

মেঘে মেঘে বেলা হলো অনেক, পুরনো লেখা খুঁড়তে গিয়ে সেসব আরো বোঝা যায়। এত বছরে এত লেখা হলো, মহাকালের জাবেদা খাতায় আর সার্ভারের অপৌরেষয় অবাঙমানসগোচর অন্ধকার ছাড়া সেসব কোথাও থাকবে না তা তো হতে পারে না। সাম্প্রতিকতম তথ্যের জোয়ারে পুরনো লিঙ্কের তোরঙ্গ হাঁটাকানোর ভরসাও কম।
তাই বানিয়ে ফেলা গেল একটা পিডিএফ। ডাউনলোড করে ছড়িয়ে টড়িয়ে দেওয়া যাবে, ছাপিয়ে নিলেই বা কী।
এ কোন সরকারী সংকলন নয়, নিতান্তই উড়ু উড়ু বসন্তপবনে জীবনের কিছু ধন জমিয়ে রাখা। অনেক লেখাই চোখ এড়িয়ে গেল, নতুন সাইটে সার্চের গোলযোগের ওপর একটুখানি দায় চাপানো যায়। যা হাতের কাছে পাওয়া গেল। পাঠকের সন্ধানে কোন চোখ এড়িয়ে যাওয়া লেখা থাকলে এখানে দিয়ে দিন, বা নিজের মত আরেকটা পিডিএফ বানিয়ে ফেলুন।
নামিয়ে নিন গত দশ বছরের খুঁজে পাওয়া দোলের লেখা »
r2h | 172.69.***.*** | ১১ মার্চ ২০২০ ১০:২২91401
b | 162.158.***.*** | ১১ মার্চ ২০২০ ১৪:৪৩91403বিনায়ক রুকুর ছবিসহ পুরনো লেখাগুলোকে ঢেলে সাজানো, সত্যিই এক দারুণ উদ্যোগ!
পাই দির ক্যামেরায় রোদ্দুর ভরার গল্পটি আবারো পড়তে পড়তে খেয়াল হলো, এইরকম টেলিগ্রাফিক ভাষায় অনেকদিন পড়িনি। বাদ বাকী লেখাগুলোও ঝালাই করে ফেলবো হয়তো।
এপারে এতোদিন দোল বা বসন্ত উৎসব শুধুমাত্র প্রকাশ্যে পুরনো ঢাকার হিন্দু অধ্যুষিত শাঁখারি বাজারেই জোরেশোরে হতো। কিন্তু গত বছর পাঁচেক ধরে এটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজে হিন্দু-মুসলিম সব ধরণের ছাত্রছাত্রীরা পালন করছেন। এটি বড় আশা জাগানিয়া।
#
আমারে নিবা তুমি বন্ধুর দেশেতে?
. | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ১৩:২৫91420
দ | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ১৪:৩৫91422
r2h | 162.158.***.*** | ১২ মার্চ ২০২০ ১৪:৪২91423