আমি, আফগানিস্তানের একজন চিত্রপরিচালক ও আফগানিস্তানের একমাত্র রাষ্ট্রায়ত্ব ফিল্ম কোম্পানি “আফগান ফিল্ম” এর সাধারণ নির্দেশক, সাহরা কারিমি বলছি।
আজ ভগ্নহৃদয়ে ও গভীর আশা নিয়ে আপনাদের উদ্দেশে এই আবেদন লিখতে বসেছি। আপনারা এগিয়ে আসুন। তালিবানের হাত থেকে আমাদের এই সুন্দর দেশ, তার ফিল্মজগৎ ও চিত্রপরিচালকদের রক্ষা করুন। আপনারা জানেন, বিগত কয়েকদিনে তালিবান আমাদের দেশের সিংহভাগ দখল করে নিয়েছে। তারা অসংখ্য দেশবাসীকে হত্যা করেছে, শিশুদের অপহরণ করেছে, বহু কন্যাসন্তানকে জবরদস্তি বিয়ে দেওয়ারর নাম করে নিজেদের দলবলের কাছে বিক্রী করে দিয়েছে, তাদের ফতোয়া দেওয়া পোশাক না পরার অপরাধে ইতিমধ্যেই এক মহিলাকে তারা হত্যা করেছে, আর একজনের চোখ উপড়ে নিয়েছে। দেশের এক জনপ্রিয় কৌতুকাভিনেতাকে, এক বিশিষ্ট ইতিহাসবিদ ও কবিকে, এবং দেশের সংস্কৃতি ও গণমাধ্যমের এক প্রধানকে তারা হত্যা করেছে। বেশ কিছু মানুষকে তারা প্রকাশ্যে ফাঁসি দিয়েছে। গৃহহারা হয়েছে হাজার হাজার পরিবার। অধিকৃত অঞ্চলের বহু মানুষ কাবুলের বিভিন্ন অস্থায়ী শিবিরে প্রাণভয়ে আশ্রয় নিয়েছে, যে শিবিরগুলো আবার লুট করতে শুরু করেছে তালিবানরা। সেই শিবিরগুলোয় ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না, সেখানে আশ্রয় নেওয়া শিশুরা পর্যাপ্ত দুধের অভাবে ধুঁকছে। আমাদের দেশ জুড়ে মানবতার এ এক সর্বগ্রাসী সংকট, অথচ এর মধ্যেও, বাকি দুনিয়া নীরব ও নিশ্চুপ।
এই নীরবতা অপ্রত্যাশিত নয় ঠিকই, ন্যায্যও নয়। বহু আগে থেকেই আমরা এই নীরবতায় অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা জানি, আমাদের দেশের অসহায় জনগোষ্ঠীকে সমূহ বিপদে ফেলে এক বৃহৎশক্তির একতরফা সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তই এই সংকটের জন্য দায়ী। আমরা জানি বিশ্বব্যাপী ঠান্ডা লড়াইয়ের সমাপ্তির জন্য পশ্চিমা-দেশগুলোকে সাহায্য করতে আমাদের দেশের মানুষকে ঠিক কতটা ত্যাগস্বীকার করতে হয়েছে। সেকথা সম্পূর্ণ ভুলে গিয়ে তাঁদের, বিশেষ করে আমাদের তরুণ সম্প্রদায়কে, বিগত কুড়ি বছর ধরে যারা তাদের জীবনযাত্রায় শিক্ষা, সংস্কৃতি ও আধুনিকতার স্পর্শ পাচ্ছিল – তালিবান শাসনের হাতে তড়িঘড়ি সমর্পণ করে সেই বৃহৎশক্তি আজ বিদায় নিচ্ছে। এর মত অমানবিক, হৃদয়হীন কাজ আর নেই। সৈন্যপ্রত্যাহারের এই একতরফা, দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের ফলে আবার সেই অন্ধকার যুগই ফিরে আসবে।
To All the #Film_Communities in The World and Who Loves Film and Cinema!
— Sahraa Karimi/ صحرا كريمي (@sahraakarimi) August 13, 2021
I write to you with a broken heart and a deep hope that you can join me in protecting my beautiful people, especially filmmakers from the Taliban. #Share it please, don't be #silent. pic.twitter.com/4FjW6deKUi
অনুবাদ: পার্থপ্রতিম সেনগুপ্ত