
Biman | 162.158.***.*** | ০৪ মার্চ ২০২০ ২২:২৯91230
A | 162.158.***.*** | ০৫ মার্চ ২০২০ ০৭:৫৯91239
pi | 172.68.***.*** | ০৬ মার্চ ২০২০ ০৭:০৪91251
প্রসূন বিশ্বাস। | 162.158.***.*** | ০৭ মার্চ ২০২০ ১০:৫০91263গুরুত্বপূর্ণ ধারাবাহিক, চোখ রাখছি। ইংরেজি শব্দের যথেচ্ছ ব্যবহার কিছুটা পীড়াদায়ক।
দ্বিতীয় পর্বে মন্তব্য করার সুযোগ বন্ধ করায় বেশ অবাক হয়েছি, এটি ব্লগ ধারণার বিপক্ষে। অনুগ্রহ করে ভেবে দেখবেন?
*সংশোধনী = মন্তব্যের শেষাংশটুকু অনুগ্রহ করে উপেক্ষা করুন, না বোঝার ফল।
নিঃস্বার্থ ! | 2409:4060:2e9c:e11f:d47:45c4:4690:***:*** | ২৯ মে ২০২১ ২৩:৪৫106602" ধরুন আপনি আর আপনার বোন, আপনাদের কাছে এক লক্ষ টাকা আছে, যেটা দিয়ে একটা কোর্স করে ভাল চাকরি পাওয়া যাবে। কিন্তু আপনার থেকে বোনের বুদ্ধিসুদ্ধি অনেক বেশী, অতএব সে এই কোর্সটা করলে পাঁচ লক্ষ টাকার চাকরি পাবে, আপনি করলে তিন লক্ষ টাকার চাকরি পাবেন। অতএব বোন কোর্সটা করলে আপনার পরিবারের লাভ, এবং পরোক্ষভাবে আপনারও। এর উপরে যদি বোন কথা দিয়ে থাকে যে ওর চাকরি থেকে যে বাড়তি রোজগারটা হবে সেটা দিয়ে পরের বছর আপনি আরও ভাল কোর্স করতে পারবেন, তাহলে আপনার আরও ভাল চাকুরি হবে। "
এরকম নিঃস্বার্থ naive লোকজন ও পৃথিবীতে আছে নাকি?
নিঃস্বার্থ ! | 2409:4060:2e9c:e11f:d47:45c4:4690:***:*** | ২৯ মে ২০২১ ২৩:৪৫106601" ধরুন আপনি আর আপনার বোন, আপনাদের কাছে এক লক্ষ টাকা আছে, যেটা দিয়ে একটা কোর্স করে ভাল চাকরি পাওয়া যাবে। কিন্তু আপনার থেকে বোনের বুদ্ধিসুদ্ধি অনেক বেশী, অতএব সে এই কোর্সটা করলে পাঁচ লক্ষ টাকার চাকরি পাবে, আপনি করলে তিন লক্ষ টাকার চাকরি পাবেন। অতএব বোন কোর্সটা করলে আপনার পরিবারের লাভ, এবং পরোক্ষভাবে আপনারও। এর উপরে যদি বোন কথা দিয়ে থাকে যে ওর চাকরি থেকে যে বাড়তি রোজগারটা হবে সেটা দিয়ে পরের বছর আপনি আরও ভাল কোর্স করতে পারবেন, তাহলে আপনার আরও ভাল চাকুরি হবে। "
এরকম নিঃস্বার্থ naive লোকজন ও পৃথিবীতে আছে নাকি?