এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • অরিন | ১৩ জুন ২০২৪ ০৯:১৩533099
  • "এইটা 'সর্বভারতীয়' দলগুলো শেষ মুহূর্তের আগে পর্যন্ত না বোঝায় বৈচিত্রের মধ্যে ঐক্য ব্যাপারটা ফোটাতে পারেননি, পারলে স্পষ্ট জনাদেশই আসত সম্ভবত।"
     
    সম্ভবত নয়, "নিশ্চিত"।
    লড়াইটা হওয়ার কথা ছিল একনায়কতন্ত্রের বিরুদ্ধে ফেডেরালিজমের।
    এখনও সময় আছে।
  • সন্দীপ ব্যনার্জী | 150.129.***.*** | ১৩ জুন ২০২৪ ১০:২৬533101
  • হকার ভাইটির নাম,ধাম যদি একটু জানাতেন। আর তার জীবনের শেষ দৃশ্য সংক্ষেপে। এই অনুরোধ। এবিষয়ে জানার জন্য লিঙ্কও দোিতে পারেন। খুঁজতে একটু অসুবিধা হচ্ছে বলে অনুরোধ জানালাম।
  • dc | 2401:4900:633f:a208:41c0:8bff:ea55:***:*** | ১৩ জুন ২০২৪ ১১:৪০533104
  • "এ নয়, যে পশ্চিমবঙ্গের পুলিশ সাধু। তারাও ঘুষ খায়, রাজনৈতিক কাজে ব্যবহৃতও হয়। কিন্তু তফাত আছে।  তারা সাধারণ মানুষকে ট্রেন থেকে ফেলে দিল, কি গাড়িচাপা দিল, এ কখনও শুনিনি। তার চেয়েও বড় তফাত হল, তারা বিচ্ছিরি কোনো বড়সড় কান্ড ঘটালে সে নিয়ে হইচই হয়।"
     
    ইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? পবর পুলিশ রেপ, মার্ডার, ডাকাতি, তোলাবাজি, কিডন্যাপিং ইত্যাদিতে অংশ নেয় না, এরকম শোনেন নি? এরকম তো হাজারটা কেস আছে! আর পব পুলিশের কুকর্ম নিয়ে হইচই হয় না? মাঝে মাঝেই তো এসব নিয়ে হৈচৈ হতে দেখি! 
  • dc | 2401:4900:633f:a208:41c0:8bff:ea55:***:*** | ১৩ জুন ২০২৪ ১১:৪৫533105
  • ডিসক্লেমার দিয়ে দি বাবা, এ হলো ডিসক্লেমারের যুগ। এই সব ঘটনাগুলোতে শুধু পবর পুলিশ না, সব রাজ্যের সমস্ত পুলিশ সমান ফ্রিকোয়েন্সি আর ম্যাগনিটুড এ অংশ নেয়। তামিল নাড়ুর, কর্নাটকা, অন্ধ্র, কেরল, মহারাষ্ট্র, এমপি, বিহার, আসাম, রাজস্থান, মনিপুর ইত্যাদি কোন রাজ্যের বা ইউনিয়ান টেরিটরির কোন পুলিশই রেপ, মার্ডার, তোলাবাজি, গুমখুন, কাস্টডিয়াল টর্চার ইত্যাদিতে এক ফোঁটাও পিছিয়ে নেই। 
  • | ১৩ জুন ২০২৪ ১২:০০533109
  • ডিসি, 
    "তার চেয়েও বড় তফাত হল, তারা বিচ্ছিরি কোনো বড়সড় কান্ড ঘটালে সে নিয়ে হইচই হয়।"
    এই বাক্যের বাংলা মানে হল রাজ্য পুলুশ এসব করলে সেই নিয়ে হইচই হয়। কিন্তু আরপিএফ সিয়ারপিএফ করলে মিডিয়া সাধারনত সেই নিয়ে হইচই করে না এমনিতে। চেপে দেবার চেষ্টা করে। 
     
    কাজেই আপনার "আর পব পুলিশের কুকর্ম নিয়ে হইচই হয় না? মাঝে মাঝেই তো এসব নিয়ে হৈচৈ হতে দেখি! " অংশটা  বোধহয় বোঝার ভুল। 
  • dc | 2401:4900:633f:a208:f928:63b8:3336:***:*** | ১৩ জুন ২০২৪ ১২:২৮533111
  • দ দি, আচ্ছা। বুঝতে ভুল হয়েছিল। 
     
    এমনিতে বলতে পারি সব পলিটিকাল পার্টিই পুলিশকে নিজের কাজে লাগায়। বিজেপি, কং, তিনো, সিপিএম, সপা, বসপা, ডিএমকে, এডিএমকে, শিবসেনা, সব্বাই। আমাদের দেশে যেসব রিফর্ম ভয়ানক জরুরি, তার মধ্যে সবচেয়ে আগে বোধায় দরকার পুলিশ রিফর্ম। 
  • Krishnendu Pramanick | ১৩ জুন ২০২৪ ১২:৪১533112
  • বাঙলার নাগরিক সমাজ এমনিতেই যথেষ্ট বিভক্ত। একদল ধান্দাবাজ তো একদল ধান্দাবাজ চাটুকার দুইই। আরেকদল উদাসীন। খুব বড় একটা অংশ চূড়ান্ত অসংবেদনশীল। যারা যথেষ্টই সংবেদনশীল তারা আবার হয় একে অন্যের থেকে বিচ্ছিন্ন। অন্তত যথেষ্ট পরিমাণ সংযুক্ত নয়। কিম্বা তারা অত্যন্ত সচেতন হলেও রাজনৈতিক ভাবে ততটা তীক্ষ্ম বা প্রখর কোনটাই নয়। এই এতগুলো খামতি (এগুলোকে খামতিই বলবো আমি) কাটিয়ে যারা আছেন অর্থাৎ যাদের এই খামতি গুলো নেই, তারা সমাজের একটা অতি ক্ষুদ্র অংশ মাত্র। তাই বাকিদের যতটা সম্ভব এই শেষতম অংশের আওতায় আনার পাশাপাশি আরেকটা বিষয় আছে যা বাদ দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল গুলির ভূমিকা এক্ষেত্রে কেমন? তৃণমূল কি এ ব্যাপারে যথেষ্ট নির্ভরযোগ্য? আমার সন্দেহ আছে। সিপি‌আইএম সহ অন্যান্য বাম দলগুলি? খুব নির্ভরযোগ্য কি সিপি‌আইএম এসব ব্যাপারে কোনো দিনই ছিলো? এ রাজ্যের এই রাজনৈতিক দল গুলি কি তাদের নিজেদের রাজ্যের মানুষের জন্য সঠিক ভূমিকা পালন করবে? আরও আছে। ধরা যাক, ইন্ডিয়া জোটের বিভিন্ন রাজনৈতিক দল গুলির কথা। বিষয়টা যখন অন্য রাজ্যের মানুষের তখন তাদের কার ভূমিকা কেমন হবে? তখন বিজেপি সহ এনডিএ জোটের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের পার্থক্য তাদের নিজেদের রাজ্যের মানুষের প্রশ্নে মিটে গিয়ে একটা বোঝাপড়া হয়ে যাবে না তো? এবং সবশেষে, বর্তমান অবস্থায় ভারতে কর্মহীনতা কর্ম সকোচন যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা ভুলে গেলেও বিপদ। অশান্তি আরও না বাড়ে সেটাও তো দেখতে হবে। তাই না? একদম শেষের কথা গুলো কিন্তু শুধুই পলিটিক্যালি করেক্ট থাকার ব্যাপার নয়। বরং এখানেই পার্থক্যের শুরু। 
  • guru | 115.187.***.*** | ১৩ জুন ২০২৪ ১৪:২২533114
  • @সৈকতবাবু 
     
                       আপনার লেখা পড়ে বর্তমানের রাষ্ট্রব্যবস্থাকেও একটি উপনিবেশবাদী সিস্টেম বলেই মনে হচ্ছে | ঘটনা হচ্ছে যে উপমহাদেশে এসব সাম্রাজ্যের উত্থান ও পতন হয়েই থাকে (যেমন মুঘল ব্রিটিশ বা কংগ্রেস ) |  তা আপনার কি মনে হয় বর্তমানের হিন্দি হিন্দু হিন্দুত্ব সাম্রাজ্যেরও একদিন পতন হবেই ?
  • দীপ | 2402:3a80:198d:30b:778:5634:1232:***:*** | ১৩ জুন ২০২৪ ১৪:৩৪533115
  • "এ নয়, যে পশ্চিমবঙ্গের পুলিশ সাধু। তারাও ঘুষ খায়, রাজনৈতিক কাজে ব্যবহৃতও হয়। কিন্তু তফাত আছে। তারা সাধারণ মানুষকে ট্রেন থেকে ফেলে দিল, কি গাড়িচাপা দিল, এ কখনও শুনিনি। তার চেয়েও বড় তফাত হল, তারা বিচ্ছিরি কোনো বড়সড় কান্ড ঘটালে সে নিয়ে হইচই হয়।"
     
    গত দুবছরে পুলিশ কাস্টডিতে সবচেয়ে বেশি মৃত্যু উত্তরপ্রদেশে, দ্বিতীয় স্থানেই পশ্চিমবঙ্গ। অবশ্য এরপরও নির্লজ্জ রাজনৈতিক নেতাদের লজ্জা হয়না। ততোধিক নির্লজ্জ স্তাবক আবার সাফাই গাইতে আসে!
  • দীপ | 2402:3a80:198f:1dd:878:5634:1232:***:*** | ১৩ জুন ২০২৪ ১৪:৩৮533116
  • অন্যদিকে গুরুর রেসিডেন্ট ছাগুটি আবার ধান্দাবাজি করতে মাঠে নেমে পড়েছে! যদিও কেউ কোনোদিন একে একটি কথাও বলবেন না! 
     
    আগেই বলেছি শূকরশাবক ভদ্রভাষা বোঝেনা! এর একমাত্র ওষুধ কামাল পাশা!
  • হে হে | 179.43.***.*** | ১৩ জুন ২০২৪ ১৫:২৪533117
  • কিরে শুকরশাবক দীপচাড্ডি এতবার লাথ খেয়েও লাচতে আসিস নির্লোজ্জ। তোর তো তোর মোদিবাপের বলা  পঁদে ছাপ পড়ে গেছে। ফেসবুকের গুরুপে গুরুপে কেন্দে বেড়াস পোস্ট অ্যাপ্রুভ করার জন্য। তোর নিজের দেয়ালে একটা লোক পড়ে না তোর চাড্ডিতুতো ভাইয়েরাও না আর একেনে এসে লপচপানি।
  • Dip | 2402:3a80:198f:1dd:878:5634:1232:***:*** | ১৩ জুন ২০২৪ ১৫:২৭533118
  • The faithful and sincere dog has arrived to help his masters! The sincerity is really appreciable!
  • হে হে | 45.14.***.*** | ১৩ জুন ২০২৪ ১৫:৩১533119
  • ধুরো লাথখোর লাথ খেয়েও লজ্জা নেই আবার ইংরিজি চোদায়। কি মায়ের গভভেই জম্মেছে মাইরি।
  • গুরুর শিষ্য | 2409:4060:2e9e:22b7:f157:4ba9:ddc6:***:*** | ১৩ জুন ২০২৪ ১৭:২৬533121
  • আমি দুটো কথা লিখতে চাই।
     
  • গুরুর শিষ্য | 2409:4060:2e9e:22b7:f157:4ba9:ddc6:***:*** | ১৩ জুন ২০২৪ ১৭:৫১533122
  • আমি দুটো কথা লিখতে চাই: 
     
    ১) একবার যশয়ন্ত - হাওড়া এক্সপ্রেসে ব্যাঙ্গালোর থেকে কোলকাতা যাচ্ছিলাম। থ্রি টিয়ারে, রিজার্ভেশন করা টিকিটে। ২০০৭ সালে। অন্ধ্রপ্রদেশে যখন ঢুকলো ট্রেন টা তখন হুর হুর করে রিজার্ভ কামরায় উঠে পড়লো অনেক অনেক লোক। বললো "আর শুতে হবে না। দিনের বেলা। এবার আমাদের বসতে দাও।" দু - একজন প্রতিবাদ করলে বেশ চিৎকার চেচামেচি হলো। সবই চলল দক্ষিণী কোনো ভাষায়। তারপর তারা ২-৩ ঘণ্টা পর, পরের ষ্টেশনে নেমে গেলো। এখানে মনে রাখবেন , ওই এক্সপ্রেস ট্রেন টা অনেক দূরে গিয়ে তবেই পরের স্টেশন এ থামে। কারন ওটা তখন কোলকাতা যাবার তখন বেস্ট এক্সপ্রেস ট্রেন। 
     
    ২) একবার একটা স্টেশনে, প্লাটফর্মে, একটা গরীব ভিখারী শুয়ে ছিল। গ্রীষ্ম কাল। দুপুর ১ টা।  তখন কলেজে পড়ি। বাড়ী থেকে কলকাতা যাচ্ছি। পশ্চিম বঙ্গের একটা নামী শহরের স্টেশন টা। ২০০২ বা ২০০৩ সাল হবে। একটা কনস্টেবল, যারা স্টেশনে পাহারা দেয়, এসে সেই ঘুমন্ত লোকটার পিঠে ভ্যক করে একটা লাথি মারলো। তারপর লোকটা উঠে পড়তেই বললো " ইধার নেই শোনে কা... স্টেশনে সে নিকাল যাও।" গরীব লোকটা গুটি গুটি পালিয়ে গেলো। কিন্তু তখন থেকেই ভাবী, সেদিন যদি ওই গরীব ভিকিরি টা স্টেশনে ঘুমালে অপরাধ হয় তাহলে প্ল্যাটফর্মে যে এত হকার এতো স্টল খোলা রয়েছে, সেগুলো কেনো অপরাধের তালিকায় নেই? নাকি গরীব হটিয়ে " স্বচ্ছ ভারত" বানানোর সুপ্ত ইচ্ছা ফল্গু নদীর মতো অন্ত সলিলা ছিলো? 
  • @guru | 89.147.***.*** | ১৩ জুন ২০২৪ ১৯:৫৭533124
  • বাংলাদেশের আবার পূর্ব পাকিস্তান হয়ে উঠতে কতটা সময় লাগবে বলে আপনার মনে হয়? কুড়ি বছরের বেশি লাগতে পারে?
  • Upalm61@gmail.com | 116.193.***.*** | ১৪ জুন ২০২৪ ০০:০১533130
  • ১ )স্পষ্ট  জনাদেশের  না  পাওয়ার  বার্তা  একটাই   কি  করে  হবে যদি  আরএসএসের  গ্র্যান্ড  ন্যারেটিভ  বনাম  আঞ্চলিকতা  মূল  ব্যাটেল  ক্রাই  হয় ? বার্তা এক  নয়  ভিন্ন ।  
    ২ ) মূল  প্রতিপক্ষ ইন্ডিয়া ছিল ।যার ব্যাটেল  ক্রাই  ছিল  সংবিধান  বিপন্ন ।অপ্রেসেড ক্লাস / কাস্ট সেটাই ধরেছে ।খামোকা কাস্টকে গাল  কেন ? কাস্ট  স্ট্রাকচার পাওয়ার  স্ট্রাকচার এর দ্যোতক  নয় কি ?
    ৩ ) ফেডেরালিজম এর দাবি আর তার  আঞ্চলিক ভিন্ন ভিন্ন  প্রেক্ষিত  থাকা  সত্ত্বেও  কৃষক  দাবি  আর  সংবিধান  বাতিলের  আশংকা মোটামুটি সবারই বিবেচ্য  ছিল ।তাই  হিন্দুত্বের  পাল্টা  এক  গ্রান্ড ন্যারেটিভের  আভাসও  আছে ।
  • হুম | 2001:67c:289c:2::***:*** | ১৪ জুন ২০২৪ ০৬:৫০533134
  • সংবিধান বিপন্ন। তাই সংবিধান বদলে সংরক্ষণের ৫০% সীমা ভেঙে দিতে হবে।
  • dc | 2401:4900:6339:3072:d496:7761:7a1f:***:*** | ১৪ জুন ২০২৪ ০৬:৫৮533135
  • সংরক্ষণের ৫০% সীমা অবশ্যই ভাঙা উচিত। কাস্ট সেনসাস থেকে দেখা যাচ্ছে, তথাকথিত "নীচু জাতি" হলো দেশের ৮০-৮৫%। তাহলে সংরক্ষণও ৮০-৮৫% করা উচিত, প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশান করা উচিত। 
  • dc | 2401:4900:6339:3072:d496:7761:7a1f:***:*** | ১৪ জুন ২০২৪ ০৭:০৩533136
  • তথ্যসূত্রঃ 
     
     
    When the Bihar numbers were released, in early October, they confirmed a distribution that many had long suspected to apply to the state – and, by reasonable extrapolation, to much of the rest of the country. The upper castes today account for just around 15 percent of the population, while an overwhelming 85 percent is made up of the Backward Classes, Extremely Backward Classes, Scheduled Tribes and Scheduled Castes – collectively often called the Bahujan, or "the masses". Of course the Bahujan do not enjoy anything close to a proportional share of opportunities and resources, even as the relative privileges of the many communities clubbed under this group vary widely. The Hindu upper castes were shown to form around 10 percent of the population, just as expected. The caste survey also counted the elite Muslim castes, meaning the combined upper-caste population came to roughly 15 percent of the total.
  • | 45.95.***.*** | ১৪ জুন ২০২৪ ০৭:০৮533137
  • একদম ঠিক। সরকারি বেসরকারি সমস্ত চাকরি ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠানে প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতে হবে। ধরুন একটা সিনেমা। তার ৮০-৮৫% চরিত্র ও অভিনেতা নিচু জাতের রাখতে হবে। জাত ব্যবস্থাকে অবহেলা করা অন্যায়।
  • dc | 2401:4900:6339:3072:d496:7761:7a1f:***:*** | ১৪ জুন ২০২৪ ০৭:১৩533138
  • সিনেমায় ৮০-৮৫% চরিত্র ও অভিনেতা নিচু জাতের রাখতে অসুবিধে কি? আসলে শুরু থেকে উঁচু জাতের চরিত্র ও অভিনেতাদের দেখতে দেখতে এতো অভ্যস্ত হয়ে গেছেন যে এই আইডিয়াটা হাস্যকর মনে হচ্ছে। আসলে কিন্তু এটাই সোশ্যাল নর্ম হতে পারে। 
  • dc | 2401:4900:6339:3072:d496:7761:7a1f:***:*** | ১৪ জুন ২০২৪ ০৭:১৫533139
  • খোলা মনে ভেবে দেখুন, প্রেজুডিস ছাড়া। বা, তথাকথিত নীচু জাতের লোকেদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন :-)
  • রাইটো | 2a0b:f4c2::***:*** | ১৪ জুন ২০২৪ ০৭:২৫533140
  • প্রেজুডিস কাটান। আম্বেদকর সংহিতার কেঁচে গণ্ডূষ করা দরকার। নিচু জাত বলে জেনারাইলেজেশন কিসের? যত পার্সেন্ট লোধা, তত পার্সেন্ট লোধা কোটা, এভাবে যেতে হবে। শুধু জাতই বা কেন, হাইটের ভিত্তিতেও রিজার্ভেশন হবে না কেন? পাঁচ ফুটের নিচে পুরুষ শবর এত পার্সেন্ট, পাঁচ থেকে সাড়ে পাঁচ তৃতীয় লিঙ্গের শবর এত। ইত্যাদি প্রভৃতি।
  • dc | 2401:4900:6339:3072:d496:7761:7a1f:***:*** | ১৪ জুন ২০২৪ ০৭:৩৭533141
  • ইস্কুলে সব্বাইকে একটা করে লজিকের বেসিক কোর্স করানো খুব দরকার। যদুবাবু কয়েকদিন আগে যে পোস্টারটা সেঁটেছিলেন, ওরকম একটা বেসিক কোর্স। স্ট্রম্যান আর্গুমেন্ট, স্লিপারি স্লোপ ইত্যাদি ব্যাপারগুলো তাহলে পরিষ্কার হয়ে যায়। 
  • খিকস | 2a0b:f4c2:1::***:*** | ১৪ জুন ২০২৪ ০৭:৪৯533142
  • পাপ্পু লজিক রকস।
  • :|: | 174.25.***.*** | ১৪ জুন ২০২৪ ০৮:১২533143
  • সিনেমায় কোনও রিজার্ভেশন না। ওখানে এন্টারটেনমেন্ট দরকার। চাই শুধুমাত্র সুন্দর সুন্দর দেখতে মানুষ পশু পাখি জন্তু জানোয়ার। 
  • :) | 185.13.***.*** | ১৪ জুন ২০২৪ ০৮:৫৫533145
  • সে নয় সিনেমায় হল, পাতের কথা ভাবুন। সাপ ব্যাঙ কাঠবিড়ালি কাক চড়ুই পাঁঠা হিপো সবার কোটা বহাল হলে কি করবেন?
  • dc | 2401:4900:6339:3072:d496:7761:7a1f:***:*** | ১৪ জুন ২০২৪ ০৯:২৮533146
  • কিন্তু দেখুন, সুন্দর সুন্দর দেখতে মানুষ তো সব জাতের মধ্যেই আছে, উঁচুই হোক বা নীচুই হোক, কারন সৌন্দর্য হলো গিয়ে অর্থোগোনাল টু কাস্ট, রিলিজিয়ন, রেস, ইত্যাদি। আর অ্যাক্টিং ট্যালেন্টও তাই। তাহলে বলিউডে শুধুই তথাকথিত উঁচু জাতের লোকেদের, যারা টোটাল পপুলেশানের ১৫%, ভিড় কেন? সেইজন্যই অ্যাফার্মেটিভ অ্যাকশান দরকার। 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন