এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • :) | 2405:8100:8000:5ca1::***:*** | ২৮ নভেম্বর ২০২৪ ০৯:৪৬539720
  • প্রিজনভ্যান বাজানোর দক্ষতার জন্য কলকাতা পুলিশের অবশ্যই বাদ্যশ্রী পাওনা হয়। তবে তার কৃতিত্ব কি একা বিনীত গোয়েলকে দেওয়া উচিত?
  • aranya | 2601:84:4600:5410:8032:c77:edd7:***:*** | ২৮ নভেম্বর ২০২৪ ২২:৫১539729
  • শুধু কলকাতা পুলিশ কে কেন, পুলিশ মন্ত্রীরও শিরোপা প্রাপ্য, কারণ তিনি আদালতে অপরাধ প্রমাণ ও সাজা ঘোষণার আগেই, খুনের দু দিন পরই, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জীবের ফাঁসীর দাবি করেন। তার ভাইপো কেও মেডেল দেওয়া উচিত, তিনি আরও এক ধাপ এগিয়ে সঞ্জীব কে এনকাউন্টার করে দিতে বলেন। ন্যায়বিচারের জন্য এমত আগ্রহ সয়ই বিরল 
     
    কলকাতা পুলিশ কে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হত। তাদের দক্ষতা নিয়ে কোন সন্দেহ নেই, যদি কাজ করতে দেওয়া হয়। 
  • aranya | 2601:84:4600:5410:8032:c77:edd7:***:*** | ২৮ নভেম্বর ২০২৪ ২৩:০৭539730
  • সরি, সঞ্জীব নয়, সঞ্জয়। 
    তবে এই খুনের তদন্তে কলকাতা পুলিশকে গা ঘামাতেও হয় নি। হাসপাতালের ভিতর সঞ্জয়ের অবাধ যাওয়া আসা, সিসিটিভি কোথায় আছে জানা উচিত, অথচ সে বুক ফুলিয়ে সিসিটিভির সামনে দিয়ে ঘোরাঘুরি করে, খুন করতে যায়। খুনের তদন্তে, পুলিশ প্রথমেই সিসিটিভি ফুটেজ তো দেখবেই + মৃতদেহের পাশে অপরাধীর হেড ফোন পড়ে আছে, এ তো ওপেন এন্ড শাট কেস। 
    এবার তাকে পাকড়াও করা। খুনের পরে কেন সে শহর ছেড়ে পালাল না, তাও এক রহস্য। হয় অতীব মূর্খ, বা হয়ত ভেবেছিল পুলিশ তাকে ধরবে না। যাই হোক, এই অপরাধীকে ধরা খুবই সহজ ছিল, কলকাতা পুলিশের জন্য, কারণ সে পালানোর চেষ্টাই করে নি। 
    ভেবে দেখুন, কলকাতা পুলিশের শিরোপা প্রাপ্য কিনা 
     
    বিনীত গোয়েল খুবই দক্ষ অফিসার, সন্দেহ নেই। কামদুনি কেসে তিনি ই ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন। শিরোপা যখন দেওয়া হচ্ছেই, বিনীত বাবুরও সেটা প্রাপ্য। তাকেও দেওয়া হোক 
  • sm | 2405:8100:8000:5ca1::30:***:*** | ২৮ নভেম্বর ২০২৪ ২৩:১৫539731
  • নির্মল আনন্দ পেলুম। 'আদালতে প্রমাণ হয়েছে খুনের অভিযোগের কোন ভিত্তি নেই' লিখলে আরও খোলতাই হত।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৯ নভেম্বর ২০২৪ ০০:১০539737
  • এই মন্তব্যগুলো কীরকম চাড্ডিপনার মতো লাগে। তথ্য বনাম অন্ধবিশ্বাস। যদি দেখা যায় কলকাতা পুলিশের তদন্ত যথাযথ ছিল, তবে কী বলতে হবে বুঝিনি। কেউ বিচার সাক্ষ্য এসব অনুসরণ করে লিখছেন, তাও না। হোয়াটস্যাপে পড়েছি, আবাপয় লিখেছে, বলে দিলাম, এই আর কী।
  • aranya | 2601:84:4600:5410:9c57:f2a:2e4:***:*** | ২৯ নভেম্বর ২০২৪ ০০:৫৩539738
  • সেই, একদিকে চাড্ডিপনা বলে দাগানো, অন্যদিকে ঘোর দুর্নীতিপরায়ণ তৃণমূল দল ও সরকারকে অকুন্ঠ সমর্থন:-)
  • aranya | 2601:84:4600:5410:9c57:f2a:2e4:***:*** | ২৯ নভেম্বর ২০২৪ ০০:৫৮539739
  • যেমন এই লাইনটি - 'ফাঁস' হওয়া প্রথম বয়ান অনুযায়ী মৃতার বাবা এবং কিছু ডাক্তারদের দাবীতেই ময়নাতদন্ত হয়েছিল সেদিন রাতে'
    - এটাও কিন্তু গুজব হতে পারে 
     
    বা এটা - ' জোর করে পোড়ানো ইত্যাদির কথা নেই'
     
    - আমি ভিডিও ক্লিপে দেখেছি, মৃতার বাবা বলেছেন, তারা দেহ রেখে দিতে চেয়েছিলেন। সেই ভিডিও ক্লিপ ডক্টরড মনে হয় নি, মৃতার বাবা র  কথা অবিশ্বাস করার কোন কারণও দেখছি না 
  • aranya | 2601:84:4600:5410:9c57:f2a:2e4:***:*** | ২৯ নভেম্বর ২০২৪ ০১:০৬539740
  • 'অবধ্য সমস্ত দেহাংশ সংরক্ষণ করার পরে দেহটা রেখে দেবার যুক্তিটা কী, এটাও কেউ স্পষ্ট করে কখনও বলেননি'
     
    - আইআইটি খড়গপুরে একটি ছেলে, ফয়জন  খুন হয়, বছর দুয়েক আগে। আত্মহত্যা বলে চালান হয়েছিল, প্রথম ময়নাতদন্তের পর। দু বছর পর , দ্বিতীয় ময়নাতদন্তে জানা যায়, যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ফয়জন ধর্মে মুসলিম বলে দেহ কবর দেওয়া হয়েছিল
     
    দেহ কিছুদিন রাখা হলে, প্রথম ময়নাতদন্তে গাফিলতির অভিযোগ উঠলে, প্রয়োজনে আবার ময়নাতদন্ত করা যায়। এইটুকুই সুবিধা। 
    এবং তেমন গাফিলতি তো অনেক ই হয় । 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৯ নভেম্বর ২০২৪ ০৪:৫২539743
  • ভারতবর্ষে আজ পর্যন্ত একটা উদাহরণ দেখান, যেখানে ময়নাতদন্তের পর শেষকৃত্য না করে দেহ রেখে দেওয়া হয়েছিল, পরে আবার দরকার হতে পারে বলে। দেখালেই মেনে নেব, রাখা উচিত ছিল। এবং লক্ষ্যণীয়, এখানে গাফিলতির কোনো অভিযোগ ওঠেনি। এক্সপার্টদের দ্বারা একাধিক পরীক্ষার পরও। উল্টে সার্টিফাই করা হয়েছে সব ঠিকঠাক হয়েছে বলে। যতদূর পড়েছি, দেহাংশও সংরক্ষিত আছে। এক্সপার্টরা যদি বলেন, কোনো ভুল হয়েছে, দরকার ছিল, সেটাও মেনে নেব। কিন্তু আবাপ বা হোয়াটস্যাপে আপনি কী পড়েছেন, তার ভিত্তিতে মেনে নেবার কোনো প্রশ্নই নেই।
     
    আর দুই হল, এখানে তৃণমূল নিয়ে কোনো কথাই লিখিনি। পুলিশকে নিয়ে লিখেছি। কোনো পয়েন্টে আপত্তি থাকলে করতেই পারেন। এই যেমন করেছেন। মৃতার বাবা মা একগাদা স্টেটমেন্ট দিয়েছেন, নানা গণমাধ্যমে। সেগুলো অনেক ক্ষেত্রেই পরস্পরবিরোধী। কেন আমি বলতে পারবনা। এখানে সিবিআইকে কী জবানবন্দী দিয়েছেন, সেটা উল্লেখ করেছি। সেটাই বিচার্য। অন্যত্র নানারকম কথা বলে সিবিআইকে কেন বলেননি, বলতে পারবনা। সিবিআই বা আদালতে যা বলবেন, সেটা নিয়েই তো কার্যক্ষেত্রে বিচার হবে। টিভির ক্লিপ নিয়ে তো না। 
    এবার 'ফাঁস' হওয়া নথিগুলো এখনও পর্যন্ত সবকটাই সত্যি হয়েছে। এটাও হবার সম্ভাবনা বেশি। মিথ্যে হলে ধরা পড়বে। সেটাও লিখে দেব।  কিন্তু আপনি ভিডিও ক্লিপে কী শুনেছেন, হোয়াটস্যাপে কী দেখেছেন, কী বিশ্বাস করেছেন, সেগুলো ধর্তব্যের মধ্যেই  পড়েনা. ডাক্তারদের গুলবাজিগুলোও না। কারণ এগুলো কেউই সিবিআই বা আদালতে পেশ করছেন না।  
  • aranya | 2600:1001:b04a:1a66:f05a:5333:b75c:***:*** | ২৯ নভেম্বর ২০২৪ ০৫:২৯539745
  • আচ্ছা। মেয়েটির বাবা সিবিআই আর আদালতে ঠিক কি জবানবন্দী দিয়েছেন, সেটা কিভাবে জানছ? সেই জবানবন্দীর কোন কপি পাওয়া যাচ্ছে? 
  • সাংবাদিকতা | 2405:8100:8000:5ca1::3c2:***:*** | ২৯ নভেম্বর ২০২৪ ০৬:২০539748
  • রূপ কনোয়ার নিয়েও মিডিয়া এরকম গুজব রটিয়েছিল। আদালতে কিছুই প্রমাণ হয়নি। অনেক মিডিয়া তো গুজরাট দাঙ্গাতেও মোদিকে জড়িয়ে গুজব ছড়িয়েছিল। ওখানকার পুলিশের তদন্তের জোরে সঞ্জীব ভাট দোষী প্রমাণিত হয়। কুডোস।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৯ নভেম্বর ২০২৪ ০৬:৫৭539750
  • আদালতে কী দিয়েছেন জানিনা। "ফাঁস" যেটা হয়েছে, সেটা সিবিআই জবানবন্দী। কপিই তো ফাঁস হয়েছে। কারা তার উপর প্রতিবেদন করেছেন, তাও জানি। ভবিষ্যতে ভুল হলে দেখা যাবে। 
     
    আর বাকি এক-আধজন সেই গুজরাত দাঙ্গা ইত্যাদি টেনে আনবেন। সিবিআই নানা জায়গায় নানা গাফিলতি পক্ষপাত দেখিয়েছে। সেটা যাতে না হয়, তাই এবার এইসব খতিয়ে দেখা দরকার, এবং হচ্ছে। কোনো খুঁত থাকলে ধরান না। গুজরাত অথবা ধরুন আরুশি মামলায় এসব দেখানো হয়েছে তো। সেই কাজটা কেউ করবেন না তো। অন্য কেউ করলেও বাগড়া দেবেন।
  • Ranjan Roy | ২৯ নভেম্বর ২০২৪ ০৮:৩৭539751
  • গুজরাত দাঙ্গা হয়েছে সেটা অপ্রমাণিত নয়।
    সরকার রাজধর্ম পালন করেনি সেটা সেই দলেরই প্রধানমন্ত্রী বলেছেন। 
    বিলকিস বানো কেসে গুজরাত সরকার এবং তাঁর দলের ঘৃণ্য ভূমিকা সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত।
     
    এগুলো মিডিয়া ট্রায়াল নির্ভর নয়।
    কিন্ত সুশান্ত সিং রাজপুত কেসে এবং অভয়া কেসে কেন্দ্রীয় সরকারের অধীন  এইমস্ এবং ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞদের টিম তদন্ত করে মিডিয়ার এবং পপুলার ওপিনিয়নের বিপরীত রায় দিয়েছে।
     
    দুটো কেসেই কিছু ইনভল্ভড লোকেদের সত্য গোপন সন্দেহের জন্ম দিচ্ছে।
    প্রথম কেসে সুশান্তের দুই বোনের ওষুধ সাপ্লাই এবং অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার বিষয়ে।
     
    অভয়া কেসে জুনিয়র ডাক্তারদের সুরতহাল এবং ময়নাতদন্তের সময়
     ক) ওদের নির্বাচিত ডাক্তারদের উপস্থিতিতেই 
    এবং 
    খ) ওদের পছন্দের ডাক্তার দিয়েই ময়নাতদন্ত করানো,
    গ) রিপোর্টে ওদের প্রতিনিধিদের সই করে স্যাটিসফ্যাক্টরি সার্টিফিকেট দেয়া।
    ঘ) ওদের দাবি মেনেই সংলগ্ন দেয়াল ভেঙে ফেলা।
     
    কিছু তথ্যগত ভুল বললাম কি?
     
    আর পুরনো কথা তুললে:
    1 সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ব্যাপারে আদালতে বোধহয় দোষ প্রমাণিত হয়নি, নাকি হয়েছিল?
    2  আনন্দমার্গীদের কারা পুড়িয়ে মেরেছিল জানা যায় নি।
    3 অনিতা দেওয়ান গণধর্ষণ ও হত্যার দোষী কারা জানা যায় নি।
    ঠিক কথা, কোলকাতা পুলিশের রেকর্ড ঈর্ষণীয় নয়।
  • dc | 2402:e280:2141:1e8:3d31:6bf5:2ac2:***:*** | ২৯ নভেম্বর ২০২৪ ০৮:৪৪539752
  • কোন রাজ্যেরই পুলিশের রেকর্ড ঈর্ষণীয় নয়। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। তার কারন পুরো পুলিশ ব্যাবস্থাটাই সেই সব রাজ্যের পলিটিকাল পার্টিগুলো কো-অপ্ট করে নিয়েছে, পলিটিকাল নেতা মন্ত্রীদের কথা ছাড়া পুলিশ এক ইঞ্চিও নড়ে না। 
     
    আর এই মামলার শুনানি তো শিয়ালদা কোর্টে শুরু হয়েছে। সেখান থেকে হাই কোর্টে যাবে, তারপর সুপ্রিম কোর্টে যাবে। বছর পাঁচেক তো লাগবেই। 
  • aranya | 2600:1001:b123:3e02:b8ff:8c2b:84c4:***:*** | ২৯ নভেম্বর ২০২৪ ০৯:৩৮539755
  • ও আচ্ছা । সিবিঅই এর কাছে জবানবন্দীর কপি তুমি তাহলে মিডিয়ায় পড়েছ। 
    আর অন্যদের আবাপ, হোয়া ইঃ নিয়ে আওয়াজ দিচ্ছ। বেশ :-)
  • অর্ডার কপির প্রতিলিপি | 2409:40e6:21:f277:cea:e1ff:fe97:***:*** | ২৯ নভেম্বর ২০২৪ ০৯:৫৪539756
  • অর্ডার কপিগুলি এই লেখার সঙ্গেই দেওয়া আছে দেখলাম, গুগল ড্রাইভে। পড়লাম, যে কেউই পড়তে পারেন।  যিনি দিয়েছেন, তিনি বিশেষ অনুমতি নিয়ে এই শুনানি শুনতে পারছেন বলে লিখেছেন, এও দেখলাম। সেই অনুযায়ীই কপিগুলি দিচ্ছেন, আশা করা যায়। 
     
    কী চলছে, কে কী বলছেন, কী কী সাক্ষ্য হিসেবে এসেছে, পুরো বিষয় নিয়েই ধারণা হবে, কারুর মুখের ঝাল না খেয়ে। এগুলি নিয়ে লাইন ধরে ধরে কেউ লিখলেও আমাদের মত পাঠকের অনেকের উপকার হবে। এই সাইটের পাঠক লেখকদের প্রতি আবেদন। 
    ধন্যবাদ।
  • Ranjan Roy | ২৯ নভেম্বর ২০২৪ ১১:৪৫539758
  • অরিত্র বলে কোন ভদ্রলোক নিয়মিত শুনানিতে হাজির থাকছেন এবং আপডেট দিচ্ছেন এটাই তো সৈকত লেখার  শুরুতে বলেছেন। 
  • কোর্ট | 2405:8100:8000:5ca1::2ec:***:*** | ২৯ নভেম্বর ২০২৪ ১১:৫৩539759
  • মোদি বেকসুর খালাস। ফাঁসানোর চেষ্টা কাজে দেয়নি। গুজবে কান দিবেন না। নন্দীগ্রামেও বুদ্ধদেবের নামে গুজব রটেছিল। কিন্তু ধোপে টেকেনি।
  • বকলমে অরিত্র (২) | 2409:40e6:21:f277:a0e9:52ff:fe02:***:*** | ২৯ নভেম্বর ২০২৪ ২১:০৮539767
  • অরিত্রর দেওয়ালে গিয়ে এই পোস্টগুলি পাওয়া গেল। অর্ডার কপি ছাড়াও।
     
    'বাংলা মিডিয়া অসম্পূর্ণ খবর পরিবেশন করবেননা। সন্দীপ ঘোষ, আশীষ পান্ডে দের নিয়ে যে চার্জশীট CBI দিতে চলেছে সেইটা দুর্নীতি, টাকা তছরূপ ইত্যাদি কেসের। অভয়ার খুন ও ধর্ষনে গতকাল অব্দি CBI সন্দীপ ঘোষদের নিয়ে কোনো বক্তব্য রাখেনি, দুটোকে গুলিয়ে দেবেননা। সবকিছুকে বানিজ্য ও মার্কেটিং দিয়ে ভাবলে মুশকিল।'
     
     
    'কোলকাতা পুলিশের মর্গ রেজিস্টার, মালখানা, সিজার লিস্ট সহ ডিটেক্টিভ ডিপার্টমেন্টের অফিসারদের এক্সামিনেশান ও ক্রস এক্সামিনেশান করানো হয়েছে। ময়নাতদন্তের ভিডিও আদালতে চালিয়ে দেখানো হয়েছে মামলার সাথে জড়িত সকল পার্টিকে, নির্দিষ্ট কিছু অংশের স্ক্রিনশট প্রিন্ট আউট ও দেওয়া হয়েছে গোপনীয়তা বজায় রেখে। কোথাও ফরেন্সিক ও পোস্ট মর্টেম প্রক্রিয়ায় ভিডিও রেকর্ডিং এ কোনো কারচুপি পাওয়া যায়নি। এখনো অব্দি খুন ও ধর্ষনে সঞ্জয় রায় ছাড়া আর কারোর উপস্থিতির প্রমান পাওয়া যাচ্ছেনা বলে জানাচ্ছে CBI, আগামী সপ্তাহ থেকে আবার টানা শুনানি রোজ। প্রমান লোপাট ও বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে CBI এখনো বড় কোনো সাবমিশন করেনি, তাও পরের সপ্তাহে নজর রাখবো। নীচে ২৬শে নভেম্বর ও ২৭শে নভেম্বরের অর্ডার কপি দেওয়া হলো মানুষের জন্যে।'
     
    'ইনকোয়েস্ট রিপোর্ট এর পর থেকে সমস্ত রকম প্রোটোকল মেনেই ছবি-ভিডিও রেকর্ডসহ করা হয়েছিলো ময়নাতদন্ত। প্রাথমিক স্তরে কোলকাতা পুলিশের করা অভয়ার পোস্ট মর্টেম সঠিক ছিলো, CBI এর প্রসিকিউশান ও ডিফেন্সের ক্রস এক্সামিনেশান থেকে ট্রায়ালে স্পষ্ট করছে আদালত। খুনের অন্তিম বিচারের কাছাকাছি আসছি-
    চিকিৎসক-গবেষকদের সাথে সমস্ত রকম এক্সামিনেশান ও ক্রস এক্সামিনেশানের সাথে অভিযুক্তের বক্তব্য নিয়ে কাটাছেড়া করার পর জানালো আদালত।
    ডেইলি অর্ডার কপি, ২৫শে নভেম্বর ২০২৪'
     
    'CBI এর প্রসিকিউশান থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় নিচ্ছে অভয়ার বিচার, দিন ফুরিয়ে আসছে সঞ্জয় রায়ের। ধনঞ্জয়ের আর সঞ্জয় রায় এক কেস নয়, উঠে আসছে ট্রায়ালে। মৃতার শরীরে পাওয়া ছোটো ছুলের অংশের সাথে অভিযুক্তের চুল ম্যাচ করেছে। এছাড়া সোয়াবসহ একাধিক নমুনার বিশেষ ফরেন্সিকের সাথে মিলে যাচ্ছে সঞ্জয়ের স্বীকারোক্তি। কোলকাতা পুলিশের তদন্ত যে দিকে ছিলো তা ভুল ছিলোনা স্পষ্ট করছে ফরেন্সিক ও বিচার প্রক্রিয়া। ট্রায়ালে সঞ্জয়ের হয়ে লড়াই দিচ্ছেন সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ডিফেন্স কাউন্সিলরা। সঞ্জয়কে বাঁচানো যাবেনা তারা বুঝতে পারছেন, তাদের সম্ভবত মাথায় চলছে ফাঁসি থেকে যাবজ্জীবন অব্দি নামানো যায় কিনা। তবে এই মামলার অন্তিমে সমস্তরকম বৈজ্ঞানিক গবেষণায় যদি কোলকাতা পুলিশের তদন্ত সঠিক প্রমাণিত হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় রাজনৈতিক এডভান্টেজ পাবেন। বিচারপতি গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যাচ্ছেন ট্রায়ালকে, বারবার প্রশ্নে উঠে হাসছে হাসপাতালের নিরাপত্তা ও সঞ্জয়দের অবাধে আনাগোনার ইতিহাস। অর্ডার কপি, ২১ শে নভেম্বর ২০২৪'
     
    'দীর্ঘ সাধনার পর সোমা'কে খুজে পেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ইনি "আমি সোমা বলছি" সোমা নন, ইনি ফরেন্সিক সায়েন্স ল্যাবের গবেষক প্রথিতযশা চিকিৎসক ও প্রশাসক ডা. সোমা রায়। সোমা দেবী দেহের পোশাক ও অন্যান্য সমস্ত এভিডেন্সের ফরেন্সিক গবেষণা করে রিপোর্ট বানিয়েছিলেন। ক্রস এক্সামিনেশান হলো। 
    দৈনিক অর্ডার কপি- ২০শে নভেম্বর, ২০২৪.'
  • aranya | 2601:84:4600:5410:94a9:e0c5:3b6e:***:*** | ২৯ নভেম্বর ২০২৪ ২৩:৫৮539772
  • 'বারবার প্রশ্নে উঠে হাসছে হাসপাতালের নিরাপত্তা ও সঞ্জয়দের অবাধে আনাগোনার ইতিহাস'
     
    - হাসপাতালে সঞ্জয়ের অবাধ আনাগোনা, প্রিন্সিপল সন্দীপের প্রিয়পাত্র , কোথায় সিসিটিভি আছে, এর জানার কথা। অথচ সিসিটিভির সামনে দিয়ে খুন করতে যাচ্ছে 
     
    খুবই বিস্ময়কর। আশা করি, সিবিআই এর কাছে এর ব্যাখা আছে 
  • aranya | 2601:84:4600:5410:94a9:e0c5:3b6e:***:*** | ৩০ নভেম্বর ২০২৪ ০০:০১539773
  • অথবা শিরোপা-র দাবিদার কলকাতা পুলিশের কাছেও এর ব্যাখা থাকতে পারে 
  • aranya | 2601:84:4600:5410:94a9:e0c5:3b6e:***:*** | ৩০ নভেম্বর ২০২৪ ০০:১৮539775
  • 'ভারতবর্ষে আজ পর্যন্ত একটা উদাহরণ দেখান, যেখানে ময়নাতদন্তের পর শেষকৃত্য না করে দেহ রেখে দেওয়া হয়েছিল, পরে আবার দরকার হতে পারে বলে'
     
     
    - ভারতে কোথায় কি হয়েছে , তাতে কিছু যায় আসে না। শেষকৃত্যের দায়িত্ব ও  অধিকার পুলিশের নয়, মৃতার পরিবারের। মৃতার বাবা পরিস্কার ভাবেই বলেছেন , তারা চেয়েছিলেন সন্তানের দেহ রেখে দিতে । 
     
    সিবিআই কে তারা কি বলেছেন, তা জানা দরকার সিবি আই এর কাছ থেকে, অথবা মৃতার বাবা মা-র কাছ থেকে। কোন সংবাদ মাধ্যমে সিবি আই এর কাছে জবানবন্দীর কি কপি ফাঁস হল, তাতে কিছু যায় আসে না । 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ৩০ নভেম্বর ২০২৪ ০০:২৫539777
  • মিডিয়ায় বেরোনো অনেক খবরই তো দিয়েছি। তবে এক্ষেত্রে নথিটাও দেখেছি। লিখলামই তো, জাল হবার সম্ভাবনা কম। হলে নিশ্চয়ই আপডেট করব। 
     
    আর দেখুন, বিস্ময়ের কোনো শেষ নেই। কারণ ধরে নেওয়া হয়েছে, সিভিক পুলিশ মানেই সন্দীপের প্রিয়পাত্র। সন্দীপ মানেই তিনি হাসপাতালের সব সিসিটিভির খবর রাখেন। ডাক্তার হলে কী হবে, সিকিউরিটির সব খবর রাখেন। এবং তারপর সব প্রিয়পাত্রদের ট্রেনিং দেন। কদিন আগে এও জানা যাচ্ছিল, তিনি সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে ২৭ মিনিটের ফুটেজ দিয়েছেন। সেই বিস্ময়টা এখন গেছে,  এবার পরের বিস্ময় হল, সিসিটিভিতে কেন দেখা যাচ্ছে। এই বিস্ময়টারও নিরসন করে দিই। এটা চার্জশিটে আছে। পুলিশের পরিজনরা আরজিকরে ভর্তি হলে তাদের দেখাশুনোর দায়িত্ব সঞ্জয়ের ছিল। সেইজন্যই যাতায়াত অবাধ ছিল। সন্দীপের প্রিয়পাত্র হবার কারণে নয়। সঞ্জয় যে সন্দীপের প্রিয়পাত্র, এটা কোথা থেকে জানলেন, একটু জানাবেন। আর পরবর্তী বিস্ময়টা কী সেটাও। 
     
    হ্যাঁ, অরিত্র যা লিখেছেন, সেটা এর পরেও ঠিক, যে, নিরাপত্তাব্যবস্থার গাফিলতি নিয়ে খুব বেশি সন্দেহ নেই। যদি একজন সিভিক পুলিশ চুপচাপ এসে খুন করে দিয়ে যেতে পারে, যা খুশিই হতে পারে। কিন্তু এই আপনাদের হোআ-পঠিত বিস্ময় নেওয়া খুব মুশকিল। এই যে নিয়ম করে ধরে ধরে আপডেট দিচ্ছি, একটু পড়লেও তো পারেন।   
  • aranya | 2601:84:4600:5410:94a9:e0c5:3b6e:***:*** | ৩০ নভেম্বর ২০২৪ ০০:৩৭539778
  • সন্দীপের প্রিয়াপাত্র কিনা, সেটা বড় পয়েন্ট নয়। বড় পয়েন্ট হল - হাসপাতালে যার অবাধ আনাগোনা , সেই সঞ্জয় সিসিটিভির অস্তিত্বের কথা জানত কিনা। 
    আর তুমি ও গুজব ছড়ানো একটু বন্ধ রাখলে পার। সিবিআই এর কাছে মৃতার বাবা মা কি জবানবন্দী দিয়েছেন , তা কোনভাবেই তোমার জানার কথা নয় 
    একইভাবে কেউ হোয়া বা আবাপ পড়ছে কিনা, তাও তোমার জানার কথা নয়। যদি না তুমি অন্তর্যামী হও :-)
  • :|: | 2607:fb90:bd90:1856:8094:b887:fa67:***:*** | ৩০ নভেম্বর ২০২৪ ০০:৪৫539779
  • "সঞ্জয় যে সন্দীপের প্রিয়পাত্র, এটা কোথা থেকে জানলেন" আবাপের সূত্র বলেচে সঞ্জয়ের নাম সন্দীপের ফোনে "সোনা" বলে সেভ করা আছে। অপ্রিয়পাত্রকে সোনা বলে ডাকার চল তেমন নেই বলে এক্ষেত্রে জনতা তাঁদের অনুমানকেই প্রমাণ বলে ধরে নিতে চাইছেন। 
    তবে বিস্মিত হতে দিন। বিস্মিত থাকতে থাকতেই ছাব্বিশের ভোট্টা মিটে যাবে। আশাকরি।  
  • aranya | 2601:84:4600:5410:94a9:e0c5:3b6e:***:*** | ৩০ নভেম্বর ২০২৪ ০০:৪৬539780
  • সিসিটিভিতে ধরা পড়তে পারে জেনেও, একজন খুনী , যে হাসপাতালে প্রচুর ঘোরাঘুরি করে , সে কেন সিসিটিভির সামনে দিয়ে খুনের আগে যাতায়াত করে - এইটা হল বিস্ময়। 
     
    বাকি কোন কিছু নিয়েই বিস্ময় নেই।  আপাদমস্তক দুর্নীতিপরায়ন তৃণমূল দল ও সরকারের সমর্থনে কেন কিছু লোক সমানে সোশাল মিডিয়ায় প্রবন্ধ নামিয়ে যায়, তা নিয়েও কোন বিস্ময় নেই :-) 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ৩০ নভেম্বর ২০২৪ ০১:৩৪539781
  • কারণ ফ্যাক্ট এখনও বলছে পুলিশ খুব ভাল কাজ করেছে। তৃণমূল দুর্নীতিগ্রস্ত, অতএব সন্দীপ মানুষ খান - এটা বললে যেমন আপত্তি করতে হবে, এখানেও তাই। এর সঙ্গে মমতার দুর্নীতির কোনো সম্পর্ক নেই। 
     
    চার্জশিট থেকে জবানবন্দী কিছুই আমার জানার কথা নয়, তবুও জানছি। চার্জশিটটাকে আবাপ ভ্যালিডেশন দিয়েছে বলে আপনার পছন্দ হয়েছে। এটাকে কবে দেয় দেখুন। ততদিন শুভশিস ঘটক আর সোমা মুখোপাধ্যায় পড়ুন। কারণ ওটাই আজকের যুগের বাইবেল।
  • aranya | 2601:84:4600:5410:94a9:e0c5:3b6e:***:*** | ৩০ নভেম্বর ২০২৪ ০১:৩৭539782
  • নাঃ, @ :|: , আমি শুনেছি আর জি করে এক বন্ধু ডাক্তারের কাছে। 
     
    বহু লোকেরই একটা সমস্যা হল , জেনেরালাইজ করা, সেট প্যাটার্নে মানুষকে ফেলার চেষ্টা। সৈকত যেমন ফাটা রেকর্ডের মত আবাপ, হোয়া বলে চলেছে। অন্য ভাবেও তো কেউ খবর পেতে পারে 
     
    তার মানে এই নয় যে সত্যিই সঞ্জয় সঞ্জীবের প্রিয় পাত্র। হতেই পারে, আমার বন্ধু ভুল জানে। তাই লিখলাম - 'সন্দীপের প্রিয়াপাত্র কিনা, সেটা বড় পয়েন্ট নয়। বড় পয়েন্ট হল - হাসপাতালে যার অবাধ আনাগোনা , সেই সঞ্জয় সিসিটিভির অস্তিত্বের কথা জানত কিনা'
     
    সিসিটিভিতে ধরা পড়তে পারে জেনেও, সঞ্জয় যদি সে রাতে খুনের ঝুঁকি নেয়, তাহলে একটা সম্ভাবনা থাকে যে সে ভেবেছিল তাকে পুলিশ ধরবে না, কেউ বা কাহারা তাকে তেমন আশ্বাস দিয়েছিল। নাহলে কেন সে এত রিস্ক নেবে? 
  • aranya | 2601:84:4600:5410:94a9:e0c5:3b6e:***:*** | ৩০ নভেম্বর ২০২৪ ০১:৪১539783
  • 'চার্জশিট থেকে জবানবন্দী কিছুই আমার জানার কথা নয়, তবুও জানছি' 
     
    - জানতেই পার। ​​​​​​​তবে, তোমার ​​​​​​​সেই ​​​​​​​জানার ​​​​​​​ভিত্তিতে ​​​​​​​মৃতার ​​​​​​​বাবা ​​​​​​​কি ​​​​​​​জবানবন্দী ​​​​​​​দিয়েছেন, ​​​​​​​তা ​​​​​​​নিয়ে ​​​​​​​গুজব ​​​​​​​ছড়িও ​​​​​​​না। ​​​​​​​উনি ​​​​​​​নিজের সন্তান ​​​​​​​কে ​​​​​​​হারিয়েছেন। ​​​​​​​এটুকু ​​​​​​​সংবেদনশীলতা ​​​​​​​ওনার ​​​​​​​প্রাপ্য 
     
    'চার্জশিটটাকে আবাপ ভ্যালিডেশন দিয়েছে বলে আপনার পছন্দ হয়েছে' - আমি আবাপ পড়ি না। আমি কি পড়ি, বা আমার কি পছন্দ, তা ও তোমার জানার কথা নয় :-) । অবিশ্যি স্পেকুলেট করে যেতই পার 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন