এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  গপ্পো

  • সুন্দরবনের বাঘারু

    শ্যামল চক্রবর্তী
    গপ্পো | ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৫২২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • এক


    তিস্তাপারে নয়, বাঘারুর সঙ্গে দেখা হয়েছিল সুন্দরবনের উত্তাল রায়মঙ্গল নদীতে, কুমিরমারি যাওয়ার নৌকায়।
    ধামাখালি থেকে একের পর এক নদী পেরিয়ে নদীর ঘাটে এসে বোট লাগাতে ঘন্টা তিন। সোদরবনের সেই লম্বা জলসফরে দেখা – বলিষ্ঠ, খালি গা, মেঘকালো বাঘারুর সঙ্গে। বাবাকে বাঘে নিয়েছিল। সেই থেকে বাঘের ওপর ভারি আক্রোশ বাঘারুর। “সামনে পেলি পিটাই মারি ফালাব।” বলেই বোটের স্টিয়ারিংয়ে হাত রেখে ত্রস্ত চোখে সামনের যাত্রীদের দিকে তাকাল। ফরেস্টের কোনো বাবু, কোনো চেনা মানুষ শুনে ফেলল না তো!

    ভাল নাম পরিতোষ বাইন। ওই নামে কেউ চিনবে না। সবাই চেনে বাঘের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া বাঘারুকে। আম্পান চলে গিয়ে তখন ইয়াসে বানভাসি সুন্দরবন। আমরা যাচ্ছি মেডিকেল ক্যাম্প করতে কুমিরমারি। আম্পানে উড়ে যাওয়া ঘর ঠিক করতে না করতেই কয়েকমাস বাদে কোটাল আর ইয়াসের ধাক্কা। বাঘারুর পিয়ারাফুলির টালির ঘরে তখন ঘোলা জল। কোমরসমান।
    - এত রাগ কেন বাঘের ওপর?
    - আপনেরা কলকেতার লুক, ছবির বাঘরে দেখতি আসেন। আসল বাঘ ওইন্য।
    বাঘারু গম্ভীর।
    কেঁপে উঠলাম। কী বলছে মাধ্যমিক বিদ্যার বাঘারু!
    - আসল বাঘ কেমন?
    - বারবার আসেন সোদরবন, খুলা রাখেন চোখ-কান, বুঝি যাবেন। জনাব রয়্যাল ব্যঙ্গলরে চেনতে সময় লাগে।
    জঙ্গলের দিক থেকে চোখ সরিয়ে খাঁড়িতে চোখ রাখছে বাঘারু।

    বাঘারুর বউ, বাচ্চা এখন দোতলা ইস্কুলবাড়ির ক্যাম্পে। ঘাটের দরমার ঘরে রাত কাটায় বাঘারু, খায় – যা পায় তা-ই। ভ্যানরিক্সা চালাত আগে। মালিকের খিদে দিনদিন বাড়ছিল। রেগে একদিনে ভ্যান চালানো ছেড়ে ধামাখালির সোহম মোল্লার ভটভটি চালাচ্ছে এখন। লম্বা ট্রিপ হলে দুশ’। ছোট হলে এক-দেড়শ’। মোল্লার কাজটা করত নাজিবুল। ইয়াসে গোসাবার চিকনখালি গ্রামে বাড়ির হাল দেখতে গেছে নাজিব। ফিরলেই বাঘারুর ছুটি।
    - ছেড়ে দিলে কেন আগের কাজটা?
    - খিদা।
    - কীসের খিদে?
    - খিদার কুনো কুল নাই। বাঘের খিদা মিটে। মালিকের খিদা মিটবো না কুনোদিন! অস্ফুটে বলে বাঘারু।
    - কোন মালিক?
    - ছুটো মালিক, মেজো মালিক, বড় মালিক, মালিকের মালিক... দ্যাশ জুইড়ে, দরিয়া জুইড়ে শুধু মালিক আর মালিক!
    চমকে উঠলাম। কী বলছে বাঘারু!
    - রাজাও মালিক, গজাও মালিক! জলে মালিক, ডাঙ্গায় মালিক! কুথায় পালাইবেন! হো হো করে হাসছে বাঘারু।
    - ওরে, ওই বাঘরু, পাগল কাহাকার, ঘাট আসি গ্যাছে, হ্যান্ডেল ঘুরা। বোটের উল্টোদিক থেকে চিৎকার করছে বোটের আর এক কর্মী।
    কুমিরমারিতে নামতেই সঙ্গী অরুণদা।
    - কী এত কথা হচ্ছিল ছেলেটার সঙ্গে?
    - বাঘারুকে কাল্টিভেট করতে হবে দাদা।
    -ওর নামটা ভুলবেন না। যত মিশবেন, তত চিনবেন সুন্দরবনকে। পা চালান, মেডিকেল ক্যাম্পে অনেক রোগী অপেক্ষা করছে।


    দুই


    - সমস্যাটা কী বাঘারু?
    - সমইস্যা কাগজ, সমইস্যা পেলাস্টিক।
    - কাগজ মানে? টাকা?
    - ছিলভার টনিক! ওই দ্যাখেন। মাটির সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা বড় ভেড়ির দিকে আঙুল তুলল বাঘারু।
    - ওটা তো একটা ভেড়ি।
    - একখান না, দুইখান। মইধ্যে বিশাল নালা আছিল। মালিক জমি গিলি নেছে। নালা নাই। অখন নালাও ভেড়ি।
    - মালিক কে?
    - মালিক আকবর। ফিসফিস করে কানের কাছে মুখ এনে বলল বাঘারু।
    - আকবরটা কে?
    - ছুটো রাজা! আর কইতে পারি না। এহানে জলেও শুনতি পায়। জাইনতে পারলে খুপরিতে দানা পুইরে দিবে বাদশা।
    -এমন কত নিকাশি নালা গায়েব হয়ে গেছে বাঘারু? জানতে চাইলাম গলা নামিয়ে।
    - দুই-চাইরখান অখনও আছে। বাকি সব হাওয়া। কোটালের জল, বানের জল, বিষ্টির জল – একবার জইমলে নামবো ক্যামনে! ধূসর চোখে আকাশের দিকে তাকিয়ে আছে বাঘারু।
    - সরকারি অফিসার কিছু বলে না?
    - বইলবো ক্যান! বাদশার টনিক, ভেড়ির মাছ! ইয়া বড় ঘিয়ে ভরা কাঁকড়া পাইলে আপনে বইলতেন? চোখ জ্বলছে বহেরুর। অস্বস্তি হচ্ছে আমার।
    - কাগজ তাহলে কথা বলে! আর প্লাস্টিক?
    - পেলাসটিক বড় নালার নাকমুখ ‘ছিল’ করি দেয়। জমা নুনা জল আমগো চক্ষের পানি! কী বোঝলেন!
    মনে পড়ে যায়, রবি একদিন বলেছিল গল্পটা। বড় নিকাশি নালা গায়েব, যেটুকু বেঁচে, পরিষ্কার হয় না। একবার জনপদের, এমনকি স্কুলের মাঠের জল কিছুতেই নামে না। পাবলিকের হল্লায় নালা পরিষ্কার করতে লোক লাগাল পঞ্চায়েত। একদিনের কাজ শেষ হয় তিনদিনে। নালা সিল হয়ে ছিল কোটি কোটি প্লাস্টিকের চিকচিকি, ব্যাগ, মোড়ক, গ্লাস আর থার্মোকলের ট্যুরিস্ট বাটি-থালায়।
    আটাত্তর, দু’ হাজার, আয়লা, আম্পান, ইয়াস। একের পর এক বন্যা। সন্দেশখালির নালার হাজার মেগাটন প্লাস্টিক তুলে নিয়ে যেতে লরি লেগেছিল গোটা কুড়ি।
    -বানে বানে প্লাস্টিক নোনাজল আটকে দিয়ে বন্ধ্যা করেছে কতশত একর উর্বর জমিকে। ঠিক বললাম বাঘারু।
    - হুধু ধান কেন, কুটি কুটি মাছ মারে নুন! পেলাস্টিক শক্তিমান। পেলাস্টিক ভগমান।
    - ভগবান না, ভগবানের শত্রু বল।
    - ভূত-ভগমান, শত্রু-বন্ধু, দুর্বল-সবল অখন সব গুলায়ে যায় বাবু। খেমতা ফেলাড ক্যাম্পে খিচুড়ি খাওয়ায়, খেমতাই নীচু মাথা উচাইলে চাবকাইয়া মাটিতে ফালাইয়া দেয়।
    বাঘারু দার্শনিক যখন-তখন।
    - প্লাস্টিককে ভগবান বলছিলে না! প্লাস্টিক আসলে হিন্দুদের ‘আত্মা’ – অজর, অমর, অক্ষয়।
    - নাশ নাই, ত্রাস নাই, জন্মায় খালি, মরে না পেলাস্টিক।
    - সুন্দরবনে যদি বন্ধ করে দেওয়া যায় প্লাস্টিক...
    - বন্ধ কইরবে! হো হো...
    অট্টহাসি হাসছে বাঘারু।
    - হাসছো কেন? আইন করে সব হয়।
    - আর হাসাইবেন না বাবু! আইন! আইন মালিকের দারোগা! পেলাসটিকের মালিক কে কন তো?
    - আবার মালিক!
    - মালিক দুকানদার, তার মালিক ছাপলায়ার, তার মালিক কারখানা, তার মালিক কে কন।
    - রাঘব বোয়াল।
    - এইবার ঠিক হইছে। বড় মালিক তুয়াজ করে খেমতারে। খেমতা মাপে, মালিকের চাকায় পাম্প দেয়। মাল বানায় ছমিক, তার মালিক ম্যাঞ্জার, তার মালিক বাবু, তার উপরে বড় মালিক। খেমতা বড় মালিকের বাপ। মালিকে মালিকে, খেমতায় খেমতায় দুনিয়া জুইড়া দইচিড়া! খইদই!
    বাঘারুর গলায় তেজ ।
    -তুমি এত জানলে কী করে বাঘারু?
    - কামকাজ না থাইকলে মাথায় গিজগিজ করে পুকা। বইসা বইসা ভাবি। লুকে পাগল কয়।


    তিন


    বাঘারুর সঙ্গে আবার দেখা হল পুজোর আগে। এমএলএ এসেছেন বিদ্যাধরী নদীর নতুন বাঁধের উদ্বোধন করতে। আগেরদিন বৃষ্টি হয়ে গেছে। দুটো ভেড়ির মাঝের সরু রাস্তা কাদা-জলে মাখামাখি। এমএলএ-র পেছনে অনেকে, ভিড়ের মধ্যে হাফপ্যান্ট খালি–গা বাঘারু।
    দাঁড়িয়ে গেছেন এমএলএ সাহেব। এই রাস্তায় হাঁটতে গেলে পিঠ চাই।
    - তোল, বাঘারু তোল, স্যাররে পিঠে তোল। পেছন থেকে বলে উঠছে প্রধান বাদশা।
    বসে পড়ছে বাঘারু। ধবধবে ধুতি হাঁটুর নীচে তুলে, ঘিয়ে পাঞ্জাবি বেঁটেখাটো চওড়া এমএলএ একলাফে চড়ে পড়লেন বাঘারুর বলিষ্ঠ কাঁধে। উঠে দাঁড়াচ্ছে বাঘারু। দৌড়ে সামনে গিয়ে দু’পাশে দু’পা ঝুলিয়ে বাঘারুর কাঁধে চড়া এমএলএ সাহেবের ছবি তুলছেন প্রধান। পেছন থেকে দৌড়ে প্রধানের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন বিডিও সাহেব।
    - পথ ছাড়েন, আমারে স্যারের সঙ্গে যেতি হবে। নতুন বান্ধ উই অনেকটা দূর। বাঘারু স্যাররে ফালায়ে দিলে আপনে বাঁচাবেন? আমারেই ধরতি হবে। বাদশার গলায় আঁচ।
    - প্রোটোকল, সরকারি অফিসার মন্ত্রীর সঙ্গে যাবে। মিনিমিন করছেন বিডিও।
    - কী বুঝলি বাঘারু? বাঘারুর গলা জড়িয়ে বলছেন মন্ত্রী।
    - মুখ্যু মানুষ, কিছুই বোঝলাম না।
    - বুঝলি না! অফিসার ন্যাতা হইতে চায়, ন্যাতায় অফিসার! দেখিস ফেলে দিস না যেন।
    - আপনে ভগমান ছার। ফালায় কার সাইধ্য।
    দূর থেকে ভেসে আসছে মন্ত্রী-বাঘারুর সংলাপ।
    - নামাবি না? বলিস কী!
    - ঠিকই কই ছার। বাঘারু পিঠে তুলে, নামায় না।
    তিস্তার নীল জল মিশে যাচ্ছে বিদ্যাধরীর ঘোলা জলে। মন্ত্রী বাঘারুর পিঠে চড়ে এগোচ্ছেন নদীর দিকে। জঙ্গলের দিকে।
    দূরে নদীর পাড়ে জঙ্গলে আবছা, ছায়াছায়া এক চতুস্পদ। ডোরাকাটা।


    লেখক পেশায় চিকিৎসক

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • গপ্পো | ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৫২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kasturi Das | ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৮504073
  • ভালো লাগলো। একেবারে বাস্তব চিত্র। 
  • পারমিতা | 1.23.***.*** | ১৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:১৫504078
  • ভালো লাগল লেখাটা।
  • aranya | 2601:84:4600:5410:80bd:3eae:b80a:***:*** | ১৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৪504084
  • ভাল লেখা 
  • দেবদুলাল চক্রবর্তী | 2409:4060:2e1e:f58f:cc5d:93ad:87de:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২২ ০০:৩৮504085
  • চমৎকার উপস্থাপনা ।
  • Haranath Bhattacharya | ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৮504088
  • খুব ভাল।নির্মেদ বাস্তবানুগ লেখা।
  • আশিস নবদ্বীপ | 2401:4900:3bd3:82da:ea70:dd49:91d1:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:১০504099
  • ভালো লাগলো। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন