারে, সেই কথাও তাকে বলে দিয়েছি। এই ট্যাকটিক্স আমাদের পরে হিউজ সাকসেস দিয়েছিল। যাকে আমরা ধরে এক-দু’দিন বা চার-পাঁচদিন বাদে অ্যারেস্ট না করে ছেড়ে দিতাম তাদেরও মনে আমাদের ওপর কনফিডেন্স তৈরি হচ্ছিল। ওরাও বুঝতে পারছিল, কিষেণজি, আকাশ, বিকাশ, সুচিত্রা, শশধর, সিদু বা এমন বড় লেভেলের কোনও নেতা ছাড়া আমাদের কাউকে নিয়ে ইন্টারেস্ট নেই। আমাদের এই ট্যাকটিক্স ম্যাজিকের মতো কাজ করতে শুরু করল। এই সব লোকগুলোই কয়েক মাসের মধ্যে আমাদের রিলায়েবল সোর্স হয়ে উঠল। ওরা জানত, আমরা চাইলে ওদের অ্যারেস্ট করতে পারতাম। তা তো করিইনি, বরং আনঅফিশিয়ালি ওদের অনেক হেল্প করেছি। মেটিরিয়াল হেল্প থেকে টাকা-পয়সা সব কিছু। এই সিক্রেট সোর্সরাই পরে মাওয়িস্টদের সম্পর্কে আমাদের পিন পয়েন্ট ইনফর্মেশন দিয়েছে। মাওয়িস্টরা জানতেও পারেনি, ওদের সঙ্গেই যারা ঘুরছে, খাচ্ছে, আন্দোলন করছে, তার মধ্যেই মিশে রয়েছে এমন লোক যে আমাদের খবর দিচ্ছে। এই সোর্স নেটওয়ার্ক তৈরি করতে আমাদের লেগেছিল কয়েক মাস। আপনি দেখবেন, ২০১০ সাল থেকে পুলিশ জঙ্গলমহলে পরপর সাকসেস পেতে শুরু করে। সিদু সোরেন, শশধর মাহাতো, উমাকান্ত মাহাতো থেকে কিষেণজি পর্যন্ত প্রতিটা অপারেশন হয়েছে এই সোর্স ইনফর্মেশনের ওপর।
     
    ২০১০ সালের মাঝামাঝি একদিন সোর্স ইনফর্মেশন এল, গোয়ালতোড় এবং সারেঙ্গার বর্ডারে ভালুকচিরা ফরেস্টে গ্রামের কাছাকাছি মাওয়িস্টদের একটা দল কয়েকদিন ধরে থাকছে। পশ্চিম মেদিনীপুর পুলিশ এবং সিআরপিএফ এক সঙ্গে অপারেশন করল। মাওয়িস্ট গ্রুপটার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল ফোর্স। এক্সচেঞ্জ অফ ফায়ারও হল। কিন্তু কাউকে ধরা গেল না। জঙ্গলে পালিয়ে গেল পুরো দলটা। এনকাউণ্টারের পর জঙ্গলে সার্চ অপারেশনের সময় ১৬টা ব্যাগ উদ্ধার করল জয়েন্ট ফোর্স। তাতে অনেক কাগজপত্র এবং মাওয়িস্টদের ব্যবহারের নানা জিনিস পাওয়া গেল। উদ্ধার হওয়া ব্যাগ ঘেঁটে এবং আশপাশের গ্রামে খোঁজ খবর করে জানা গেল, ভালুকচিরায় মাওয়িস্টদের ওই দলটার নেতৃত্বে ছিল সিদু সোরেন। পশ্চিম মেদিনীপুর পুলিশ সেদিন অল্পের জন্য সিদুকে মিস করল। কিন্তু আমরা বুঝতে পারছিলাম, সিদুরা বেশি দূর পালাতে পারেনি। হয়তো জঙ্গলের ভেতরে কাছাকাছিই কোথাও আছে। সেই এনকাউন্টারের একদিন পরেই আমরা ফের অপারেশনের প্ল্যান করলাম।
     
    সকালে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার মনোজ ভার্মা প্ল্যানিং ফাইনাল করলেন, সেদিনই বিকেলে সিদু এবং তাঁর দলের খোঁজে গোয়ালতোড়ের জঙ্গলে অপারেশন শুরু হবে। ঠিক কোন পয়েন্টে অপারেশন হবে তাও পশ্চিম মেদিনীপুর পুলিশের সিনিয়র অফিসাররা ঠিক করে ফেলেন। এই ধরনের অপারেশনে গোপনীয়তা একটা বড় ব্যাপার। হাতে গোনা কয়েকজন অফিসার শুধু জানতেন ঠিক কোথায় অপারেশনটা হবে। কিন্তু পুরো ফোর্স মুভমেন্টও শুরু হয়ে যায় সেদিন সকাল থেকে। জঙ্গলে মাওবাদীদের খোঁজে অপারেশন এবং তাতে সাফল্য কখনই ধরাবাঁধা রাস্তায় মেলে না। আসলে কোন রাস্তায় যে মেলে তাও জানা থাকে না সব সময়। তা আরও একবার প্রমাণ হল সেদিন। পশ্চিম মেদিনীপুর পুলিশ সিদু সোরেন এবং তাঁর দলের খোঁজে ঠিক যে পয়েন্টে অপারেশনের প্ল্যান করেছিল রাত্তিরে, সেখানে তাঁরা দিনের বেলা ছিল ঠিকই। কিন্তু রাতে সিদুরা অন্য লোকেশনে শিফট করে গিয়েছিল। তা সত্ত্বেও সেদিন মাঝরাত থেকে পরদিন ভোররাত পর্যন্ত প্রায় সাড়ে ছ’ঘন্টার অপারেশন হয়। সাফল্যও মিলেছিল। মূল এনকাউণ্টারটা হয়েছিল পাক্কা পাঁচ-ছয় মিনিটের। মৃত্যু হয়েছিল গোয়ালতোড় কাঁপিয়ে বেড়ানো সিদু সোরেন এবং তার আরও কিছু সঙ্গীর।
     
    সেদিন সকাল সাড়ে আটটা-নটা নাগাদ গোয়ালতোড়ে অপারেশনের ফাইনাল প্ল্যানিং চলছে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের ঘরে। প্রায় তখনই সোর্স মারফত জেলা পুলিশের এক অফিসারের কাছে খবর এল, পিসিপিএ’র এক নেতা সকালে শালবনির বাড়ি থেকে বেরিয়েছেন। কোনও কাজে কলকাতা যাচ্ছেন। সেই লোকটি শালবনি-লালগড় এলাকায় পিসিপিএ’র প্রভাবশালী নেতা ছিলেন। তাঁর সেদিনের কলকাতা যাওয়ার সঙ্গে সিদুর কোনও সম্পর্কও ছিল না। কিন্তু যে অফিসারের কাছে সোর্স ইনফর্মেশন এসেছিল ওই নেতার কলকাতা যাওয়ার, তিনি তখনই গাড়ি করে অফিসার পাঠিয়ে দিলেন কলকাতায়। পুলিশ অফিসাররা জানতেন, পিসিপিএ’র ওই নেতার সঙ্গে মাওবাদী স্কোয়াড মেম্বারদের সরাসরি যোগাযোগ রয়েছে। ওই নেতা (তাঁর নাম লেখা সম্ভব নয়) ট্রেনে চেপে হাওড়া স্টেশনে গিয়ে নামা মাত্রই পশ্চিম পুলিশ তাঁকে প্ল্যাটফর্ম থেকেই আটক করে। পুলিশ মেদিনীপুর থেকে পুলিশ গাড়ি করে রওনা দিয়ে ট্রেন পৌঁছানোর আগেই হাওড়া পৌঁছে গিয়েছিল।
    ওই ব্যক্তির মতো পিসিপিএ’র অনেক নেতা ঝাড়গ্রামের নানা জায়গায় ছড়িয়ে ছিলেন, যাঁদের গতিবিধির ওপর পুলিশ সব সময় নজরদারি করত। কিন্তু তাঁদের গ্রেফতার করা হোত না। ওই নেতারা বেশিরভাগ সময় বুঝতেও পারতেন না তাঁরা পুলিশের নিয়মিত নজরদারিতে আছেন। যদিও চাইলেই গ্রেফতার করা যেত পিসিপিএ’র এমন অনেক নেতাকেই। কিন্তু আমরা জানতাম, তাতে কোনও লাভ নেই। সেদিন দুপুরে পিসিপিএ’র ওই নেতাকে নিয়ে হাওড়া স্টেশন থেকে পশ্চিম মেদিনীপুরে রওনা দিল পুলিশ। কাক-পক্ষী টের পেল না। পিসিপিএ’র এক গুরুত্বপূর্ণ নেতা যে পুলিশের হেফাজতে চলে গেছে, না জানল তাদের সংগঠনের অন্য কেউ, না খবর পৌঁছাল মাওবাদীদের সশস্ত্র স্কোয়াডের কারও কাছে। পশ্চিম মেদিনীপুরে পুলিশের এক গোপন ডেরায় নিয়ে যাওয়া হল পিসিপিএ’র ওই নেতাকে। শুরু হল জেরা। সশস্ত্র মাওবাদীদের খোঁজে নাম ধরে ধরে শুরু হল জিজ্ঞাসাবাদ। প্রথমে কিছুই বললেন না। যত সময় যাচ্ছে তত ধৈর্যের বাঁধ ভাঙছে পুলিশের। কিন্তু জেরায় সাফল্যের একমাত্র রেসিপি ধৈর্য। আরও অপেক্ষা। এবং তার সঙ্গে যার যেখানে দুর্বলতা আছে সেই পয়েন্ট টানা জিজ্ঞাসাবাদ করে যাওয়া। 
     
    অন্যদিকে তখন, সেদিন রাতেই সিদুর স্কোয়াডের বিরুদ্ধে অপারেশনের প্রস্তুতি চলছে জোরকদমে। গোয়ালতোড়ের জঙ্গলে অপারেশনের সব প্রস্তুতি সারা। সন্ধে নামলেই ফোর্স রওনা দেবে। যে দলটা সিদুদের খোঁজে অপারেশনের জন্য রেডি হচ্ছিল তারাও জানত না, জেলা পুলিশের কয়েকজন অফিসার দুপুর থেকেই পিসিপিএ’র এক নেতাকে নিয়ে জেরায় ব্যস্ত। 
    কিন্তু প্রথম দেড়’দু ঘন্টার জেরায় কিছুই পজিটিভ মিলল না। পিসিপিএ’র নেতা ততক্ষণে ভেবে ফেলেছেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি ততক্ষণে কিছুটা সহজও হয়েছেন। এক পুলিশ অফিসার বললেন, তাঁকে ছেড়ে দেওয়া হবে যদি তিনি সিদুর লোকেশনের হদিস দিতে পারেন। আর কেউ জানতেও পারবে না, তিনি সিদুর খোঁজ দিয়েছেন। পিসিপিএ’র ওই নেতার সঙ্গে সিদু সোরেনের খুব ভাল যোগাযোগ ছিল। সিদু ওই নেতার কথা শুনতও। যদিও পুলিশ অফিসাররা তা জানতেন না। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের যে অফিসারের নেতৃত্বে এই জেরা চলছিল তিনি জানতেন সেদিন রাতেই সিদুর বাহিনীর বিরুদ্ধে অপারেশন হবে। জায়গাও ফিক্সড হয়েছে। তিনি ভেবেছিলেন, ওই পিসিপিএ নেতা যদি সিদুর মুভমেন্ট নিয়ে এক্সট্রা কোনও তথ্য দিতে পারেন, তবে সুবিধে হতে পারে।
    টানা চার-পাঁচ ঘন্টা জেরার পর ওই পিসিপিএ নেতা আস্তে আস্তে ব্রেক করলেন। তাঁকে যে ছেড়ে দেওয়া হবে এবং তা কেউ জানতে পারবে না, সেটা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। অবশেষে তিনি সিদুর একটা লোকেশন বললেন। বললেন, আগের দিন তাঁর সঙ্গে সিদুর ফোনে কথা হয়েছে। সিদু যেখানে আছে সেই জায়গার নাম পুলিশকে বললেন তিনি।। এদিকে মুশকিল হল, সিদুর যে লোকেশন ওই পিসিপিএ নেতা আমাদের দিলেন, তার সঙ্গে আমাদের অপারেশনের স্পট মিলছে না। তখন সন্ধে হয়ে গেছে। অপারেশনের জন্য ফোর্স মুভ করতে শুরু করেছে। আমরা পুরো কনফিউজড হয়ে গেলাম। পিসিপিএ নেতার সঙ্গে কথা বলে মনে হচ্ছে, তিনি সত্যি কথাই বলছেন। তখন আমরা একটা প্ল্যান করলাম। ওই পিসিপিএ নেতাকেই বললাম, তাঁর ফোন থেকে সিদুকে ফোন করতে। আমাদের কথা মতো তিনি সিদুকে ফোন করলেন। বললেন, খুব জরুরি দরকার, সিদুর সঙ্গে দেখা করতে চান। সিদু তাঁকে তখনই আসতে বলল। আমাদের শেখানো মতো তিনি বললেন, আর একটু রাত বাড়লে যাবেন, কারণ বাইরে ফোর্সের টহলদারি আছে। সিদু তাঁকে বলল, একটু পরে জানাবে রাতে সে কোথায় থাকছে। আবার শুরু হল আমাদের অপেক্ষা। আমরা নিশ্চিত ছিলাম, ওই পিসিপিএ নেতা যে আমাদের হেফাজতে আছেন তা কেউ জানে না। তবু এই সব ক্ষেত্রে একটা ভুল মানে সব শেষ। রাত প্রায় ১০টা নাগাদ আবার কথা হল দু’জনের। স্পট ফিক্সড হল। সিদু জানাল, রাতে তারা কোথায় থাকছে। সেখানেই যেতে বলল পিসিপিএ নেতাকে। 
     
    এইটুকুই শুধু আমাদের দরকার ছিল। সিদু সোরেনের এক্স্যাক্ট লোকেশন আমরা পেয়ে গেলাম। ওই পিসিপিএ নেতাকে আমাদের ডেরায় রেখে দেওয়া হল। রাত ১১টা নাগাদ ফোর্স মুভমেন্ট শুরু হল। যে পয়েন্টে সিদু ওই পিসিপিএ নেতাকে যেতে বলেছে তার উদ্দেশে। যেখানে সিদুরা ডেরা বেঁধেছিল তার প্রায় ১০ কিলোমিটার আগে গাড়ি থামল। পায়ে হেঁটে এগোতে শুরু করল পুলিশ এবং সিআরপিএফ। রাত প্রায় সাড়ে ১২টা-একটা নাগাদ ফোর্স পৌঁছাল সিদুদের ডেরার কাছাকাছি। তারপর শুরু হল অপেক্ষা। যে স্পটের কথা সিদু বলেছিল আমরা প্রায় তার কাছাকাছি পৌঁছে গেলাম। কিন্তু ঠিক কোথায় সে সঙ্গীদের নিয়ে টেন্ট ফেলেছে, তা লোকেট করা দরকার ছিল। সেটা করতে কিছুটা সময় চলে গেল। তিন-চার জন জওয়ান নাইট ভিশন ডিভাইস নিয়ে বুকে হেঁটে জঙ্গলে ঢুকল। যাকে বলে ক্রল করে। আধ ঘণ্টার মধ্যেই রাস্তায় অপেক্ষায় থাকা ফোর্সের কাছে খবর এসে গেল, জঙ্গলে একটা টেন্ট দেখতে পাওয়া গেছে। তারপর সেই ডিরেকশনে এগোতে শুরু করল আরও ফোর্স। সেই টেন্টের প্রায় কাছাকাছি পৌঁছে ফের শুরু হল অপেক্ষা। তখন রাত প্রায় আড়াইটে বাজে। এই ধরনের অপারেশনের জন্য আমরা সাধারণত রাত তিনটে-সাড়ে তিনটে পর্যন্ত অপেক্ষা করি। তখন মাওয়িস্টরা ঘুম থেকেও ওঠে না, আবার সেন্ট্রিও প্রায় সারা রাত জাগার পর একটু রিল্যাক্সড হয়ে পড়ে। টেন্টকে টার্গেট করে ফোর্স মাটিতে শুয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করল। ঠিক সাড়ে তিনটের সময় টেন্টকে টার্গেট করে শুরু হল ফায়ারিং। সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে রিপ্লাই দিল সেন্ট্রিও। কিন্তু তা খুব সময়ের জন্য। সেন্ট্রিও তখন ফোর্সের নাইট ভিশন ডিভাইসের নাগালের মধ্যে এসে গেছে। সে দাঁড়াতেই পারল না বেশিক্ষণ। সেন্ট্রি মাটিতে পড়ে যাওয়ার পর ফোর্স তখন পুরো রেঞ্জের মধ্যে পেয়ে গেছে টেন্টটাকে। মিনিট দশেকের টানা ফায়ারিং চলল টেন্টকে টার্গেট করে। টেন্ট থেকে কেউ কাউন্টারই করতে পারল না। 
    আমরা বুঝতে পারিনি, আসলে দুটো টেন্ট ফেলেছিল সিদু সোরেনরা৷ আমরা যে টেন্টটাকে লোকেট করেছিলাম, তাতে সিদু নিজে ছিল৷ সঙ্গে আরও ছ’সাতজন৷ সবাই মারা গেল৷ অন্য টেন্টের সবাই পালিয়ে গেল৷  

    বেলপাহাড়ি স্কোয়াড, নয়ের দশক 

    ছ’য়ের দশকের শেষে নকশালবাড়ির প্রভাবে মেদিনীপুরের ডেবরা, গোপীবল্লভপুরে আন্দোলন শুরু হয়েছিল ঠিকই, কিন্তু তাকে ধরে রাখা গেল না। সিপিআইএমএল গঠিত হল ১৯৬৯ সালের ২২ এপ্রিল। আর মোটামুটি জন্মলগ্ন থেকেই একের পর এক মতাদর্শগত দলিল, পাল্টা দলিল এবং কৌশলগত লাইনকে কেন্দ্র করে একাধিক দলে বিভক্ত হতে শুরু করলেন নকশালপন্থীরা। কিন্তু নকশালপন্থীদের এই বিভক্ত হওয়ার ইতিহাস চর্চায় বেশি যাব না, কারণ তা বহু জায়গায় লিপিবদ্ধ। কিষেণজি মৃত্যু রহস্যের সন্ধানে এইটুকুই শুধু প্রাসঙ্গিক যে, ১৯৬৯ সালে কানাই চ্যাটার্জি, অমূল্য সেনদের হাতে গড়ে ওঠা মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার (এমসিসি) আস্তে-আস্তে শক্তিবৃদ্ধি করতে শুরু করে বিহারে। এবং সীমানার জঙ্গল ঘেরা পরিবেশের সহায়তায় বিহার সংলগ্ন অবিভক্ত মেদিনীপুরের বেলপাহাড়িতেই এ রাজ্যে প্রথম মুভমেন্ট শুরু হল এমসিসি স্কোয়াডের। সেটা আটের দশকের একেবারে শেষ, নয়ের দশকের শুরুর ঘটনা। কয়েক বছরের মধ্যে কয়েকজন তরুণ-তরুণীর নাম উঠে এল পুলিশের খাতায়। তিমিরবরণ মণ্ডল ওরফে আকাশ, অরুণ, মদন, রিনা দি, অণু দি, বনমালী, দ্বিজেন। পশ্চিমবঙ্গে শুরু হল লালগড় আন্দোলনের সলতে পাকানোর কাজ। 

    ক্রমশ...।
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ধারাবাহিক | ২১ জুন ২০২৪ | ৪৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 14.139.***.*** | ২১ জুন ২০২৪ ১৬:৩৪533560
  • "সেন্ট্রি মাটিতে পড়ে যাওয়ার পর ফোর্স তখন পুরো রেঞ্জের মধ্যে পেয়ে গেছে টেন্টটাকে। মিনিট দশেকের টানা ফায়ারিং চলল টেন্টকে টার্গেট করে। "।
     
    গ্রেপ্তারের চেষ্টা  না  করারই নির্দেশ ছিলো পুলিশের কাছে  ? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন