এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  কাব্য

  • কয়েক টুকরো কবিতা

    আফজল আহমেদ সৈয়দ লেখকের গ্রাহক হোন
    কাব্য | ১৮ জুন ২০১৩ | ৮৯৬ বার পঠিত
  • আফজল আহমেদ সৈয়দ। উর্দু কবি ও অনুবাদক। জন্ম অবিভক্ত ভারতবর্ষের গাজীপুরে। ১৯৪৬ সালে। ১৯৭৬ থেকে  বসবাস পাকিস্তানের করাচিতে। পেশায় কীটপতঙ্গ বিশারদ।  উর্দু নাজম-এর অন্যতম আধুনিক কবি। নাজম লেখা হয় ছন্দোবদ্ধভাবে  এবং মুক্ত বা গদ্যছন্দেও।
    তাঁর উর্দু নাজমের অনুবাদ প্রকাশিত হয় ইংরিজিতে।
    An arrogated  past (১৯৮৪), Death  sentence  (দু'টি ভাষায় অনূদিত , ১৯৯০ ), Rococo and  other  worlds  (২০০০) গজল সংগ্রহ  The  dark  pavilion (১৯৮৮)।

    তাঁর কবিতা সংকলিত হয় An evening of caged beasts: seven poets (post modernist Urdu poetry collection .. New York, Oxford University  Press, ১৯৯৯)।

    The  Wesleyan  University  press  poetry series তাঁর নির্বাচিত কিছু কবিতার অনুবাদ প্রকাশ করে ২০১০ সালে।

    আফজাল প্রচুর কবিতা, নাটক আর উপন্যাসের সফল অনুবাদক. কবিতা অনুবাদ করেছেন চেক, হিব্রু, আরবী, পোলিশ, রুমানিয়ান, রাশিয়ান আর তুর্কী ভাষা  থেকে। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস "Chronicle of a death protocol" উর্দুতে অনুবাদ করেন আফজাল. এছাড়া উল্লেখযোগ্য অনেক সাম্প্রতিক নাটকের  ভাষান্তরও।

    আফজলের কবিতার ইংরিজি ভাষান্তর অনেকটাই করেছেন টরন্টো নিবাসী অনুবাদক মুশারফ আলী ফারুকী

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    1. If my voice doesn't reach you
    যদি আমার ডাক তোমার কাছে নাই বা পৌঁছয়....


    যদি আমার ডাক তোমার কাছে নাই বা পৌঁছয়

    তাতে মিশিয়ে দিও কিছু প্রতিধ্বনি

    কিছু পুরনো মহাকাব্যকথা
    এবং আরও কিছু .....
    এক রাজকুমারী
    আর সেই রাজকুমারীতে... তোমার শ্রী

    আর তোমার শ্রীতে

    এক প্রেমিকের হৃদপিণ্ড
    আর সেই হৃদপিণ্ডে...
    স্বধিতি!

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    2. We need  whole lot of flowers.
    আমাদের ফুল চাই..অনেক অনেক...


    একরাশ ফুল
    জড়ো করে দিতে হবে মৃতদেহটির পায়ে
    আমাদের একরাশ ফুল চাই
    ওই বস্তাবন্দী মরদেহগুলোর মুখ ঢেকে দিতে
    বাৎসরিক পুষ্প প্রদর্শনীতে যত ফুল আছে
    সব জমা করা থাক এধির মর্গে
    সব রেখে দিতে হবে কবরের কোল ঘেঁষে
    ওই থানার গোরস্থানে , যেখানে ছাপ্পামারা লাশেদের ভীড়
    বারান্দা থেকে পুষ্পবৃষ্টি  হোক
    যে মহিলাটি গুলি খেয়ে মরল, তার শরীরে
    সেদিন ..বাসস্টপে
    আসমানী নীল ফুল

    আহা কী শিহরণ
    দুই যুবকের ঘুমন্ত চোখের পাতায় সেদিন কী মরণ ঘুম...হলুদ ট্যাক্সির ভেতরে
    শুকনো ফুল
    সাজিয়ে গুছিয়ে দিতে হবে তো
    ঠিকঠাক... ওই ক্ষতবিক্ষত মৃত চেহারা

    আমাদের এক রাশ ফুল চাই

    আহত মানুষদের জন্য
    হাসপাতালে ধুঁকছে  শ্রান্ত নির্জীব
    জাপানী রক গার্ডেন নাই বা হল
    অথবা অন্য কোনো পোশাকী বাহারী
    আমাদের শুধু রাশি রাশি ফুল চাই

