গুজরাত দাঙ্গা হয়েছে সেটা অপ্রমাণিত নয়।সরকার রাজধর্ম পালন করেনি সেটা সেই দলেরই প্রধানমন্ত্রী বলেছেন।
বিলকিস বানো কেসে গুজরাত সরকার এবং তাঁর দলের ঘৃণ্য ভূমিকা সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত।
এগুলো মিডিয়া ট্রায়াল নির্ভর নয়।
কিন্ত সুশান্ত সিং রাজপুত কেসে এবং অভয়া কেসে কেন্দ্রীয় সরকারের অধীন এইমস্ এবং ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞদের টিম তদন্ত করে মিডিয়ার এবং পপুলার ওপিনিয়নের বিপরীত রায় দিয়েছে।
দুটো কেসেই কিছু ইনভল্ভড লোকেদের সত্য গোপন সন্দেহের জন্ম দিচ্ছে।
প্রথম কেসে সুশান্তের দুই বোনের ওষুধ সাপ্লাই এবং অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার বিষয়ে।
অভয়া কেসে জুনিয়র ডাক্তারদের সুরতহাল এবং ময়নাতদন্তের সময়
ক) ওদের নির্বাচিত ডাক্তারদের উপস্থিতিতেই
এবং
খ) ওদের পছন্দের ডাক্তার দিয়েই ময়নাতদন্ত করানো,
গ) রিপোর্টে ওদের প্রতিনিধিদের সই করে স্যাটিসফ্যাক্টরি সার্টিফিকেট দেয়া।
ঘ) ওদের দাবি মেনেই সংলগ্ন দেয়াল ভেঙে ফেলা।
কিছু তথ্যগত ভুল বললাম কি?
আর পুরনো কথা তুললে:
1 সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ব্যাপারে আদালতে বোধহয় দোষ প্রমাণিত হয়নি, নাকি হয়েছিল?
2 আনন্দমার্গীদের কারা পুড়িয়ে মেরেছিল জানা যায় নি।
3 অনিতা দেওয়ান গণধর্ষণ ও হত্যার দোষী কারা জানা যায় নি।
ঠিক কথা, কোলকাতা পুলিশের রেকর্ড ঈর্ষণীয় নয়।