
রাজর্ষি রায়চৌধুরী | 80.194.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৭96859এইজন্যই কবি গাহিয়াছেন, "বাসনার সেরা বাসা রসনায়....."
kk | 97.9.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৮:৫৯96864
dc | 103.195.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৯:১৩96865
অনিন্দিতা | 103.87.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১১:৫১96868ভালবাসায় মোড়া চকোলেটের স্বাদ ছেয়ে গেল মনেও। চকোলেটের প্রসঙ্গে নাড়ুর আলোচনাটি ভারি মনোরম। এমনি পরম মমতায় আমাদের মায়েরা পিঠেপুলি বানিয়ে এসেছেন চিরটাকাল। সুযোগ আর সামাজিক প্রচলনের অভাবে তা পেটার্স-এর মতো নাম হয়ে উঠতে পারে নি।
/ | 2405:201:c802:ff9d:adab:744a:a287:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৪০96872
রঞ্জন | 182.69.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ২০:১১96878কেয়াবাৎ কেয়াবাৎ! কেমন মুজতবা আলীর কথা মনে পড়ল। আরো হোক ।
অমিত সেনগুপ্ত | 106.2.***.*** | ০৩ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৯96896দারুণ লেখা। এই লেখিকার লেখা প্রথম পড়লাম আর ধুপ করে পড়লাম - তাঁর লেখার প্রেমে। এমন লিখতে গেলে মুনশিয়ানা লাগে।
লেখিকার নাম তো খুব কমন নয়। ঘটনাক্রমে আমার স্ত্রী কেয়া এইরকম নামের একজনের কথা বলতেন কলকাতার সল্টলেকের এ-ডি ব্লকের বোধহয়। নব্বইয়ের দশকের প্রথমার্ধের কথা। আমরা এ-ই ব্লকের। ইনি তিনি কিনা কে জানে।
@অমিত সেনগুপ্ত - পৃথিবী গোল | সল্টলেকের AD ব্লকে দীর্ঘদিনের বসবাস ছিল | লেখা ভাল লেগেছে জেনে খুব খুশি |
@দ, অনিন্দিতা - নাড়ু, পিঠে সবেতেই ছড়িয়ে আছে এমন ভালোবাসার গল্প | ভালো লাগলো আপনাদের মন্তব্য |
@রঞ্জন - এমন মন্তব্যে আমি ধন্য | আমি তাঁর আশৈশব একনিষ্ঠ ভক্ত | যখন দেশ ছেড়েছি, সুটকেসে ছিল গোলাপীরঙা চারখন্ডের রচনাবলী |
সব মন্তব্যের লেখক আর পাঠকদের অনেক ধন্যবাদ | এমন করেই পাশে থাকবেন | প্রায় প্রতি সপ্তাহেই একটি করে লিখি | পড়লে খুব খুশি হবো |