    কারণ আহতদের  মধ্যে অর্ধেকের বেশি তো শেষ পর্যন্ত মরেই যাবে
    আমাদের তাই চাই রাতের রজনীগন্ধার বন
    যারা বন্দুকের  কানফাটানো শব্দে ঘুমোতে পারে না  ..তাদের জন্য
    আমাদের যে অনেক অনেক ফুল চাই

    অসংখ্য বিষণ্ন  মানুষের  জন্য
    আমাদের অচেনা ফুল চাই নামগোত্রহীন
    উলঙ্গ বালিকার লজ্জা নিবারণে
     
    আমাদের ফুল চাই..অনেক অনেক

    আমাদের অজস্র ফুল চাই
    ঝিরঝিরে নাচুনী লতায়
    এই শহরটার সারা শরীর ওড়নায় ঢেকে দিতে

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    3 .The Death of Stella D’Cruz
    স্টেলা ডি'ক্রুজের  মৃত্যু


    আনকেলসারিয়া হাসপাতালের পাঁচতলার ঘরে

    স্টেলা ডি'ক্রুজ
    মরে গেল

    হাসপাতালের বকেয়া বিল দশ হাজার টাকার বেশি
    বন্দোবস্ত শুরু হল

    শেষ কাজের জন্য ...আওয়ার লেডি অফ ফতিমা চার্চ
    ওভারড্রাফটের  জন্য …..এলায়েড ব্যাঙ্ক 

    আর এই ক'দিন আগেই
    এই দুটো সংস্থা ওকে ঘোষণা করেছিল
    অনাস্থাভাজন
    ব্যক্তি হিসেবে
    প্রকাশ্যে চুমু খেয়েছিল..তাই
    ভুলভাল চেক ..তাই
    যথাক্রমে

    চূড়ান্ত তৎপরতায় আর কুশলতায়
    সব কেমন খাপে খাপ
    কালো কফিনটা ঘিরে
    লেডি অফ ফতিমার বেঞ্চগুলো সব ভর্তি 

    চার্চের আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে অপটু হাতে  রেকর্ড করা বেলা ফুরোবার গান
    স্টেলা ডি'ক্রুজের জন্য
    গান্ধর্বী !

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    4. For Us
    আমাদের জন্য


    এক সুন্দরী কিশোরী

    চোখ দুটি ..আহা ..পলিনেশিয়ান ..(প্রায়- নিমীলিত)
    আমাদের ত্রাণ -তহবিলে অর্থ সংগ্রহের জন্য সায়মাশের  আয়োজন
    আমন্ত্রণী বিলি করবে উত্তর আমেরিকার একটি শহরে 

    ভিয়েনার বুড়ি ঠাকরুণের দল
    আমাদের জন্য যত ফুটিফাটা বাতিল জামাকাপড় জড়ো হয়
    সব বাক্সবন্দী হয়ে চলে যাবে করাচি  শহরে
    মার্সেই বন্দর থেকে 

    ব্রুনেই আর দার-এস-সালাম
    করাচী থেকে আমদানি করবে
    গোটা পঞ্চাশ বেওয়ারিশ শিশু 

    বাংলাদেশে
    কোনো  মৌলবাদী সংখ্যালঘু সম্প্রদায়
    আন্দোলন চালিয়ে প্রমাণ করবে ওরা আমাদের সঙ্গে সহমত 

    সারাজেভোর স্তেফ্যানভস্কির ওপর দায়িত্ব
    একটা ঠিকঠাক তালিকা তৈরীর ...যাতে নথিবদ্ধ
    করাচির নিহতদের নাম

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    5. Time Is Against Them
    সময় এখন অসময়


    ওরা কোনো গ্যালিলিওর অপেক্ষায় নেই
    যে একটা রাক্ষুসে ঘড়ি বানাবে
    যা কিনা টাঙানো থাকবে শহরের স্মারক প্রাচীরে
     
    শুধু আমাদের ইতিহাসের প্রতিফলনই তো নয়
    এই অপার শূন্যতা
    দোলন ক্ষমতা বুকে নিয়ে নিজের অস্তিত্ব প্রচারে সোচ্চার হোক
    আন্তর্জাতিক নারী দিবসে 

    চীনা সৈন্যদল
    তাদের রণপা নিয়ে  লাফিয়ে পড়ুক এর শূন্য গর্ভের ভেতর থেকে
    এই গহ্বরে ঝুলিয়ে দেওয়া যাক
    এক বিশুষ্ক মরদেহ

    পাথুরে প্রাচীর
    মহেঞ্জদারোর ইঁট একটা একটা করে গেঁথে নিয়ে .. 

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    6. Why Wouldn’t The Indus Wash Away Our Sorrows
    আমাদের দুঃখ কেন  যায় না  ভেসে সিন্ধুনদে ?


    যত যত রক্ত
    অঝোর ধারায়
    চার্লস নেপিয়ারের শাপমুক্তি
    তার নিজের কাছেই
    আর সেই  একই তো গল্প, দেড় শতাব্দী পেরিয়ে
    তাঁর উত্তরসূরীদের

    এমনকি যদি তা নাও হয়
    সব কিছু ঠিক আগের মতোই
    শুধু ওই টাবাস্কো সসটুকু ছাড়া
    যেটা এসেছে আধভাঙা  মরিচের বদলে
    সরকারী দপ্তরখানায়
    মেয়েদের ওপরে  ব্যবহারের জন্য ..আরও শরীরী  তথ্য প্রমাণ চাই যে

    আরও কিছু উন্নত ফলাফল
    যা আরও দ্রুত পুরুষমানুষগুলোকে  পৌঁছে দেবে
    সাজানো গোছানো টেবিলে
    যেখানে সরকারীভাবে প্রমাণপত্র স্তূপাকার
    যেখানে পরিষ্কার লেখা, মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক কারণবশত

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    7. Robert Clive
    রবার্ট ক্লাইভ


    "আমার সব পার্থিব সম্পদ নিয়ে নিও
    শুধু রেখে যেও আমার সুনাম !"

    এভাবেই তো তিনি  আলোচিত

    যন্ত্রণার উপশম চাননি. তাই আফিম নেওয়া বন্ধ
    উমিচাঁদের প্রেতাত্মা আর কুচকাওয়াজ করে না
    চোখের সামনে
    তিনি তো ওয়াকিবহাল
    যে সৌভাগ্য আর সত্যের ওপর তাঁর একাধিপত্য এখন শেষ

    এখন আর ভরা বর্ষা
    শত্রুপক্ষের বারুদ ভিজিয়ে দেয় না
    তাঁর পদতলে নতজানু
    কোনো শাসক
    আর যুদ্ধবিরতির আর্জি জানায় না

    তবু তিনিই তো একমাত্র
    এক ঐতিহাসিক যুদ্ধজয়ের নায়ক
    মাত্র চোদ্দজন সেনানীর জীবনের বিনিময়ে

    বসবাস অন্য ভুবনে
    আমরা তাঁর আত্মহননের কথা ভেবে না হয় দু'ফোঁটা চোখের জলই শুধু ...

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    8. A picture On Page 163
    ১৬৩ পৃষ্ঠায় একটি ছবি


    কোনই তো কারণ ছিল না  মেয়েটির
    নিজের   এই শহরটাকে  মনে রাখার মতো
    তাও আবার অচেনা অজানা নদীর কিনারে বসে

    ও তো মনের  খুশিতেই ছিল মহাখালি ভূবাসনে
    যা কিনা বিরাট আলোচনার বিষয়
    কোপেনহেগেন শহরের বক্তৃতামঞ্চে

    ও তো সাঁতরেই দিব্যি চলে যেতে পারত
    পোশাক তৈরীর কারখানায়
    ওখানেই তো প্রথম রোজগারপাতি
    ইস্কুলের পাট চুকলে

    প্রতি সপ্তাহে , এজমালি ভি সি আর -এ
    পরপর তিনটে ছায়াছবি
    আর প্রতি মাস পয়লায়
    বাড়ির জন্য এক কেজি করে ইলিশ মাছ

    অসুস্থ বাবা নেই ,
    দুশ্চরিত্র ভাই নেই,
    অনামা শত্রুর পাট নেই

    আর এমনটাও নয় যে
    ও সারাজীবন বিয়ে থা না করার ব্রত নিয়েছে

    আছে তো..এক তরুণ
    ইশকুল মাস্টার
    যার কোনো ইচ্ছেই নেই নিউ ইয়র্কে ট্যাক্সি চালানোর
    অথবা করাচিতে বাবুর্চির চাকরি

    ও খুব সুখী
    টিনের চালের ঘরে
    চ্যাঁচারির দেওয়াল

    কেউ অভিনয় করতে  ডাকল না
    পাড়ার নাটকে
    দুঃখ নেই তো

    এই তো আজই ডাক এসেছে
    এক ঝাঁক মেয়ের সঙ্গে
    জল সরবরাহের দপ্তরের সামনে
    বিক্ষোভ জানাতে হবে

    কেউ শেখায়ইনি কখনও
    এ তো নিজে নিজেই শিখে নিতে হয়
    ও জানেই না কোথায় যে দারিদ্র্যরেখা
    তার শরীরের গণ্ডি পেরিয়ে ..

    ওর হতদরিদ্র দেশ
    দু' দুবার স্বাধীনতা পেয়ে গেল

    ও অনেক বেশি স্বাধীন  আর অনেক বেশি সুখী
    অবশিষ্ট বিশ্বের নিরিখে

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    9. Why Wouldn’t Amina Jilani Write?
    আমিনা জিলানি  লিখবে না কেন?


    কেন লিখবে না আমিনা জিলানি

    খবরের কাগজে
    যার ষোলো শতাংশ গ্রাহক
    আমাদের মাথা পিছু গড় আয়ের বিশ গুণ খরচ করে
    শুধু জামাকাপড় কিনতে?

    কেন আমিনা জিলানি
    ওই জোলো সস্তা চুটকির বদলে
    ফাঁস করে দেয় না সুইস ব্যাঙ্কের একাউন্ট নম্বরগুলো
    যেখানে আমাদের লুঠ সম্পদ গোপনে গচ্ছিত?

    কেন আমিনা জিলানি জানাতে অনিচ্ছুক যে
    ট্যাসিটাস লিখেছিলেন
    নীরোর মাথায় যখন তখন ভূত চাপত চার ঘোড়ার জুড়িগাড়ির সওয়ার হতে?
    কেনই বা সে পরোক্ষে ইঙ্গিত দেয়নি নীরোর পছন্দ এখন
    কালো মার্সিডিজ?

    চাঞ্চল্য সৃষ্টি করতে কেন আমিনা জিলানি জানাবে না 
    যে একটি প্রজাতান্ত্রিক দেশের বিমান সংস্থা
    যাত্রীদের পরিবেশন করে কুকুরদের খাবার?

    কেনই বা কিছুতেই আমিনা জিলানি
    এতসব বিতর্কিত আর বহু আলোচিত প্রসঙ্গই তোলে না ..
    অন্যায়ভাবে বিচারাধীন বন্দীহত্যার? জলের অনটনের?

    অথচ এমন তো নয় যে আমিনা জিলানি সচিত্র রন্ধনপ্রণালী লেখে
    আলু আর আপেলের ক্যারামেল পুডিং -এর গল্প অথবা দুধ আর চীজের ঢল নামানো পলেনটা
     বড়লোকী খাবার যত

    জিলানি তো বুঝেই ফেলেছে
    ক্লিফটন সেতুটা বেজায় শক্তপোক্ত
    আর যেকোনো সময় তার জীবনে শুধু একটা দুর্ঘটনার অপেক্ষা

    আমিনা জিলানি জেনেই গেছে
    দুর্বৃত্তকারীদের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে
    ওই যে দাঁতের ডাক্তার.. জীপ গাড়িটা স্রেফ এসে পিষে দিয়ে গেল
    এখনও... কোমায়।
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    বাংলায় অনুবাদঃ ঈশানী হাজরা
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • কাব্য | ১৮ জুন ২০১৩ | ৮৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ***:*** | ১৮ জুন ২০১৩ ০৬:২৯77023
  • chronicle of a death foretold, প্রটোকল নয় তো !
  • ranjan roy | ***:*** | ১৮ জুন ২০১৩ ১০:১৭77022
  • যেমন কবিতা তেমনি তার অনুবাদ।
    চমৎকার হয়েছে।
    তবে উর্দূর ইংরেজি, তার থেকে বাংলা। প্রক্রিয়ায় কিছু ট্রানসমিশন লস হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

    যেমন নাজম কিছু হয় না। ওটা 'নজ্ম', nazm।
  • ishani | ***:*** | ১৯ জুন ২০১৩ ১২:৫১77024
  • আমারই অসতর্কতায় "Chronicle of a death foretold " ...বইটির শীর্ষকে এই মারাত্মক ও অমার্জনীয় মুদ্রণপ্রমাদ ঘটেছে . গতকালই নজরে পড়েছে ; কিন্তু নেটের কিছু সমস্যা ছিল . তাই মন্তব্যের সুতো খুলতে পারিনি অনেক চেষ্টা করেও . এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য মার্জনা চেয়ে নিচ্ছি .
  • nina | ***:*** | ২০ জুন ২০১৩ ১২:৩৫77025
  • খুব সুন্দর হয়েছে অনুবাদ!
  • Amit Sengupta | ***:*** | ২১ জুন ২০১৩ ০৩:৫৩77027
  • খুবই সুন্দর অনুবাদ।
  • DB | ***:*** | ২১ জুন ২০১৩ ০৭:০৬77026
  • ভালো লাগলো অনূদিত কবিতাগুলি ।
  • শেখর সেনগুপ্ত | ***:*** | ০৬ জুলাই ২০১৩ ০৫:১৮77029
  • মন নাড়া দেয়া কবিত।
  • কান্তি | ***:*** | ০৬ জুলাই ২০১৩ ০৯:৫৬77028
  • ভাল লাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন