এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কমি কুত্তা | 2409:4060:2e11:5d7b::cd4a:***:*** | ১৭ অক্টোবর ২০২৩ ১৯:২৮524705
  • খুব ভালো খবর।
  • রতন কুমার গিরি, 'খবর এখন' , মেদিনীপুর শহর।। | 2409:4061:2dbb:b203::1909:***:*** | ১৭ অক্টোবর ২০২৩ ১৯:২৮524706
  • দারুন লিখেছেন ।
    খুব ভালো লাগলো ।
  • swarnarka ghosh | ১৭ অক্টোবর ২০২৩ ১৯:৩৬524707
  • ইজরায়েল যুদ্ধ একটা ধর্মীয় জটিলতার পর্যায়ে চলে গেছে। সিএনএনের ফরিদ জাকারিয়া তবু ইসরাইলি র পক্ষে বলে যাচ্ছেন ।কয়েকটা নিউজ দেখছিলাম। বুঝলাম ওদেশেও এখানকার মতো গোদি মিডিয়া চলছে। যুদ্ধ লাগছে, লোক মরছে, আর কেউ কেউ একতরফা প্রচার চালিয়ে যাচ্ছে। 
  • ?! | 107.189.***.*** | ১৭ অক্টোবর ২০২৩ ১৯:৫৩524708
  • মহুয়া মৈত্র কোত্থেকে এল 
  • ভাভা | 2001:67c:2660:425:24::***:*** | ১৭ অক্টোবর ২০২৩ ২০:৩৪524710
  • কয়েকটা নিউজ অংকারকে ফায়ার করেছে তো কি হয়েছে ওরকম একটা দুটো ঘটনা কিছুই প্রমাণ করে না। ডকটোর পাত্থোর মনে আছে এই আগের একটি থ্রেডে লিখেছিলেন বাংলদেশে মাত্র ২-১ টা সংখ্যালঘু নিপীড়ণ হয়েছে, তা এখন মাত্র ২-১ টা ঘটনায় লাফাচ্ছেন কেন ? নাকি যেহেতু মুসলিম ধর্মের লোক বলে তিনগুন লাফিয়ে প্রমাণ করতে হবে, গাছ থেকে নেমে এলেও পেছনের লেজটা এখন খসে নি ? 

    ব্যালান্সড রিপোর্টিং---- মানে বাংলাদেশ নিয়ে অন্য থ্রেডে যেরকম সংখ্যালঘু নিপীড়ণকে "ছোট্ট ঘটনা" ওই রকম ব্যালান্সড ?

    শুধু কেউ বোঝে না, কেউ শোনে না, কেউ পড়েনা এইসব বলে কান্নাকাটি করলে হবে, নিজে বোঝেন? লজিক না পছন্দ হলেই পালিয়ে যাওয়া যেখানে প্রাকটিস করেছেন সেখানে আপনার লজিকও যে কেউ যে বুঝবেনা সেটাই তো স্বাভাবিক !!! আর এস এস  ছাড়ালেও সেই গোয়ার্তুমির লজিকটা এখনও কিন্তু একই আছে !!! 

    এবার দম থাকলে একটা কাজ করুন, যা লিখেছেন সেটা ইংরেজীতে লিখুন, যাতে শুধু ভারত, বাংলাদেশ নয় "সবাই" পড়তে পারে। ব্রুকলিনের আসেপাশে যেখানে জিউরা থাকে তাদের বাড়ি বাড়ি গিয়ে সেটা বিলি করে বলুন আপনি কি ধরনের ব্যালেন্সর খেলা খেলছেন, হামাসের আক্রমণের পর থেকে। আমি জানি ডকটোর পাত্থো ওসব করবেননা, চালাক লোক আপনি মাইরি। 

    আর একটা ছোট্ট অনুরোধ, লেখা প্রাকটিস করুন, যে বইগুলো লিখেছেন ওগুলোর ভালোমত এডিটিং দরকার, নাহলে প্রোপাগান্ডা একদম বাইরে বেরিয়ে আসে। ভালো এডিটরকে বলুন আরেকটু লুকিয়ে চুরিয়ে কি করে প্রোপাগান্ডা বেচতে হয় সেটা শেখাতে। না হলে না হবে রিসার্চ পেপার না হবে পপুলার ফিকশন, প্রফেসর এবং ডকটোর পাত্থো!!!! 

    পুনশ্চ:- এবার আবার ওপাড়ায় কিয়ে কাঁদুনি গাইবেন না যে আপনাকে এখানে "ব্যক্তিগত" আক্রমণ করা হেয়ছে। আপনি আপনার অবুঝ লোকজনকে গরু হনুমান বললেও আপনাকে কেউ কিন্তু একবারের জন্যও মার্কামারা খচ্চর বলেনি।  
  • Partha Banerjee | ১৭ অক্টোবর ২০২৩ ২১:২৩524712
  • ইতরদের এবং ফ্যাসিস্টদের একটা মিল চোখে পড়ে। এরা সবাই বিষয় ছেড়ে ব্যক্তিকে আক্রমণ করে। এবং বাড়ির সামনে নোংরা ফেলে গেলে অথবা বাড়ির জানালার কাচ ঢিল ছুঁড়ে ভেঙে দিলে যেমন ভয়েতে বা ঘৃণায় অন্যরা সে বাড়িতে ইচ্ছে থাকা সত্ত্বেও আসেনা, ঠিক সেইরকমই এরা খেলাটা খেলে, যাতে এসব আলোচনা কেউ না দেখে। পাশ কাটিয়ে চলে যায়। আড়ালে বসে গার্বেজ ছোঁড়ে। স্টিংক বম্ব। ছদ্মনাম নেয়। সামনে এসে মুখ দেখিয়ে ফাইট করার সাহস এদের নেই। বেশির ভাগ সময়েই এদের কোনো পিতৃপরিচয়ও নেই। কারণ যেসব নাম নিয়ে লেখে, সেগুলো তাদের বাবামায়ের পরিচয় বলে মনে হয়না। এটা একটা সাইকোলজিক্যাল গুপ্তহত্যার খেলা। এরা জানে, আসল নাম নিয়ে লিখলে বিপদে পড়তে হতে পারে। কোর্টে তো যেতে হতেই পারে। সে রিস্ক এরা নেবেনা। 
  • জল | 74.82.***.*** | ১৭ অক্টোবর ২০২৩ ২১:৫৬524714
  • ও পাত্থোবাউ আপনের বাড়ির সামনে জল নামলো? বড্ডো চিন্তায় পড়ে গেছলেন কিনা, তাই জিগালাম আর কি 
  • ভাভা | 2001:67c:2660:425:24::***:*** | ১৭ অক্টোবর ২০২৩ ২২:১৯524715
  • আরিব্বাস "বিষয়" পেলেই আপনি তাই নিয়ে আলোচনা করবেন ?  আগের পোষ্টে বাংলদেশে সংখ্যালঘূ নিপীড়ন নিয়ে অনেকে অনেক তথ্য ভিত্তিক লেখা দিয়েছে। মনাবতার পূজারী আপনি কি করেছেন? জাস্ট পালিয়ে গেছেন তাও লোকজনকে গরু বলে।  

    দেখুন কোর্ট কেস করার মত আওকাত বা মেটেরিয়াল কোনোটাই আপনার নেই। বরং এইসব যা বাংলায় লিখছেন এগুলো ইংরেজীতে লিখলে নিজে যেখানে থাকেন সেখানেই ভালোমতো ফেঁসে যেতে পারেন। আসলে এসব বলে নিজের প্রোপাগান্ডা যাতে মসৃণ ভাবে চলতে পারে সেটা চাইছেন, সেই ভয় দেখিয়ে মুখ বন্ধ করতে চাওয়ার পুরান ফ্যাসিষ্ট মেন্টালিটি এখন গেলনা।  

    আসুন একটা টই খুলুন "কোরান এবং তাতে কাফেরদের ট্রিটমেন্ট" নিয়ে আমি আর আপনি আলোচনায় বসি। কথা দিচ্ছি যতক্ষন আপনি না খিস্তাচ্ছেন আমিও আপনাকে খিস্তাবনা। তবে ঢিল মারলে পাটকেল খাবেনই। তবে ওসব রিস্কি টপিক, আর আপনার কমফর্ট যোনের বাইরের আলোচনায় আপনি যাবেননা। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:de6b:8a2e:aa22:***:*** | ১৭ অক্টোবর ২০২৩ ২২:৩২524716
  • শুধু কোরান? স্মৃতি, আর তালমুদ বাদ যাবে?
  • kc | 37.39.***.*** | ১৭ অক্টোবর ২০২৩ ২২:৪৪524717
  • আসুক না! স্মৃতি, বেদ, তালমুদ, তোরাহ, হাদিস, সব আসুক। গালাগালি বাদ দিয়ে একটা ভালো আলোচনা হউক না কেনে? বহুকাল তো সুস্থ তর্ক হয়ই না। শুধু যেন চেরিপিকিং নিটপিকিং বা নেমড্রপিংগুলো কম হয়।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:de6b:8a2e:aa22:***:*** | ১৭ অক্টোবর ২০২৩ ২৩:০০524718
  • সে আপনার বৃথা আশা। সুস্থ আলোচনা হবে বলে মনের হয়না।
  • বৃথা আশা | 165.225.***.*** | ১৮ অক্টোবর ২০২৩ ০১:০৬524723
  • দেকুন, আমি কিনা নীপা - তাই কোন টই কোনদিন খুলি না। কিন্তু ঐ আলোচনাটার জন্যে তাও করতে রাজি ছিলাম। 
    কেবল দীপ আর পার্থবাবু এসে যদি দখল করে নেন, এই ভয়ে জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার!  
  • kc | 37.39.***.*** | ১৮ অক্টোবর ২০২৩ ০২:১২524724
  • আমিও মোটামুটি নীপাই, কোনওদিন কোনও টই খুলি নাই। তবে সিরিয়াস টই হলে আলবালরা ছুঁয়েও দেখেনা, এটা দেখেছি। রিসেন্টলিই দেখলাম সাভারকার আর নেতাজি নিয়ে টই দুটোয়। যাস্ট লসাগুদার স্টাইলে যা জানেন সেই ফ্যাক্টগুলো (সাইটেশন সহ) 'উজ্জেতনা' বর্জন করে রেখে দিন। ব্যস।
  • যোষিতা | ১৮ অক্টোবর ২০২৩ ০২:৪৬524726
  • পার্থবাবুর এই জ্ঞান দেওয়াটা ভুল জায়গায় হচ্ছে। উনি যেসব জিনিস নিত্য আবিষ্কার করছেন, সেগুলো এইখানে সকলেই মোটামুটি জানে।
  • কমি কুত্তা | 2409:4060:2e11:5d7b:4819:9467:ea9f:***:*** | ১৮ অক্টোবর ২০২৩ ০৭:২৪524729
  • এই পার্থর পূর্বপুরুষেররা হাজার বছর ধরে তিল তিল করে নিজেদের সনাতন ধর্ম রক্ষা করেছেন। শত অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন, তবু লুঠেরা-হানাদারের "ধর্ম" নেননি। তাঁদের হাজার বছরের সেই ত্যাগের ফল আজকে তাঁদের এই নির্লজ্জ পাষণ্ড কুলাঙ্গার বংশধর।
    পার্থর পূর্বপুরুষেররা হাজার বছরের মুসলমান বর্বরতা সামলেছেন, পাঁচশো বছরের মিশনারি আগ্রাসন আটকেছেন, আর পার্থর সামনে যেই চল্লিশ বছরের কমিউনিস্ট প্রোপাগান্ডা এসেছে, পার্থ অমনি ল্যাং ল্যাং করে নিজের মগজটি ধোলাই করিয়ে বসে আছে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:1459:e1cb:e565:***:*** | ১৮ অক্টোবর ২০২৩ ১১:৩২524738
  • সনাতন ধর্ম কি জিনিষ?
  • কমরেড কমি ডগ | 2409:4060:2e11:5d7b:4819:9467:ea9f:***:*** | ১৮ অক্টোবর ২০২৩ ১১:৪৩524740
  • ভারতে হিন্দু জাগরণ আসবে তথাকথিত অশিক্ষিত আর তথাকথিত নিচুজাতির মানুষের হাত ধরে। কারণ তথাকথিত শিক্ষিত উঁচুজাতির ব্যানার্জী চ্যাটার্জী চক্রবর্তী ভট্টাচার্যদের অনেকদিন আগেই মগজ ধোলাই আর বিচি বিক্রি হয়ে গেছে। বইয়ে পড়া মুখস্থ বুলি আওড়ানো ছাড়া এদের জীবনে আর কিছু নেই।
  • ইতর লোক | 2001:67c:2660:425:1f::***:*** | ১৯ অক্টোবর ২০২৩ ০৪:৩৮524765
  • এবার দুগ্গা পুজোয়, সন্দেশে এই কবিতাটি বের হচ্ছে ----------- না 

    জানে কি গুরু নোম 
    সোশ্যাল মিডিয়ায় ভক্ত পার্থ 
    ছেড়ে শুধুই লোম !!
    জানে কি গুরু নোম 
    চার পাঁচটি বই লিখে 
    পার্থ ফেলেছে বোম!!!
    ক্ষোভে দুঃখে তাই পার্থ 
    যাবে এবার কোর্টে 
    মুক্তির স্বাদ নেবেই আবার 
    একটুও না চটে।
  • Ranjan Roy | ১৯ অক্টোবর ২০২৩ ০৮:৫৭524768
  • এই সব ব্যক্তিগত গালাগালি ছেড়ে কখনও কি আসল কথাগুলো নিয়ে চিন্তাভাবনা হবে?

    যেমন,

    ১) ইজরায়েল প্যালেস্তাইন দুশমনির মূল কারণগুলো কী?

    ২) ইউরোপে কয়েকশতক ধরে ইহুদীবিদ্বেষ (কম বেশি সমস্ত রাষ্ট্রে, আমেরিকা এবং রাশিয়া সমেত) এবং মাঝে মাঝেই 'প্রগ্রোম' চলার পর হঠাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 'হলোকস্ট'এর খবরে বিবেক জেগে উঠল এবং মনে হল -- না, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। ইহুদীদের একটা আলাদা রাষ্ট্র দরকার। বিশেষতঃ আইন্সটাইনের মত বৈজ্ঞানিক এবং বড় বড় ব্যাংকার সব আমেরিকায়। 

    ৩) কিন্তু তাদের সেই রাষ্ট্র ইউরোপে দেওয়া হল না। রাষ্ট্রসংঘ (ইংগ-মার্কিন দাদাগিরি) প্রস্তাব পাশ করে ব্রিটেনের খালি করা মধ্যপ্রাচ্যের উপনিবেশে মিশর ঘেঁষা সিনাই এবং বেদুইন অধ্যুষিত অঞ্চলের টুকরো এবং উপরে জর্ডন নদীর পশ্চিম পাড়ে এক টুকরো নবীন রাষ্ট্র ইসরায়েলের নামে করে দিল। অনেকটা আমাদের পূর্ব  ও পশ্চিম পাকিস্তানের মত।
    কিন্তু দুটো বড় ফারাক।

    ক) দুই পাকিস্তানের মধ্যে কোন কমন ল্যান্ডএর যোগসূত্র ছিল না। এখানে যাতায়াতের সুবিধের জন্য দেওয়া হয়েছে।

    খ) পাকিস্তান সৃষ্টির সময় ভারতের হিন্দু এবং মুসলিমদের  রাজনৈতিক দলগুলোর  প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু রাষ্ট্রসংঘে শুধু ইজরায়েলের প্রতিনিধি ছিলেন। প্যালেস্তাইনের বা ওই  এলাকা আগে  যাদের দখলে ছিল সেই জর্ডন, সিরিয়া, মিশরের সম্মতি ছিল না।

    গ) এমনকি জাওনিস্টদের একশ' বছরের দাবি, যে আমাদের শাস্ত্রে বলা মূল ভুখণ্ডে জেরুজালেমে বসতি করতে দাও সেটা মানা হয় নি। 

    কারণ, রোমান আক্রমণে (আরব বা তুর্কি আক্রমণে নয়) রাজা সলোমনের মন্দির ভেঙে পড়ার পর রাজা হেরোদের জেরুজালেমে তৈরি মন্দিরও ফের রোমান সৈন্যরা ভেঙে দেয়। মাত্র একটা দেওয়াল দাঁড়িয়ে আছে। সেই ওয়াল অফ ওয়েলিং বা বিলাপের প্রাচীর ইহুদি মননে পবিত্র ধর্মস্থান।

    আবার ঠিক তার ওপরেই মুসলিমদের আল আস্কা মসজিদ, যা নাকি মক্কা-মদিনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখান থেকেই নাকি পয়গম্বর মহম্মদ ঘোড়ায় চড়ে আকাশে উড়ে আল্লার দরবারে গিয়ে পবিত্র নির্দেশ নিয়ে ফিরে এসে  পৃথিবীতে প্রচার করেছিলেন। আবার সেখান থেকে পাঁচশ মিটার দূরে এক মহাপবিত্র গির্জা। যেখানে নাকি  ক্রস থেকে যীশুর শরীর নামিয়ে এনে ক্ষতস্থান ধুইয়ে সমাধিস্থ করা হয়, তারপরে পুনরুত্থান। 

    ৪) কেউ কি খেয়াল করেছেন যে নবগঠিত ইজরায়েল রাষ্ট্রকে  প্রথম কূটনৈতিক  স্বীকৃতি দেয় -- আমেরিকা নয় -- স্তালিনের রাশিয়া? সরকারি কম্যুনিস্টরা চেপে যান যে প্রথম ইস্রায়েল-আরব যুদ্ধে স্তালিনের চেকোশ্লোভাকিয়ার পাঠানো অস্ত্রসাহায্য না পেলে ইজরায়েল হেরে যেত?

    ৫) খেয়াল করেছেন যে মহাত্মা গান্ধী, নেহরু এবং অটলবেহারি বাজপেয়ী  ইহুদীদের যন্ত্রণার প্রতি সমব্যথী হয়েও কয়েক শতক ধরে প্যালেস্টাইনের মূল অধিবাসী আরবদের ওখান থেকে বাস্তুচ্যুত করে ইহুদীরাষ্ট্র গড়ে দেওয়াকে অনৈতিক মনে করে খোলাখুলি বিবৃতি দিয়েছেন? অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিন্দু মহাসভার সাভারকর এবং আর এস এসের গোলওয়ালকর  হিটলারের সমর্থন করেছেন, নিপীড়িত ইহুদীদের নয়। 

    ৬) এহ বাহ্য। এটা খেয়াল করুন যে প্রত্যেকটি আরব-ইজ্রায়েল যুদ্ধের পর ইজরায়েল তার এলাকা ক্রমাগত বাড়িয়ে চলেছে। আজকের প্যালেস্তাইন ১৯৪৮ এর তুলনায় ছোট্ট এক টুকরো মাত্র। পশ্চিমে মিশরের গা ঘেঁষে গাজা স্ট্রিপে এবং এলাকার আরেক প্রান্তে জর্ডন নদীর পশ্চিম পাড়ে জেরুজালেমের কাছে রমল্লা, বেথলেম এলাকায় সীমিত। বেশিরভাগ প্যালেস্তাইনের আরব আজ নিজভূমে পরবাসী। রিফিউজি ক্যাম্পে গোটা দুই প্রজন্মের জীবনযাত্রা। 
     
    ৭) কথা হচ্ছে আন্তর্জাতিক হস্তক্ষেপে যতবার সন্ধি হয়েছে, পিএলওর ইয়াসির আরাফাত বেঁচে থাকাকালীন, সেগুলো ইজরায়েল কাজে মানে নি? রিফিউজি এলাকাতেও পুলিশ এবং সৈন্যবাহিনী ইজরায়েলের, শুধু সিভিক দায়িত্ব প্যালেস্তাইনীদের। তাতেও  মাঝেমধ্যেই পুলিশ এসে এলাকা ধরে বাড়ি খালি করায় এবং সেখানে ইসরায়েলীদের বসায়। 

    ৮) এর ফলে নতুন প্রজন্মের প্যালেস্তাইনী যুবকদের মনে  হয়েছে পিএলও নরমপন্থী, বিশ্বাসঘাতক। আলাপ আলোচনা, নেগোশিয়েসন শুধু প্রতাড়না এবং প্রতারণার জন্ম দিচ্ছে। ফলে উগ্রপন্থী হামাসের পতাকাতলে সমবেত হয়ে অস্ত্র ধরলেই ভবিষ্যত।

    ৯) হামাসের শক্তি মিশর ঘেঁষা গাজা এলাকায়। পিএলও জেরুজালেমের কাছে রামাল্লায়। হামাসের আক্রমণ চলছে গাজা থেকে। ইসরায়েল নোটিস দিয়েছে উত্তর গাজা এলাকা থেকে ৪ লক্ষ আরবদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে চলে যেতে হবে। কাল গাজাতে একটা হাসপাতালে বোমা পড়ে পাঁচশ নিহত। জেরুজালেমে বা রমল্লায় কোন যুদ্ধ হচ্ছে না। কারণ পিএলও এই যুদ্ধের সমর্থক নয়। কিন্তু কাল রামাল্লাতেও বোমা মেরে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের লক্ষ্য এবার পুরো প্যালেস্তাইনকে নিশ্চিহ্ন করা। ইজরায়েল সরকারি ভাবে যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে জেনেভা কনভেনশন মানছে না কেন? 

    ১০) আজকে হামাসের এই আক্রমণ বাস্তবে এজেন্ট প্রভোকেচারের কাজ করল। এই মরীয়া আক্রমণের কোন ভবিষ্যত নেই। আরব দুনিয়ায় প্যালেস্তাইন একা। আরব লীগের জর্ডন, সিরিয়া, মিশর, লেবানন কেউই ওদের পাশে নেই। সৌদি আরব কী করছে সবাই জানে।ঠিক যখন খোদ ইসরাইলে  উগ্র দক্ষিণপন্থী নেতা   নেতানেয়াহু নাস্তানাবুদ হচ্ছিল, ওর বিরুদ্ধে চারটে দলের সম্মিলিত জোট শক্তিশালী (তাদের মধ্যে আরব পার্টিও আছে) হয়েছে, তখন হামাসের এই আক্রমণ নেতানেয়াহুকে শক্তি যুগিয়ে দিল। 

    আমাদের অন্য কিছু মনে পড়ছে কী?
  • আমাদের অন্য কিছু মনে পড়ছে কী? | 65.49.***.*** | ১৯ অক্টোবর ২০২৩ ১০:২৭524770
  • ১১) হামাসের ঘোষিত লক্ষ্য ইসরায়েলকে ধ্বং্স করাঃ Israel will exist and will continue to exist until Islam will obliterate it, just as it obliterated others before it" (The Martyr, Imam Hassan al-Banna, of blessed memory).
     
    ১২) হামাস সেকুলারিজম সম্বন্ধেঃ 
    Secularism completely contradicts religious ideology. Attitudes, conduct and decisions stem from ideologies.

    That is why, with all our appreciation for The Palestinian Liberation Organization - and what it can develop into - and without belittling its role in the Arab-Israeli conflict, we are unable to exchange the present or future Islamic Palestine with the secular idea. The Islamic nature of Palestine is part of our religion and whoever takes his religion lightly is a loser.
     
    ১৩) হামাস এর প্রধান মদতদাতা ইরানের হেজবোল্লা। ইরান সহ অন্যান্য আরব দেশগুলোরও লক্ষ্য ইসরায়েলকে ধ্বং্স করা। ইসরায়েল যদি ছ দিনের যুদ্ধে হেরে যেতো তাহলে ইতিইহাস হয়ে যেত। 
     
    ১৪) ইরাক ১৯৮১তে  পরমাণু বোমা বানানোর কাজে হাত দিয়েছিল। ইজরায়েল যদি অসিরাকে হামলা না চালাতো তো ইজরায়েলের ওপর সেই বোমা ফাটানো হতো। প্রত্যেক ইজরায়েলি জানে যে তারা চারিধারে শত্রুর মধ্যে বাস করছে। হয় মারো, নয় মরো।  
     
    ১৫) গাজা স্ট্রিপের সাথে ইজিপ্ট এর সীমান্ত আছে। ইজিপ্ট, অন্য আরব দেশগুলো এতো যে প্যালেস্টিনের জন্য নাকি কাঁদে কিন্তু গেট খুলে দেয় না। প্যালেস্টিনিয়ানদের ইজিপ্টে প্রবেশাধিকার নেই। হামাস ২০০৭ সালে ক্ষমতা দখল করার পর থেকে রাফা গেট বন্ধ। 
  • ইতর লোক | 2001:67c:2660:425:26::***:*** | ১৯ অক্টোবর ২০২৩ ১০:৪০524771
  • 1."পাকিস্তান সৃষ্টির সময় ভারতের হিন্দু এবং মুসলিমদের  রাজনৈতিক দলগুলোর  প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে" --------  মুসলিমদের  রাজনৈতিক দল ছিল কিন্তু হিন্দু রাজনৈতিক দল কোনটি ছিল? কংগ্রেস ? সে তো সেক্যুগিরি ফলাতো, মানে মুসলিমরা কংগ্রেসকে ভোট না দিলেও কংগ্রেস মনে করতো সে সমস্ত ভারতবাসীর প্রতিনিধি। তাই সে হিন্দু রাজনৈতিক দল  কি করে হবে ? দুটি দেশ হল তৈরী হল একটি মুসলিমদের জন্য আরেকটি সবার জন্য!!! সবার জন্য হলে আবার আলাদা করে মুসলিম দেশ তৈরীর দরকার কেন পড়লো? ভারতের কম্যুনিস্ট পার্টি আবার পাকিস্তান দাবীকে সমর্থন করলো কিন্তু তাদের হিন্দু (জন্মগত ভাবে) নেতার টুক করে পাকিস্তান ছেড়ে এখানে এসে আবার একই রকম সেক্যুগিরি শুরু করলেন ! আর দুই পাকিস্তান থেকে কম্যুনিস্ট পার্টি আস্তে আস্তে উঠে গেল ?

    2."কেউ কি খেয়াল করেছেন যে নবগঠিত ইজরায়েল রাষ্ট্রকে প্রথম কূটনৈতিক  স্বীকৃতি দেয় -- আমেরিকা নয় -- স্তালিনের রাশিয়া?"
    একদম ঠিক, কিন্তু স্তালিন যখন দেখলেন এই নতুন রাষ্ট্র সোস্যালিজমের পথে আস্তে রাজী নয় তখন থেকেই এই প্রেমের ইতি।

    3."এর ফলে নতুন প্রজন্মের প্যালেস্তাইনী যুবকদের মনে  হয়েছে পিএলও নরমপন্থী, বিশ্বাসঘাতক"   ----- যদিও বা মানা গেল তারা প্রতাড়িত হয়েছেন (?) তাহলেই যদি অস্ত্র ধরতে হয় সেক্ষেত্রে কাশ্মীরি হিন্দুদের অস্ত্র ধরা দরকার ছিল, বাংলাদেশী হিন্দুরাও  অস্ত্র ধরতে পারত। সেটা হলে  উপমহাদেশে মোটামুটি একই রকম পরিস্থিতি হত. জাস্ট দুটো উদাহরণ মাত্র যে কিন্তু হয়নি। একটু গভীরে গিয়ে ভাবতে হবে যে এরা এত ভালভাবে মাঝে মাঝে অস্ত্র ধরতে কি করে পারে!! কোন জাদুবলে?  

    4."খেয়াল করেছেন যে মহাত্মা গান্ধী, নেহরু এবং অটলবেহারি বাজপেয়ী  ইহুদীদের যন্ত্রণার প্রতি সমব্যথী হয়েও" ----------  আরেকদফা দ্বিচারিতা মূল অধিবাসী আরবদের ওখান থেকে বাস্তুচ্যুত করা উচিত নয়, কিন্তু নিজেদের দেশে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে হিন্দুদের বাস্তুচ্যুত করা ওনারা মেনে নিয়েছিলেন। কি কিউট না ? আরো বড় প্রশ্ন "মূল অধিবাসী" সংজ্ঞা কি ? কারন সালাদিনের আগে ওখানে সেভাবে মুসলিম ছিলনা, আর মেজরিটি তো নয় বটেই । সুতরাং কোথা থেকে "মূল" গোনা শুরু হবে সেটা নির্ণয় করবে কে ?  

    5.এই প্যালেস্টাইন নিয়ে আরেকটি প্রসঙ্গ বলা উচিত টি হলো ৭০র ব্ল্যাক সেপ্টেম্বর, যখন প্রায় ২৫হাজার লোককে মেরেছিল জিয়া উল হকের পাকিস্তানী সেটা, সেটাও জর্ডনের রাজার আহ্বানে।  কেন হয়েছিল ? কেন জর্ডন পূর্ব প্যালেস্টাইনের দায়িত্ব নিতে আর রাজি হয়নি ?

    শেষে বলি বেশ ভাল আলোচনা, কিন্তু এগুলো পার্থ বাবুর থ্রেডে না করে আলাদা করে করুন, উনি এসব পছন্দ করেননা, মানে আলোচনা সেটাও আর এস এস আর বিজেপি ছাড়া।  
  • Amit | 163.116.***.*** | ১৯ অক্টোবর ২০২৩ ১০:৪৮524772
  • ১৯৪৭ থেকে পাকিস্তানে বাংলাদেশ থেকে কত সংখ্যালঘু ইন্ডিয়ায় পালিয়ে এসেছে ? আর উল্টোদিকে ইন্ডিয়া থেকে কত সংখ্যালঘু পাকিস্তান বাংলাদেশে গেছে এই সময়ে ? কোনো এস্টিমেট আছে ? প্রথমটা বেশি হলে ​​​​​​​তাদেরকে ​​​​​​​ফেরানো ​​​​​​​দরকার ​​​​​​​কি ​​​​​​​না ? তারা ​​​​​​​পাল্টা টেরর ​​​​​​​ফান্ডিং ​​​​​​​করলে প্যালেস্টিনিয়ান দের মতো সহানুভূতি পাবে তো ?
     
    সিমিলারলি আজকে ডিসপ্লেসড কাশ্মীরি পন্ডিতরা কাশ্মীরে ফেরার জন্যে বোমাবাজি শুরু করলে প্যালেস্টিনিয়ান দের মতো সহানুভূতি পাবে তো ? 
     
    নাকি তখন আবার প্রেক্ষিত দেখা শুরু হবে ? 
  • সম্প্রীতি | 2a03:4000:6:d042:5440:88ff:fedd:***:*** | ১৯ অক্টোবর ২০২৩ ১১:৩০524773
  • পার্থবাবু খাঁটি কথা বলেছেন। নূপুর শর্মার মত মুসলিম অ্যাঙ্করদের হ্যারাস করা, থ্রেট দেওয়া বন্ধ হোক।
  • Ranjan Roy | ১৯ অক্টোবর ২০২৩ ১৮:৪৮524790
  •  হামাসকে কেউ সেক্যুলার ভাবে না।  
    ২ কোন জিনিসকে ব্যাখ্যা করা আর তাকে সমর্থন করা এক নয়।  আজকের বিশ্বে হাতিয়ার ধরে কোন স্থায়ী সমাধান হবে না। খালি এটা বলা হয়েছে যে কীভাবে পিএলও নতুন প্রজন্মের সমর্থন হারালো আর হামাসের শক্তিবৃদ্ধি হল। , তার মানেই সেটা জাস্টিফায়েড তা বলা হচ্ছে না।
     ৩ জেরুজালেম এবং রামাল্লায় হামাস নেই। পিএলও আছে। 
     সেখানে কেন ইজরায়েলি হামলা হচ্ছে? 
    ৪ কাশ্মীরের সমস্যা আর প্যালেস্তাইনএর সমস্যা এক নয়। আরব ভূমিতে গোটা ইউরোপ থেকে ইহুদীদের এনে আরবদের বিতাড়িত করা হচ
     এটার সঙ্গে বরং খানিকটা মেলে  চিনের তিব্বত  অঞ্চলে হানদের এনে বসানোর সঙ্গে।
     ৫ হামাস মানে সব প্যালেস্তাইনী নয়। ঠিক যেমন নেতানিয়াহু মানে সব ইজরায়েলি নয়। 
    ৬ ভারত পাকিস্তান ভাগাভাগির প্রশ্নে কেউ বাইরে থেকে এনে বসানো জনসমষ্টি ছিল না, হিন্দুও না মুসলমানও না। 
     
    ৭ দেশভাগের আলোচনায় কংগ্রেস ছাড়াও মুসলিম লীগ হিন্দু মহাসভা দলিতদের আম্বেদকর --সবার সঙ্গেই কথা হয়েছিল।
    তবে অধিকাংশ হিন্দু তাদের প্রতিনিধি দল হিসেবে কংগ্রেসকে পছন্দ করেছিল, হিন্দু মহাসভাকে নয়। 
    তার কারণ, দুটো।
    এক, 
    বঙ্গে এবং সিন্ধু প্রদেশের মুসলিগ লীগের সঙ্গে হাত মিলিয়ে মন্ত্রীসভায় থাকা।
    দুই, 
     কুইট ইণ্ডিয়া আন্দোলনের বিরোধিতা করা। তাই পরের বার ইলেকশনে হিন্দু মহাসভা কংগ্রেসের বিপুল জনপ্রিয়তার সামনে দাঁড়াতে পারল না। 
     
    @অমিত,  
     
    ছবিটাই যে উলটো। আপনি বলছেন সংখ্যালঘুদের ফিরিয়ে নেওয়ার জন্যে টেররিজম জাস্টিফায়েড কিনা--বাংলাদেশের হোক, বা কাশ্মীরের হিন্দু।
      প্যালেস্তাইনে সমস্যাটা ঠিক উল্টো--নিজভূমে পরবাসী হয়েছে আরবরা। সংখ্যালঘু ইহুদীদের গোটা ইউরোপ থেকে এনে আরবদের ঘর খালি করা হচ্ছে। 
     এইখানেই গান্ধী-নেহেরু- অটলজীর আপত্তি। 
  • কমরেড কমি ডগ | 2409:4060:2e11:5d7b:4819:9467:ea9f:***:*** | ১৯ অক্টোবর ২০২৩ ১৯:১৩524793
  • আর ভারতবর্ষে হিন্দুরা নিজভূমে পরবাসী হয়নি? মুসলমানরা ভারতে হঠাৎ এলো কোথা থেকে? তাদের কি হিন্দুরা নেমন্তন্ন করে এনেছিলো, "এসো আমাদের দেশ দখল করো, আমাদের গণহত্যা করো" বলে?
    কাশ্মীরী পন্ডিতদের নাম শুনেছেন? তারা নিজভূমে পরবাসী না? বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু পালিয়ে ভারতে আসে, তারা কি? ভারত থেকে কটা মুসলমান পালিয়ে বাংলাদেশে আর পাকিস্তানে যায়?
    যতো ভন্ডের দল।
  • Amit | 163.116.***.*** | ১৯ অক্টোবর ২০২৩ ২০:৪৫524801
  • ঠিক যা ভেবেছিলাম। ধর্ম পাল্টালেই প্রেক্ষিত পাল্টে যায়। বিশেষ করে ​​​​​​​একটা বিশেষ ​​​​​​​ধর্মের ​​​​​​​ব্যাপারে ​​​​​​​তো ​​​​​​​এক্কেরে সেকুলারদের শান্তি ​​​​​​​কল্যাণ। 
     
    ৪। এই পয়েন্ট এ আপনার বক্তব্য টা কি ? ইহুদিরা কোনসময় জেরুসালেম প্যালেস্টাইনে ছিলই না ? তারা একসময় সেখান থেকে তাড়া খেয়ে ইউরোপে ছড়িয়ে পড়েছিল। কয়েকশো বছর পরে সেখানে ইসলাম স্প্রেড হয়। সুতরাং ইহুদিরা চিরকালের জন্যে সেখানে বহিরাগত হয়ে গেলো আর সেটা আরব দের স্থায়ী ভূমি হয়ে গেলো ? তো আপনার মতে আইডিয়াল সমাধান কি ? ইজরায়েল স্টেট্ কে ডিসল্ভ করে আবার ইহুদিদের সবাইকে ইউরোপে ফেরত পাঠানো ? 
     
    এই একই যুক্তিতে ৪০-৫০ পরে কাশ্মীরি পন্ডিত দের ফেরানোর কথা উঠলে তখন তাদের বহিরাগত বলা হবে তো ? আর যেসব হিন্দু কে পালিয়ে আসতে হয়েছে পাশের ইসলামিক দেশগুলো থেকে প্রাণের ভয়ে , ইহুদিদের সাথে তাদের তফাৎ কোথায় ? তারা কোনোদিন ওসব জায়গায় ফিরতে চাইলে তারা তখন বহিরাগত ? না আদি বাসিন্দা ?
     
     ৩ জেরুজালেম এবং রামাল্লায় হামাস নেই। পিএলও আছে। 
    - হামাস সেখানে ক্ষমতায় নেই। তার মানেই যে হামাসের কিছু টেরোরিস্ট যে ওখানে লুকিয়ে নেই সে বিষয়ে আপনি ১০০-% নিশ্চিত ? তাদেরকে কে কি সেফ প্যাসেজ দিয়ে দেবে ? 
     
    ২ আজকের বিশ্বে হাতিয়ার ধরে কোন স্থায়ী সমাধান হবে না।
     
    - স্থায়ী সমাধান কোথাও কখনো হয়না। ওটা জাস্ট একটা ইলিউশন। এইসব সমস্ত সমস্যার সমাধান হলো টেম্পোরারি যেটা আসলে একটা প্যাচ দিয়ে সমস্যা কার্পেটের তলায় গুঁজে রাখা যেটা আবার কয়েক যুগ পরে ঠিক কোনো না কোনো ছুতোয় চাগিয়ে ওঠে। আর স্থায়ী সমাধান যেমন অস্ত্র ধরেও হয়না। তেমনই গান্ধীগিরি করেও হয়না। বরং গান্ধীগিরি করতে গেলে পাকিস্তান বাংলাদেশ এর সংখ্যালঘুদের মতো হাড়ির হাল হয়। 
     
    আজকে আরবরা কি শান্তিপূর্ণ সমাধান চায় ? টু স্টেট্ সলুশন মেনে নিচ্ছে না কেন তাহলে ? এইড এর পয়সা দিয়ে হামাস অস্ত্র কিনছে টানেল বাঙ্কার বানাচ্ছে। প্রত্যেক টা আরব দেশ একবার সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়বে যুদ্ধে - আর যাকিছুর অভাব হোক জেহাদির অভাব তো কোনোকালে হয়নি এদের গত ১৪০০ বছরে। এমন অবস্থায় ইজরায়েল কি গান্ধীগিরি দেখাবে ? 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:7398:b7ad:7622:***:*** | ১৯ অক্টোবর ২০২৩ ২০:৫১524802
  • কাশ্মিরী পন্ডিতরা অস্ত্র ধরবে মনে হয়? বা পাশের ইসলামিক দেশ থেকে চলে আসা হিন্দুরা? সে হলে সমর্থন আছে। কিন্তু এই অজুহাতে ভারতে দাঙ্গা লাগিয়ে নিরীহ মুসলমান খুন করে ছাপ্পান্ন ইঞ্চির ফ্যাসিস্ট চিরস্থায়ী করায় ঘেন্না আছে।
  • বামাস্ফালন | 2001:67c:6ec:203:192:42:116:***:*** | ১৯ অক্টোবর ২০২৩ ২০:৫৮524804
  • হামাসের পক্ষে কি শুধু মিছিল আর বাকতাল্লাই হবে? লাল ঝাণ্ডা কাঁধে নিয়ে রকেট ছুঁড়তে কেউ যাবে না? অ্যায়সে ক্যায়সে বিপ্লব হোগা রে বাবুয়া?
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:7398:b7ad:7622:***:*** | ১৯ অক্টোবর ২০২৩ ২১:০৮524805
  • ভারতের দাঙ্গাবাজেরা কি শুধুই গরুর মাংস রপ্তানি করে পয়সা করবে? বাংলাদেশী হিন্দুদের হয়ে কেউ অস্ত্র ধরতে যাবেনা? 
     
    এই কইরা হিন্দু রাষ্ট্র ক্যাইসে হোগা রে .. 
  • মাইরি | 51.9.***.*** | ১৯ অক্টোবর ২০২৩ ২১:১৩524807
  • মন্দির ওহি বানায়েঙ্গে, তারিখ নেহি বাতায়েঙ্গে।
    ৩৭০ ভি উঠবে না, সির্ফ জুমলা।
    হিন্দুরাষ্ট্র ভি হোবে না।
     
    একদিনে কি আর হিন্দু হয়েছে পাব্লিক?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন