
gargi bhattacharya লেখকের গ্রাহক হোনএই রকম বয়স হওয়া ভাল। নইলে এতো সুন্দর নস্টালজিক লেখা পেতাম কি করে? দিদি, আপনার লেখার গ্রাহক হলাম।
এই লেখায় আটের দশকের কলকাতার সঙ্গে শৈশবের ঢাকার একটি অস্পষ্ট মিলও যেন পেলাম, বেহায়া মন।
"পুরোনো দিনের খাবারের স্বাদ বলে আমরা আসলে যা ভাবি, জানো আমার মনে হয়, সেটা শুধু খাবারের স্বাদ নয়, আরো অনেক কিছু একসাথে।"
এই হলো মোদ্দা কথা। আপনার বাবার শেষ স্মৃতিকথায় মন বিষন্ন হলো, অনেক বছর আগের কথা তবু।
অনুগ্রহ করে দেখুন তো, ফন্টটি বদলে "বংশী আলপনা" বা "কালপুরুষ" করা যায় কি না, এই ফন্টটি খুব চোখে লাগছে।
অনেক শুভ কামনা। আরও লিখুন
খুব ভাল লাগল।
gargi bhattacharya | ১৯ জুন ২০২১ ০৮:৩৬495069অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
আমি আসলে ডক-ফাইলে লিখে এখানে কাট-পেস্ট করি। সেখানে লিখি কালপুরুষে, এখানে এসে কোন মন্ত্রবলে এমন একখান ফন্টের চেহারা নেয় কে জানে! তবু, পরের বার খেয়াল রাখব, দেখব যদি যন্ত্রপাতির কেরামতি কিছু করতে পারি।
সায়ন্তন চৌধুরী | ১৯ জুন ২০২১ ০৯:১৬495070পেস্ট করার সময় Ctrl+V না মেরে Ctrl+Shift+V মারুন; ফরম্যাটিং ছাড়া শুধু টেক্সট আসবে।
gargi bhattacharya | ১৯ জুন ২০২১ ০৯:৫৯495071বেশ, তাই করব। ধন্যবাদ।
সায়ন্তন,
ধন্যবাদ। এটা আমিও শিখে নিলাম।ঃ))