
এই লেখায় আমি দেখাতে চাইছি এদেশে হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদের জাল কতদূর বিস্তৃত আর তা কি মারাত্মক আকার ধারণ করেছে। যে কোনো হিংসাশ্রয়ী ঘটনাকে সন্ত্রাসবাদী কাজ বলে নিরীহ সাধারণ মুসলমানদের ওপর তার দায় চাপানো, অথবা মাওবাদী কার্যকলাপ বলে সাধারণ মানুষকে ধরপাকড় করা আর জেলখানায় চালান করে তাদের জীবনের অমূল্য দীর্ঘ বছরগুলো কেড়ে নেওয়া — এই জমানায় রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ যদি কারুর ওপর ‘সন্ত্রাসবাদী’ ছাপ মেরে দেয় তাহলে আদালতও তার প্রতি সুবিচার করেনা, এমনকি তাদের জামিন পাওয়াও আজ ব্যতিক্রমী ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা, সাধারণ মানুষও আর তাদের কথা ভাবিনা।
এ এক বেদনাদায়ক পরিস্থিতি, যখন সন্ত্রাসবাদের অজুহাতে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে পিষে মারা হচ্ছে। পরিস্থিতি ভয়ানক আরো এই কারণে যে, ঐসব হিংসাত্মক কাজের জন্য প্রকৃত অপরাধী যারা, তারাই দেশপ্রেমের নামে একটা সম্প্রদায়কে দেশের যাবতীয় অকল্যাণের জন্য দায়ী করে রেখে তাদের ওপর এসবের দায় চাপিয়ে দিচ্ছে। আসলে তারা নিজেরাই যে ভয়ঙ্কর অপরাধী, দেশের সর্বনাশের কাণ্ডারি, সেকথা তথ্য সহ সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছেনা। তাই তাদের ভুল বোঝানো সহজ হয়ে দাঁড়াচ্ছে।
তাই তথ্য সহ সেরকম কিছু ঘটনা তুলে ধরার এই সামান্য চেষ্টা। অনুরোধ, আপনারা পড়ুন এবং সমালোচনা করুন।
| 2406:7400:63:b7d6::***:*** | ০৭ জানুয়ারি ২০২৪ ১৫:০৮527457
| 2406:7400:63:f608::***:*** | ০৭ জানুয়ারি ২০২৪ ২২:৫৭527470
guru | 146.196.***.*** | ০৭ জানুয়ারি ২০২৪ ২৩:০০527471
| 2406:7400:63:f608::***:*** | ০৭ জানুয়ারি ২০২৪ ২৩:২০527473
কল্লোল | 2401:4900:7073:8913:6af0:83ff:8766:***:*** | ০৯ জানুয়ারি ২০২৪ ০৬:৫৮527511